বয়স হয়েছিল মাত্র ৩৫, সকলকে ছেড়ে চলে গেলেন গায়িকা অনুরাধা পড়োয়ালের ছেলে আদিত্য পড়োয়াল। বেশ কয়েকমাস ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। শনিবার সকালে আদিত্য পড়োয়ালের মৃত্যুতে ভেঙ্গে পড়েছে বলিউড, একের পর এক মৃত্যুশোক লেগেই আছে বলিউডে।
সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত আদিত্য মিউজিক অ্যারেঞ্জ করার পাশাপাশি প্রযোজনাও করতেন। প্রয়াত শিবসেনা প্রধান বাল ঠাকরের জীবন নিয়ে তৈরী ছবির গান ‘সাহেব তু’ প্রযোজনা করেন আদিত্য। মায়ের সম্পর্কে আদিত্য পড়োয়াল বলেছিলেন , ভক্তিমূলক সঙ্গীতের ক্ষেত্রে নিজস্বতা তৈরি করেছিলেন তার মা, অনুরাধা পড়োয়ালের কন্ঠে ভক্তিমূলক আরতি ও মন্ত্র অনেকের জীবন বদলে দিয়েছে তা নিজে দেখেছে আদিত্য , তার মা সকলের কাছে অনুপ্রেরণা ছিল, মায়ের জন্য নতুন কম্পোজিশনে কিছু আনার ইচ্ছা প্রকাশ করেছিলেন আদিত্য, কিন্তু সেই ইচ্ছা অপূর্ণ রেখেই চলে গেলেন তিনি।
আদিত্যর মৃত্যুর খবরে শোক প্রকাশ করে ট্যুইট করছেন সকলে। শঙ্কর মহাদেবন শোকপ্রকাশ করে লিখেছেন, তিনি বিধ্বস্ত, আদিত্য পড়োয়াল নেই একথা বিশ্বাস করতে পারছেন না তিনি, ভালো সুরকার হওয়ার পাশাপাশি ভালো মনের মানুষ ছিলেন আদিত্য ।
আদিত্যর মৃত্যুর খবরে অনুরাধা পড়োয়ালের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন পঙ্কজ উদাস।