আশা নিয়ে কিছু উক্তি ~ Bengali Quotes, Lines, poems on Hope



আশা কথাটি সম্ভাবনার প্রতীক । আশা আছে বলে ই জীবনে প্রাণের সঞ্চার আছে। হতাশাগ্রস্ত জীবন মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। শত প্রতিকূলতার মধ্যে থেকেও আশা পরিত্যাগ না করে সামনের দিকে এগিয়ে চলাই হলো সফলতার চাবিকাঠি । বিশ্বের অধিকাংশ খ্যাতনামা ব্যক্তিত্বই প্রথম জীবনে অসফলতার সিঁড়ি অতিক্রম করেই সফলতার শিখরে পৌঁছেছেন। অসফলতা কিন্তু তাঁদের  মনোবল এবং আশা ভাঙতে পারেনি।   তাঁদের জীবনের উদাহরণ আমাদের কাছে অনুপ্রেরণামূলক।

আশা নিয়ে কিছু উক্তি

নিচে উল্লেখিত হলো সেরকমই কিছু অনুপ্রেরণায় সমৃদ্ধ আশার কিছু উক্তি সমূহ:

আশা নিয়ে উক্তি ~ Bengali Quotes on Hope

  • মানুষের আশা ই হল তার জীবনের সবচেয়ে বড় শক্তির উ‌ৎস।
  • পৃথিবীতে এমন কোনও হতাশা জন্মাইনি যা আশাকে পরাজিত করতে পারে।
  • আমরা কাজ করতে গিয়ে অসংখ্য বার হতাশ হলেও আমাদের অসংখ্যবার আশা নিয়ে ই বাঁচতে হবে।
  • আশা হলো অসীম অন্ধকারের মধ্যেও আলো চেনার ক্ষমতা।
  • মানুষের জীবনে আশা সূর্য কিরণের মতো বারেবারে ফিরে আসে ।
  • মহৎ আশা মহামানবের সৃষ্টি করে।
  • মানুষের সব আশা পুরোপুরি সার্থক না হলেও একেবারে ব্যর্থ ও হয়ে যায় না।
  • যতক্ষণ জীবন আছে ;ততক্ষণ ই জীবিত আছে আশা।
  • আশা হলো এমন একটি বিশ্বাস, যা মানুষকে তার অভীষ্ট পথের দিকে নিয়ে যায়; আশা ছাড়া জীবন অন্তঃসারশূন্য।
  • বুকের মধ্যে প্রত্যয় নিয়ে পথ চললে কোনওদিনো আর একা চলতে হবে না।
  • ভবিষ্যতের স্বপ্ন নিয়ে আশা করার থেকে আনন্দদায়ক আর কিছু নেই ।
  • যদি আপনার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, আপনি বিচলিত না হয়ে তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করুন।
  • আপনার যদি জাহাজ বানাবার প্রকল্প থাকে তবে আপনার কর্মচারীদের কাঠ যোগাড় করতে আর পরিশ্রম করতে তাড়া না দিয়ে বরং তাদের মনে সমুদ্রের মতন অসীম সম্ভাবনার আশা জাগিয়ে তুলুন।
আশা নিয়ে উক্তি

আশা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শুভ হনুমান জয়ন্তীর শুভেচ্ছা বার্তা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

