দেশজুড়ে কমছে তাপমাত্রার পারদ, রাজ্যে কড়া নাড়ছে শীত


শহরজুড়ে শুরু হয়ে গেছে শীতের আমেজ। গত কয়েকদিনে তাপমাত্রার পারদ নেমেছে অনেকটাই৷ আগামী কয়েকদিন তাপমাত্রার পারদ আরও নামবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতর সূত্রে। কলকাতার পাশাপাশি জেলাতেও ভোরে হিমেল হাওয়া শুরু হয়ে গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথেই রোদের তাপ বেড়ে যাচ্ছে।শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৮ ডিগ্রি ছিল যা শনিবার আরও কমে দাড়িয়েছে ১৯.১ ডিগ্রি সেলসিয়াসে৷শনিবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৩ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আপেক্ষিক আদ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৩২ শতাংশ থাকবে বলে জানা গেছে।

মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে আগামী তিন চার দিনে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উড়িষ্যা, বিহার, চন্ডিগড়, বাংলায় তাপমাত্রার পারদ আরও তিন ডিগ্রি নামতে পারে। ঘন কুয়াশার পাশাপাশি হালকা বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, আন্দামান নিকোবর দীপপুঞ্জে।রবিবার পর্যন্ত তাপমাত্রা এমনই থাকবে তবে আগামী সপ্তাহে আকাশে মেঘের দেখা মেলতে পারে। গত কয়েকদিন ধরেই ভোরের হিমল হাওয়া শরীর স্পর্শ করে জানান দিচ্ছে শীত এসে গেছে। তবে আশঙ্কা করা হচ্ছে জাঁকিয়ে শীত উপভোগ করার জন্য শহরবাসীকে ডিসেম্বরের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দিল্লিতে অক্টোবর থেকেই শুরু হয়ে গেছে ঠান্ডার প্রকোপ। তবে কয়েকদিন ঠান্ডার আমেজ বজায় থাকলেও আবার আগামী সপ্তাহে তাপমাত্রা বেড়ে যেতে পারে।উত্তরভারতেও শীত ইতিমধ্যেই প্রবেশ করেছে। কেদারনাথ, বদ্রীনাথেও শুরু হয়ে গেছে তুষারপাত। চলতি সপ্তাহের শুরুতেই তুষারপাত হয় কেদারনাথ, বদ্রীনাথ সহ তুঙ্গনাথ, পঞ্চচুল্লিতে। ডিসেম্বরের আগেই উত্তরাখন্ডে প্রকৃতি সেজে উঠছে, বরফে ঢেকে সুন্দর হয়ে উঠেছে।

Recent Posts