অবশেষে আনন্দপুর কান্ডে উদ্ধার অভিযুক্ত



৬৫ ঘন্টা পর মঙ্গলবার রাতে দমদম থেকে পুলিশ গ্রেফতার করল অভিষেক কুমার পাণ্ডেকে। শনিবার রাতে আনন্দপুরে এক তরুণীর শ্লীলতাহানি ও তাকে গাড়ি থেকে ফেলে দেয় অভিযুক্ত , সেই সময় উদ্ধারকারী ওই তরুণীকে বাঁচাতে গেলে অভিযুক্ত  প্রতিবাদী মহিলার পায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়।ওই ঘটনার পর থেকেই অভিযুক্ত বেপাত্তা ছিল।   


শনিবার ওই ঘটনার পর রবিবার অভিযুক্ত নিজের বাড়ি কালিকাপুরের সামনে এক গ্যারেজে গাড়ি রেখে পালিয়ে যায়। এরপর একাধিক বার স্থান পরিবর্তন করেন তিনি। 

শনিবার রাতে নীলাঞ্জনা চট্টোপাধ্যায় যিনি তরুণীকে উদ্ধার করেন, আনন্দপুরে  মায়ের বাড়ি থেকে স্বামী ও মেয়ের সাথে ফিরছিলেন, সেই সময় হন্ডা সিটি থেকে চিৎকারের আওয়াজে ওই গাড়িটির পথ আটকে তিনি উদ্ধার করতে যান ওই তরুণীকে। পায়ে ও মাথায় চোট পান উদ্ধারকারী,বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় নীলাঞ্জনাদেবীকে ।

নির্যাতিতা তরুণী জলপাইগুড়ির বাসিন্দা, বর্তমানে থাকেন নয়াবাদে।  ওই তরুণীর বয়ানে মিলেছে অসংগতি, প্রথমে তিনি অভিযুক্তের নাম ভুল বলেছিলেন, পরে জানা যায় তাদের সম্পর্ক ৫ বছরের, ব্যাঙ্কে কর্মসূত্রে তাদের পরিচয়।  মঙ্গলবার অভিযুক্তের মা কে বারবার জিজ্ঞাসাবাদ করা হয় আনন্দপুর থানায়, জানা গেছে মায়ের সাথে ইন্টারনেট কলে যোগাযোগ রাখছিল অভিযুক্ত, তারপর মঙ্গলবার রাতে অবশেষে ধরা পড়ে অভিযুক্ত। অভিযুক্তের থাকে এর আগেও বধূ নির্যাতনের মামলা দায়ের হয়েছিল বলে জানা গেছে।

Recent Posts