এসে গেলো দেব এর নতুন ছবি গোলন্দাজ এর পোস্টার



বাংলার সুপারস্টার দেব এখন ভিন্ন ধারার বিভিন্ন ছবি যেমন, সাঁঝবাতি, ককপিট, পাসওয়ার্ড ইত্যাদি করে মানুষের মন জয় করে নিয়েছেন। কমার্শিয়াল ছবি বাংলায় সেরকম চলছে না তাই গল্পভিত্তিক বা কনটেন্ট নির্ভর সিনেমার দিকে তারকারা ধীরে ধীরে এগিয়ে গেছেন।

dev is in biopic of nagendra prasad  father of indian football

আর সেরমই আরেকটি সিনেমা আসতে চলেছে , গোলন্দাজ। প্রবাদপ্রতিম ফুটবলার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী এর জীবনকাহিনী নিয়ে এ এই সিনেমা। পরিচালনা করেছেন “দুর্গেশগড়ের গুপ্তধন” খ্যাত ধ্রুব ব্যানার্জী, মুখ্যভূমিকাই দেব ।

কে ছিলেন নগেন্দ্র প্রসাদ সরবাধিকারী

নগেন্দ্র প্রসাদ সরবাধিকারী, যিনি বর্তমানে কলকাতার হ্যারে স্কুলে ১৮77 in সালে কিশোর হিসাবে ফুটবল প্রবর্তনের ভূমিকার জন্য ভারতীয় ফুটবলের জনক হিসাবে পরিচিত। তিনিই তাঁর সহপাঠীদের একত্রিত করেছিলেন এবং হরে স্কুল প্রাঙ্গনে গেমটি খেলতে শুরু করেছিলেন।
তিনি প্রথম এই খেলাটি ভারতবর্ষে চালু করেন তাই তাঁকে ভারতীয় ফুটবলের জনক ( Father of Indian Football ) বলা হয়.

দেব ও এসভিএফ একসাথে

দীর্ঘ ৩ বছর পর দেব আবার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস এর সাথে, মাহেন্দ্রা সোনি নিজের টুইটার এ শেয়ার করেছে ফার্স্ট লুক,

এই ছবির জন্যে অনেক রকম ওয়ার্কশপ হচ্ছে। দেব ফুটবল এর ট্রেনিং নিচ্ছেন রীতিমতো। নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল এ তিনি শেয়ার করেছেন তার এ এক ঝলক।

গোলন্দাজ সিনেমার শুভ মুহুরত

Recent Posts