সংগ্রাম হল মানুষের বৃদ্ধি ও গঠনের পূর্ব শর্ত।ঘাম ঝরানো কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় কে অতিক্রম করেই আমরা আমাদের বর্তমান কার্যাবলীর গণ্ডির বাইরে যেতে পারব যেটা খুব একটা সহজসাধ্য কাজ নয়। তাই
সংগ্রাম হল প্রশিক্ষণের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। এটি আমাদের প্রস্তুত করে জীবনযুদ্ধকে মোকাবিলা করার জন্য এবং আমাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিতে । যেই মুহুর্তে আমরা লড়াই বন্ধ করে দিই, সেই মুহুর্তটি থেকে আমরা পরোক্ষভাবে বড় বড় চ্যালেঞ্জগুলি গ্রহণ করার পথ অবরুদ্ধ করে দিই।
তাই জীবনে বেঁচে থাকা ও টিকে থাকার আরেকটি নাম হলো সংগ্রাম। সংগ্রাম বা যুদ্ধ আমরা আরেকটি অন্য অর্থে ও ব্যবহার করে থাকি যা আমাদের ধ্বংসের পথে নিয়ে যায়।অতীতের নানান যুদ্ধে আমরা দেখেছি তার ভয়ংকর পরিণতি।সাধারণ মানুষ যারা সাধারণ জীবন যাপনে অভ্যস্ত তারা এই প্রাণহানি যুদ্ধ চায়না ,তারা চায় শান্তি। নিম্নে উল্লেখিত হলো সংগ্রাম নেই বৈপ্লবিক কিছু উক্তি:
সংগ্রাম নিয়ে ক্যাপশন , Struggle quotes in bangla
- *শক্তি এবং বৃদ্ধি কেবল ধারাবাহিক প্রচেষ্টা এবং সংগ্রামের মাধ্যমেই আসে।
- *জীবনে সাফল্য কখনো রাতারাতি অর্জন করতে পারা যায় না। এটি বহু বছরের সংগ্রামের ফসল এবং প্রতি বছর সংগ্রামের সেই সময়গুলি ধীরে ধীরে আপনাকে উন্নতির পথ দেখায় ।
- *সংগ্রাম অনিবার্য; সংগ্রাম হ’ল একটি প্রাকৃতিক বিষয়।আপনি যে লড়াই করে চলেছেন তার অর্থ এই নয় যে আপনার সাথে কিছু ভুল হয়েছে। কেউ হয়তো জীবিকা নির্বাহের লড়াই করছেন, কেউ বা প্রতিনিয়ত ভবিষ্যতের ভীতি থেকে বাঁচবার জন্য লড়াই করছেন,আবার কেউবা নিজের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে চলেছে ।
- *জীবন হলো প্রতিনিয়ত একটি নতুন যুদ্ধ ।
- * জীবনের সমস্ত সংগ্রামগুলিকে যদি আঁকড়ে ধরা যায় তাহলে অদ্ভুত কিছু ঘটনা ঘটার সম্ভাবনা আছে।
- *কঠোর পরিশ্রম এবং সংগ্রাম করতে না পারলে একটি মানুষ জীবনে কিছু অর্জন করার যোগ্য নয়।
- *সংগ্রামের মধ্য দিয়ে জীবন অতিক্রম করতে পারলে আপনি নিজের অধিকার প্রাপ্ত হবেন এবং এভাবেই আপনি সফলতা পেতে পারেন
সম্মান নিয়ে কিছু উক্তি, Quotes on respect in Bengali
যুদ্ধ বা সংগ্রাম নিয়েই স্ট্যাটাস, Meaningful sayings about struggle
