রিয়ার সমর্থনে কথা বলে নেটিজেনদের কটাক্ষের মুখে বিদ্যা বালন


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে নেমেছে সিবিআই, একের পর এক তথ্য সামনে আসছে, আর যত তথ্য আসছে খবরের শিরোনাম হচ্ছেন রিয়া চক্রবর্তী।
রিয়ার সমালোচনা ছড়িয়ে আছে সোশ্যাল মিডিয়া জুড়ে, আইন তার কাজ করছে ঠিকই কিন্তু বিভিন্ন ঘটনার সূত্র ধরে অনেকেই কিন্তু দোষী ভাবছেন রিয়া চক্রবর্তীকে।

বিদ্যা বালন

সম্প্রতি রিয়ার সমর্থনে মন্তব্য করেন লক্ষ্মী মাঞ্চু, তাপসী পান্নু, এবার সেই সমর্থনের তালিকায় সামিল হলেন বিদ্যা বালন।
তিনি রিয়া চক্রবর্তীর সমর্থনে লেখেন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃ্ত্যু নিয়ে সংবাদ মাধ্যমগুলিতে সার্কাস চলছে, এক জন মহিলা হিসেবে রিয়ার এমন পরিস্থিতি দেখে তিনি দুঃখ পাচ্ছেন, এখনো তিনি দোষী প্রমাণিত হননি, তাই এখনো কিন্তু তিনি নির্দোষ, কিন্তু তাকে সকলে দোষী করে তুলছেন এখন থেকেই, একজন নাগরিকের সাংবিধানিক অধিকারটুকু তার পাওয়া উচিত। আইন আইনের কাজ করছে।

রিয়ার সমর্থনে কথা বলে নেটিজেনদের কটাক্ষের মুখে বিদ্যা বালন

তবে বিদ্যা বালন একাই নন, সম্প্রতি লক্ষ্মী মাঞ্চু এই ঘটনায় বলেন মিডিয়া রিয়া চক্রবর্তীকে দৈত্য বানিয়ে দিয়েছে, তিনিও সত্যিটা জানতে চান, তবে এখনো কোনো কিছু প্রমাণ হয়নি তার আগেই রিয়া এবং তাঁর পরিবারকে যা কিছু সহ্য করতে হচ্ছে সেটা ঠিক নয়।

অপরদিকে তাপসী পান্নু মন্তব্য করেন তিনি রিয়া চক্রবর্তীকে ব্যক্তিগত ভাবে জানেন না,আইন আইনের কাজ করছে, আইনের উপর ভরসা করা হোক, সত্যি সামনে আসবে, এখনো রিয়া চক্রবর্তী দোষী প্রমাণিত হয়নি, তাই তাকে এখন অপরাধী বলা একেবারেই অনুচিত।
তবে বিদ্যা বালনের মন্তব্যের পর নেটিজেনদের আক্রমণের মুখে পড়তে হয় তাঁকে।
অনেকেই তার টুইটে প্রশ্ন করেছেন সুশান্তের মৃত্যুতে তিনি শোকপ্রকাশ করেননি, কিন্তু মাদক পাচারকারী রিয়ার জন্য তার হৃদয় কাঁদছে।
আরেকজন বলেছেন, বিদ্যার মন রিয়ার জন্য কাঁদছে, কিন্তু যখন ৭৪ বছরের এক ব্যক্তি তাঁর ছেলেকে হারাল তখন তাতে ওনার হৃদয় কাঁদেনি?

এর আগে রিয়া চক্রবর্তীর সমর্থনে করাও স্বরা ভাস্করকেও কড়া ভাষায় আক্রমণ করেছিলেন নেটিজেনরা।

Viral Telegram Channel 🔥

Recent Posts

link to রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা রাজনীতিবিদদের বিখ্যাত কিছু বাণী তুলে ধরব।...