মৃত্যু হল জীবনের সবথেকে নির্মম একটি সত্য । আজকের প্রতিবেদনটি সম্পূর্ণভাবে মৃত্যু নিয়ে উক্তি সম্পর্কিত। মৃত্যু হল মানুষের জীবনের এমন এক কঠিন বাস্তব যা অবধারিত কিন্তু মেনে নেওয়া খুব কষ্টসাধ্য ।প্রিয়জনের বিয়োগজনিত ব্যথার থেকে বড় শোক বোধহয় আর কিছুই হয় না। আমরা সকলেই জানি যে মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ তবুও কিছু কিছু মৃত্যু মানুষকে চূড়ান্তভাবে বিপর্যস্ত করে ফেলে। কাছের মানুষ চিরবিদায় নেওয়ার পর যে শূন্যতা গ্রাস করে , তার ভার স্বাভাবিকভাবে বহন করার শক্তি খুব কম মানুষেরই থাকে।
তবে শেষ থেকেই তো আবার শুরু করতে হয় তাই জীবনের রূঢ় বাস্তবকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর করণীয় কিছুই নেই। যেদিন থেকে সময়ের সূত্রপাত ঘটেছে সেদিন থেকেই মানুষ মৃত্যু বিষয়ে নানাভাবে তার চিন্তাভাবনা প্রকাশ করে এসেছে। এই বিবিধ ধারণাগুলি এবং আলোচনা সমূহ ও সর্বোপরি মৃত্যুকে ঘিরে যে দর্শন উপস্থিত রয়েছে তা অনেক ক্ষেত্রেই প্রকাশ পেয়েছে বলিষ্ঠ বাণী এবং উক্তির মাধ্যমে । Death quotes সকলের কাছে অপ্রিয় হলেও তা সত্যি কথাই প্রকাশ করে থাকে । নিচে উল্লেখ করা হল মৃত্যু নিয়ে কিছু আবেগি উক্তি বা death quotes in bangla যা মনকে শক্ত করতে এবং শান্ত রাখতে সাহায্য করবে ।

নিম্নে উল্লেখিত হলো মৃত্যু নিয়ে কিছু বাস্তবসম্মত উক্তি,
মৃত্যু নিয়ে উক্তি ~ Quotes on Death in Bangla
- মৃত্যু জীবনের বিপরীত নয় তা হলো জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ বিশেষ।
- মৃত্যু বড়ই সহজ যা নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায় ।
- আমাদের এই জীবন দান করেছেন স্বয়ং ঈশ্বর।তিনিই তোমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই আমাদের পুনরুত্থিত করবেন।
- যারা মৃত্যুকে বেশি করে স্মরণ করে ও মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমরূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই হল সর্বাধিক বুদ্ধিমান ।
- ভীরুরা মরার আগে মরে বার বার, সাহসীরা মৃত্যুর স্বাদ গ্রহন করে একবার ।
- জীবন যেমন সত্য , মৃত্যুকেও তেমনি স্বাভাবিক বলে মেনে নিতে হবে ।
- মৃত্যুই প্রত্যেকটি মানুষের একমাত্র গন্তব্য । কেউ কখনো এটা থেকে পালাতে পারে নি । মৃত্যুই সম্ভবত জীবনের অন্যতম বৃহৎ আবিষ্কার।
- মৃত্যুর যন্ত্রণার চেয়ে বিরহের যন্ত্রণা যে কতো কঠিন,
কতো ভয়ানক তা একমাত্র ভুক্তভুগিই অনুভব করতে পারে। - অবিশ্বাস এবং সন্দেহ এটি সম্পর্কের মৃত্যু ঘটাতে যথেষ্ট।
- জীবন মনোরম ;মৃত্যু শান্তিদায়ক। সংকটময় তো শুধু জীবন সন্ধিক্ষণের সময়টুকু।
- কিছু সম্পর্কের মৃত্যু হয় না
তারা বেঁচে থাকে মনের গভীর অন্তরালে; আজীবন। - জীবনের দৈর্ঘ্যই শেষ কথা নয়; জীবনের গভীরতায় আসল মাপকাঠি।
- মানুষের মৃত্যু হয় কিন্তু স্মৃতির মৃত্যু হয় না।
তা ফিরে আসে বারেবার ;মনকে নাড়া দিয়ে যায়। - ভালো একটি জীবনের অধিকারী হতে হলে কখনো ভোলা উচিত নয় যে আপনি একদিন মৃত্যুবরণ করবেন।
- মৃত্যু সবথেকে বড় ক্ষতি নয় ; বড় ক্ষতি হয় তখনই যখন কেউ বেঁচে আছে থেকেও মনে মনে মারা যায়।
- কিছু মানুষের মৃত্যু কারো পুরো পৃথিবীকে শুন্য বানিয়ে দিতে যথেষ্ট।
