বই পড়া নিয়ে উক্তি, Best lines on reading books, বই নিয়ে বাণী, স্টেটাস



মানুষের যতগুলি সু অভ্যাস আছে তাদের মধ্যে অন্যতম হলো বই পড়া বই পড়ার এর মধ্যে দিয়ে সে তার আপন সত্তার পরিচয় পায়। স্বশিক্ষা অর্জন করা অথবা নিজেকে নিজে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে বই পাঠের কোন বিকল্প হয় না । বই পাঠ করলে মানুষ শোকে পায় সান্ত্বনা দুঃখে পায় দুঃখ জয়ের ব্রত , ব্যর্থতায় লাভ করে ধরছে ধারনের শক্তি। নির্মল আনন্দ লাভ করা থেকে শুরু করে জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বই পড়ার গুরুত্ব অপরিসীম। নোটিশে উল্লেখ করা হল  বই পড়া নিয়ে উক্তি প্রত্যেক শুভবুদ্ধিসম্পন্ন মানুষকে বই পড়ার গুরুত্ব সম্পর্কে সহজে সম্যক ধারণা দিতে সক্ষম হবে।

বই পড়া নিয়ে উক্তি

বই পড়া নিয়ে কিছু কথা, Important lines on reading books in Bengali language

বই পড়া নিয়ে কিছু কথা
  • বই পড়া হল পৃথিবীর সম্ভবত একমাত্র অভ্যাস যার কোন ক্ষতিকর দিক নেই।
  • বই পড়া একদিকে যেমন মানুষের চিন্তা শক্তির বিকাশ ঘটায়, অন্যদিকে তেমনি উন্নততর হয় মানুষের ভাষা জ্ঞান। 
  • বই পড়া এমন একটি সুঅভ্যাস যার মাধ্যমে মানুষ সঠিক শব্দের সঠিক প্রয়োগ শিখতে পারে।
  • মানুষের শ্রেষ্ঠ সম্পদ হল বই যার সাথে পার্থিব কোনো সম্পদের তুলনা হতে পারে না।
  • একটি ভালো বই ও তার থেকে প্রাপ্ত জ্ঞান কখনও নিঃশেষ হবে না এবং তা চিরকাল হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখবে ।
  • যে সব মানুষজন সফলতার চরম শীর্ষে পৌঁছেছে তাঁরা জীবনে চরম সফল হওয়া সত্ত্বেও বই পড়া থেকে নিজেদের বঞ্চিত রাখে না
  • নিয়মিত বই পড়ার মধ্য দিয়ে পাঠকরা প্রত্যহ নিজেদের সমৃদ্ধশালী করে গড়ে তুলতে পারেন।
  • বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করে ।
  • বইয়ের অন্দরমহলে থাকে অজানা তথ্যের খাজানা; তাই যত বেশি করে আমরা বই পড়বো ততোধিক বইটির ভিতরে থাকা নানা ধরনের তথ্যের সাথে পরিচিতি লাভ করতে পারব ।
  • বই-ই পারে একজন মানুুষকে যথার্থ জ্ঞানী হিসেবে তৈরি করতে আর জ্ঞান সবসময় মানুষকে সমৃদ্ধ করে থাকে।
  • বই পড়ার মধ্য দিয়ে আমরা এক মূহুর্তে কোনো এক অজানা জগতে পৌঁছে যেতে পারি যা আমাদের প্রতিদিনের বাস্তবতা , সমাজ সংসারের নানা দুঃখ কষ্ট থেকে অনেকাংশে রেহাই দেয় ।
  • মানসিক চাপ হ্রাস করার ক্ষেত্রে বই পাঠের বিকল্প হয় না।
  • পুস্তক পাঠ করে আমরা যে জ্ঞান সঞ্চয় করি সেই জ্ঞানের আলোয় আমরা আলোকিত হয়ে নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পেয়ে থাকি ।
বই পড়া নিয়ে কিছু কথা 2

বই পড়ার গুরুত্ব নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি লাইব্রেরী নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বই পড়া নিয়ে ক্যাপশন, Caption on reading books in Bangla | বই নিয়ে উক্তি

