আজ আপনাদের সামনে তুলে ধরছি শুভ দোলযাত্রা শুভেচ্ছাবার্তা বা Happy holi wishes in Bengali r কিছু সুন্দর বাণী । তার আগে দোলযাত্রা সম্পর্কিত কিছু টুকরো তথ্য জেনে নেওয়া যাক ।প্রত্যেক বছর সাধারণত ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে উদযাপিত হয় রঙের উৎসব, দোলপূর্ণিমা ।

দোলযাত্রার এই শুভ সময়টি হয়ে উঠুক সকলের জন্যে আনন্দমুখর, আজ আমরা শেয়ার করছি দোলযাত্রার জন্যে মেসেজ ও স্টেটাস. সকলের সাথে শেয়ার করুন ও সুন্দর সময় অতিবাহিত করুন.
দোলযাত্রার শুভেচ্ছা | Happy Holi messages in Bengali
- একটা বছর ঘুরে এল আবার খুশির হোলি ; চলো সবাই খুশি মনে রং নিয়ে আজ খেলি ; বসন্তের এই রঙিন দিনের মেতে ওঠে সবাই ,আজ খুশির ফাগে রাঙিয়ে দিয়ে আনন্দের ই গান গাই । শুভ দোলযাত্রার আন্তরিক অভিনন্দন Happy holi to all of you !!
- “রং যেন মোর মর্মে লাগে আমার সকল কর্মে লাগে”~ আবিরের রঙে রঙিন হয়ে উঠুক সকলের মন , প্রাণ এবং তনু । শুভ দোলযাত্রা ও হোলির রঙিন শুভেচ্ছা রইল সবার জন্য !!
- সকলকে জানাই দোলপূর্ণিমা ও হোলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ; সকলের মন আনন্দে ভরে উঠুক , হৃদয় রঙিন হয়ে উঠুক খুশির রঙে।
“ফাগুন, হাওয়ায় হাওয়ায় করেছি যে দান– তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান–আমার আপনহারা প্রাণ আমার বাঁধন-ছেড়া প্রাণ॥”~রঙের উৎসবে মাতোয়ারা হয়ে উঠুক বিশ্ব ভুবন !! সকলকে জানাই দোলযাত্রা ও হোলি র রঙিন শুভেচ্ছা । - “রং শুধুই দিয়ে গেলে,আড়াল থেকে অগোচরেদেখেও আমি দেখব না তোসে রং কখন লাগলো এসে মনে গেল জীবন মরণ ধন্য করে”~ হোলির রঙে লাগুক ভালোবাসার ছোঁয়া ; রঙিন হয়ে উঠেছে বিশ্বভূবন । শুভ দোলযাত্রা ও হোলি র আন্তরিক অভিনন্দন ।
- “খোল দ্বার খোল লাগল যে দোল স্থলে জলে বনতলে লাগল যে দোল “~ রঙের উৎসবে সকলকে জানাই রঙিন শুভেচ্ছা !!দোলযাত্রা ও হোলি সবার খুব ভালো কাটুক; আনন্দে কাটুক ।
- হোলির শুভ রঙে সবার জীবন হয়ে উঠুক রঙিন। মনে লাগুক বসন্তের ছোঁয়া ; হোলির দিনটি সকলের শান্তিপূর্ণ এবং আনন্দ সহকারে কাটুক।
- “বাতাসে বহিছে প্রেম,নয়নে লাগিলো নেশাকারা যে ডাকিলো পিছে,বসন্ত এসে গেছেমধুর অমৃতবানী বেলা গেল সহজেইমরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে”~ বসন্তের এই রঙিন আবহে সকলকে জানাই দোলযাত্রার একরাশ বর্ণিল শুভেচ্ছা !

