অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন, Awesome Facebook comment captions in Bengali 


বর্তমান যুগে ফেসবুক শুধু একটি সামাজিক যোগাযোগমাধ্যম নয়, এটি হয়ে উঠেছে আমাদের অনুভব, ভাবনা ও ভালোবাসা প্রকাশের এক চমৎকার মাধ্যম। একটি পোস্ট, একটি ছবি বা একটি স্ট্যাটাসে দেওয়া একটি ছোট্ট কমেন্ট কখনও কখনও হয়ে ওঠে বিশাল অনুভবের প্রতিচ্ছবি।

অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন
Pin it

ফেসবুক কমেন্ট অনেক সময় একেকটা সম্পর্কের সূচনা করে, কখনও বন্ধুত্ব গড়ে তোলে, আবার কখনও ভুল বোঝাবুঝির অবসান ঘটায়। একটা হৃদয়ছোঁয়া ক্যাপশন বা স্নিগ্ধ একটি কমেন্টই কারো মন ভালো করে দিতে পারে এক নিমিষে। কমেন্ট শুধু “সুন্দর” বা “দারুণ লাগছে” বলার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একজন মানুষের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, ভালোবাসা ও শ্রদ্ধাবোধ প্রকাশেরও একটি উপায়। যখন কেউ নিজের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত ফেসবুকে শেয়ার করে, তখন একটি আন্তরিক কমেন্ট তাদের সেই মুহূর্তকে আরও স্মরণীয় করে তোলে। আজ আমরা কয়েকটি অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন পরিবেশন করবো।

চমৎকার ফেসবুক ক্যাপশন, Nice Facebook captions 

অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 1
Pin it
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 2
Pin it
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 3
Pin it
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 4
Pin it
  • যোগ্যতা নিয়ে কেউ জন্ম নেয় না, নিজের যোগ্যতা নিজেকেই তৈরি করতে হবে! 
  • একটা সুন্দর মন, হাজার সুন্দর চেহারা থেকেও উত্তম।
  • একটু আড়াল হলেই বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন।
  • জীবন সহজ নয়! সহজ করে নিতে হয়, কিছুটা অপেক্ষা করে,কিছুটা সহ্য করে; আর অনেককিছুই বুঝেও না বোঝার চেষ্টা করে.!
  • পৃথিবীর সবচেয়ে দামী দুটি জিনিস হলো বিশ্বাস আর অপেক্ষা…!! 
  • সম্পর্কের নাম যাই হোক না কেন, মন খারাপের সময় যে/পাশে থাকে…সেই প্রিয় মানুষ।
  • অর্থ আর স্বার্থ এই দুইটা জিনিস মানুষকে খুব তাড়াতাড়ি বদলে দেয় ।
  • কার জন্য এতো মায়া…
    এই শহরে আপন বলতে…
    শুধুই তো নিজের ছায়া।
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 5
Pin it
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 6
Pin it

অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি হট ক্যাপশন বাংলা সম্পর্কিত আমাদের এই পোস্টটি ও আপনার মনের মতন হবে।

অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 7
Pin it

মেয়েদের ছবিতে ফানি কমেন্ট ক্যাপশন,Funny comment captions on girls’ pictures

অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 8
Pin it
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 9
Pin it
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 10
Pin it
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 11
Pin it
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 12
Pin it
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 13
Pin it
  • এত সুন্দর করে পিক দিও না এফবিতে। তা না হলে মার্ক জুকারবার্গ তোমার প্রেমে পড়ে যেতে পারে।
  • আরে এটা কি দেখলাম! আপনার রূপ তো ফেসবুকটিকে আলোকিত করে রেখেছে”..! 
  • আমি বুঝতে পেরেছি যে তুমি ফেয়ার এন্ড লাভলী মেখেছো।
  • এইরকম বলিস না! এখনই চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে।
  • আমি এই ছবি দেখার জন্যই বোধহয় বেঁচে ছিলাম। এখন মরে গেলেও কোন দুঃখ থাকবে না।
  • আপনার এই ছবি দেখার পরই আমি অজ্ঞান হয়ে গেছিলাম। পাক্কা আড়াই মিনিট অজ্ঞান থাকার পর এই জ্ঞান ফিরলো।
  • ফেসবুক কোম্পানির কাছে আকুল আবেদন,, কমেন্ট বক্সে ভয়েস সিস্টেম চালু করা হোক, লিখে মনের ভাব প্রকাশ করতে পারিনা ।
  • বোন! রুচি না থাকলে রুচির সিরাপ খা। নাহলে রুচি চানাচুর খা। তা নাহলে একটু বিষ খা, তাও বোন একটু রুচি ঠিক কর।
  • কি ক্রিম ব্যবহার করেছো বন্ধু?
  • আমি কোন মহাবিজ্ঞানী না! এরপরও আপনার চোখের মায়া রহস্য খুঁজতে ইচ্ছা করছে।
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 14
Pin it
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 15
Pin it
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 16
Pin it
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 17
Pin it

