কুয়াশা নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কবিতা, Beautiful quotes about fog in Bengali language



কনকনে শীতের সকালে মাটিতে থাকা আদ্রতা যখন  উপরে উঠে গিয়ে কুয়াশার আকার নেয় তখন মনে এক রোমাঞ্চকর অনুভূতির সৃষ্টি হয়। কবিমন সেই অনুভূতি ব্যক্ত করে নিজস্ব  কাব্যিক ছন্দ ও উক্তির মাধ্যমে। আপামর জনতার হৃদয়ে ও কুয়াশাচ্ছন্ন পৃথিবী জাগায় এক আনন্দ আবেশ। সেই আনন্দ উদযাপনকে আরও এক নতুন মাত্রা দিতে আমরা তাই নিয়ে এসেছি কুয়াশা সম্পর্কিত কিছু মনোগ্রাহী উক্তির ডালি শুধুমাত্র আপনাদের চাহিদার  কথা মাথায় রেখে।

কুয়াশা নিয়ে উক্তি, স্ট্যাটাস ও কবিতা

কুয়াশা নিয়ে আপনাদের অনুভূতিগুলোকে ভাষায় ব্যক্ত করার কাজে সাহায্য করার জন্য আমরা এই পোস্টে বেশ কিছু প্রাসঙ্গিক উক্তি, ছন্দ, ক্যাপশন ইত্যাদি তুলে ধরার চেষ্টা করছি, যা আপনি আপনার ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমের পোস্ট বা স্টেটাসে দিতে পারবেন বা আপনার স্টোরিতে লিখেও পোস্ট করতে পারবেন।

কুয়াশা নিয়ে ক্যাপশন, Fog quotes in Bangla 

  • ● আজ শীতের সকাল কুয়াশায় ঢাকা
    তোমার আমার হবে যে দেখা,
    আসতে পারো আমার বাড়ি
    খেয়ে যাবে পিঠা পুলি !!
  • ● কুয়াশায় ঢাকা এই শীতের সকাল
    দেখতে লাগে খুবই ভালো
    ওই যে দেখো শীত এলো
    যে তাই লাগছে অনেক ভালো !
  • ● “তোমার ছন্দ যেন কুয়াশা মাখে, শিশির ভেজা ওই সবুজ ঘাসে,
    আমার ছন্দ যে থাকে বদ্ধ ঘরে, শীতকালের ওই পৌষ মাসে ।”
  • ● “শীতের ওই সকালগুলো যখন আলমোড়া ভাঙ্গে, কুয়াশার চাদর তখন নেশার মতো চারপাশ ঘোরে থাকে।”
  • ● ভালবাসা হল এমন এক কুয়াশা যা বাস্তবতার আলোতে এসে হারিয়ে যায়।
  • ● সত্য হল সেই মশালের মত যা কুয়াশার মধ্য দিয়েও প্রজ্বলিত থাকে কিন্তু কুয়াশাকে দূর করতে পারে না।
  • ● আমাদের সকলের মধ্যেই নিজস্ব এক গোধূলি, কুয়াশা এবং অতল সমুদ্র রয়েছে।
  • ● রাত যত বাড়ছে, বেড়ে চলেছে কুয়াশার মায়া, পুরো পৃথিবী জুড়ে যেন নেমে এসেছে কুয়াশার আধোছায়া। সমস্ত পৃথিবীকে যেন গ্রাস করে নিচ্ছে এই কুয়াশা। নিকশকালো অন্ধকারকে বারবার চুমু খাচ্ছে কুয়াশার আবছায়া।। এই চুমুতে মিষ্টতা নেই, আছে শুধু কিছু মানুষের দুঃখের ব্যথা, তবুও কিছু মানুষের কাছে এ যেন কেবল এক বিভ্রান্তিকর মায়া।।
  • ● কুয়াশার সাথে রাতের আঁধারও থাকবে সারারাত, আবার দুজনেই চলে যাবে সোনালী ভোরের বেলায়।।
  • ● ইচ্ছে করে মিশে যেতে ওই ঘন কুয়াশার বুকে যেথায় আলোর চেয়ে অন্ধকার বেশী ঘনায় । আলোর প্রতি জানিনা কেন নেই কোনো টান অন্ধকারেই যেন বারেবারে খুঁজি ফিরি মন প্রাণ।
  • ● আজও রঙ তুলির ক্যানভাস জুড়ে প্রেম যেন কুয়াশাচ্ছন্ন, ধ্রুবতারার ছন্দপতনে যেন কলমে জাগে আদিমতার বন্যা। অমসৃণ এ হৃদয়ে এক ফালি চাঁদ নেমে আসে বর্বরতার রূপে- জোৎস্নার মাঝে হারিয়ে যায় গ্রহণ লাগা আবছা স্মৃতির রাত।
    মাঝে মাঝে কোথাও জোনাকি জ্বলে নিভে, দেখা দেয় এই শীতের হিমে, ভেসে বেড়ায় মনের প্রতিচ্ছবি, কবু দীঘির জলে কবু কুঞ্জ বনে৷ কুয়াশার চাদরে যেন ঢেকে যায় ঘুম, ঝাপসা হয় ওই কাঁচের বাষ্পতে, বিদায়ের সুরে আজ নগর সাজে, নিয়ন আলোর সেই চেনা চোরাবালিতে৷
কুয়াশা নিয়ে ক্যাপশন

নিজেকে নিয়ে উক্তি, Quotes about myself in Bengali language

কুয়াশা নিয়ে স্ট্যাটাস, Kuasha niye status

  • ● ঘুম ভেঙেছিল প্রায় তিনপ্রহরে কোমল শিশিরের শব্দ শুনে, হিমেল কুয়াশারা যেন দিকভ্রষ্ট করে দেয়, জীর্ণ পথের এই সর্ষে ফুলের বনে
  • ● কুয়াশার এই ধোঁয়াশায় দৃশ্যগুলো হয়ে পড়ে বড়ই ক্ষীণ,
    পথের পথিকও হয় দিকভ্রান্ত, চলার পথ হয়ে পড়ে মলিন।
    কুয়াশার চাদর সরে যায় দূরে, অরুন উদয় হলে,
    পথ ঘাট সব হয়ে ওঠে পরিষ্কার, ফের অবাধে যাতায়াত চলে।
    কুয়াশা রূপে সবার জীবনেই দুর্দিন আসে ঘুরে ফিরে,
    এই দেখে মানুষ আঁতকে উঠে, দুর্ভাবনায় যায় মরে।
    অবুঝ মন যে আর বোঝ মানে না, কোনো কাজেই মন বসে না,
    যখন হতাশা মনকে ঘিরে ধরে, তখন কোনো সদুপদেশই আর কাজে আসে না।
    ধৈর্য ধরে সহ্য করা খুবই দরকার, তবেই হবে কুয়াশার ঘোর পার,
    অশান্ত মন করে দিগভ্রান্ত, তাই অকেজো হয়ে পড়ে সংসার।
    কালের নিয়মে বিপদ সরে যায় সুখের রবির আলোতে,
    সবার সংসার থেকে অশান্তি দূরে যাক, সবার দিন কাটুক ভালোতে।
  • ● কাছে আসার তীব্র ইচ্ছে মনের মধ্যে কতটা পরিমাণ ছিল, সেটা শুধু দুরত্বের কুয়াশাই জানে।
  • ● তোমার কুয়াশা লেগে আছে আমার মনের অন্তরে, এই প্রেম শীতল হয়েও যেন উষ্ণতা দেয় সিক্ত অভ্যন্তরে।
  • ● আমার নিষ্পাপ মন ক্লান্ত হয়ে কুয়াশা ছুঁয়ে উদাসী মাখে, আমার চোখে শ্রাবন নেমে, বিরহী রাতের ছবি আঁকে।
কুয়াশা নিয়ে স্ট্যাটাস

সূর্যাস্ত নিয়ে উক্তি, Sunset quotes in Bengali language

কুয়াশা নিয়ে কিছু কথা, Beautiful sayings about fog

  •   ● আবছা এই নীরব কুয়াশা অঙ্গে মেখে, মনখারাপী চাদর জড়িয়ে রেখে,
    পারবো কি তোমার হৃদয় ছুঁতে !
    আমার গহীন অন্তরে তোমার উষ্ণতা পেতে!
    দাড়িয়ে ছিলাম তোমায় ফিরিয়ে আনবো বলে। অজান্তেই সব রঙ নিয়ে চলে কোথায় গেলে ?
  • ● এক পেয়ালা ভরা কুয়াশা, আর এক লহমা মেঘ, এক পলকেই পাল্টে যাবে, মনের সকল আবেগ।
  • ● “প্রতিকূলতার কুয়াশা যেন আমাদের জীবনের গতিবেগ থেকে গতি কম করে দেয়।
  • ● “মায়ার কুয়াশা এবং বিভ্রান্তির কুয়াশা যেন বিশ্বজুড়ে ছড়িয়ে আছে।
  • ● “প্রকৃতিতে, সবকিছুরই আলাদা আলাদা কাজ আছে। এইতো যেমন কুয়াশার কাজ হ’ল সবুজ ঘাসে বিদ্যমান সুন্দর্যকে আরও সুসজ্জিত করে তোলা।
  • ● মন চায় নিজেকে কুয়াশার চাদরে জড়িয়ে এক অজানা নিরুদ্দেশে হারিয়ে যেতে।
  • ● আজ কুয়াশা ঝরা এই শীতের সকালে চায়ের কাপে চুমুক দিতেই যেন পুরনো কত স্মৃতি মনে পড়ে গেল।
  • ● জ্যোৎস্নার আলো পড়ছে না পাতাঝরা ডালে কারণ পূর্ণিমার চাঁদ চলে গেছে মেঘের আড়ালে,
    আগামীর পথ জুড়ে আছে শুধু ঘন কুয়াশা
    সূর্য ডোবার পর মনে থাকা সাহসটুকুই তো একমাত্র ভরসা।
  • ● কুয়াশার ভিড়ে হারিয়ে যেতে চাই
    কোনো এক নিরুদ্দেশের পথে,
    গভীর এই রাতের সরণিতে
    রবে কি তুমি আমার সাথে ?
  • ● কুয়াশার আড়ালে সূর্য হাসে
    মেঘের কোলে সোনালি রোদ ভাসে
    তোমার আমার এই ভালোবাসায়
    দুজন সর্বদা আছি পাশে পাশে।
  • ● আমাদের সেই দিনগুলো হয়েছে পুরোনো
    অতীত যেন হয়ে পড়েছে কুয়াশার লুকোচুরি খেলা
    আজ আর তোমার মুখে সেই হাসি নেই
    আছে শুধুই তোমার অবহেলা।
  • ● ভোরের কুয়াশা যেন গ্রাসিছে চারদিক,
    কিছু নাহি দেখা যায়।
    রাস্তার ভিখারিরা কাঠ, গাছপালা নিয়ে,
    আগুন জ্বালায়, আর আগুন পোহায়।
কুয়াশা নিয়ে কিছু কথা

শিক্ষামূলক উক্তি সমূহ, Educational quotes in Bengali language

কুয়াশা নিয়ে কাব্য, Poetic verses about fog  

  • ● কুয়াশা ঝরা এই শীতের সকাল,
    আমাকে পাঠায় নিমন্ত্রণ।
    সারাটা দিন, উফ্ কনকনে শীত,
    ঠান্ডায় কাঁপি সর্বক্ষণ।
  • ● জীবন হল দুর্ভেদ্য কুয়াশার মধ্যে থাকা পরম অনিশ্চয়তার মত।
  • ● শীতের বিকেলগুলো যেন অতীতের চাদর ঘাঁটে, সেই পুরোনো কুয়াশাময় কিছু স্মৃতির আদুরে গন্ধ মাখে।
  • ● “সেদিনও রাতের আঁধার সরে গিয়ে সকাল এসেছিল,
    শীতের হিমেল বাতাস জড়তার কোলে বাসা বেঁধেছিল,
    সদ্য উদিত সূর্য পাতায় ফাঁকে, কুয়াশার সাথে লুকোচুরি খেলায় মেতেছিল”
  • ● শীতের হালকা আমেজ নিয়ে এলো কুয়াশা ভরা রাত, ঘুমের দেশে যাও হারিয়ে স্বপ্ন বাড়াবে হাত ।
  • ● কুয়াশায় ঢাকা শীতের সকাল,শিশিরে ভেজা সবুজ ঘাস; মাটির এই সোদা গন্ধতেই, প্রাণ ভরে নাও শ্বাস।
  • ● শীতের আগমনী বার্তা দিচ্ছে এই ঘন কুয়াশার মায়াজাল।
  • ● পুতুল নাচের পটভুমি এই পৃথিবী,
    রং মাখা পুতুলের ভিড়,
    কেউ এরা বিশ্বাসী কেউ বা অবিশ্বাসী;
    কেউ ধির কেউ অস্থির।
    তবু সে নাটক স্তব্ধ হয়ে যায়,
    ঘিরে ধরে কুয়াশা যখন,
    কতশত অনুভূতি বিবর্ণ রঙ নেয়,তুলি ধরে কুয়াশা যখন।
কুয়াশা নিয়ে কাব্য

আমরা আজকের পোস্ট এর সাহায্যে আপনাদেরকে কুয়াশা নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, উক্তি এবং কবিতা খুঁজে পাওয়ার ক্ষেত্রে সাহায্য করে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এইগুলো সময়ে আপনাদের কাজে লাগবে। আমাদের আজকের এই কুয়াশা নিয়ে লেখা প্রতিবেদনটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে তাহলে অবশ্যই নিজের বন্ধু, আত্মীয় পরিজন এবং সোশাল মিডিয়ার প্রোফাইল গুলিতে শেয়ার করে নেবেন। 

Recent Posts