বই পড়া নিয়ে ক্যাপশন
  • বই পড়ার ফলে আমরা নতুনভাবে অভিজ্ঞতা অর্জন করতে ও মস্তিষ্ককে চিন্তা করতে উপযোগী করে গড়ে তুলতে পারি।
  • বই মানুষের কল্পনা শক্তির বিকাশ করতে প্রভূত সহায়ক। অতএব বইপাঠের বিকল্প হয় না।
  • বইয়ের অভ্যন্তরে যে জগতের বর্ণনা থাকে আমরা বই পড়ার মধ্যে দিয়ে সেই জগতটির সঙ্গে পরোক্ষভাবে সংযোগ স্থাপন করতে পারি।
  • বইয়ের মধ্যে অঙ্কিত নতুন জগতের নতুন চিত্র , নতুন বর্ণনা নতুন নতুন ভাবে উপলব্ধি করতে পারেন পাঠকবৃন্দ যার ফলে পাঠককের মনন জগতের কল্পনা শক্তি বৃদ্ধি পেতে শুরু করে।
  • বই পাঠ করার ফলে আমাদের মস্তিষ্কে নতুন নতুন সংযোগ স্থাপন হয় যার ফলে আমাদের নতুন করে জানার আগ্রহ , মনে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় ।
  • দেশি বিদেশি বিভিন্ন ভাষার বই পাঠ করলে আমাদের ঝুলিতে নতুন নতুন শব্দের সংখ্যা বৃদ্ধি পায়, জ্ঞানের সাথে সাথে আমাদের শব্দ ভাণ্ডারের বিস্তৃতি ঘটে এবং পরবর্তী পর্যায়ে সেই শব্দগুলি ব্যবহার ক’রে আমরা নিজেদের বাচনভঙ্গিকে স্পষ্ট , সুন্দর ও তাৎপর্যমন্ডিত করতে পারি।
  • নিয়মিত বই পাঠ করার ফলে আমাদের ভাবনাকে প্রকাশ করার ক্ষমতা বেড়ে যায় ; সুন্দর কথা বলার সাথে সাথে বেড়ে যায় লেখনীর দক্ষতাও।
  • মস্তিষ্ককে তেজি ও চিন্তাশক্তিকে বলশালী করতে বই পাঠের বিকল্প নেই
  • প্রত্যহ নিয়ম করে বই পাঠ করলে বেড়ে যায় একাগ্রতা শক্তি এবং তার সাথে তৈরি হয় মানসিক প্রশান্তি।
  • হতাশায় লিপ্ত ও অবসাদগ্রস্ত মানব মনের সুস্থ ভাবে বাঁচার একমাত্র রাস্তা; আর তা হলো বই পাঠ করা ।
  • বইকে বলা হয় আত্মার প্রতিচ্ছবি।
  • কল্পনা নির্ভর বই পাঠ করার মধ্য দিয়ে চরিত্রের সঙ্গে সুখ দুঃখ অনুভূতির একাত্মবোধ গড়ে ওঠে যার ফলে বাস্তব জীবনেও পাঠক পাঠিকারা অনেক বেশি সহানুভূতিপ্রবণ হৃদয়ের হয়ে থাকেন ।
  • শব্দভাণ্ডার ও শব্দের সঠিক প্রয়োগ বই পড়ে সঠিকভাবে শেখা যায়।
  • সোশ্যাল মিডিয়ার এডিকশন থেকে বাঁচতে বই পড়া একটি অন্যতম পন্থা।
  • একটি ভালো বই এর শেষ বলে কিছু নেই ।
বই পড়া নিয়ে ক্যাপশন 2

বই পড়ার গুরুত্ব নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শখ বা শৌখিনতা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বই নিয়ে বাণী , Boi nie bani