- *প্রত্যেকটি যাত্রার ই তার নিজস্ব সংগ্রামের একটি গল্প আছে।
- * লক্ষ্য পূরণের স্বার্থে জীবনে ভয়কে কাটিয়ে উঠতে হবে। তবেই তুমি জীবনযুদ্ধে জয়ী হবে।
- * জীবনের প্রতিটা সংগ্রাম আপনার ব্যক্তিসত্তাকে প্রকৃত অর্থ প্রদান করে থাকে। তাই জীবনে আসা কঠিন সময়ের জন্য আমরা কৃতজ্ঞ যা আমাদের শক্তিশালী করতে শিখিয়েছে।
- *জীবন মানেই সমর ক্ষেত্র
যুদ্ধ ছাড়া জয় নাই
জীবনযুদ্ধে বাঁচতে গেলে
যুদ্ধ করেই বাঁচা চাই। - *জন্ম থেকে মৃত্যু অবধি
যুদ্ধ ছাড়া কী আছে আর
তবে কেন এই জীবনযুদ্ধে
লড়তে গিয়ে ভীতি আসে বারেবার? - *খাবার জন্য যুদ্ধ করি
লেখাপড়ায় আরেক যুদ্ধ
বৃহৎ যুদ্ধ মনের সাথে
যুদ্ধ আজ পথেঘাটে। - *যুদ্ধ কর মন্দের সাথে
প্রশস্ত কর ন্যায়ের পথ
জীবন যুদ্ধে নামো তুমি
হৃদয় নিয়ে সত্যের শপথ। - *আমরা সকলেই ভুল করি, সংগ্রাম করি এবং আমাদের অতীতে কৃত কার্যাবলির জন্য অনুশোচনা করি। তবে আপনি নিজেই নিজের ভুল অথবা নিজের সংগ্রাম নন। আপনি এখন বর্তমানে রয়েছেন এবং আপনার ভবিষ্যতের রূপ দেওয়ার ক্ষমতা ঈশ্বর আপনার মধ্যে নিহিত করে দিয়েছেন।
- *জীবনে যারা দুঃসাহসী চ্যালেঞ্জগুলি অতিক্রম করে এসেছেন তাদের পরিবর্তন করা যায় এবং প্রায়শই অপ্রত্যাশিত উপায়ে। আমাদের সংগ্রাম আমাদের জীবনে এক অবাঞ্ছিত অতিথি হিসাবে প্রবেশ করে এবং মূল্যবান উপহার নিয়ে আসে আমাদের জীবনে। ব্যথা কমে গেলে, সেই উপহারগুলি রয়ে যায়। এই উপহারগুলি হল জীবনের সত্য ধন যা এক অমূল্য সম্পদ স্বরূপ; এটি অন্য কোনও উপায়ে অর্জিত করতে পারা যায় না।
- *আমি যখন আমার জীবনের সাথে লড়াই করছি তখন আমি আকাশের দিকে তাকিয়ে বলি; “প্রভু আপনি আপনার কর্তৃত্ব গ্রহণ করুন”।
- *উন্নতি ও বৃদ্ধির জন্য জীবনের প্রত্যেকটি সংগ্রামের প্রয়োজনীয়তা আছে।
- * মানুষ যদি এই ভেবে নিজের সংগ্রাম থেকে বিরত হন যে প্রত্যেকেই তাদের সংগ্রামে জয়ী হচ্ছে, তা সঠিক নয়। জীবনের সম্মুখীন হওয়া প্রত্যেকটি সংগ্রাম ও অধ্যায় সেই মানুষটিকেই শুধুমাত্র শিক্ষা দেয় ;অন্যকে নয়। তাই যত দিন বেঁচে থাকবেন নিজের সংগ্রাম নিজেই চালিয়ে যেতে হবে।
- *জীবনে ছোটখাটো দুঃখ এবং ওঠাপড়া তে আপনি কখনোই নিরাশ হবেন না । সর্বদা মনে রাখবেন একটি ছুরি তীক্ষ্ণ এবং ব্যবহারযোগ্য তখনই হয় যখন তাকে একটি কঠিন পৃষ্ঠতলের ওপর ঘর্ষণ করা হয় । তাই জানবেন যে জীবনের প্রতিটি সংগ্রাম আপনাকে মহৎ করে তোলে ।
