আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” দীর্ঘশ্বাস ” সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

দীর্ঘশ্বাস নিয়ে সেরা উক্তি, Best sayings about sigh in Bangla
- কোনো ব্যক্তির একটা দীর্ঘশ্বাসের পেছনে যে কতগুলো ব্যর্থ প্রচেষ্টা লুকিয়ে থাকে তা কেবল ঐ চেষ্টাকারী ব্যক্তিই জানে।
- আপনার ভেতরে জমে থাকা দুঃখ, কষ্ট, দীর্ঘশ্বাসগুলোকে সবসময় লুকানোর চেষ্টা করবেন না, বরং সেগুলোকে বের হয়ে আসার জন্য একটা মুক্ত পথ তৈরি করে দিন। এই জমে থাকা কষ্ট দীর্ঘশ্বাস রূপে বের হয়ে আসলেই আপনি হালকা হতে পারবেন, নয়তো বুকে জমে থাকা কষ্টগুলো আপনাকে তিলে তিলে মারবে।
- কিছু দীর্ঘশ্বাস জমা হয়েই থেকে যাবে বুকে, কিছু অশ্রু হয়তো থেমে থাকবে চোখের নিকটে, ঝরাবে না কোনো শিশির বিন্দু।
- তোমাকে না পাওয়া নিয়ে আমার মনে কিছু দুঃখ ছিল, কিছু দীর্ঘশ্বাস ছিল, কিছু পুরোনো ভুল ছিল, কিন্তু শুধু তুৃমিই ছিলে না৷
- কোনো কিছু করতে গিয়ে বিফল হলে হতাশার দীর্ঘশ্বাস ফেলে বসে থেকো না, তার চেয়ে আরেকবার চেষ্টা করা ঢের ভালো, হয়তো আবার ব্যর্থ হবে না।
- কারও দীর্ঘশ্বাস সর্বদাই যে শুধু ব্যার্থতার গল্পই শোনাবে তা কিন্তু নয়, বরং কোনো কোনো সময় দীর্ঘশ্বাস একটি সফলতার গল্পের গোড়াপত্তন করে।
- কখনো এমন কোনো কাজ করবেন না যাতে আপনার কারণে ক্ষতিগ্রস্ত হয়ে কাউকে দুঃখের অনুভূতিপূর্ণ দীর্ঘশ্বাস ফেলতে হয়। মনে রাখবেন, আপনার জীবন নষ্ট করার জন্য কোনো দুঃখিত ব্যক্তির অভিশাপই যথেষ্ট।
- বিদায় ক্ষণে আমার সাথে কিছু জীবিত না পাওয়া নিয়ে যাব, আর তোমাদের কাছে রেখে যাব অসংখ্য অবহেলার অগণিত অতৃপ্তির লাশ । রেখে যাব সরলতায় মোড়ানো নিখুঁত প্রেম আর দীর্ঘশ্বাস, রেখে যাব শেষ করতে না পারা স্বপ্ন বোনার তীব্র অভিলাষ ।।

