বাংলা গানের রচনার ধারায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক অবিস্মরণীয় নাম। বহু উল্লেখযােগ্য ও সকলের প্রিয় রবীন্দ্রসঙ্গীতগুলির মধ্যে অন্যতম একটি গান হল ‘আমি, জেনে শুনে ‘ গানটি। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্স টি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমি, জেনে শুনে গানের লিরিক্স বাংলা হরফে । Aami Jene Shune Song Lyrics in Bengali
আমি, জেনে শুনে বিষ করেছি পান।
প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ।
যতই দেখি তারে ততই দহি,
আপন মনোজ্বালা নীরবে সহি,
তবু পারি নে দূরে যেতে, মরিতে আসি,
লই গো বুক পেতে অনল-বাণ ।
যতই হাসি দিয়ে দহন করে,
ততই বাড়ে তৃষা প্রেমের তরে,
প্রেম-অমৃত-ধারা ততই যাচি,
যতই করে প্রাণে অশনি দান ।
Aami Jene Shune Song Lyrics in English Transcription । আমি, জেনে শুনে গানের লিরিক্স ইংরেজি হরফে
Aami jene shune bish korechhi paan.
Praanero aasha chhere snopechhi praan.
Jotoi dekhi taare totoi dohi,
Apono monojwaala nirobe sohi,
Tobu paari ne dure jete, morite aasi –
Loi go buk pete onolobaan.
Jotoi haasi diye dohono kore
Totoi baare trisha premero tore,
Premo-omritodhaara jotoi jaachi,
Totoi kore praane oshoni daan.
আমি, জেনে শুনে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aami Jene Shune Song Information
পর্যায়: মায়ার-খেলা (দৃশ্য 4)
তাল: তেওরা/রূপক
রাগ: দেশ/মালহার
লিখিত: 1888
সংগ্রহঃ মায়ার খেলা
স্বরবিতান: 48 (মায়ার খেলা)
স্বরলিপি: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
আমি, জেনে শুনে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aami Jene Shune Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।