অভিমান ভালোবাসার একটি মিষ্টি মধুর অঙ্গ যা শুধুমাত্র কাছের মানুষ এবং একান্ত আপনজনের উপরেই করা যায়, অভিমানে লুকিয়ে থাকে সুপ্ত ভালোবাসা, অনুযোগ, প্রাপ্তির আশা, অার মাঝেমধ্যে কিছুটা অভিনয়। অভিমানে রাগ থাকে না ;থাকে একরাশ প্রাণখোলা ভালোবাসা; যে জানে সে ই এর মর্ম বোঝে।
নিচে উল্লেখিত হল অভিমান নিয়েই মনকাড়া কিছু উক্তি:
অভিমান নিয়ে ভালো লাগার কিছু উক্তি, Abhimaan nie bhalo lagar kichu ukti
- অভিমান হল ভালোবাসার একটি আবেগি বহিঃপ্রকাশ।
- অভিমান খুব মূল্যবান একটি
জিনিস ।সবার ওপর তা করা যায় না ; যাকে মানুষ ভালোবাসে তার প্রতিই সে অভিমান করে, আর সেই ভালোবাসার মানুষটিই পারে তার সেই অভিমান ভাঙাতে। - যতবার তোমাকে ভুলতে চাই বা ভুলে যাওয়ার চেষ্টা করি তত বেশি করে তুমি আমার হৃদয়ের কাছাকাছি চলে আসো ; অভিমান বোধহয় ভালবাসা বাড়িয়ে দিয়ে যায়।
- ভালোবাসায় অভিমান আছে বলেই তো প্রেমের স্বাদ এত মিষ্টি মধুর।
- মন থেকে কাউকে নিজের থেকেও আপন ভাবলে তার অবহেলা সহ্য করার ক্ষমতা থাকে না।
- নিরবতার ও আছে এক ভাষা যেটা খুব কাছের কেউই অনুধাবন করতে পারে আর যখন সে সেটা পারে না তখনই মনের মধ্যে তৈরি হয় পুঞ্জীভূত অভিমানের।
- অভিমান নামক রোগটি ভালোবাসা নামক ওষুধেই একমাত্র নিরাময় হয়।
- রাগ অভিমানের পাশাপাশি ক্ষমা করতেও জানতে হবে; তাহলেই যেকোনো সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়।
- অভিমান সৃষ্টি হয় মানুষের হৃদয়ের গভীর গোপন অন্তঃস্থলে যেখানে কেউ স্পর্শ করতে পারে না ।
- সত্যিকারের তোমাকে যে ভালোবাসে,
সে কখনোই তোমাকে ভুলে থাকতে পারবে না বেশিক্ষণ ;
হয়তো অভিমান করে কথা বলবে না কিছুক্ষণ
তবু সে তোমাকেই মিস করবে সারাক্ষণ। - রাগ,অভিমান ও অভিযোগ বুদ্ধিহীন ও দূর্বলেরা করে।
যারা চালাক তারা পরিস্থিতি পরিবর্তন করার বুদ্ধি ও কৌশল প্রয়োগ করে থাকে। - ভালোবাসা যখন শেষ হয়ে যায়
তার সাথে সাথে শেষ হয় অভিযোগ ও সকল অভিমানের; শুধু বেঁচে থাকে ভালোবাসার মানুষটির জন্য শুভ কামনা। - অভিমান বড়ই আদুরে; সে রাগ আর ক্রোধের মতন অনুভূতিহীন নয়।
কাছের মানুষের রাগ, অভিমান নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি প্রাপ্তি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
