ইউক্রেনে বায়ুসেনার বিমান ভেঙে মৃত্যু কমপক্ষে ২২ জনের


ইউক্রেনে বিমান দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ২২ জন আরোহীর। ঘটনাটি ঘটে শুক্রবার রাতে, বায়ুসেনার বিমান ভেঙে বহু মানুষ মারা গেছেন, ২ জনের এখনো খোঁজ পাওয়া যায়নি, গুরুতর আহত ২ জন। 
 ইউক্রেনে পূর্বাঞ্চলের খারকিভ শহরের কাছে ভেঙে পড়েছে বিমানটি। সে দেশের অভ্যন্তরীণ মন্ত্রক জানিয়েছে সেনাবাহিনীর প্রশিক্ষণ প্রার্থীরা ঘটনায় নিহত হয়েছেন।ঠিক কি কারণে ভেঙে পড়েছে বিমান জানা যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ঘটনার কারণ জানতে গঠন করেছেন তদন্ত কমিশন। 

Pin it


সূত্র অনুযায়ী জানা গেছে শুক্রবার  ইউক্রেনের সময় অনুযায়ী রাত ৮টা ৫০ মিনিট (যখন ভারতীয় সময় রাত ১১টা ২০ মিনিট)সেই সময় বায়ুসেনার Antonov-26 ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টটি ভেঙে পড়ে এবং সাথে সাথে আগুন ধরে যাওয়ার ফলে মারা যায় বহু মানুষ। এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভানো যায়।


ইউক্রেনের অভ্যন্তরীণ মন্ত্রকের উপ-মন্ত্রী অ্যান্টন জেরাশেংকো ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন এমন ঘটনায় শোকাভিভূত তিনি,  ২২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে,  ২ জনের সন্ধান চলছে। কেন এমন দুর্ঘটনা ঘটল তা বলা যাচ্ছে না, তদন্ত শুরু হয়েছে। সামরিক বিমানটিতে ২১ জন সেনাবাহিনীর প্রশিক্ষণার্থী ছাড়াও ৭ জন ক্রু সদস্য সহ সর্বমোট ২৮ জন যাত্রী ছিল।

 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বিমান দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করে  নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে ফেসবুক পোস্টে জানিয়েছেন শনিবার তিনি ঘটনাস্থলে যাবেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। 


Recent Posts

link to আন্তর্জাতিক মৃগীরোগ দিবসের বার্তা, International Epilepsy Day Quotes in Bengali

আন্তর্জাতিক মৃগীরোগ দিবসের বার্তা, International Epilepsy Day Quotes in Bengali

আন্তর্জাতিক মৃগীরোগ দিবস (International Epilepsy Day) প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়...