কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনবদ্য সৃষ্টির সেরা রচনগুলির অন্যতম হল ‘ আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে‘ গানটি। গানটির পঙক্তিগুলো সকলের মন ছুঁয়ে যায়। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।

আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে গানের লিরিক্স বাংলা হরফে । Aaj Jyotsna Raate Sobai Geche Bone Song Lyrics in Bengali
আজ জ্যোৎস্নারাতে সবাই গেছে বনে
বসন্তের এই মাতাল সমীরণে॥
যাব না গো যাব না যে,
রইনু পড়ে ঘরের মাঝে—
এই নিরালায় রব আপন কোণে।
যাব না এই মাতাল সমীরণে ॥
আমার এ ঘর বহু যতন ক’রে
ধুতে হবে মুছতে হবে মোরে।
আমারে যে জাগতে হবে,
কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে ॥
Aaj Jyotsna Raate Sobai Geche Bone Lyrics in English Transcription । আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে লিরিক্স ইংরেজি হরফে
Aaj jyotsnaraate sobai gechhe bone
Bosonter ei maatal somirone.
Jaabo na go jaabo na je,
roinu pore ghorer maajhe –
Ei niralay robo aapon kone.
Jaabo na ei maatal somirone.
Aamar e ghor bohu joton kore
Dhute hobe muchhte hobe more.
Aamare je jaagte hobe,
ki jaani se aasbe kobe
Jodi aamay pore taahar mone
Bosonter ei maatal somirone.
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aaj Jyotsna Raate Sobai Geche Bone Song Information
পর্যায়: পূজা
উপ-পর্যায়: বিরহ
তাল: তেওরা
রাগ: বেহাগ
লিখিত: ১৯২৪ ( ২২ চৈত্র ১৩২০)
স্থানঃ শান্তিনিকেতন
প্রকাশিত: আনন্দ সঙ্গীত পত্রিকা অগ্রহায়ণ, ১৩২৫
সংগ্রহঃ গীতমাল্য
স্বরবিতান: ৪০
স্বরলিপি: দিনেন্দ্রনাথ ঠাকুর
আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aaj Jyotsna Raate Sobai Geche Bone Song Video
- আমরা বেঁধেছি কাশের গুচ্ছ গানের কথা । Aamra Bnedhechi Kaasher Guccho Song Lyrics – By Rabindranath Tagore
- আমরা মিলেছি আজ মায়ের ডাকে গানের কথা । Aamra Milechhi Aaj Mayer Daake Song Lyrics – By Rabindranath Tagore
- আমরা নূতন প্রাণের চর গানের কথা । Aamra Nuton Praaner Chor Song Lyrics – By Rabindranath Tagore
- আমরা নূতন যৌবনেরই দূত গানের কথা । Aamra Nuton Jouboneri Dut Song Lyrics – By Rabindranath Tagore
- আমরা তারেই জানি গানের কথা । Aamra Taarei Jaani Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।
