হোয়াটস্যাপ সবার ফোন এই রয়েছে. এই হোয়াটস্যাপ এর বিভিন্ন ছোট ট্রিকস আছে যা দিয়ে আপনি হোয়াটস্যাপ কে বিভিন্ন ভাবে নিজের মতো করে ব্যবহার করতে পারেন. আজ আমরা এরমই একটি নতুন হোয়াটস্যাপ এর ট্রিক শিখবো যার সাহায্যে নিজের হোয়াটস্যাপ ই আপনি যেকোনো ব্যাকগ্রাউন্ড রাখতে পারেন নিচের ছবির মতো,
হোয়াটস্যাপ চ্যাটে ব্যাকগ্রাউন্ড পিকচার সেট করার পদ্ধতি
প্রথমেই বলে নেবো এটি কেন নতুন ফীচার না, অনেকদিন ধরেই এটি হোয়াটস্যাপ ই রয়েছে, সুতরাং আপনাকে এপ্লিকেশন আপডেট করতে হবেনা.
প্রথমে আপনার হোয়াটস্যাপ এপ্লিকেশন টি খুলুন. ডানদিকে একদম উপরে তিনটি ডট যেখানে আছে ( মেনু অপসন ) ক্লিক করুন. তারপর ক্লিক করুন সেটিংস এ.
সেটিংস পেজ এ এসে আপনাকে ক্লিক করতে হবে চ্যাটস অপসনটিতে.
চ্যাটস পেজ এ এলে আপনি দেখতে পাবেন ওয়ালপেপার অপসন. ওটিতে ট্যাপ করুন.
এরপর আপনি নিজের গ্যালারি থেকে যেকোনো পিকচার অথবা হোয়াটস্যাপ এর নিজস্য অপসন থেকে সলিড ওয়ালপেপার সিলেক্ট করতে পারেন.
এই ভাবে নিজের হোয়াটস্যাপ এর চ্যাট স্ক্রিন এ ওয়ালপেপার লাগাতে পারেন বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন.
এখানে এই ওয়ালপেপার হটাবার জন্য আপনাকে আবার উপরোক্ত স্টেপস গুলি ফলো করে চ্যাটস সেটিংস পেজ এ আস্তে হবে এবং ওয়ালপেপার এ ক্লিক করে নো ওয়ালপেপার সিলেক্ট করতে হবে.
আশাকরি এই পোস্ট এর মাধ্যমে আপনাকে আমরা হেল্প করতে পারলাম. হোয়াটস্যাপ এর আরো ট্রিকস এন্ড টিপস জানতে হলে নিচের লিংক এ ক্লিক করতে ভুলবেন না.
Recommended Read,
কিকরে হোয়াটস্যাপ এ ফিঙ্গারপ্রিন্ট লক করবেন ?
হোয়াটস্যাপ এর চ্যাট এ বোল্ড ইটালিক টেক্সট কিভাবে করবেন?