অলংকার নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on ornaments in Bengali
দীর্ঘশ্বাস নিয়ে ক্যাপশন, Best sigh captions in Bengali
- অন্য কারো সুখ ও সম্পত্তির সাথে নিজের অবস্থার তুলনা করে যে ব্যাক্তি হতাশামূলক দীর্ঘশ্বাস ফেলে, ঈশ্বর তার সুখ সম্পত্তি আরো হ্রাস করিয়ে দেন৷ তাই তোমার যা আছে তাই নিয়ে খুশি থাকার চেষ্টা করো এবং নিজেকে আরও উন্নত করার চেষ্টা চালিয়ে যাও।
- প্রতিটি দীর্ঘশ্বাসের মধ্যে মানুষের একটি না বলা গল্প লুকিয়ে থাকে, কারও ক্ষেত্রে কিছু না পাওয়ায় গল্প থাকে আবার কারও ক্ষেত্রে থাকে বহু চেষ্টার পর নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার গল্প।
- নিজের লক্ষ্যে পৌঁছতে হলে হয়তো আপনাকে অনেকবার ব্যর্থতার সম্মুখীন হতে হবে, সেই ব্যর্থ দীর্ঘশ্বাসগুলোকে জমিয়ে রাখার চেষ্টা করুন। দেখবেন ধীরে ধীরে সেগুলো সময়ের সাথে আপনার জেদে পরিণত হয়েছে, আর সেই জেদ যখন তৈরি হবে, তখন আপনার এগিয়ে যাওয়ার জন্য আর কারোর দয়ার প্রয়োজন হবে না।
- দীর্ঘশ্বাস থেকে যায় জীবনের খেলায় সফল হতে না পারায়।
- আপনি যখন নিজের জীবনে সফলতার অধিকারী হবেন তখন দেখবেন আপনার চারপাশে অসংখ্য বন্ধু, শুভাকাঙ্ক্ষী রয়েছে। কিন্তু যখন আপনি কোনো কিছুতে ব্যর্থ হয়ে হতাশায় ডুবে যাবেন, তখন আপনাকে একাই নিরাশায় ভরা দীর্ঘশ্বাসগুলো ফেলতে হবে। এটাই দুনিয়ার বাস্তবতা, আর সবাইকে এটা মেনে নিতে হয়।
- একজন মানুষের বুকে কত ব্যর্থ দীর্ঘশ্বাস থাকে এটা কেউ জানে না, শুধু ওই মানুষটাই জানে।
- দীর্ঘশ্বাস হল একটি নীরব কান্নার মত, এক্ষেত্রে কারও চোখ থেকে কোনো অশ্রু বিন্দু গড়িয়ে পড়ে না, থাকে শুধু আক্ষেপ আর মনের কোনো আশা পূরণ না হওয়ার কষ্ট ।
- যখন কোনকিছুকে মন থেকে চাইলেও নিজের করে নেওয়া সম্ভব নয়। তখন একটা গোপন দীর্ঘশ্বাস ফেলুন এবং সেই পাওয়ার আশা টা ভুলে যান। জীবনে এগিয়ে চলুন।
- জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনও মিলেনা কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায়না, আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায়না, শুধু একা বসে দীর্ঘশ্বাস ফেলতে হয়।

পিছুটান নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on push back in Bengali
দীর্ঘশ্বাস নিয়ে স্টেটাস, Dirghoswas nie status
- আমি তোমাকে এখন আর একদমই স্মরণ করি না, দু’একটা বেসামাল হতচ্ছাড়া দীর্ঘশ্বাস ভীষণ অসাবধানে তোমাকে স্মরণ করে ৷
- মানুষের মন যদি খারাপ থাকে তখন দীর্ঘশ্বাস নিয়ে মানুষ নিজের মনকে স্বান্তনা দেওয়ার চেষ্টা করে।
- দুঃখ কষ্টগুলো মেঘের মতো ঘনীভূত হতে হতে একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে থেকে যায় মানুষের বুকের মধ্যে।
- নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদী ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে; কহে, যাহা কিছু সুখ সকলি ওপারে।
- কিছু কিছু দীর্ঘশ্বাস জমা হয়ে থাকে বুকের ভিতর, আবার কিছু থেমে থাকে চোখের কোণে এসে।
- এক আকাশ সমান দীর্ঘশ্বাস নিয়ে মেনে নিলাম যে আমার সাথে যা হয় হয়তো ভালোর জন্যই হয়।
- ধূলোমাটির মানুষ, কেউ জানে না একেকটি মানুষ বুকের মধ্যে, কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়, কোনো বিষণ্ন ক্যাসেটেও এতো বেদনার সংগ্রহ নেই আর, এই বুকের মধ্যে দীর্ঘশ্বাস।
- মানুষের বুকে এতো দীর্ঘশ্বাস, এতো দীর্ঘশ্বাস, কে জানতো! দীর্ঘশ্বাসভরা এই বুকের চেয়ে শীতপ্রধান বিপন্ন অঞ্চল, আর কোথাও নেই, এমন হলুদ, ধূসর ও তুষারাবৃত! একেকটি মানুষ বুকের মধ্যে কী গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায়, কেউ জানে না।
বেঁচে থাকা নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা, Best quotes on survival in Bengali

