আলোর খেলার মাঝেই ছায়ার সৃষ্টি হয়, আলো ছাড়া ছায়ার কোনো অস্তিত্ব নেই, তাই আলো যেখানে থাকে সেখানে ছায়াও থাকবেই। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “আলো ছায়া” সম্পর্কিত কিছু উক্তি, কবিতা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা উক্তিগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন এবং বিভিন্ন সময়ে কাজে লাগাতে পারবেন।

আলো ছায়া নিয়ে স্ট্যাটাস, Alochhaya niye status

- আলো ছায়ার খেলায় মেতে কখন যে দিন ফুরিয়ে এলো বুঝতেই পারলাম না।
- আলোছায়ার সব গল্পগুলো হয়তো শুধু তোমার শহরেই মানায়, তবে সার্থক ভালোবাসার গল্প গুলো কিন্তু আমার গ্রামই বানায় ।
- আমার কাছে আলোর চেয়ে অন্ধকার বেশি মূল্যবান, আলোতে আমি উশৃঙ্খল হয়ে উঠি, তবে শুধুমাত্র অন্ধকারেই আমি বুঝি আমার প্রকৃত মূল্য।
- যাবার পথে দেখলাম তোমার জানালায় আজ ছিলো, আলোছায়া আর কৃত্রিম-অকৃত্রিম এর লুকোচুরি খেলা।
- আলোঃ আমিতো শুধু তোমার দিকে তাকিয়ে আছি, কেন এত ভালোবাসি তোমায়,কোথায় গেলে পাবো তোমায় ? ছায়াঃ আমি যে ঘন কালো অন্ধকার বলো, এ জগতে কেউই দেখতে চায় না,ভালবাসতে চায়না আমায়,তাই ছায়াতেই খুঁজে পাবে আমায় ।
- নিভৃত শব্দের এই আলোছায়ায়, চেনা কথাদের সাথে মনটাও কেমন যেন অচেনা হয়ে উঠে ।
- আলো ছায়ার এই গোলক ধাঁধায় কখন যে গেছি মিশে, ফেরারি মনটা উতলা হয় , গোধূলির এই রক্তিম বিষে ।

আলো ছায়া নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
আলো ছায়া নিয়ে ক্যাপশন, Best light and shadow captions in Bangla

- এক ঘর ভরা আলোছায়া মেখে বসে আছে আমার মন, স্বপ্ন থেকে বোধে উত্তরণ, যেন একটি নিঃশব্দ জাগরণ।
- জীবনের আলো ছায়ায় আমি আজ হারিয়ে যেতে চাই, যেদিকেই তাকাই শুধু যেন সাদা কালোই দেখতে পাই ।
- আলো ছায়ার খেলার মাঝে আমি যে গেছি মিশে, তুমি পাবে না আর কোনও দিন আমায় খুঁজে ।
- শেষ বিকেলের রঙিন আলো ছায়ায় এসো তুমি কাছে, গোধূলির ওই সোনালী রঙে সাজিয়ে দেবো তোমায়।
- আলো ছায়ার রঙিন শহরে হতে পারে তোমার বসবাস, কিন্তু অন্ধকারেই শুধু খুঁজে পাবে আমার ইতিহাস ।
- আসলে তো আমরা সবাই একা, আলোয় আমাদের সঙ্গী কেবল ছায়া, কিন্তু সেও অস্তিত্ব হারায় অন্ধকারে, আমদের জীবনটাই যে এক মায়া।
- অন্য কোথায় খুঁজো না আর আমায়, দিনের শেষে, আলোছায়ার মাঝেই শুধু খুঁজে পাবে আমায় ।
- আলোছায়ার মাঝে বসে আমি তোমার ছবি এঁকে যাই, এই ভাবেই যেন মনের মাঝে আমি তোমায় খুঁজে পাই।
- সময়ের প্রবহমান স্রোতে, অস্তিত্বে মিশেছে ছায়া অন্তরাত্মার অচেতনে তাই, বিদ্রুপ করে কায়া।