বই নিয়ে বাণী 2
  • বই হলো সভ্যতার রক্ষাকবচ।
  • বই হচ্ছে সবচেয়ে ভালো প্রতিবেশী যার সাথে কোনদিন ঝগড়া হয় না,কোনদিন মন-মালিন্য হয় না। 
  • আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে সব কিছু মূর্ত করে , তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো সঞ্চার করে যাবতীয় অন্ধকারকে দূরীভূত করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দৃশ্যমান করে তোলে ।
  • শ্রেষ্ঠ শিক্ষা হল আত্মশিখন এবং পুস্তক পাঠ হল সেই আত্মশিখনের শ্রেষ্ঠ সহায়ক ।
  • বিনোদন থেকে শিক্ষা ,অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর — সব ক্ষেত্রেই বই পড়া শ্রেষ্ঠ অবলম্বন হিসেবে ধার্য করা হয়।
  • বইয়ের মত এত বিশ্বস্ত বন্ধু আর নেই।
  • ভাল বন্ধু, ভাল বই এবং একটি শান্ত বিবেক: এটি আদর্শ জীবন।
  • ভালো বই পড়া মানে গত শতাব্দীর
    মহৎ লোকের সাথে আলাপ করা।
  • বই ছাড়া একটি কক্ষ আত্মা ছাড়া দেহের মত।
  • একজন মানুষ ভবিষ্যতে কী হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশেই বোঝা যায়।
  • অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল।
  • বই কিনে কেউ কোনদিন দেউলিয়া হয় না।
  • বই পোড়ানোর চেয়েও গুরুতর অপরাধ অনেক আছে। সেগুলোর মধ্যে একটি হল বই না পড়া।
  • একটি ভালো বইয়ের কখনোই শেষ বলতে কিছু থাকে না।
  • বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে টিকাইয়া রাখিবার জন্য জ্ঞান দান করে।
  • বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না,কোনদিন মনোমালিন্য হয় না।
  • বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো।
  • বই হচ্ছে মস্তিষ্কের সন্তান।
  • বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে।
  • জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই।
  • ঘরের কোনো আসবাবপত্র বইয়ের মতো সুন্দর নয়।
  • একটি বই পড়ার দুটি উদ্দেশ্য থাকা উচিত একটি হল- বইটিকে উপভোগ করা অন্যটি হল- বইটি নিয়ে গর্ব করতে পারা।
  • সেদেশ কখনো নিজেকে সভ্য বলে প্রতীয়মান করতে পারবে না যতক্ষণ না তার বেশিরভাগ অর্থ চুইংগামের পরিবর্তে বই কেনার জন্য ব্যয় হবে।
  • বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে,তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়
বই নিয়ে বাণী

বই পড়ার গুরুত্ব নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অনলাইন শিক্ষার সুবিধা ও অসুবিধা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বই পড়ার গুরুত্ব স্টেটাস , Importance of reading books status

বই পড়ার গুরুত্ব স্টেটাস
  • আমরা যখন বই সংগ্রহ করি, তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি।
  • আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই।
  • ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে।
  • একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু
  • যে বই পড়েনা,তার মধ্যে মর্যাদাবোধ জন্মেনা।
  • আইনের মৃত্যু আছে কিন্ত বইয়ের মৃত্যু
    নেই।
  • বই হল বিশেষ দর্পন যাতে আমরা নিজেকে যেমন খুঁজে পাই, তেমনি আমাদের চারপাশে থাকা মানুষ ও পরিবেশকেও দেখতে পাই।
  • বই হল মানুষের অনুভূতির ঘরে প্রবেশ করার অন্যতম চাবি।
  • মন হল হাজার দুয়ারি ঘর। যারা বই পড়ে না তাদের কাছে সেই বেশীরভাগ ঘরগুলো অপ্রবিষ্টই থেকে যায়
  • যারা বইয়ের পাতা ভালো করে পড়তে পারে তারা মানুষের চোখের পাতাও পড়তে পারে।
  • মানুষের ভিতরের অন্ধকার দূর করে কুসংস্কারমুক্ত, প্রগতিশীল,আলোকিত সমাজ, দেশ ও জাতি গঠনে বই হলো শ্রেষ্ঠ হাতিয়ার। তাই বই পাঠ করার কোনো বিকল্প নেই ।
  • বই পাঠ করলে মানুষের হৃদয়ের দ্বার খুলে যায় যা তার চিন্তার জগৎকে প্রসারিত করে এবং মানুষের আত্মার প্রসার ঘটায়।
  • একটি ভালো বই হলো বর্তমান ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু।
  • একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা।
  • প্রচুর বই নিয়ে গরীব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালবাসে না।
  • বই পড়ার অভ্যাস নেই আর পড়তে জানে না এমন লোকের মধ্যে কোন পার্থক্য নেই।
বই পড়ার গুরুত্ব স্টেটাস 2

পরিশেষে, Conclusion

বই পড়ার গুরুত্ব নিয়ে উপরিউক্ত উক্তিগুলি আশা করি আপনাদের মনোগ্রাহী হয়েছে। আমাদের এই পোস্ট টি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে নিজের বন্ধু ও পরিজনদের সাথে এবং নিজের স্যোশাল প্রোফাইল শেয়ার করতে ভুলবেন না যেন।   

Recent Posts