- যে মানুষ নিজেকে প্রকাশ করতে পারে না তখন ভেবে নিতে হবে যে সে ভিতরে ভিতরে মারা যাচ্ছে।
- মৃত্যু একটি জীবনকে ধ্বংস করতে পারে তবে একটি সম্পর্ককে কখনোই নয়।
- মানবদেহ মরণশীল ;কিন্তু আত্মা অবিনশ্বর ।
অনুপ্রেরণামূলক বাংলা উক্তি / Bengali Inspirational Lines
মৃত্যু নিয়ে বাণী সমূহ, হোয়াটস্যাপ স্টেটাস ~ Facebook, Whatsapp Status about Death in Bengali
মৃত্যু হল মানুষের জীবনের একটি সবথেকে কঠিন বাস্তব যা অবধারিত কিন্তু মেনে নেওয়া খুব কষ্টসাধ্য ।প্রিয়জনের বিয়োগজনিত ব্যথার থেকে বড় শোক বোধহয় আর কিছুই হয় না। আমরা সকলেই জানি যে মৃত্যু জীবনের অবিচ্ছেদ্য একটি অংশ তবুও কিছু কিছু মৃত্যু মানুষকে চূড়ান্তভাবে বিপর্যস্ত করে ফেলে।
- যেদিন পৃথিবী থেকে চলে যাব আমি ,
বুঝবে সেদিন ছিলাম আমি কতটা দামি। - সে-ই প্রকৃত মানুষ যে ভয় পায় তার অন্তরের মৃত্যুকে , শরীরের মৃত্যুকে নয়।
- জীবনের দুঃসাহসিক অভিজানগুলির মধ্যে অন্যতম হলো মৃত্যু; তাই মৃত্যুকে ভয় পেয়ে লাভ নেই।
- মৃত্যুই হল জীবনের পরম সত্য।
- মৃত্যু যতটা না ক্ষতিকারক তার চেয়ে বেশি ক্ষতিকর হলো মৃত্যুভয়।
- মৃত্যুতেই অন্ত হয় একটি মানুষের সকল চাওয়া পাওয়া।
- প্রকৃত মৃত্যু তখনই হয় যখন একজন মানুষের শুভ চেতনার মৃত্যু ঘটে ।
- প্রিয়জনের অকাল মৃত্যুর বেদনা মৃত্যুসম ই প্রতীত হয়।
- মৃত্যু একটি চ্যালেঞ্জ যা আমাদের শেখায় সময় নষ্ট না করতে ,এবং একে অপরকে জানাতে যে তাকে আমরা কতটা ভালোবাসি।
- অতি প্রিয়জনের মৃত্যু কষ্ট যারা সহ্য করেছে অধিক বেদনাদায়ক আর কিছুই তাদের মনে হয় না ।
- জীবনের ভীতি থেকেই মানুষের মধ্যে মৃত্যুভয়ের সৃষ্টি হয়। একজন মানুষ যে প্রাণভরে বাঁচতে পারে; মৃত্যুকে বরণ করতে সে কুণ্ঠাবোধ করে না ।
- নিজের প্রিয়জনের অনুপস্থিতির শূন্যতা অনেক সময় মনে করায় যে সমগ্র পৃথিবী ই বুঝি জনমানবহীন।
- শুধুমাত্র মৃত্যু ই জীবনের সর্বাপেক্ষা ক্ষতি করে, তা নয় । একজনের মৃত্যু তখনই হয় যখন সে ভেতর থেকে নিঃশেষ হয়ে যায়।
- জন্মভূমির স্বার্থে মৃত্যুবরণ করা অতি গৌরবের।

মৃত্যু নিয়ে কবিতা ~ Bengali Poems on Death, End of Life

- এক দিন জানি সকলেই যাব চলে
তবু কেন এই মনে মনে ব্যথা পাওয়া
তবু কেন এই দুনয়ন ভরে জলে
হয়তো পৃথিবী এত সুন্দর বলে। - জানি গো আমার থাকবে না কোনো স্মৃতি
হয়তো শুকাবে সব ভালোবাসা প্রীতি
জানি তবু কেন দুনয়ন ভরে জলে,
হয়তো পৃথিবী এত সুন্দর বলে। - আজ আছি আমি হয়তো রবনা কাল
চলে যেতে হবে ছিঁড়ে ফেলে মায়াজাল
জানি তবু এই দুনয়ন ভরে জলে
হয়তো পৃথিবী স্নেহময়ী, ‘মা’ বলে। - যারা কাছে আছে যারা আছে আরও দূরে, সকলেরই গান একই বেদনার সুরে,
বাজিবে গো জানি সেই বিদায়ের দিনে,
জানি তবু কেন দুনয়ন ভরে চলে
হয়তো পৃথিবী এত সুন্দর বলে।
Bangla quotes on school life ~ ছাত্রজীবন নিয়ে উক্তি

মৃত্যু সম্বন্ধীয় জনপ্রিয় কিছু পংক্তি / Famous Lines on Death, Afterlife, Life end in Bangla Script
কাছের মানুষ চিরবিদায় নেওয়ার পর যে শূন্যতা গ্রাস করে , তার ভার স্বাভাবিকভাবে বহন করার শক্তি খুব কম মানুষেরই থাকে। তবে শেষ থেকেই তো আবার শুরু করতে হয় তাই জীবনের রূঢ় বাস্তবকে মেনে নেওয়া ছাড়া আমাদের আর করণীয় কিছুই নেই।