আশা নিয়ে কিছু কথা, Bengali Lines & Captions about Hope

আশা নিয়ে কিছু কথা
  • আশা কখনও মিথ্যে প্রমাণিত হয় না ।
  • আশা কখনো তোমাকে ত্যাগ করে না, বরং তুমিই তাকে মাঝে মাঝে ত্যাগ করে ফেলো।।
  • পৃথিবীতে মানুষের দ্বারা সবথেকে গুরুত্বপূর্ণ অর্জনগুলোর মধ্যে উল্লেখযোগ্য এমন কিছু প্রাপ্তি থাকে যেখানে অসম্ভবের মধ্য থেকেই সম্ভাবনার হদিশ পেয়ে সফলতা লাভ করা গেছে।
  • সত্যিকাৈর আশা হলো হতাশার মাঝে আশা করতে পারার দৃঢ় বিশ্বাস এবং ক্ষমতা। যখন সবকিছু ইতিবাচক ঘটে, তখন আশা এমনিতেই আসে। কিন্তু প্রতিকূল অবস্থায় থেকে আশা করতে পারলেই আশার আসল ক্ষমতা অনুধাবন করতে পারা যায়।
  • সবথেকে খারাপটার জন্য প্রস্তুত থাক, কিন্তু সব সময়ে সবচেয়ে ভালোটার জন্যই আশা কোরো।
  • প্রিয়জনের নাম শুনলে ‘সুখ’ তাকে পাওয়ার আশায় ছুটে বেড়ায়।
  • যেখানে লক্ষ্য নেই সেখানে আশাও অনুপস্থিত থাকে ।
  • আশা করতে রাখতে পারলে মানুষের পক্ষে সবকিছুই বাস্তবে সম্পাদন করা সম্ভব ।
  • কোনো জটিল কর্মসম্পাদন করার সময় নিজের ভয়গুলির পরিবর্তে মনের সদর্থক আশা গুলি প্রকাশ পেলে জীবনে সফলতা আসে।
  • ভোর হওয়ার ঠিক আগের মুহূর্তে ই রাতগুলো সব থেকে অন্ধকারাচ্ছন্ন হয়; তাই আশাহত হওয়া উচিত নয়।জীবনের ভোর আসবেই।
  • আশা কখনো হারিয়ে যায় না। যদি কেবল আজকের দিনের শেষে তোমার সব আশা শেষ হয়ে যায় তবে কাল সকালে আবার সেই আশা নতুন করে জন্ম নেবে।
  • মানুষের কাজ করার পেছনে সবচেয়ে বড় চালিকাশক্তিটিই হল আশা।
  • মানবজাতিকে নিয়ে আশাহত হওয়া কাম্য নয় কারণ মানবজাতি হল একটি বিশাল সমুদ্রের মত, কয়েক ফোঁটা জল দুষিত হওয়া মানে পুরো সমুদ্র দুষিত হয় না।
  • আশাবাদী যে জন, সে জন সব সময়ে আলোর দিকে মুখ ফিরিয়ে থাকে, এবং সামনের দিকে এগিয়ে চলে।
আশা

আশা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি এ.পি.জে আব্দুল কালামের ৭৫ টি অনুপ্রেরণাদায়ক বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

আশার ওপর কিছু হোয়াটস্যাপ স্টেটাস, Bangla Whatsapp status on Hope

  • জীবনে বহুবার হেরে যাওয়ার পর ও কখনওই জেতার আশা করা বন্ধ কোরো না।
  • আশা হলো এক জীবন্ত স্বপ্ন ।
  • সেই ভালোবাসায় কোন আশা জন্মায় না যেই ভালোবাসায় প্রেম নেই।
  • শূন্য থেকে কোনো কিছুর আশা করা উচিত নয়।
  • আশা অনেকাংশে জেগে জেগে স্বপ্ন দেখার মতো।
  • মনে আশা রেখে পথচলা লক্ষ্যস্থলে পৌঁছানোর থেকে উত্তম।
  • আশা করা ভালো ;তবে দুরাশা নয়।
  • ইচ্ছে করলেই কোনো মানুষ অর্থের বিনিময়ে আশা ক্রয় করতে পারে না।
  • আশার দুয়ারে প্রত্যেকটি মানুষই অতিথি স্বরূপ।
  • সংসার সাগরের দুখের তরঙ্গে আশাই হলে একমাত্র ভেলা।
  • আশা করবার ক্ষেত্রটি বড় হলে মানুষের শক্তি ততোধিক বড় হয়ে বাড়তে থাকে।
  • নিজের আশাকে সযত্নে লালন করার সাথে সাথে সেটি চরিতার্থ করার জন্য পরিশ্রম ও করা দরকার।
  • এই আশা মনে সর্বদা রাখা উচিত যে জীবনের খারাপ সময়গুলো কেটে গিয়ে একদিন ভালো সময় আসবে; যেমন অন্ধকার কেটে গিয়ে নতুন প্রভাতে সূর্যোদয় হয়।
  • মনে দৃঢ় আশা রাখলে যেকোনো কাজে সফল হওয়া যায়।
  • মনের মধ্যে আশার আলো জাগ্রত থাকে বলেই আমরা এক পা এক পা করে সামনের দিকে অগ্রসর হতে পারি।
  • আশাহত না হওয়াই হলো সাফল্যের অন্যতম শর্ত।
  • ‘সম্ভব না’ কে ‘সম্ভাবনায়’ পরিণত করতে পারলেই জীবনের স্বার্থকতা।
  • দেখার জন্য আমাদের চোখের যেমন প্রয়োজন হয় আলোর ; ঠিক তেমনি কোনো বিশ্বাস অর্জন করার জন্য মানুষের মনে আশার ঘর বাঁধতে হবে ।
  • যেজন প্রত্যাশা করে সেই হয় ভুক্তভোগী ;আর ভুল করার পরই তো মানুষ সাহসী হয়।
  • ছোট্ট একটি হৃদয়ের ছোট্ট একটু আশা
    খুশি খুশি মনে আদুরে সেই আশা
    চাঁদ তারা কে ছোঁয়ার যে আশা
    আকাশেতে উড়বার অদম্য সে আশা।

আশার ওপর কিছু হোয়াটস্যাপ স্টেটাস

আশা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মহাভারতের বিশেষ উক্তি ও উপদেশ মূলক বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

