বিশ্বকবির মনমুগ্ধকর সৃষ্টি সম্ভারের মধ্যে অন্যতম একটি গান হল ‘ আমায় থাকতে দে ’। নিম্নে এই মনমুগ্ধকর গানটির কথা বা লিরিক্স শেয়ার করে দেওয়া হল যা থেকে আপনারা খুব সহজেই গানের কথাগুলি সংগ্রহ করে নিতে পারবেন। তাছাড়াও লিরিক্সটি কপি এবং শেয়ারও করে নিতে পারেন নিচে দেওয়া বিভিন্ন বিকল্পের মাধ্যমে।
আমায় থাকতে দে গানের লিরিক্স বাংলা হরফে । Aamay Thakte De Song Lyrics in Bengali
আমায় থাকতে দে-না আপন-মনে ।
সেই চরণের পরশখানি মনে পড়ে ক্ষণে ক্ষণে ॥
কথার পাকে কাজের ঘোরে ভুলিয়ে রাখে কে আর মোরে,
তার স্মরণের বরণমালা গাঁথি বসে গোপন কোণে ॥
এই-যে ব্যথার রতনখানি আমার বুকে দিল আনি
এই নিয়ে আজ দিনের শেষে একা চলি তার উদ্দেশে।
নয়নজলে সামনে দাঁড়াই, তারে সাজাই তারি ধনে ॥
Aamay Thakte De Song Lyrics in English Transcription । আমায় থাকতে দে গানের লিরিক্স ইংরেজি হরফে
Aamay thaakte de na aapon-mone.
Sei choroner poroshkhaani mone pore khone khone.
Kothar paake kaajer ghore bhuliye raakhe ke aar more,
Taar smoroner boronmaala gnaathi bose gopon kone.
Ei je byathar rotonkhaani aamar buke dilo aani
Ei niye aaj diner sheshe eka choli taar uddeshe
Noyonjole saamne dnaarai, taare saajai taari dhone.
আমায় থাকতে দে গান সম্পর্কিত কিছু তথ্য জেনে নিন। Aamay Thakte De Song Information
পরজায়: প্রেম (309)
উপ-পর্জায়ঃ প্রেম-বৈচিত্র
তাল: কাহারবা
রাগ: কাফি
লেখা: 1925 (বৈশাখ ১৩৩৩)
সংগ্রহঃ প্রবাহিনী/ চিরকুমার সভা
স্বরবিতান: 2
স্বরলিপি লিখেছেন: দিনেন্দ্রনাথ ঠাকুর / অনাদিকুমার দস্তিদার
আমায় থাকতে দে গানটি শুনে নিন এই ইউটিউব লিংকের মাধ্যমে । Aamay Thakte De Song Video
- মার্টিন লুথার কিং এর উক্তি ও বাণী, Best quotes of Martin Luther King in Bengali
- মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান, Best essay on Education through mother tongue in Bengali
- বর্ষা নিয়ে উক্তি, Rainy day quotes in Bengali
- আমি, জেনে শুনে গানের কথা । Aami Jene Shune Song Lyrics – By Rabindranath Tagore
- আমি তখন ছিলেম মগন গানের কথা । Aami Tokhon Chhilem Mogon Song Lyrics – By Rabindranath Tagore
গানটির কথা বা লিরিক্স বাংলা ও ইংরেজি দুই হরফেই অতি সহজে পেয়ে গেলেন আপনারা। আরও রবীন্দ্রসঙ্গীতের লিরিক্স পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটে। পোস্ট টি ভালো লাগলে শেয়ার করবেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক মাধ্যমে।