প্রতিবাদ নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, The best quotes, captions on Protest in Bengali



 আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” প্রতিবাদ বা প্রতিবাদী ” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

প্রতিবাদ নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা

প্রতিবাদ নিয়ে উক্তিসমূহ, Wonderful quotes on Protest

  • যতদিন সবার কথা সহ্য করতে পারবে ততদিন তুমি খুব ভালো, প্রতিবাদ করলেই তুমি খুব খারাপ।
  • বতর্মান সমাজ- যেখানে প্রতিবাদীদের সংখ্যা হাতে গোনা, আর বাকিরা হয় “দর্শক” নাহলে “ধর্ষক”।
  • যখন অনিয়ম, দুর্নীতি একটা আইন হয়ে যায়, সেই মুহূর্তে প্রতিবাদ করা একটা দায়িত্ব বনে যায় ৷
  •  যদি প্রতিবাদী নিশ্চুপ হয়ে থাকে এবং নিজের উপর লাগা আরোপ নিয়ে কোনো কথা না বলে তবে আদালত তো ভাববেই যে সে দোষী।
  • তুমি যদি নিজের অধিকার পেতে গিয়ে প্রতিবাদী হয়ে যাও, তবে তাতে ভুল কিছু নেই।
  •  কোনো অনিয়মকে চুপচাপ মেনে নেওয়ার চেয়ে তার জন্য প্রতিবাদ করাটাই অধিক শ্রেয়।
  • নিজের প্রাপ্য সম্মান অর্জন করতে গিয়ে প্রতিবাদী হওয়া কোনো দোষের কিছু নয়।
  • প্রতিবাদ কখনোই শান্তির পক্ষে বিরক্তিকর বিষয় নয়, বরং কোনো কিছু অনিয়ম, দুর্নীতি ও যুদ্ধ হল শান্তির জন্য এক হুমকি স্বরূপ।
  • তোমার সাথে হওয়া দুর্নীতির জন্য তোমাকে নিজেই প্রতিবাদ করতে হবে, আজকাল কেউ কারো জন্য এগিয়ে আসে না।
  • আজকের সময়ে সহজে কেউ কোনো কিছু নিয়ে প্রতিবাদ করতে চায় না, সবাই মুখ বুজে থাকে, তাই দুর্নীতিও বেড়ে চলেছে দিনের পর দিন।
প্রতিবাদ নিয়ে উক্তিসমূহ

রামধনু নিয়ে উক্তি, ক্যাপশন, কবিতা, Best quotes on Rainbow in Bengali

প্রতিবাদ নিয়ে স্টেটাস, Best status on Protest in Bangla

  • আমি প্রতিবাদী, কোথাও কিছু খারাপ কাজ বা ভুল হতে দেখলেই প্রতিবাদ করি, তাই অনেকে আমার উপস্থিতি সহ্য করতে পারেন না।
  • প্রতিবাদ না করলেই তোমার চোখের সামনে তোমার অধিকারও কেউ না কেউ ছিনিয়ে নেবে, চুপ করে থেকে আজকাল কিছুই পাওয়া যায় না, এমনকি পাওনা জিনিসও হাতছাড়া হয়ে যায়।
  • দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, নয়তো তা ক্রমশ বেড়ে ওঠে।
  • যখনই মানুষ স্বার্থপর ও লোভী মানুষদের কাছে নির্যাতন, শোষণ ও নিপীড়ন এর শিকার হয় তখনই সমাজে প্রতিবাদ শুরু হয়।
  • আজকাল সবাই নিজের জীবন সামলে নিতে ব্যস্ত থাকে, অন্য কারোর হয়ে কেউ প্রতিবাদ করতে যায় না, যতক্ষণ না নিজের উপর কোনো কথা আসে কেউ অন্যের সাহায্যে এগিয়ে আসে না।
  • বাড়ি থেকে বের হলেই আমার রক্তে প্রতিবাদের ঝড় বয়ে চলে, দুনিয়ার অন্যায়, অনিয়ম দেখে আমার আর সহ্য হয় না, যেখানেই যাই সেখানেই দুর্নীতি বিরাজমান।
  • মানুষ যখন নিত্য ঘটতে থাকা অন্যায়কে প্রশ্রয় দিতে থাকে তখন তারা নিজের প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে। এর প্রভাবেই সমাজে অন্যায় অবিচার ও জুলুম বাড়তে থাকে।
  • একজন সচেতন নাগরিকের পক্ষে অন্যায়ের প্রতি কোনও প্রতিবাদ না করতে পারলে তা খুবই কষ্টকর ও লজ্জাজনক বলে মনে হয়।
  • অন্যায় বা দুর্নীতির বিপক্ষে প্রতিবাদ করতে তা ছোটো না বড় এসব যাচাই করা ঠিক না। দোষ কম হলেও তাকে দোষীই বলা হয়।
  • আমাদের সমাজ অন্যের অধিকার হরণ করে, লোভ-লালসায়, নিজের স্বার্থের চিন্তা করে বেঁচে থাকার মত কিছু মানুষও রয়েছে। সমাজের বুদ্ধিজীবী লোকজন যদি তাদের বিরুদ্ধে প্রতিবাদ না করে, তখনই দুর্নীতির সৃষ্টি হতে থাকে।
  • অন্ধকারে যে বাস করে মৃদু আলোতে তার দৃষ্টি স্থিমিত হবেই, একইভাবে অন্যায়ে যে ডুবে থাকে প্রতিবাদে তার গা জ্বলোবেই।
  • যদি কোন ব্যক্তি চোখের সামনে অন্যায় হতে দেখেও চুপ থাকে তাহলে তার মত খারাপ ব্যক্তি এই পৃথিবীতে আর দুটো নেই।
  • সাধারণত একজন প্রতিবাদীই সকলের চোখে দোষী হয়ে থাকে যতক্ষণ অবধি সে নিজের নিষ্পাপতা প্রমাণ না করে।
  • প্রতিবাদ কখনোই গণতন্ত্র নামক ব্যবস্থার বাইরের কিছু নয় বরং গণতন্ত্রের জন্য তা অত্যন্ত জরুরি।
  • যদি তোমাদের সামনে কোনো অন্যায় হয় তাহলে অবশ্যই তার প্রতিবাদ করা উচিত।
  • যে কাপুরুষতাকে দূরীভূত করার জন্য নিজেই নিজের সাথে লড়াই করে, নিজের অকাজ এর বিপক্ষে নিজের মনের সাথে প্রতিবাদ করে, সেই প্রকৃত বীর।
  • কখনও অন্যায় অবিচারের দেখলে চুপ করে থেকো না, বরং প্রতিবাদ জানাও, কারণ এই একই অবিচার আজ অন্যের সাথে হচ্ছে, কাল তোমার সাথেও হতে পারে।
  • বর্তমান সমাজে দুর্নীতি, অন্যায় বা অবিচার করার জন্য বহু মানুষ থাকে, কিন্তু সেই সব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করার মানুষের বড়ই অভাব।
প্রতিবাদ নিয়ে স্টেটাস

