সারাদিন কাজের পর অনেকেই একটু বিশ্রাম করে নেন, আর ঘরে যদি এসি থাকে তাহলে এসির হাওয়া থাকে তাহলে তো কথাই নেই।তবে চোর এসে চুরি করার বদলে এসির হাওয়া খেয়ে ঘুমিয়ে পরেছে, এমন ঘটনায় অবাক সকলে। অন্ধ্রপ্রদেশের এক ব্যক্তি চুরি করতে গিয়ে একটি বাড়িতে ঢুকে এসির হাওয়ায় ঘুমিয়ে পরায় ধরা পড়ে যায় পুলিশের কাছে।
ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায়, সেখানে এক আরামপ্রিয় ২১ বছর বয়সী চোরের এই কান্ড শুনে অনেকেই হাসির রব তুলেছেন।এক পেট্রোল পাম্প মালিকের রোজকার গতিবিধি, তিনি টাকা কোথায় রাখেন সমস্তটা জেনে নিয়েছিল বাবু নামের ওই চোর। মাস্ক পরে ছক কষে চুরি করতে গিয়ে ঘটে বিপত্তি।
গত ১২ সেপ্টেম্বর বাবু চুরির জন্য ঠিক করে রাখা বাড়িতে ঢুকলে দেখতে পায় সামনেই আছে টাকা, কোনও কষ্টই করতে হবে না তাকে । কারণ গৃহকর্তা সাট্টি ভেঙ্কট রেড্ডি ঘুমিয়ে আছেন এবং টেবিলে রাখা আছে টাকাপয়সা। হাতের সামনে টাকা দেখে বাবু ভাবে একটু আরাম করে নিয়ে যাবে টাকা পয়সা।বাবু সে সময় খুব ক্লান্ত ছিল তাই এসি হাওয়ায় ঠান্ডা ঘরে একটু বিশ্রাম করতে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং জোরে জোরে নাক ডাকতে থাকে। ঘুম ভেঙে যায় গৃহকর্তার। অচেনা ব্যক্তিকে ঘরে দেখে বুঝে যায় কি উদ্দেশ্যে সে ঘরে এসেছে, সাথে সাথে পুলিশের কাছে ফোন করে সে৷
গোকাভরম থানার পুলিশ সকালে এসে তাকে ডেকে তোলে এবং আটক করে। পুলিশ সুত্রে জানা গেছে বাবু পেশাদার চোর নয়, প্রচুর দেনা আছে তার যা ছোট্ট চায়ের দোকান চালিয়ে শোধ করা অসম্ভব হয়ে যাওয়ায় চুরির কল্পনা আসে তার মাথায়।চুরির টাকায় দেনার সমস্যা থেকে মুক্তি পেতে চেয়েছিল সে। বাবুর পরিবারের লোকজনের সাথে কথা বলেও পুলিশ জেনেছে সে পেশাদার চোর নয়। গ্রেফতার করা হয়েছে তাকে।