চাহিদার নিরিখে এগিয়ে Mi স্মার্টফোন, উৎসবের মরশুমে ফেস্টিভ সেলে এক সপ্তাহে Mi-এর স্মার্টফোন বিক্রি হয়েছে ৫০ লক্ষ


স্মার্টফোনের দুনিয়ায় কড়া টক্কর দিচ্ছে Mi India, পরেও যে এর প্রভাব আরও অনেক দূর এগিয়ে যাবে তা বলার অপেক্ষা রাখে না। উৎসবের মরশুমে গত সপ্তাহে ফেস্টিভ সেলে ভারতে ৫০ লক্ষ Mi-এর স্মার্টফোন বিক্রি হয়েছে। বেশ কয়েকদিন ধরেই জনপ্রিয় অনলাইন  সংস্থা ফ্লিপকার্টে চলছিল  Big Billion Days এবং অ্যামাজনে Great Indian সেল, সেই সপ্তাহেই ৫০ লক্ষ বিক্রি হয়েছে Mi ফোন, এমনটাই জানানো হয়েছে সংস্থার তরফে। 


সংস্থার তরফে জারি বিবৃতিতে বলা হয়েছে পুজোর মরশুমে কমের উপর ১৫ হাজার রিটেইল পার্টনারের  থেকে Mi ফোন কেনার পাশাপাশি Amazon এবং Flipkart-এর সেলেও   Mi.com-এর কনজিউমার রিচ পৌঁছে গেছে প্রায় ১৭ হাজার পিনকোডে। সংস্থার পক্ষে দাবি Mi-এর রিটেইল পার্টনারদের উৎসবের মরশুমে বিক্রি  বেড়েছে দ্বিগুন। তবে রিটেইল পার্টনারের কারণেই বিক্রি বেড়েছে কারণ রিটেইল বিক্রেতারা গ্রাহকদের চাহিদা পূরণে সক্ষম হচ্ছেন।   


Mi র প্রোডাক্টের উপরে  গ্রাহকদের ভরসার কারণেই এত বিক্রি হয়েছে Mi স্মার্টফোন। স্বল্পমূল্যে সেরা প্রোডাক্ট দেওয়ার কারনেই চাহিদা এত বেশি জানিয়েছেন ভারতে Mi-এর চিফ বিজনেস অফিসার রঘু রেড্ডি। ভারতের স্মার্টফোন মার্কেটে সবার প্রথমেই রয়েছে Mi স্মার্টফোন। যারা প্রথম স্মার্টফোন কিনছেন তাদের সকলেরই প্রথম পছন্দ Mi স্মার্টফোন। যারা আগেই Mi ফোন ব্যবহার করেছেন তারা সংস্থার প্রিমিয়াম স্মার্টফোন বেশি কিনছেন। 
এপ্রিল-জুন কোয়ার্টারে স্মার্টফোনের মার্কেট সাইজ ছিল ১.৮ কোটি। শেষ তিন মাসে Mi  এর স্মার্টফোন বিক্রি হয়েছে প্রায় ৫২ লক্ষেরও বেশি। ২৯% মার্কেট শেয়ার Mi India-র।

Recent Posts