আশা সম্পর্কিত বিখ্যাত কবিতা ও গানের কিছু অংশবিশেষ ~ Poems, Shayeri on Hope, Asha in Bengali

  • কি আশায় বাঁধি খেলাঘর
    বেদনার বালুচরে
    নিয়তি আমার ভাগ্য লয়ে যে
    নিয়তি আমার ভাগ্য লয়ে যে
    নিশিদিন খেলা করে।
  • আশায় আশায় বসে আছি
    ওরে আমার মন
    কখন তোমার
    আসবে টেলিফোন।
  • আশায় আশায় বুক বাঁধি,
    বন্ধু তুমি ফিরা আইলা না।
    দিনে দিনে জমা হইলো,
    কতো ব্যথা তুমি বুঝলা না।
  • কেন আশা বেঁধে রাখি।
    কেন দীপ জ্বেলে রাখি।।
    জানি আসবে না ফিরে আর তুমি।
    তবু পথ পানে চেয়ে থাকি।।
    জানবে না তুমি বুঝবে না তুমি
    এই ব্যাথা আমার এ জ্বালা আমার।
    ছিলে কাছে যখন ছিল সবই আপন।
    সেই ভেবে জলে ভরে আঁখি।
  • কত আশা ছিল কত ছিল যে গান
    কত হাসি ছিল কত অভিমান।
    সূর্য জ্বলা এই সকাল আমার।
    আধারে সবই গেল ঢাকি।।
    এই মনের কথা হয়নি তো বলা
    হয়নি তো যো সেই পথে চলা।
    স্বপ্ন যে ছিল সবই তোমার দেয়া।
    তবে কেন দিলে তুমি ফাঁকি।
  • আমার সকল নিয়ে বসে আছি
    সর্বনাশের আশায়
    আমি তার লাগি পথ চেয়ে আছি
    পথে যে জন ভাসায়।
  • হৃদয় ছোট, একটু আশা
    মজা ভরা মন ভোলানো আশা
    আশা করি চাঁদের তারা ছুঁয়ে যাবেন
    আকাশে উড়বে আশা করি
  • হাল ছেড় না
    হাল ছেড় না বন্ধু
    বরং কন্ঠ ছাড় জোরে
    দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে।
  • দরিয়ায় আইলো তুফান,
    আয় কে যাবি রে
    হেঁসে হেঁসে যাবি ভেসে, মদিনা নগরে
    ধরো হাল শক্ত হাতে..
    ভয় কি নদীর সাথে ..
    টলবে না নৌকা ভীষণ ঝড়ে রে
    মিছে তুই একা একা কেন যে আছিস ঘরে
    নবীজির ভরসা রেখে চলনা কলম পড়ে
    নাম নেবো মোহাম্মদের..
    কেটে যাবে ভয় বিপদের
    সবার মাঝে তিনি বিরাজ করেন রে ..
  • বড় আশা করে এসেছি গো
    কাছে ডেকে লও
    ফিরাইও না জননী।
    দিনহীনে কেহ চাহে না
    তুমি তারে রাখিবে জানি গো।
    আর আমি যে কিছু চাহিনে
    চরণও তলে বসে থাকিব,
    আর আমি যে কিছু চাহিনে
    জননী বলে শুধু ডাকিব ।
  • আমি আশায় আশায় থাকি।
    আমার তৃষিত-আকুল আঁখি॥
    ঘুমে-জাগরণে-মেশা
    প্রাণে স্বপনের নেশা–
    দূর দিগন্তে চেয়ে কাহারে ডাকি॥
  • মেঘ দেখে কেউ করিস নে ভয়
    আড়ালে তার সূর্য হাসে।
    হারা শশীর হারা হাসি
    অন্ধকারেই ফিরে আসে।
    দখিন হাওয়ায় অমোঘ বরে
    রিক্ত শাখাই পুষ্পে বরে
    সিক্ত যে প্রাণ অশ্রুধারায়
    প্রাণের প্রিয় তারি পাশে।

মানুষ যদি সঠিক অাশা রেখে সামনের দিকে এগিয়ে চলতে পারে , তবে মানুষ পৃথিবীর সবচেয়ে গরিব থেকে পৃথিবীর সবচেয়ে ধনী হতে পারে। আশা করার ক্ষমতা পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিনত করতে পারে। আশা মানুষকে বিশ্বাস করতে শেখায় আর চেষ্টা করার অনুপ্রেরণা প্রদান করে । এককথায় বলা যায় যে বিশ্বাসের উ‌ৎসই হলো আশা।

আশা সম্পর্কিত বিখ্যাত কবিতা ও গানের কিছু অংশবিশেষ

আশা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ভীষ্মের উপদেশমূলক বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পরিশেষে, Conclusion

আশা নিয়ে উক্তি সংক্রান্তআজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।

Recent Posts