আলো ছায়া নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

আলো ছায়া নিয়ে কবিতা, Light and shadow poems and shayeri

- মম দৃষ্টি যেন আজ বিভ্রমিত, কণ্ঠ স্তম্ভিত ,আলো-ছায়ায় পথটি খুঁজতে গিয়ে..ছায়াপথ যে করে দিয়েছে মোরে সর্বস্বান্ত ।
- খুঁজে বেড়াই তোমায় আমি আলো ছায়ার ওই চেনা পথে, কোন দিন যে পাবো তোমায়, দেখা হবে আবার তোমার সাথে ।
- অন্ধকারে ছায়ার রঙ শুধুই নাকি কালো, আমি দেখি মিশে যাওয়া নানার রঙের আলো।তোমার পাশে আমার ছায়া, ছায়া তো নয় বেঁচে থাকা, ছায়াই না হয় পূর্ণ করুক স্পর্শের অপূর্ণতা।
- সোডিয়াম আলো, নিওন আলো,হাজার রঙের সুখের আলো।সব আলোতেই তোমার ছায়া আমার কাছে ভালো।
- এভাবেই আলো ছায়া,করে যায় খেলা, এভাবেই মেঘে মেঘে,বয়ে যায় বেলা।মেতে আছি হুজুগে,এই বেশ ভালো..কিছুখানি রঙিন আর,কিছু সাদাকালো।
- সকাল বেলা আলো ছায়ার চলছে আজব খেলা। এক পলকে মেঘলা আকাশ হঠাৎ আলোর মেলা।হঠাৎ জোরে নামলো বরষা যেন অঝোর ধারায়। চোখের পলক পড়ার আগে হঠাৎ আঁধার ঘনায়।মেঘ সরিয়ে হাসছে সূর্য ছড়িয়ে রঙিন আলো।কোথা থেকে মেঘেরা এসে করে দিল সব কালো।
- যারা আমার সাঁঝ-সকালের গানের দীপে জ্বালিয়ে দিলে আলো, আপন হিয়ার পরশ দিয়ে, এই জীবনের সকল সাদা-কালো, যাদের আলো-ছায়ার লীলা, বাইরে বেড়ায় মনের মানুষ যারাতাদের প্রাণের ঝরনাস্রোতে আমার পরান হয়ে হাজার-ধারাচলছে বয়ে চতুর্দিকে। কালের যোগে নয় তো মোদের আয়ু–নয় সে কেবল দিবস-রাতির সাতনলি হার, নয় সে নিশাসবায়ু।
- আলোছায়া তোমার মুখ, আজও সেই পুরনো তোমার অসুখজীবন জুড়ানো আমার দুখ, তোমার মুখেতে আজ সুখ ।
- আলোর সাথে ছায়ার সাথে, পূর্ণিমাতে, শুক্লা রাতে, প্রভাতরবির কিরণ মাথায় অস্ত রবির রক্তিমাভায়, ঝড়ের মত্ত হাওয়ার বেগে, মেঘ বিজলীর চমক লেগে ঝলকে ওঠা আলোর ফাঁকে , দেখেছি যে কতই তাকে কত ভাবে, দেখেছি তার সবুজ রঙের কত বাহার, কত শোভা মনোলোভা
- একা একা হেঁটে চলেছি হাঁটছি তো হাঁটছিই, নিঃসঙ্গ এই পথ চলা। আমার এই পথ চলায় হঠাৎ রোদের আলো।মনে হচ্ছে, কে জানি হাঁটছে আমার পিছু পিছু…ও যে ছায়া আমার।আজ আমি নির্ভিক, ও হেঁটে চলছে আমার হাতে রেখে হাত।প্রভাত শেষে রোদেলা দুপুরেও আমি অনুভব করছি ওকে…দিনের শেষে রাতের আগমনেও কি থাকবে আমার হাতে রেখে হাত?
- আলো ছায়া পাশাপাশি থাকে যেভাবে, তুমি আর আমিও থাকবো ঠিক সেইভাবে