- আমানত নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Quotes, Sayings, Status, Captions on Deposit in Bengali
- শখ বা শৌখিনতা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Quotes and Captions on Hobby in Bengali
- পবিত্র কুরআনে বর্ণিত উপদেশ বাণী, Best words of advice mentioned in the Holy Quran in Bengali
- ‘তোমাকে’ নিয়ে লেখা সেরা উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best heartfelt quotes and sayings on You in Bengali
- মিলন নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন, Best quotes and meaningful captions on Union in Bengali
হোলি র শুভেচ্ছা | Best Bangla Happy Holi Messages | Bengali Dolyatra status, photos
- হোলিতে আপনাকে বর্ণিল দোয়া পাঠাচ্ছি। আপনার সুখী এবং সন্তুষ্ট জীবন হোক
- প্রাকৃতিক রঙের সাথে একটি নিরাপদ হোলি খেলুন। আপনাকে অনেক খুশির হোলির শুভেচ্ছা।
- রঙের এই উত্সবটি আপনার জীবনে রঙ ভরে উঠুক। আপনাদের প্রতিটি ছায়ায় শুভ ও বর্ণিল হোলি কামনা করি!
- ওরে গৃহবাসী খোল দ্বার খোল, লাগলো যে দোল, জলে স্থলে বনতলে লাগলো
যে দোল…. দ্বার খোল, দ্বার খোল
শুভ দোলযাত্রা - আজ হোকনা রং ফ্যাকাসে, তোমার আমার আকাশে, চাঁদ-এর হাসি যতই হোক
না ক্লান্ত, বৃষ্টি আসুক বা নাইবা আসুক, ঝড় উঠুক বা নাইবা উঠুক, ফুল ফুটুক নাইবা ফুটুক, আজ বসন্ত, শুভ বসন্তউৎসব - বন্ধুতে আলো, বন্ধুতে ভয়, বন্ধুতে শক্তি, বন্ধুতে জয়
শুভ দোলযাত্রা - দোল মানে সবার মাঝে রঙের নাবোঝা গড়ন, দোল মানে রঙিন করা রং আবির ছোঁয়া মন, দোল মানে সবার মাঝেই কেউ আপনজন
রং খেলো ভালো করে .
Happy Dol Yatra - দোলপূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা রইলো আপনার পুরো পরিবারের জন্যে, দারুন হোলি খেলুন সকলে
- কতই স্বপ্ন দেখেছিলো, তোমায় মন চেয়েছিলো, হেসে হৃদয় বলেছিল, তোমাকেই সে চায়, আজ স্বপ্ন মৃতপ্রায়, হৃদয় যে ভেঙে যাই, তোমায় ছেড়ে অন্য কিছু, এ মন নাহি চায় .হ্যাপি হোলি & শুভ দোল যাত্রা
Dol Purnima is the birthday of Chaitanya Mahaprabhu who revived Hinduism in West Bengal & Odisha. Here we are sharing Bangla Holi wishes and Greetings.

Happy Holi Status in Bengali | বসন্ত উৎসবের শুভেচ্ছা | দোলযাত্রার হোয়াটস্যাপ স্টেটাস
পুরাণ মতে দোলপূর্ণিমার দিন শ্রীকৃষ্ণ শ্রী রাধিকা এবং অন্যান্য গোপীনিদের সাথে আবির সহকারে রং খেলেছিলেন। এই উৎসবটিকে বসন্তোৎসব নামেও অভিহিত করা হয়। রঙের উৎসব দোলযাত্রা মানুষের হৃদয়ে এনে দেয় ভালোবাসার ছোঁয়া , আবিরে আবিরে রঙিন হয়ে ওঠে চারিদিক ।

নিচে উল্লেখ করা হল দোল উৎসব সম্পর্কিত কিছু মন কাড়া শুভেচ্ছাবার্তা,মেসেজ ও স্টেটাস যা আপনি আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় পরিজনদের সাথে শেয়ার করতে পারবেন এবং তাদেরও এই রঙের উৎসব আরও বর্ণময় হয়ে উঠবে ।শুভ দোলযাত্রা র সময়টি সবার জন্য হয়ে উঠুক আনন্দমুখর !!!