বন্ধুর ছবিতে সুন্দর কমেন্ট, Beautiful captions for friend’s pictures

  • অসাধারণ লুকিং!
  • সব সময় এত সুন্দর থাকো! 
  • তোমার হাসিটাই সব থেকে সুন্দর! 
  • দারুণ লাগছে, ভাই!
  • সত্যিই চমৎকার!
  • বন্ধুর মধ্যে তুমি সেরা! 
  • দারুণ স্মার্ট লাগছে!
  • স্টাইলের রাজা/রানি! 
  • প্রতিদিন আরও সুন্দর হচ্ছো! 
  • এই ছবিটা একেবারে পারফেক্ট! 
  • স্টাইলিশ লুক! 
  • তুমিই ফ্যাশনের ট্রেন্ড সেট করো! 
  • Wow! তোমার স্টাইল সত্যিই অসাধারণ! 
  • এত সুন্দর একটা স্টাইল, যেন একেবারে ম্যাগাজিন কাভার! 
  • একদম পারফেক্ট লুক! 
  • ফ্যাশনের নতুন সংজ্ঞা! 
  • তোমার স্টাইলিং সেন্স সত্যিই দারুণ! 
  • ফ্যাশনে তুমি সব সময় এক ধাপ এগিয়ে! 
  • তোমার প্রতিটি লুক ইউনিক! 
  • Wow! তোমার এই লুক অন্য লেভেলের! 
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 18
Pin it
অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন 19
Pin it

অসাধারণ ফেসবুক কমেন্ট ক্যাপশন সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি হাসি দিয়ে ক্যাপশন সম্পর্কিত আমাদের এই পোস্টটি ও আপনার মনের মতন হবে।

