বিশ্বাস হলো এক সুক্ষ মানসিক প্রবৃত্তি যা জন্ম নেয় মনে এবং তা অচিরেই ভেঙে যেতেও অধিক সময় লাগে না। তাই বিশ্বাস অর্জন করা এবং সেটিকে বজায় রাখা একটি মানুষের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। নিজের ওপর ও অন্যের ওপর, আদর্শ বা লক্ষ্যের প্রতি বিশ্বাস রাখতে পারা একটি সফল মানুষের অন্যতম বড় গুণ।

চোখ বন্ধ করে সবার ওপর ভরসা করা যেমন বোকামী, তেমনি সবাইকে অবিশ্বাস করাও বুদ্ধিমানের কাজ নয়। বুদ্ধিমানেরা যাচাই ও বাছাই করে বিশ্বাস করে থাকে। সফল মানুষরা প্রাথমিক দিকে অসফলতার পথ অতিক্রম করার পরও নিজের আদর্শ ও লক্ষ্যের প্রতি আস্থা রাখেন; আর সেই কারণেই তাঁরা যে কোনও পরিস্থিতিতে কাজ করে যেতে পারেন, এবং দিনের শেষে সফলতার আস্বাদন পান । নিম্নে উল্লেখিত হল বিশ্বাস কে কেন্দ্র করে কিছু নজরকাড়া উক্তি সমূহ:
বিশ্বাস নিয়ে কিছু উক্তি | বিশ্বাস নিয়ে পোস্ট | Trust Quotes in Bengali
- যারা একবার বিশ্বাস ভঙ্গ করে, তাদের সুযোগ দিলে বার বার বিশ্বাস ভঙ্গ করে।মানুষ অতীত ভোলে না।
- বিশ্বাস অর্জন করতে হলে নিজেকেও বিশ্বস্ত হতে হবে ।
- যে মানুষ বিশ্বাস করতে পারে ,সে অর্জনও করতে পারে ।
- একজন ভালো মানুষ এবং একজন ভালো বন্ধু হওয়ার প্রথম শর্তই হলো বিশ্বাসী হওয়া।
- যে মানুষ মুখে বলে যা আর কাজও করে তা সেই মানুষটিকে বিশ্বাস করতে নেই কোনো দ্বিধা।
- বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর।
- ঈশ্বরের প্রতি বিশ্বাস ও আস্থা রাখলে তিনি অবশ্যই সঠিক মার্গ দর্শন করান।
- কাউকে মন থেকে বিশ্বাস করে ঠকে গেলে বিশ্বাসের ওপর ভরসাটাই চলে যায়।
- যেদিন পৃথিবী থেকে বিশ্বাস নামক বস্তুটি চলে যাবে সেদিন পৃথিবী ও একটি ধ্বংসস্তূপে পরিণত হবে।
- যে বিশ্বাস করে আর যে বিশ্বাস অর্জন করে তারা দুজনেই সমান গুরুত্বপূর্ণ ।

বিশ্বাস নিয়ে ইসলামিক উক্তি | বিশ্বাস নিয়ে হাদিস | Quotes about Faith in Bengali language
- এই বিশ্বাস সর্বদা রাখা উচিত যে জীবনের খারাপ সময়গুলো কেটে গিয়ে একদিন ভালো সময় আসবে; যেমন অন্ধকার কেটে গিয়ে নতুন প্রভাতে সূর্যোদয় হয়। মনে দৃঢ় প্রত্যয় থাকলে যেকোনো কাজে সফল হওয়া যায়।
- ক্ষমা ও ভালোবাসা অর্জন করার থেকে বিশ্বাস অর্জন করা অনেক বেশি কঠিন।
- বিশ্বাসের কারণেই আমরা এক পা এক পা করে সামনের দিকে অগ্রসর হতে পারি।
- একজন মানুষ তাঁর বুদ্ধিমত্তা দিয়ে অনুধাবন করতে পারে যে সে কাকে বিশ্বাস করবে ও বন্ধু বানাবে।
- প্রকৃত বিশ্বাস গড়ে ওঠে সময় নিয়ে, ধীরে ধীরে।
- পৃথিবীর অন্যতম কঠিন কাজ হল কারোর বিশ্বাস অর্জন করা ।
- নিজের ওপর বিশ্বাস রাখা অর্থাৎ আত্মবিশ্বাস ই হল সফলতার অন্যতম সিঁড়ি ।
- আত্মবিশ্বাসী সেই জন , যার নিজের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে।
- বিশ্বাসের ওপর ভিত্তি করেই গড়ে ওঠে একটি সংঘবদ্ধ দল আর তার সুফল সুদূর প্রসারী। পরস্পরের প্রতি আস্থা এবং বিশ্বাস একটি দলের অন্তর্ভুক্ত সব সদস্যদের মন প্রাণ সহকারে কাজ করতে উৎসাহ প্রদান করে ।