অভিশাপ নিয়ে উক্তি, ক্যাপশন, কবিতা, Best and fine sayings and quotes on curse in Bengali

প্রতিবাদ নিয়ে ক্যাপশন, প্রতিবাদ নিয়ে caption

  • কোনো এক জ্ঞানী ব্যক্তি বলেছেন, “অন্যায় করা ও অন্যায় সহা, দুটোই সমান অপরাধ।” তাই প্রতিবাদ করা উচিত।
  • যখন সময় তোমার কাছ থেকে সত্য মাখা বজ্র কণ্ঠ চায়, তখন নিস্তব্ধতা তোমার কাপুরুষতার মূর্তি তুলে ধরে।
  • প্রতিবাদের জোড়ালো স্লোগান যার গায়ে কাঁটা দেয় না, সে আর যাই হোক কখনো প্রতিবাদী হতে পারে না।
  • আগুনের ঝান্ডা হাতে নিয়ে যে রণভূমে অবতরণ করে, তারে কিসের ভয় দেখিয়ে রুখতে পারবে তুমি? সে তো বোঝে শুধু প্রতিবাদের ইশারা, তোমার সতর্কবাণীগুলো যে তার শ্রবণের উর্ধ্বে।
  • পৃথিবীতে সবচেয়ে সাহসী ও বড় লড়াই হল কোনো অত্যাচারী শাসক এর বিরুদ্ধে কথা বলা, প্রতিবাদ করা। 
  •  নিজের অধিকার ক্ষুন্ন হলে, প্রতিবাদ কর। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে, প্রতিবাদ কর। পুঁজিবাদ এর দাপট বেড়ে গেলে, প্রতিবাদ কর। অন্যায়কে প্রশ্রয় দিলে, প্রতিবাদ কর।
  • উঠে দাঁড়াতে গেলে যে প্রতিবাদ করতেই হবে, যে মেয়েটির রং কালো তার যে রূপের চর্চা ভীষণ, শুনে যেতে হয় তাকে নানান উচ্চবাক্য, কিন্তু তাকে যে সমস্ত কথার সঠিক জবাব দিতেই হবে, প্রতিবাদ তাকে করতেই হবে।
  • যে নারীকে ডাকো জগতশ্রেষ্ঠ মা বলে, অবলা একলা পেয়ে সেই নারীকেই দংশিত করছো ভোগের ছোবলে, না আর নয় এবার গর্জে ওঠো মানব আর মানবীয় সভ্যতা, এমন কিছু করে দেখাও যাতে পিশাচ গুলো ভয় পায় করতে এরূপ অসভ্যতা। প্রতিবাদের তীব্রতর আগুন এবার জ্বালাও, মানুষরূপী শয়তান গুলোকে জীবন্ত পোড়াও ৷
  • জীবনের মায়া করিনা আমি, চলি সত্যের পথে, অন্যায় দেখলে প্রতিবাদ করি কোন না কোন ভাবে।প্রতিবাদের মাঝে পাই তৃপ্তি, ভালবাসা- প্রতিবাদী হয়ে থাকবো আমি, জীবনে আসুক যতই বাধা।
  • এমন সুদিন কি আসবে কখনো নারীরা হবে গো স্বাধীন। ভয়ে ভয়ে থাকি রোজ সংসারে আছে স্বামীর অত্যাচার, কোনো প্রতিবাদ পারিনা করিতে দুবেলা খেতে হয় মার, আজ সময় এসেছে এগিয়ে এসে নারীরা করো প্রতিবাদ, অবলা না থেকে নিজ অধিকারের পাও,জীবনের সব স্বাদ।
  • আইন সে বোধহয় সত্যিই অন্ধ দেখেনা চোখে, দেখলে কি আর এতদিন ধরে শাস্তি ফেলে রাখে, নীরব প্রতিবাদ অনেক হল, বিচার চেয়ে পাপের শাস্তি দিতে এবার নামো অস্ত্র হাতে নিয়ে।
  • যৌতুকের কারণে বিবাহ আটকে যাওয়া সেই সমস্ত নারীদের কান্না কেই বা শুনবে? তাদের যে নিজেদের উঠে দাঁড়াতেই হবে, প্রতিবাদ তাদের করতেই হবে।
প্রতিবাদ নিয়ে ক্যাপশন

শেষ কথা :

আজকের প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি  ” প্রতিবাদ বা প্রতিবাদী ” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts