শুভ বিজয়া দশমী এর শুভেচ্ছাবার্তা | Bengali Bijoya Dashami Wishes, Messages, SMS, Photos, Whatsapp status in Bengali



বিজয়া দশমী মানেই পুজো শেষ, মাকে বিদায় দেওয়ার পালা। সারা বছর ধরে যে দিনগুলির জন্য অপেক্ষা করা হয়, সেই দিনগুলি শেষ। আবার শুরু হয় আগামী বছরের অপেক্ষা নতুন করে। মনখারাপ হলেও প্রিয়জনদের এই দিনটি উপলক্ষে  আমার পাঠিয়ে থাকি হাজারো  শুভেচ্ছাবার্তা। আমরা আজকের এই প্রতিবেদনে সেরকমই কিছু শুভ বিজয়ার নজর কাড়া শুভেচ্ছা বার্তার ডালি নিয়ে হাজির হয়েছি আপনাদের সুবিধার্থে। বেছে নিন আপনার পছন্দের বার্তাটি।

শুভ দূর্গা পূজা মেসেজেস, শুভ অষ্টমী, শুভ মহাসপ্তমী, ষষ্ঠী, নবমী এর স্পেশাল SMS, Durga Puja Whatsapp Status, Captions in Bengali

শুভ দশমী এর এই মাহেন্দ্রক্ষণে এখানে আমরা কিছু সুন্দর মেসেজ শেয়ার করছি যেগুলো আপনি আপনার প্রিয়জন, পরিবার, বন্ধু এবং অন্যান্য সকলকে পাঠিয়ে শুভেচ্ছা জানাতে পারবেন.

List of Happy Dashami greetings in Bengali / বাংলা শুভ বিজয়া দশমী এর শুভেচ্ছাবার্তা

So Durga Puja is here and it’s almost over, So here we have curated beautiful greetings for the tenth day of Durga Puja. You can send this Happy Dashami Wishes, Photos and Bijoya Dashami captions to your loved ones via Whatsapp status, Facebook, SMS and more.

  • ঢাকের কাঠির মিষ্টি রেশ,
    পূজা এবার হোল শেষ ।
    নুতন আশাই বাঁধি বুক,
    সবার ইচ্ছে পূরণ হোক।
    আসছে বছর আবার হবে,
    কে জানে কে কোথায় রবে।
    শুভ বিজয়া
    Dhaker Kathi - Bijoya Wish - BongQuotes
  • পুজা শেষ অলি গলি,
    মা বলে চলি চলি ,
    ভাসান হবে ফাটাফাটি,
    বিজয়া সারার হুটপাটি,
    এটা মার নতুন ধারা।
    এসএমএস এ বিজয় সারা।
    শুভ বিজয়া দশমী
  • ঢাকের উপার ছিল কাঠি,
    পূজা হল জমজমমাটি।
    আজ মায়ের ফেরার পালা,
    জানাই তাই এই বেলা।
    শুভ বিজায়া।
    Shubho-bijoya-bongquotes
  • বাজে ঢোল বাজে ধাক,
    শুনে সবার লাগে তাক।
    বিসর্জনে সবাই যাবে,
    হাসি কান্না দুই পাবে।
    সুখ দুঃখ মিলে মিশে
    শুভ বিজয়া জানাই শেষে।
    bisorjon-greetings- durga-puja
  • পূজো মানেই আনন্দ সুখ,
    পুজো মানেই আড্ডা।
    পূজোর দিনে আপন মনে গেয়ে ওঠে মনটা।
    ষষ্ঠী থেকে দশমী যখন পেরিয়ে যায়,
    ব্যাকুল হৃদয় বছর জুড়ে থাকে অপেক্ষায়।
    শুভ দূর্গা পূজা.. ভালো কাটুক সবার।
  • ভালো থাকা ভালবাসা
    ভালো মনে কিছু আশা
    বেদনার দুরে থাকা
    সুখস্মৃতি ফিরে দেখা
    বন্ধন থেকে বরণডালা ,
    বিজয়া মানে এগিয়ে চলা. শুভ বিজয়া
    Bijoya-mane-egie-chola
  • সঙ্গ হলো পুজোর বেলা,
    আজ মায়ের যাবার পালা,
    আসছে বছর আবার হবে,
    মনে তে এই আসা রবে,
    শুরু হলো সিঁদুর খেলা,
    বিজয়া সারব এই বেলা,
    তাই আমার বিশেষ ধারা,
    মেসেজেই বিজয়া সারা ,
    শুভ বিজয়া
  • কুর কুর কুর বাজে ঢাক কৈলাস যে দিলো ডাক শুরু হবে সিঁদুর খেলা দেবির যে আজ যাওয়ার পালা বোধন থেকে বিসর্জন ভালো রেখো মা সবার মন ।
  • অনেক স্বপ্ন পুরন করে মা চলে জান কোন সুদূরে মায়ের আশা মায়ের যাওয়া নতুন খুশির নতুন হাওয়া দুঃখ করে লাভ কি তবে আসছে বছর আবার হবে ।
  • বিসর্জন মানে আবার আসবে ফিরে, “খুশী” থাকুক সর্বদা তোমায় ঘিরে. দশমীর আত্মীয়তা, একটু মিষ্টিমুখে.. সবাইকে জানাই শুভ বিজয়া, সবাই থেকো সুখে
    Bijoya-mane-abar-aasbe-fire-bongquotes
  • বিসর্জনের ঘন্টা বাজে মা যে এবার যাওয়ার সাজে, বিসর্জনের ঘন্টা বাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে. শুভ বিজয়ার প্রীতি ও সুভেচ্ছা
  • সুখের স্মৃতি রেখো মনে, মিষে থেক আপনজনে. মান অভিমান সকল ভুলে, আসার প্রদীপ রেখো জ্বেলে . মা আসবে এই আশা রেখে, সবাই মিলে থেকো সুখে . শুভ বিজয়া
    sukher-smriti-mahadahsami-lines-bongquotes
  • দশমীর এই সন্ধে বেলা সাঙ্গ হলো সিঁদুর খেলা, মা এর ঘরে ফেরার পালা, চোখের জল-এ বিদায় বলা , মা-এর হলো সময় যাবার আসছে বছর আসবে আবার. শুভ বিজয়া.
  • মহাপার্বন এর সমাপন, দুক্ষে ভরে উঠলো মন সবাই মিলে বলো তবে, আসছে বছর আবার হবে.. শুভ বিজয়া ..
  • পুজোর দিনের খুশির হাওয়া, চার দিনে -তে পেরিয়ে যাওয়া , মায়ের যাওয়ার দিন হলো আজ, সুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া. মন বলে আজ ঢাকের তালে, আসছে বছর আয়ে মা চলে… শুভ বিজয়া
  • বিসর্জনের বাজনা মা যে এবার যাওয়ার সাজে. বিসর্জনের বাজনা বাজে, বলুক সবাই মুখর রবে, আসছে বছর আবার হবে. শুভ বিজয়ার প্রীতি ও সুভেচ্ছা..
    bisorjon-er-bajna
  • অনেক স্বপ্ন পূরণ করে মা চলে যান কোন সুদূরে মা-এর আসা, মা-এর যাব নতুন খুশির নতুন হাওয়া দুক্ষ করে লাভ কি তবে, আসছে বছর আবার হবে! – শুভ বিজয়া
  • বিজয়া হোক মিষ্টি মুখে ঢাকের আওয়াজ হলো মৃদু , মায়ের হাসি হলো ম্লান, এবার মাগো বিদায় তবে আসছে বছর আবার হবে, সবাই কে মা রাখিস সুখে, বিজয়া হোক মিষ্টি মুখে ***শুভ বিজয়া***

শুভ বিজয়া দশমী এর শুভেচ্ছাবার্তাগুলি ভালো লেগে থাকলে জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা নিয়ে লেখা উক্তি সমূহ পড়তে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।

বিজয়া দশমী এর শুভেচ্ছাবার্তা, SMS Dashami Whatsapp Status

  • ঢাকের কাঠির বিদায় সুরে, উদাস করে মন চললেন মা মহামায়া, আজকে বিসর্জন ! ঢাকের তালে ধুনিচি নাচন এটাই প্রাচীন রীতি, মনের ফ্রেম -এ বাঁধিয়ে রেখো দূর্গা পুজোর স্মৃতি ! বিজয়ার অনেক শুভেচ্ছা আর ভালবাসা
  • পঞ্চমীতে খুশির আমেজ, ষষ্ঠীতে বোধন, সপ্তমীতে নাচা নাচি, অষ্টমীতে ভজন, নবমীতে ঘুরে ফিরে হাপিয়ে লোকজন, দশমীতে বিদায় সুরে কাঁদে সবার মন . শুভ বিজয়া
  • ঢাকের আওয়াজ মিলিয়ে গেল, পুজো হলো শেষ…, প্রাণে শুধু জাগিয়ে রেখো এই খুশির রেষ.. “শুভ বিজয়া”
    dhaker-awaz-e
  • সুখে দুঃখে উদাস হওয়া তিন দিনের এই চাওয়া পাওয়া সব পেরিয়ে আজ বিজয়া শুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া মন বলে আজ ঢাকের রবে আসছে বছর আবার হবে । শুভ বিজয়া ।
  • আকাশ জুরে যাচ্ছে উড়ে সাদা মেঘের ভালা. বিসর্জনের সময় হলো ফুরিয়ে এলো খেলা. আসছে বছর পুজোর দিনে থাকব কোথায় কে যে জানে, যেথায় থাক মায়ের সাথে রেখো আমায় নিজের মনে .. শুভ বিজয়া
    Aakash-jure-bijoya-bongquotes
  • এবার মাগো বিদায় তবে, আসছে বছর আবার হবে, সবাইকে মা রাখিস সুখে, বিজয়া আজ মিষ্টি মুখে.শুভ বিজয়া!!!
  • ঢাকের উপর ছিল কাঠি.. পুজো হল জমজমাটি.. আজ মায়ের ফেরার পালা.. জানাই তাই এইবেলা – শুভ বিজয়া
  • পুজোর দিনের খুশির হাওয়া, চার দিনে -তে পেরিয়ে যাওয়া , মায়ের যাওয়ার দিন হলো আজ, শুভেচ্ছা তাই জানিয়ে দেওয়া. মন বলে আজ ঢাকের তালে, আসছে বছর আয়ে মা চলে… শুভ বিজয়া
    pujor-dine-dashami-wish
  • বাজছে কাঁসর , বাজছে ঘন্টা । নাচছে সবাই , নাচছে মনটা ॥ বইছে বাতাস , মৃদু মন্দ । সেথায় আবার , ধুনার গন্ধ ॥ চারিদিকে , খুশির ছন্দ । কলহ-বিবাদ , তাই বন্ধ ॥ মা এসেছেন , স্বর্গ থেকে । আমরা খুশি সবাই , মাকে দেখে॥ শারদীয়ার শুভেচ্ছা জানাই আমি । শুভ মহাদশমী

শুভ বিজয়া দশমী এর শুভেচ্ছাবার্তাগুলি ভালো লেগে থাকলে শুভ দীপাবলী নিয়ে লেখা শুভেচ্ছাবার্তাগুলি পড়তে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে।

পরিশেষে, Conclusion

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা শুভ বিজয়া দশমী এর শুভেচ্ছাবার্তা আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

“The celebrations end with Vijaya Dashami (“Tenth Day of Victory” ), when, amid loud chants and drumbeats, idols are carried in huge processions to local rivers, where they are immersed. That custom is symbolic of the departure of the deity to her home and to her husband, Shiva, in the Himalayas.” – Source

Thanks for visiting us, use this Durga Puja Dashami quotes, msgs on this auspicious occasion. Do not forget to wish your favorite people with those amazing lines. Let’s wait a year again for Maa to arrive and till then let Maa Durga take care of all the problems, sorrows of our life.

Recent Posts