- আধো আলো ছায়াতে..কিছু ভালোবাসাতে..আজ মন ভোলাতে হবে বলো কার..কারো নয় শুধু যে আমার
- আলো-ছায়া-দোলা উতলা ফাগুনে বনবীণা বাজে, পথচারী অলি চলে যেথা কলি জাগে মধু লাজে।
- আজ আমি আলো ছায়া, আজ আমি অন্ধকার সময়ের হারানো পথে, আজ ভেঙ্গেছে ঘুম চেতনার, পৃথিবীর কোলাহল নির্জনে আপোষের এ বেঁচে থাকা পেছনে ফেলে ইতিহাস …যাবে না ভাঙা চার দেয়াল, কুয়াশা ঢাকা স্বপ্ন আমার খুঁজে ফিরি ধূসর সীমানায়…বদ্ধ ঘরে আলো ছায়ায় থমকে থাকি , নির্জনতায় হয়নি পাওয়া কিছু আর, শুধুই অন্ধকার আজ আমি এক শূন্যতা..তবুও চেয়ে রই মুক্তির আশায়, শান্তির আশায়।
- তোমার ছায়ায় ছায়ায় হাঁটতে শিখেছি, ভালোবাসতে শিখেছি আলোর মতো ,একটা বিশ্বস্ত কাঁধ পেয়েছি, জীবনটা সহজ করে নিয়েছি স্বচ্ছ কাঁচের মতো।
- আলো আঁধারি খেলায়, ছায়া হয়ে রয় মন, স্বপ্নরা ভেসে আসে জোনাকির আলো নিয়ে।
- আলোর মাঝেই দর্শনীয় ছায়া, আঁধারের সাথে মিলায় নিমিষে। তবুও জানি তোমার ছায়া লিপ্ত মায়া ,আজও আছে আমার অন্তরের পাশে, সত্য না, হোক কল্পিত আমার ছায়া ,পরিচিতি সেই সুবাসে আমি বেষ্টিত ,সুখে দুঃখে এমনি থেকো মা আমার,তোমার আশীষ করুক আমায় উজ্জীবিত ৷৷
- ছায়ার মতো মানুষ খুব একাকী,সবাই বলে ছায়া নাকি মানুষের একমাত্র সাথী,তবে অন্ধকার হলে সবার আগে, ছায়াই দেয় কেন ফাঁকি?
- আপন ছায়া যায় ভুলে, আঁধার যখন আলো ঢাকে! আপন কেউ গেলে ভুলে, আঁধার নামে মনের ঘরে!
- ফেরার পথে আকাশের আলোয় খুঁজে নিও মেঘেদের ছায়া । মুখোমুখি এসে দাঁড়ালে, সরে যেও, ভেবে নিও এও এক মায়া ৷
- জাতীয় পাখি দিবস এর তাৎপর্য, ইতিহাস ও উক্তি National Bird Day History and Quotes
- জাতীয় যুব দিবসের তাৎপর্য ও শুভেচ্ছা, National Youth Day Significance and Greetings in Bengali
- বিশ্ব এতিম দিবসের সম্পর্কিত তথ্য ও উক্তি, World Day Of War Orphans Quotes in Bengali
- বিশ্ব তামাকমুক্ত দিবসের গুরুত্ব, ক্যাপশন, স্লোগান, World No Tobacco Day Caption and slogan in Bengali
- ধরিত্রী দিবস/ বসুন্ধরা দিবস ২০২৫ অনুপ্রেরণামূলক উক্তি, ক্যাপশন, স্লোগান, কবিতা, Earth day 2025 in Bengali

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “আলো ছায়া” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। “আলো ছায়া” নিয়ে লেখা পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।