- *যুদ্ধ অবশ্যম্ভাবী কিন্তু নিজেকে সংগ্রামে এতটাও নিয়োজিত করে রাখা উচিত না যে আপনি নিজেকে জীবনের একটি অঙ্গ হিসেবে গণ্য করতে অস্বীকার করবেন । জীবনে কত মানুষ আপনার ওপর নির্ভরশীল এবং আপনি তাদের দেখিয়ে দিতে পারেন যে তারাও বাঁচার যোগ্য । তাই প্রাণভরে নিঃশ্বাস নিন এবং সংগ্রামের মধ্যেও নিজের অস্তিত্বকে বজায় রাখুন ।
ইগো নিয়ে উক্তি, Quotes on ego in Bengali language
সংগ্রাম নিয়ে বাণী ও কিছু কথা, Songram nie kichu katha
- *আপনি হয়তো কারও জীবনযুদ্ধের সংগ্রাম নিজে লড়াই করে সমাধান করতে পারবেন না তবে যদি আপনি কাউকে ভারী বোঝা নিয়ে লড়াই করতে দেখেন তবে তাদের দিকে আপনার সাহায্যের হাত বাড়ানো আপনার অবশ্য কর্তব্য।
- *সময় মানুষকে শিখিয়ে দেয় যে অন্তিমকালের জীবন- মৃত্যু লড়াই কেবলমাত্র মানুষের নিজের সাথেই সংঘটিত হয়।
- * সংগ্রাম জীবনের একটি অঙ্গ কিন্তু সেগুলি জীবনের সমগ্র অংশটি জুড়ে থাকে না। তাই জীবনযুদ্ধ চালিয়ে যাবার সাথে সাথে আমাদের অবশ্যই অন্যান্য সমস্ত উপাদানগুলি ও আবিষ্কার করতে হবে যা জীবনকে মূল্যবান করে তোলে ।
- * যখন একটি অবিচ্ছিন্ন ও অনিবার সংগ্রাম একটি অপরিচ্ছন্ন এবং আশ্রয়হীন পরিবেশকে সুরুচিপূর্ণ ও স্বাস্থ্যসম্মত করবে সেই সংগ্রামই হবে প্রকৃত সংগ্রাম এবং সেটাই হবে সর্বোত্তম প্রাপ্তি।
- *সংগ্রামহীন জীবন প্রকৃতপক্ষে একটি ব্যর্থ জীবন।
- * জীবনে আমরা সকলেই সংগ্রাম ও অগ্রগতি অর্জনের চেষ্টা করি। তাহলে আপনি কখন জানতে পারবেন যে আপনি সাফল্যে পৌঁছেছেন? এক বিলিয়ন ডলার অর্জন করা অবশ্যই এক বিশাল প্রাপ্তি কিন্তু তার থেকেও বড় প্রাপ্তি হলো নম্রতা অর্জন করা।
- *জীবনকে কেবলমাত্র সংগ্রামে পূর্ণ করবেন না, জীবনকে আনন্দ দিয়ে পরিপূর্ণ করুন । একটি ফুল সর্বদা বেঁচে থাকার জন্য সংগ্রাম করে, তবে তা কখনই আনন্দের সাথে প্রস্ফুটিত হতে ভুলে যায় না।
- *জীবনে বেঁচে থাকার একটি ভাল কৌশল সুস্পষ্ট: যখন সঠিক পথটির খোঁজ পাওয়া যায় , সেটি যতই কষ্টকর হোক না কেন তা যেকোনো পরিস্থিতিতেই অতিক্রম করা প্রয়োজন এবং সংগ্রামের মাধ্যমে নিজের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে হবে এবং সকল বাধা বিপত্তি কাটিয়ে উঠতে হবে ।
- *জীবনের পথ কখনোই মসৃণ নয় ; এটি সহজলভ্য নয়, কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে ই একটি সুন্দর জীবন লাভ করা যায়।