- ওপারের ডাক যদি আসে
শেষ খেয়া হয় পাড়ি দিতে
মরণ তোমায় কোনো দিনও
পারবে না কভু কেড়ে নিতে । - পরবে যখন মালা আর চন্দন
ওই রাঙা চেলি আর ফুল রাখি বান্ধন
মিলন রাতের প্রদীপ হয়ে আমি
জ্বলবো বাসরে। - তাসের দেশে ঘর বেঁধেছি জলছবি রং কাঁচে,
মৃত্যু? সে তো আকস্মিকেই বাঁচে । - মরণ রে, তুঁহু মম শ্যামসমান।
মেঘবরণ তুঝ, মেঘজটাজূট,
রক্তকমলকর, রক্ত-অধরপুট,
তাপবিমোচন করুণ কোর তব
মৃত্যু-অমৃত করে। - তোমার চোখে আমি আমার মরন দেখেছি
তবু বুঝতে পারিনা ,সরে যেতে পারিনা
আগুন জেনেও আমি সে আগুনে পুড়ে মরেছি। - আজ তুমি কতদূরে, মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছো,
ব্যথা ভরা স্মরণে
ফিরে চলে যায় যে সময় হায় একবার
তার যাওয়া আছে আশা নেই…. - আমার জীবন নদীর ওপারে, এসে দাঁড়ায়ো দাঁড়ায়ো বধূ হে,
আমি তরীটি বাহিয়া আসবো, তুমি চরণখানি বাড়ায়ো হে।
দিনের আলোটি নিভে যাবে, আঁধার আসিবে ঘিরে
তুমি নয়নের কোনে সোহাগের দীপ জ্বালিয়া রেখ হে ধীরে। - আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥
তবু প্রাণ নিত্যধারা,হাসে সূর্য চন্দ্র তারা,
বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে ॥ - ”মানুষের মৃত্যু হ’লে তবুও মানব
থেকে যায়; অতীতের থেকে উঠে আজকের মানুষের কাছে
প্রথমত চেতনার পরিমাপ নিতে আসে। - যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে,
আমি বাইব না মোর খেয়াতরী এই ঘাটে,
চুকিয়ে দেব বেচা কেনা,
মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা,
বন্ধ হবে আনাগোনা এই হাটে–
তখন আমায় নাইবা মনে রাখলে,
তারার পানে চেয়ে চেয়ে নাইবা আমায় ডাকলে। - সারা জীবনের মতো একবারই এই মৃত্যুসাজ…
এতদিন প্রাণ ছিল। অমরত্ব শুরু হলো আজ। - সন্ধে নামছে তখন তোমার মুখে,
আকাশে দূরের তারা চেনাচ্ছ তুমি…
আমরা দেখছি আগুনের বন্ধুকে।
জীবন ধ্রুবক। মৃত্যুই মরসুমি। - চোখে তো দেখি না কিছু, রাস্তারা যেদিকে বলে, হাঁটি।
শরীরে পোশাক সাঁটা, মনে লেগে কবরের মাটি। - আমি ভয় করব না ভয় করব না।
দু বেলা মরার আগে মরব না, ভাই, মরব না ॥তরীখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে–
তাই ব’লে হাল ছেড়ে দিয়ে ধরব না, - নয়ন সম্মুখে তুমি নাই
নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাঁই । - দূর হতে কী শুনিস মৃত্যুর গর্জন, ওরে দীন,
ওরে উদাসীন–
ওই ক্রন্দনের কলরোল,
লক্ষ বক্ষ হতে মুক্ত রক্তের কল্লোল।
বহ্নিবন্যা-তরঙ্গের বেগ,
বিষশ্বাস-ঝটিকার মেঘ,
ভূতল গগন
মূর্ছিত বিহ্বল-করা মরণে মরণে আলিঙ্গন। - সাধের এই দেহটাও
এক মুঠো সাদা ছাই হবে,
সবি তো পিছে পড়ে রবে।
চুকে যাবে সময়ের
যত কিছু হিসেব নিকেশ,
চিতাতেই সব শেষ।
জীবনে মোটিভেশনাল পাওয়ার বাণীগুলি / Top motivational quotes in Bengali from Famous Personalities
মৃত্যু হল মানবজীবনের এক অবশ্যম্ভাবী সত্য । অথচ মৃত্যু ভয় তে নিজেকে গুটিয়ে রাখলে জীবনে যে অনাবিল আনন্দ ও সুখ আছে তার আস্বাদন আমরা গ্রহণ করতে পারব না । তাই যত দিন আমরা বেঁচে আছি সেই সময়টুকু যদি আমরা সদ্ব্যবহার করে সমাজের জন্য , মানুষের পাশে দাঁড়িয়ে ইতিবাচক কিছু করে যেতে পারি তাহলে মৃত্যুর পরেও সবার স্মৃতিতে অমর হয়ে থাকবে গোটা জীবন।
