সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বিষক্রিয়ার যোগ নেই, দাবি এইমসের অভিজ্ঞ ফরেনসিক বিশেষজ্ঞদের


অভিনেতা সুশান্তের সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় যোগ নেই বিষক্রিয়ার, দাবি ডাক্তারদের। অভিনেতার মৃত্যুর তদন্তে দিল্লি এইমসের বিশেষজ্ঞ চিকিৎসকদের দল তাঁর ময়াতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে জানিয়েছেন এমনটাই।অভিজ্ঞ ফরেনসিক বিশেষজ্ঞদের এই দলে  এইমসের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর সুধীর গুপ্তা ছিলেন পুরোধা।সম্প্রতি সিবিআইকে জমা দেওয়া রিপোর্টে এইমসের ফরেনসিক বিশেষজ্ঞদের টিম জানিয়েছে সুশান্তের মৃত্যুর ঘটনায় বিষক্রিয়ার যোগ নেই। 

Pin it


গত ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের দেহ পাওয়া যায় তার বান্দ্রার ফ্ল্যাট থেকে। তার পর থেকেই একে আত্মহত্যা বলতে নারাজ অনেকে। সুশান্তের পরিবারের তরফে বলা হয় এটা আত্মহত্যার ঘটনা হতেই পারে না। সিবিআই তদন্ত শুরু করে মাদক যোগ পাওয়ায় বলিউডের বহু প্রভাবশালীকে জেরা করা হচ্ছে।নারকটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে আছে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী এবং তার ভাই।
অভিনেতার হঠাৎ প্রয়াণের পর সুশান্তের পরিবারের তরফে বিষক্রিয়ার অভিযোগ আনা হয়েছিল।  ময়নাতদন্তের পর মুম্বই পুলিশ  অভিনেতার মৃত্যুকে আত্মহত্যাই বলেছিলেন। গলায় ফাঁস লেগে শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছিল বলেই জানানো হয়। কিন্তু তার পরেও কাটেনি ধোঁয়াশা। 


অভিনেতার রহস্যজনক মৃত্যুর নেপথ্যে খুনের মতো কারণও থাকতে পারে অভিযোগ এনেছিলেন অভিনেতার পরিবার ও বন্ধু মহল। মুম্বই পুলিশের তদন্তে সন্তুষ্ট ছিল না বিহার পুলিশ, ফকে মৃত্যুর তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।তবে সোমবার সুশান্তের ময়নাতদন্তের রিপোর্ট পুনরায় খতিয়ে দেখে এইমসের অভিজ্ঞ ফরেনসিক বিশেষজ্ঞদের দল জানিয়ে দেয় খুন নয়, আত্মহত্যাই করেছেন অভিনেতা। তবে আত্মহত্যার প্ররোচনাতেই এগোচ্ছে সিবিআই তদন্ত। 


তবে সিবিআইয়ের তদন্তেও নিরাশ অভিনেতার আইনজীবী। বিকাশ সিং দাবি করেন, এইমসের চিকিৎসক সুশান্তের ছবি দেখে জানান এটা খুন,  সুশান্তের মৃতদেহের ফরেন্সিক টেস্ট করছে যেই চিকিৎসকের দল, সেই দলেরই এক চিকিৎসকও বলেছেন আত্মহত্যা নয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছে অভিনেতাকে ।এরপর সুশান্তের মৃত্যু কারণ খুঁজে বার করতে  এইমসের ডাক্তারদের দ্বারস্থ হয় সিবিআই। কিন্তু এবারেও জানানো হয়েছে বিষক্রিয়ার যোগ নেই অভিনেতার মৃত্যুতে।


Recent Posts