- * জীবনকে বিসর্জন দেওয়াই শেষ কথা নয়। জীবনে ভালোভাবে বেঁচে থাকতে হলে লড়াই করতে হবে এবং সে জন্য প্রচুর সাহস প্রয়োজন, তাই সাহস সঞ্চয় করুন এবং জয় না হওয়া অবধি বিরত হবেন না।
- *আপনার জীবনের সংগ্রামের জন্য গর্বিত থাকুন। এই নিরন্তর সংগ্রাম ই আপনাকে শ্রেষ্ঠত্বের নিকটে নিয়ে আসে।
- *জীবনের কিছু আদর্শকে মেনে চলতে পারলে আপনি একাই জীবনযুদ্ধে জয়ী হতে পারেন।
অপেক্ষা নিয়ে উক্তি, Quotes on waiting in Bengali language
সংগ্রাম নিয়ে কবিতা, Poems on struggle
- *আর বিলম্ব নয়
এখনো মোদের শরীরে রক্ত
রয়েছে গরম, মেটেনি শখ তো
আছে যতো হাড় সবই তো শক্ত
এখনো ধকল সয়
এখনো আছে সময়
আর বিলম্ব নয়। - *ওরে বাবা দেখ চেয়ে
কত সেনা চলেছে সমরে!
কত সেনা! কত সেনা!
হাজারে হাজারে
হাতিয়ার বুঝি
কাটাকুটি করে!
আহা রে, আহা রে!
আহা রে!
পেটে খেলে পিঠে সয়
এ তো কভু মিছে নয়-
সেনা দেখে লাগে ভয়
আধ পেটা খেয়ে
বুঝি মরে! মরে! - *তোরা যুদ্ধ ক’রে করবি
কি তা বল?
মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে
প্রাণটা কেন যায় বেঘোরে,
রাজ্যে রাজ্যে পরস্পরে
দ্বন্দ্বে অমঙ্গল,
তোরা যুদ্ধ ক’রে করবি কি তা বল! - তখন তো আর শোষণ বাঁধণ মানবো না,
সবার এ দেশ সবার ছাড়া তো জানবো না
পরোয়া নেই আকাশ বাতাস
হবে আশার পরোয়ানা।
কিসের মানা,
হবে চেনা, হবে জানা
পথে এবার নামো সাথী,
পথেই হবে পথ চেনা।
জনস্রোতে নানান মতে,
মনোরথেরও ঠিকানা। - *হও ধরমেতে ধীর হও করমেতে বীর,
হও উন্নত শির, নাহি ভয় |
ভুলি ভেদাভেদ জ্ঞান, হও সবে আগুয়ান,
সাথে আছে ভগবান,—হবে জয় | - *ওই ঝঞ্ঝার ঝঙ্কারে বাজল ভেরী, বাজল ভেরী।
কখন্ আমার খুলবে দুয়ার– নাইকো দেরি, নাইকো দেরি॥
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
মানুষ যখন সংগ্রামে লিপ্ত থাকে তখন সে সমর্থন পাওয়ার চেষ্টা করে ; সমাধান নয়। অতএব মানুষ তার জীবনের বিপরীত পরিস্থিতি কে মুখোমুখি সম্মুখীন করতে পারলে এবং লড়াইয়ের মাধ্যমে সেই প্রতিকূলতা কাটিয়ে তুলতে পারলেই একমাত্র সে জীবন যুদ্ধ জয়ী হতে পারে।উপরে উল্লিখিত উক্তি গুলি আশা করি আপনাদের জীবনে একটি সদর্থক প্রভাব বিস্তার করতে পারবে, আজকের প্রতিবেদনটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে তবে তা নিজেদের বন্ধু মহল, আত্মীয় পরিজন ও সোশ্যাল প্রোফাইলে শেয়ার করে নিতে ভুলবেন না