বাংলা ফানি ফেসবুক কমেন্ট ক্যাপশন, Bangla funny comment captions 

  • একদম ন্যাচারাল ফটো একটুও এডিট/আটা ময়দা নাই।
  • ব্যক্তিত্বহীনভাবে নেতৃত্ব দেয়ার চেয়ে, ব্যক্তিত্ববান নেতার অনুগত হওয়াটাই অতি উত্তম।
  • চিকন মেয়ে নীল শাড়ি, লাল লিপস্টিক ঠিক যেন একটা হারপিকের বোতল।
  • আমি এটা বলবো না আপনি বিশ্বসুন্দরী! কিন্তু এটা বলতে পারি, তার থেকে কম কিছু না আপনি
  •  এতো সুন্দর লাগছে যে একটা কমেন্টে বলে শেষ হবে না কালকে আবার আরেকটু বলে যাবো।
  •  লুঙ্গির মতোই দেখতে কিন্তু সেলাই নাই নাম তার গামছা, নেতার মতই ভাবসাব কিন্তু পদবী নাই তার নাম চামচা।
  • প্রেম তো দূরের কথা–দিন দিন চেহারা যা হচ্ছে–তাতে Arrange Marriage হবে কিনা সন্দেহ।
  •  হিরো আলমের সাথে তোমারে বেশ মানাইবো।
  •  তোমার এক্স এর কসম তোমাকে অনেক ভালো লাগছে।
  • ছোটবেলায় স্বপ্ন ছিল বড় হয়ে দরিদ্র্য মানুষের শখ পূরণ করব, বড় হয়ে দেখি আমি নিজেই, হতদরিদ্র।
  • আজকে ডায়েট শুরু করব বলে মনস্থির করেছিলাম। কিন্তু মায়ের রান্না দেখার পর মনে হল, কালকে থেকে করব!
  • টাকা নাই, সেটা নিয়ে কষ্ট নেই। কিন্তু যখন দেখি মানুষ ভাবে, আমার অনেক টাকা, তখন কষ্টে বুক ফেটে যায়।
  • এত রাতে জেগে আছি কেন জানেন? কেননা! ঘুমের ঔষধ খুঁজে পাচ্ছি না! 
  • আমার ব্যাংক অ্যাকাউন্ট এখন এমন অবস্থায় আছে, মাস শেষে চলার জন্য বউ বন্ধক রাখতে হয়।
  • প্রতিদিন সকালে মায়ের কমন কথা, তোদের বাপ বেটার জন্য আমার জীবন ধ্বংস হয়ে গেল।
  • পরীক্ষায় ভালো ফল করতে ঈশ্বরে প্রার্থনা করলাম। কিন্তু মনে হচ্ছে, ঈশ্বর আমার চেয়ে বেশি ব্যস্ত!
  • সিংগেল লাইফের সবচেয়ে বড়ো সুবিধা হলো, রিমোট কার সেটা নিয়ে ঝগড়া করতে হয় না! 
  • আমার ফিটনেস লেভেল এতটা নিচে যে, লিফট থেকে নামার সময়ও হাঁপ লাগে!
  • অফিসে ঢুকে বসার পরে সবচেয়ে কঠিন কাজ হলো, কাজ শুরু করা!
  • অনেকে জিজ্ঞেস করে, কবে বিয়ে করছি? আমি বলি, যখন পাত্রীর বাড়ি থেকে বিয়ের কার্ড আসবে!
  • এতটা গরম লাগছে যে, নিজের ভিতরে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করার টেন্ডার আহ্বান করব ভাবছি!
  • শপিং মলে গিয়ে কাপড় দেখলাম। এত সুন্দর সুন্দর কাপড়, কিন্তু দাম দেখে মনে হলো, এই কাপড়গুলো ধনীদের শরীরের সাথে বেশি মানায়!
  • আমি তো অবাক, সারাজীবন চিরকুমার থাকবে বলে প্রচার করা বড়ভাই যখন, কাপল পিকচার দেয়।
  • জীবনে অন্তত এতটুকু বড়লোক হতে চাই, যেন ফেসবুকে কাপল ব্লগ বানিয়ে খেতে না হয়।
  • শ্বশুর, আপনার মেয়েকে দেন, আমি তাকে একজন আদর্শ মা বানিয়ে দিব।
  • দুতলা বাসে উঠে দেখি ড্রাইভার নাই, আমি তো সেটি দেখেই দৌড়।
  • অরিজিৎ সিং এর গান শুনে, আমার মত পিউর সিঙ্গেল মানুষও ছ্যাকা খাবার ফিলিংস নেয়।
  • লোক লজ্জায় বলতে পারি না, আমার পরিবার আমাকে একেবারে সন্দেহ করে না, কারণ তারা জানে আমি চাইলেও প্রেম করতে পারব না।
  • রিলেশনশিপ মানে ঝামেলা, সিঙ্গেল থাকা মানে ফ্রিডম। আমি ফ্রিডম ফাইটার!

উপসংহার 

আমরা অনেক সময় বুঝতে পারি না, আমাদের ছোট্ট একটি বাক্য কার জীবনে কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে কমেন্ট দেওয়ার সময় দায়িত্বশীলতা জরুরি। যাতে সেটা অন্যকে আঘাত না করে, বরং ভালো কিছু অনুভব করায় কারণ, ফেসবুকের কমেন্ট বক্সটা শুধু লেখার জায়গা নয়, এটা আবেগ প্রকাশের একটি জানালা — যেখান থেকে সম্পর্কের রংগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে।

ফেসবুকে কমেন্ট করা মানে শুধু মন্তব্য করা নয়, এটা একটা ভালোবাসার ভাষা, একটা মানবিক সংযোগের সেতু। তাই পরবর্তীবার যখন কোনো পোস্ট দেখো যা তোমার মনে দাগ কাটে, তখন শুধু স্ক্রল করে না গিয়ে একটি সুন্দর ক্যাপশন-সদৃশ কমেন্ট করে ফেলো। হয়তো সেটাই হয়ে উঠবে কারো দিনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত।আশা করছি আমাদের এই প্রতিবেদনটি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় তাহলে এই পোস্টটি আপনি আপনাদের বন্ধু, আত্মীয় স্বজন ও চেনা পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিতে পারেন। 


Recent Posts