বিশ্বাস নিয়ে ক্যাপশন | বিশ্বাস নিয়ে বাণী | Bangla Lines & Captions about Trust and Faith
- বিশ্বাস অর্জন করতে চাইলে স্পষ্টবাদী হওয়া প্রয়োজন যা মানুষ সহজেই বুঝে নিতে পারে ।
- নিজেকে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে গেলে প্রাথমিক ভাবে ভীতি আসে। তবে সেই ভয় কাটিয়ে নিজেকে বিশ্বাস করতে পারা জীবনের জন্য খুবই জরুরি।
- একজন বিশ্বাসী মানুষ অন্যদের থেকে বেশি সুখী হয় ।
- বিশ্বাস অর্জন করা অবশ্যই এক কঠিন কাজ তবে সেই অর্জিত বিশ্বাস যদি ভেঙে যায় তবে সেটিকে পুনরায় অর্জন করা অধিকতর কঠিন কাজ।
- অন্য মানুষের থেকে নিজেকেই বেশি বিশ্বাস করা উচিত । একটি মানুষের কি করা উচিৎ, সেটি তার চেয়ে ভালো আর কেউ বুঝবে না।
- মুখে বলা কথা কাজে করে দেখাতে হবে তবেই মানুষের বিশ্বাসভাজন হতে পারবে ।
- যে মানুষ বিশ্বাস ভঙ্গ করার পর সরাসরি দোষ স্বীকার না করে শুধু অজুহাত দেখায় – সেই মানুষকে আর কখনও কেউ বিশ্বাস করো না।
- বিশ্বাস হলো সাফল্যের অন্যতম শর্ত ।
- বিশ্বাসী হতে পারা এবং সঠিক মানুষের ওপর বিশ্বাস করতে পারা জীবনের জন্য খুবই জরুরি ।
- বিশ্বাস মানুষের জীবনকে গতিময়তা দান করে ।
- কেউ বিশ্বাস করে কেউ করে না ,যে বিশ্বাস করে সে ও সত্য মিথ্যার যাচাই করে না ,আর যে অবিশ্বাস করে সে ও না ।বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটি নির্ভর করে মানুষের খুশির ওপর।
- হে ঈশ্বর তুমি আমায় এমন শক্তি দাও যাতে আমার বিশ্বাস কখনো ভেঙে না পড়ে।
- ঈশ্বরের প্রতি আস্থা রেখেছি আমি মানি এর থেকে হয় না কিছুই দামি পেয়েছি মনেতে ভরসা, সততা, বল ধুয়ে মুছে যাবে যত কপটতা , ছল ।
- বিশ্বাস শুরু হয় সততা দিয়ে অর শেষ হয় শঠতায়।
- যে ছোট ছোট বিষয়ে নিজের বিশ্বাসযোগ্যতা রাখতে অক্ষম , তাকে গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্বাস করা কখনো ই যায় না।
- বন্ধু বানাও বাছাই করে বিশ্বাস করো যাচাই করে ।