অভিমান নিয়ে নতুন উক্তি, New quotes on Obhimaan in Bangla
- অভিমান এক অদৃশ্য আগুন, যা বাহির থেকে দেখা যায় না, কিন্তু ভিতরে ভস্ম করে ফেলে।
- যার প্রতি সবচেয়ে বেশি বিশ্বাস থাকে, তার কাছেই অভিমান হয়, কারণ সেই বিশ্বাস ভাঙার কষ্ট বড় বেশি তীব্র।
- অভিমান হলো নীরব ভালোবাসার এক সুর, যা প্রিয়জনের কাছে শুনিয়ে দিতে ইচ্ছে করে।
- অভিমান এমন এক তীর, যা হৃদয়ের গভীরে বিঁধে, কিন্তু তা ছুঁড়ে দেয়ার ক্ষমতা কেবল প্রিয়জনের থাকে।
- যেখানে ভালোবাসা নেই, সেখানে অভিমানেরও স্থান নেই।
- অভিমানকে কখনও অবহেলা করো না, কারণ সেটি প্রিয়জনের নীরব কান্নার বহিঃপ্রকাশ।
- যে হৃদয় অভিমান করে, সে হৃদয় ভালোবাসায় পূর্ণ; অভিমানে যে কাঁদে, সে ভালোবাসার জন্য অপেক্ষা করে।
- অভিমান আর ভালোবাসার সম্পর্কটা যেন নদীর দুই তীর; পাশাপাশি থাকে, কিন্তু কখনও মিলিত হয় না।
- অভিমান হলো অনুভূতির এক নিঃশব্দ চিৎকার, যা কেবল কাছের মানুষটিই শুনতে পায়।
- অভিমান হলো সেই সেতু, যা ভালোবাসার দুই প্রান্তকে একসঙ্গে ধরে রাখে।
- অভিমান সেখানে হয়, যেখানে ভালোবাসা গভীর।
- অভিমান আর ভালোবাসা দুই ভাইবোন, যাদের একটিকে এড়াতে গেলে অপরটি কষ্ট পায়।
- যার কাছে বেশি আশা থাকে, তার কাছেই বেশি অভিমান জমা হয়।
- অভিমান এমন এক নীরব প্রতিবাদ, যা শুধুই প্রিয়জনকে বুঝতে হয়।
- অভিমান ভালোবাসার অপর নাম, যা মুখে প্রকাশ না হলেও হৃদয়ে গভীর।
- যার জন্য মন কাঁদে, তার কাছেই অভিমান জমে।
- অভিমান তখনই জড়িয়ে ধরে, যখন প্রিয়জন অবহেলা করে।
- ভালোবাসার গভীরতা বুঝতে হলে অভিমানের গোপন রাগগুলোকে দেখতে হয়।
- অভিমান থেকে দূরত্ব তৈরি হয়, কিন্তু মন যে কখনও দূরে যেতে চায় না।
- অভিমান সে-ই করে, যার কাছে নিজের অস্তিত্ব প্রমাণ করতে ইচ্ছা হয়।
ভালোবাসার মানুষের মান অভিমান নিয়ে বাণী, এসএমএস, Abhimaan nie bani o caption, sms
- যে ভালোবাসায় মান অভিমানের পালা থাকে না সে ভালোবাসা আর যা কিছু হোক না কেন ; ‘প্রেম’ নয়।
- পৃথিবীতে সবথেকে অসহায় সেই মানুষ ,
যে নিজের রাগ,অভিমান,কষ্ট
পারে না প্রকাশ করতে;
পারে না একটু চিৎকার করে কাঁদতে
শুধু মৃদু হাসির আড়ালে
লুকিয়ে রাখে চোখের জল। - অারো কাছে এসো,
ছুঁয়ে দেখো আমায়
তোমার আরও কাছে রাখো আমায় । প্রিয় অভিমান, দূরত্ব কি তোমায় মানায়? - তুমি যদি হও অভিমান,