- বসন্তের এই রঙিন বেলায় মনে শুধুই রঙের খেলা ;আবিরের রঙে রাঙাব তোমায় ,জীবনে লাগবে রঙের ছোঁয়া ~ দোলযাত্রার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা ! Happy holi to all !!
- আপনার পরিবারের সকলের উদ্দেশ্যে জানাই দোল পূর্ণিমার বর্ণময় শুভেচ্ছা। হোলির রঙে রঙিন এই দিনটি হয়ে উঠুক আরও বর্ণিল ।
আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে জানাই দোলপূর্ণিমা ও হোলির বর্ণময় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন !!
হোলির রঙে মেতে উঠুক বিশ্ব ভুবন ; হৃদয়ে লাগুক বসন্তের সুর ।দোলযাত্রা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা । Happy holi to you and your family !! - ভালবাসার ও বিশ্বাসের গাঢ় রঙের সুন্দর উৎসব যেন সবার জীবন আরও উজ্জ্বল করে তোলে; এই কামনাই রইল । সবাইকে শুভ দোলযাত্রা এবং হ্যাপি হোলির আন্তরিক শুভেচ্ছা !
- আপনাকে ও অপনার পরিবারের সকলকে দোলযাত্রা উপলক্ষ্যে রঙিন দিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই,জীবনকে অনন্দের রঙে রাঙিয়ে তুলুন !!!শুভ দোল পূর্ণিমা !!
- এই দোল পূর্ণিমা আপনার জীবনে প্রচুর সুখ এবং ভালবাসায় ভরা রঙিন সময় নিয়ে আসুক।শুভ দোল পূর্ণিমা
- রঙে রঙে রাঙিয়ে দাওএই মন, এই ভুবন…মেতে ওঠো সবে রঙের উৎসবে…শুভ দোলযাত্রা
- আজ মনের সব মলিনতা ঘুচে গিয়ে হয়ে উঠুক রঙীন,সবার মন খারাপ এক পলকেহয়ে যাক উধাও…রঙের খেলায় মেতে উঠুক সবাই…শুভ দোলযাত্রা
- বসন্ত উৎসবের অনেক সুভেচ্ছা এই রং এর উৎসব সকলের জীবনে নিয়ে আসুক ওনেক আনন্দ |
- ঝেড়ে ফেলো অভিমান, ছুঁয়ে দেখ এই প্রাণ। বন্ধ দুচোখের নিভু নিভু কালোয়, যে আলোয় ভেসে আসো তুমি। মনে হয়, মিশে যাই, তোমার আরো কাছে, হ্যাপি হোলি
- বন্ধু তোমায় খুব বেশি মনে পড়ে যেন পৃথিবীর সব হারিয়ে ফেলি, একবার তুমি চোখের আড়াল হলে। বন্ধু তুমি আমার ভালবাসার বাঁধন আছো তুমি থাকবে ভালবাসায়, আমার হৃদয়ে হাজার জনম জনম। শুভ দোল যাত্রা
- বন্ধু তোকে কাছে না পাওয়ার যন্ত্রনা যে কি, তোর হলে তুই বুজতিস, তোকে দোষ দিবনা, দোষ আমারি, আমি তোকে আমার ভালোবাসা দিয়ে আগলে রাখতে পারিনি , তাই ছুটে চলিস বহুদূরে…. #HappyHoli
- বিয়েতে যৌতুক হিসেবে ২১ টি বিষধর সাপ 🐍 !! 21 Snakes as Wedding Gift – Bangla Viral News
- অজ্ঞাতবাসে থাকাকালীন এই বিশেষ গাছটিতেই পাণ্ডবেরা লুকিয়ে রেখেছিলেন তাঁদের অস্ত্র সরঞ্জাম!! Pandavas Hid Their Weapons in This Tree
- গরুদের সচিত্র পরিচয়পত্র 😮 আধার কার্ড বিতরণ ~ ভারত সরকারের এক অভিনব প্রয়াস! Identity Card for Cows in India – Read Details in Bengali
- মহারাষ্ট্রের এক আশ্চর্য উল্কা সরোবর, লোনার হ্রদ, যেখানে এক রাতে জল হয়ে যায় গোলাপি
- ভারতীয় ক্রিকেট অধিনায়ক, বিরাট কোহলির রোজগারও “বিরাট” – জানুন বিস্তারিত !!