দীর্ঘশ্বাস নিয়ে কবিতা, Wonderful poems about Sigh in Bengali
- তোমার নিঃশ্বাসের ওঠা নামায়, আমার কবিতায় সুর খেলে না বহুদিন।আমার যে রাত বাড়লেই, কবিতার দীর্ঘশ্বাস বাড়ে। আমি কাকে কবিতা শোনাই বলো তো।
- অতৃপ্ত কোন সন্ধ্যায় তুমি চলে যেও, খোলা কোন জানালার ধারে । দূর পাহাড়,সাগর পেরিয়ে আসা দীর্ঘশ্বাস, মিথ্যেভাবে তোমাকে যাক শান্ত করে ।
- সত্যিই আমি কেউ নই, কারোর নই, তবু আমাকেই যদি খুঁজে ফেরো কভু এসো, আমি আছি এই ঘাস-পাহাড়ে মিশে, চিনে নিয়ো আমার ফেলে আসা দ্বীর্ঘশ্বাসে।
- শরীরের কত ধুলো লাগলে, কত কাঁটা বিঁধলে পায়ে একটি দীর্ঘশ্বাস জন্ম হয়? একটি দীর্ঘশ্বাস খুব বেশি দীর্ঘ নয়, নিমেষেই শেষ হয়; অথচ তার জন্মলগ্ন অতিশয় ইতিহাসময়।
- সবাই নিশ্বাসে বাঁচে, আমরা বেঁচে আছি দীর্ঘশ্বাসে, আমাকে ঘিরে কাঁদে রাত্রি কুয়াশার জ্যোৎস্নার চাঁদের তারা। আমাদের চুম্বন আজ দীর্ঘশ্বাস । চায়ের পেয়ালা ভ’রে অশ্রু বিষণ্ণ আকাশ৷
- আচমকা বাতাস, অতঃপর হতাশার ভারি বর্ষণ, ডুবে গেছে সদ্য জন্ম নেওয়া একগুচ্ছ নীলপদ্ম। কুঁড়েঘরের দরজা ভেঙে, ডুকে পড়ছে ভয়ানক দীর্ঘশ্বাসের দল।
- কি যে হয় মাঝে মাঝে!! হঠাৎ ওঠে ঝড় মনে, কালবৈশাখী ঝড়!! যে ঝড়ের ভয়ে- চাঁদ আর সূর্য ডুবে যায় একসাথে। কেউ টের পায় না, বুকটা শুধু বহু জায়গায় ভেঙে যায়। তখন ভাঙার থেকে বের হয়ে আসে কিছু বাতাস।এটাকেই বলে দীর্ঘশ্বাস।
- যাদের স্পর্শে বেড়ে ওঠা সহস্র ভালবাসা, নিমিষেই ভুলে রই ব্যস্ত নিষ্ঠুর মোর পেশা, দুঃখ সুখের অপর্যাপ্ততা সদা তিক্ত পরিহাস, ব্যর্থতার করাল ঘাতে নেই দুখের দীর্ঘশ্বাস।
- রাধা কৃষ্ণের প্রেমের ক্যাপশন, Radha Krishna’s bangla love caption
- সবুজ পাহাড় নিয়ে ক্যাপশন, Caption about green mountains
- জন্মদিনে বিদ্যাসাগর- বিদ্যাসাগরের জীবনের অজানা তথ্য ও অমূল্য বাণী, Vidyasagar birth anniversary in bangla
- মিষ্টি হাসি নিয়ে ক্যাপশন, Captions about sweet smile in Bangla
- অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন, Awesome Facebook comment captions in Bengali

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “দীর্ঘশ্বাস” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।