আমি হব বৃষ্টি
ভিজিয়ে দেবো তোমার কষ্ট যত , বৃষ্টির প্রতিটা ফোঁটায় অনুভব করবে আমার মনে আছে ভালবাসা কত। - প্রিয় মানুষটির উপর যতোই অভিমান করে থাক না কেনো, তার কথা দিনে একবার হলেও মনে পড়বেই, আর সেটাই বলে দেয় যে আজও তাকে ভুলতে পারা যায় নি।
- অভিমান ভালোবাসা বাড়ায় ঠিক ই কিন্তু সেই অভিমান পুঞ্জীভূত হতে হতে কখন যে একটি সম্পর্কের বিচ্ছেদ ঘটায় তা কেউ জানে না।
- অন্যের ওপর অভিমান করে নিজের মনকে কষ্ট দেওয়া হল সবথেকে বোকামি।
- যে মানুষ অভিমানের মূল্য ও মর্যাদা দেয় না সে প্রকৃত প্রেমিক নয়।
- রাগ কমে যায় যদি ভাগ করে নাও, অভিমান কমে যদি ভালবাসা দাও
কষ্ট বেড়ে যায় বন্ধু ভুলে গেলে
হৃদয় ভেঙে যায় মনের মানুষ আঘাত দিলে।
কাছের মানুষের রাগ, অভিমান নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অনুভূতি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
গার্লফ্রেন্ডের অভিমান খেদ নিয়ে সুন্দর বাংলা লাইন, হোয়াটস্যাপ স্টেটাস, Bengali Whatsapp Status on anger of loved one
- অভিমান একটুখানি যত্নে যত তাড়াতাড়ি ভেঙেও যায় , সামান্যতম অবহেলায় তত বেশি মজবুত হয়।
- প্রিয়জনের অভিমানকে একটু অবহেলায় ছাড়লে সেটি নিজের অজান্তেই একটা প্রাচীর তৈরী করে ফেলে; যা ভাঙা খুবই কঠিন।
- ছোটবেলায় আমরা যাকে রাগ বলে থাকি,বড়বেলায় সেটাই অভিমানে পরিণত হয়।
- স্বপ্ন দেখে না আর মিথ্যে প্রত্যাশাগুলি
অভিযোগ গুলো আর করে না অভিমান,
শুধু কষ্টগুলো লুকিয়ে কাঁদে
করা হয়নি যা কখনো বয়ান। - অভিমানে ফেরালে মুখ, সত্যিটা খুঁজলেনা
প্রবঞ্চনাই দেখলে শুধু, ভালোবাসা অার বুঝলেনা। - কেবল স্মৃতিটুকুই জুড়ে আছে, অভিমানী দুচোখের কোণে।
- তাকেই ভরসা কর,
যে তোমার হাসির আড়ালে দুঃখটি জানে,
যে তোমার রাগের পিছনে ভালবাসা পায় খুঁজে
যে তোমার নীরবতার পিছনে অভিমানটি বোঝে। - অন্ধ অভিমানের বন্ধ দুয়ারে, আর কেউ নাড়ে না কড়া।
- ওগো স্নিগ্ধা ,সুন্দরী ,স্রোতস্বিনী
আমি জানি তুমি কত অভিমানী চলিয়াছো হেলে দুলে
গোপন ব্যথা ভুলে
বিলাইয়া অপরূপ প্রেমময় বাণী। - অভিমান তার উপরই করা যায় যার কাছে তোমার রাগ বা অভিমানের দাম আছে। আর যে এর মুল্য বোঝে না তার উপর রাগ বা অভিমান করে কি লাভ?