দোলযাত্রার শুভেচ্ছা | Bengali Basanta Utsav er Suvecha o Greetings Message
- আজ মন রাঙানোর পালাবসন্ত সমাগমে…আজ নানা রঙের মেলাপ্রকৃতির অঙ্গণে…দোলযাত্রার আন্তরিক অভিনন্দন !
- ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে–ডালে ডালে ফুলে ফুলে পাতায় পাতায় রে,আড়ালে আড়ালে কোণে কোণে॥রঙে রঙে রঙিল আকাশ, গানে গানে নিখিল উদাস–যেন চল-চঞ্চল নব পল্লবদল মর্মরে মোর মনে মনে। ।~ ফাগুনের রঙিন শুভেচ্ছার সাথে দোলযাত্রা আন্তরিক শুভকামনা অভিনন্দন জানাই ! Happy Holi everybody!!
- “আজ বসন্ত জাগ্রত দ্বারে “~বসন্তের এই রঙিন প্রভাতে সকলকে জানাই দোলযাত্রার শুভ কামনা ! বর্ণময় দোল উৎসব সবার জীবন রঙিন করে তুলুক ।
- বসন্তের প্রকৃতিতে কৃষ্ণচূড়ার আবির মেখে যেমন আকাশ হোলি খেলে তেমনি ভালোবাসার রঙে রঙিন হয়ে উঠুক সবার হৃদয় ; এবারের দোলযাত্রা হয়ে উঠুক আরও বর্ণময় ! Happy holi
- শুভ দোলযাত্রা ও হ্যাপি হোলি উপলক্ষ্যে সবার জন্য রইল শুভকামনা । আবিরের সঙ্গে রাঙা হয়ে উঠুক সবার অন্তর !
- দোলযাত্রা সকলের ভাল কাটুক সকলে নিরাপদে হোলি খেল ; তোমার আনন্দ যেন অপরের নিরানন্দের কারণ না হয়ে ওঠে ! দোলযাত্রার আন্তরিক অভিনন্দন রইল !!
- রাঙা হাসি রাশি রাশি, অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা, প্রভাতের আকাশে।”~অন্তর থেকে সবাইকে জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা।সবার খুব ভালো কাটুক ২০২২ দোলযাত্রা
- বসন্তের আকাশের মতো, রঙিন হয়ে উঠুক আমাদের সবার জীবন আজকের হোলির এই বিশেষ দিনটিতে অনেক অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো ভালো রেখো বন্ধু – সবাইকে।
- “খেলবো হোলি রং দেবো না, তাই কখনও হয়। এসেছে হোলি এসেছে।”দোলযাত্রার একরাশ শুভেচ্ছা ও অভিনন্দন !! সবাই এই রঙের উৎসবটি আনন্দে এবং খুশিতে কাটুক !!
- রঙে রঙে – বর্ণময় হয়ে উঠুক সবার হৃদয় ;আসন্ন দোলপূর্ণিমায় সুখে স্বাচ্ছন্দ্যে ভরে উঠুক সবার জীবন–দোল পূর্ণিমার শুভেচ্ছা ও হ্যাপি হোলি !!

তোমায় নিয়ে স্বপ্ন আমার, তোমায় নিয়ে যত আশা,
তোমাকে দিলাম আমার এই হৃদয়ভরে ভালোবাসা .
হ্যাপি হোলি ও শুভ দোলযাত্রা