বিশ্বাসঘাতকতা নিয়ে উক্তি ও বাণী সমূহ | বিশ্বাস ভাঙ্গা নিয়ে কিছু উক্তি | Cheating Quotes, Lines Bangla
- মানুষের ওপর বিশ্বাস রাখতে বা করতে না পারলে জীবন অসম্ভব হয়ে উঠবে ।
- একজন নির্দোষ ব্যক্তির বিশ্বাস হল এক মিথ্যাবাদীর সবথেকে বড় সরঞ্জাম।
- ধারাবাহিকতাই হল বিশ্বাসের আসল ভিত্তি ।
- প্রেমের প্রকৃত অর্থ হল একটি পর্বত থেকে ঝাঁপিয়ে পড়া এবং বিশ্বাস করা যে নীচে আপনাকে ধরার জন্য আপনার প্রিয় মানুষ টি উপস্থিত থাকবে।
- নিজের হৃদয়ের কথা শুনুন ,কারণ হৃদয় কখনও বিশ্বাসঘাতকতা করে না ।
- বিশ্বাস নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করে থাকে।
- অন্যকে বিশ্বাস করার প্রথম ধাপ হল সর্বপ্রথম নিজেকে বিশ্বাস করা।
- একটি সুখী দাম্পত্য জীবন পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে গড়ে ওঠে ।
- যখন মানুষ ওপরে উঠার সিঁড়ি দেখতে পায়না; তখন বিশ্বাসই হচ্ছে প্রথম ধাপ।
- নিজের প্রতি আস্থার অভাবই মানুষকে পরিস্থিতির সাথে মোকাবিলা করতে দেয় না ।
- প্রত্যেক মানুষকে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কোনো মানুষকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক।
- দৃঢ় বিশ্বাস ও অনবরত প্রচেষ্ঠা মানুষের জীবনযুদ্ধের অন্যতম প্রধান হাতিয়ার ।
- জীবন মাঝে মাঝে ইট দিয়ে মাথায় আঘাত হানলেও জীবনের প্রতি বিশ্বাস হারানো উচিত না।
- যারা একজন মানুষকেও বিশ্বাস করতে পারেনা অথবা নির্ভর করার মতো একজন মানুষও তার জীবনে অবশিষ্ট থাকেনা সে তখন আত্মহত্যার পথ বেছে নেয়।
- মনোবল এবং আত্মবিশ্বাস দৃঢ় থাকলে অসাধ্য সাধন করা যায়।

বিশ্বাস নিয়ে কবিতা | বিশ্বাস অবিশ্বাস নিয়ে শায়েরি | বিশ্বাস নিয়ে কিছু পিক
- নিশিদিন ভরসা রাখিস, ওরে মন, হবেই হবে। যদি পণ করে থাকিস সে পণ তোমার রবেই রবে।
- “কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি। তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পাই না। বুঝতে পারি ও পারি না। অনুভব করতে পারি ও পারি না। সে বড় রহস্যময় সময়”।
- নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,‘ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।’নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে,কহে, ‘যাহা কিছু সুখ সকলি ওপারে।’
- মঙ্গল দ্বীপ জ্বেলেঅন্ধকারে দুচোখ আলোয় ভরো প্রভুতবু যারা বিশ্বাস করে না তুমি আছতাদের মার্জনা করো তুমি।।
- একদিন সূর্যের ভোরএকদিন স্বপ্নের ভোরএকদিন সত্যের ভোরআসবেই…এই মনে আছে বিশ্বাসআমরা করি বিশ্বাসসত্যের ভোর আসবেএকদিন।
- “বিশ্বাস শব্দটিকে হৃদয়েই রেখো,আমি নির্বোধ হতে পারি,এমনকি কখনও কখনও স্বার্থপরও,কিন্তু তা অবিশ্বাস থেকে নয়,মনের খেলায় হেরে যাই বলেই-আমি নির্বোধ বা স্বার্থপর হই,অথচ তোমার প্রতি আমার বিশ্বাস-আমার প্রতিটি হৃদস্পন্দনেই মিশে আছে।”
- “আমি বিশ্বাস করি যে,কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকেবঞ্চিত করতে পারেনা।”
- “যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন করতে পারে না, বা অনাথ শিশুর মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারে না, সে ধর্ম বা সে ঈশ্বর আমি বিশ্বাস করি না।”
বিশ্বাস ,আস্থা এবং ভরসা এই শব্দগুলির মানে এক, কিন্তু এর গুরুত্ব অপরিসীম।ভালোবাসা বা প্রেম তখনই পূর্ণাঙ্গ রূপে সফল হয় যখন সেখানে বিশ্বাসের অলিখিত অঙ্গীকার থাকে। তাই মানুষকে বিশ্বাস করা এবং মানুষের বিশ্বাসভাজন হওয়া পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এককথায় বলা যায় যে বিশ্বাস ই হল সমগ্র মানবজাতির চালিকাশক্তি।