- অভিমান তুমি কোরো নাগো
কেউ যদি কিছু বলে
কত কী যে সয়ে যেতে হয়
ভালোবাসা হলে…. - মান -অভিমান, রাগ কলহ যাই হোক না কেন, আত্নার সম্পর্ক অবিনশ্বর ;কখনো শেষ হয় না।
- অভিমান দীর্ঘকাল ধরে বাঁচিয়ে রাখা উচিত নয় ,
বহু বছর পর যখন ভাঙবে অভিমান , দেখবে তখন যার তরে করেছি এই মান
সে হয়তো আর তোমার নয়।
হয়তো দূরে কোথায় ও হারিয়ে গেছে
হয়তো বা আসবে না ফিরে সে
তখন Sorry বলার সুযোগটুকুও পাবে না অার
তাই অভিমান ভুলে
পরাও তারে ভালোবাসার কণ্ঠহার। - আছো কাছাকাছি জানি
নিয়ে রং অভিমানি
এই ঘুম ঘুম ভোরে
আলো ছায়ার শহরে
সাজিয়ে রাখব নতুন রূপকথায়
কী করে বলব তোমায় ।
কাছের মানুষের রাগ, অভিমান নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ৭৫+ সেরা বাংলা আবেগী উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
অভিমান নিয়ে শায়েরি ও কবিতা, Obhimani Shayeri
- অভিমানে চলে যেও না
এখনি শেষের গান গেও না
অভিমানে চলে যেও না
এখনও হৃদয় কাঁদে পিয়াসায় ।
এর চে ভালো ছিল না আসা
এ তিথি এখনো আবেশে জড়ানো
ভেংগে দিতে তাকে চেও না
অভিমানে চলে যেও না। - আমার অভিমানের বদলে আজ নেব তোমার মালা।
আজনিশিশেষে শেষ করে দিই চোখের জলের পালা॥
আমার কঠিন হৃদয়টারে ফেলে দিলেম পথের ধারে,
তোমার চরণ দেবে তারে মধুর পরশ পাষাণ-গালা॥ - সুন্দরীগো দোহাই দোহাই
মান করোনা
আজ নিশিথে কাছে থাকো
না বলো না…
অনেক শিখা পুড়ে তবে
এমন প্রদীপ জ্বলে
অনেক কথার মরণ হলে
হৃদয় কথা বলে
চন্দ্রহারে কাজলধোঁয়া
জল ফেলোনা। - খেলাঘর মোর ভেসে গেছে হায়
নয়নের যমুনায়
বাঁশী কেন তবু নাম ধরে ডাকে
আজো মোর আঙ্গিনায়।
মালতীর মালা খানি
রেখে গেলে অভিমানী
আশার মুকুল যেথায়
বিরহে ঝরিয়া যায়। - রাগ কোরোনা প্রাণেশ্বরী
চাও কি আমি প্রাণেই মরি?
কাজল হয়ে রাখবো ধরে
দুটি চোখের ভ্রমরে। - এতো রাগ নয় গো
এ যে অভিমান
এ শুধু তোমায় চাওয়ার
আরো বেশি কাছে পাওয়ার
ছল ভরা গান
এ যে অভিমান - জানো নাকি আকাশ নিজেই
সাধ করে চায় মেঘের কালো
যাতে ঐ পুরোনো চাঁদ নতুন করে লাগে ভালো
অভিমান এমনি করেই অনেক বেশি
আরো অনেক বেশি বাড়ায় মনের টান। - আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান
বাতাস তখন বইতে গিয়েও দেখায় অভিমান,
আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর
বাতাস তখন নিরব চিঠি পাঠায় বহুদুর।
অভিমান একটি অনন্য অনুভূতি যাকে এক কথায় বলা চলে, ‘মিষ্টি রাগ’ । অভিমান হল ভালবাসার ই এক অবিচ্ছেদ্য অঙ্গ তাই এটি কোনো পাপ নয় । একটি সম্পর্কে মান অভিমানের পালা থাকলেই সম্পর্কটি আরো সুদৃঢ় হয় । ভালবাসার মানুষটি তার অভিমান ভাঙ্গাতে অনেক রকম প্রচেষ্টা করে থাকে যার ফলস্বরূপ তার প্রিয় মানুষটি তার প্রতি আরো বেশী আকৃষ্ট হয়
কাছের মানুষের রাগ, অভিমান নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ইমোশনাল উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পরিশেষে, Conclusion
কাছের মানুষের রাগ, অভিমান নিয়ে উক্তি সংক্রান্তআজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।