স্কুল লাইফের স্বর্ণালী দিন নিয়ে কিছু উক্তি ~ Bengali School Life Quotes, Captions, Status, Pictures



আমরা প্রায় সকলেই একমত যে ছাত্রজীবন বা স্কুল লাইফ ই হল জীবনের শ্রেষ্ঠ সময়। সাংসারিক জটিলতাও জীবনের বাস্তবিক খুঁটিনাটি থেকে চিন্তামুক্ত চিত্ত এই ছাত্রজীবন । স্নিগ্ধ ও স্বচ্ছ বাতাসের মতোই নির্মল এই ছাত্রজীবন । স্কুল লাইফ বা ছাত্রজীবনে কাটানো সময়গুলো তাই প্রায় অধিকাংশ মানুষের কাছেই সবথেকে আনন্দঘন মুহূর্ত।

স্কুল বা বিদ্যালয় প্রত্যেকটি মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত । একেবারে অপরিপক্ক বয়স থেকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত স্কুল আমাদের জীবনে সর্বাধিক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে । তাই স্কুলকে বলা হয় আমাদের দ্বিতীয় গৃহ । যে স্কুল আমাদের ছোট থেকে বড় করেছে, প্রত্যেকটা মুহূর্তে আমাদের সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে থেকেছে ; সেই স্কুলের শেষ দিনের বিদায়বেলায় সব অনুভূতিগুলো যেন বর্ণহীন হয়ে যায় । শুধু মনে পড়ে যায় পুরোনো স্মৃতিগুলো ;বন্ধুদের সঙ্গে কাটানো খুনসুটি মাখানো অমূল্য কিছু মুহূর্ত ; টিচারের ভালোবাসা মাখানো বকুনি ; পরিচিত ক্লাসরুমের চেনা গন্ধ ; টিফিন ভাগ করে খাওয়ার আনন্দ — আরও কত কী ।

স্কুল লাইফের স্বর্ণালী দিন নিয়ে কিছু উক্তি

তাই বিদায় বেলায় এসে স্কুল ছেড়ে যেতে একটুও মন চায় না কারোরই । প্রত্যেকেরই কমবেশি মনে হয় যেন ছোট থাকলেই ভালো হতো । এছাড়াও আরও বিশেষ কিছু অনুভূতি ঘোরাফেরা করে মনের চারিপাশে কিন্তু তা বাঙময় হয়ে উঠতে পারে না ; গোপনেই থেকে যায় অব্যক্ত যন্ত্রণাগুলো কারণ বাস্তব যে এটাই ! স্কুলবেলার স্বর্ণালী দিনগুলো আর কখনোই ফিরে আসবে না । তাই শুধু স্মৃতি নিয়েই বেঁচে থাকা আর ছেলেবেলার স্মৃতি রোমন্থন করে ভালোলাগার প্রত্যেকটি মুহূর্তগুলি সজীব করে তোলা ; এটাই কঠিন সত্য আর এটাই জীবন ।

স্কুল লাইফ

ছাত্রজীবন বা স্কুল লাইফের কিছু মনকাড়া উক্তি – Heart Touching quotes on school in bengali

  • বন্ধু চল রোদ্দুরে
    মন কেমন মাঠজুড়ে
    খেলবো আজ ওই ঘাসে
    তোর টিমে তোর পাশে
  • *একলা খাওয়া টিফিন,
    স্কুল এর করিডোরে
    ছায়ার সাথে লড়াই,
    তোকে দেখবো কেমন করে।
    তোর জন্য খোলা টিফিন বক্স,
    ভাগ করে খাওয়া টিফিন বক্স
    বল বন্ধু হবি, ফের বন্ধু হবো
    স্টোন পেপার সিজার টিফিন বক্স॥
  • *স্কুলের প্রথম দিনটা আর শেষ দিনটি একই ছিল, চোখে জল ফেলেছিলাম দুই দিন ই
    কিন্তু কারণটা ছিল একেবারে আলাদা”
    একটা যাবার আনন্দ ;আরেকটি বিদায়ের ব্যথা॥
  • “প্রতিদিন ই ছিল আনন্দ আর মজা রাশি রাশি ,
    ওটা স্কুল ছিল না স্বর্গ তা আমি বুঝতে পারিনি।
    ছুটির দিনগুলিতে কাটতো না সময়
    স্কুলজীবন কে আজও আমি সমান ভালোবাসি॥
  • “যদি আবার কখনো ফিরে আসে স্কুলের স্বর্ণালী দিনগুলি,
    তাহলে নিশ্চিত যে এবার স্কুলে না যাওয়ার কোনও বাহানা করব না।”
  • *জীবন কীভাবে বদলে গেছে,
    আগে স্কুলে না যাওয়ার অজুহাত খুঁজতাম
    অার এখন স্কুলে যাওয়ার সুযোগও পাই না।”
  • *সেই রাস্তাটি মনে পড়ে এখনো
    যেখানে স্কুলটি আমার ছিল,
    সেটি জুড়েই ছিল আমার ছোট্ট পৃথিবী,
    অর এখন আমি অন্য পৃথিবীর বাসিন্দা ।
  • *টিফিনের সময় ছুটে যাওয়া
    দুটাকা দিয়ে হজমি খাওয়া
    আসবে কি আর সেদিন ফিরে কখনো?
    খুশিমাখানো স্কুলের দিনগুলি
    নতুন করে আর পাব না কখনো !
  • *স্যারের বকা ;কানমলা
    তাতে ও ছিল সুখ
    এখন আর কেউ বকে না
    আদর করে ধরে না চিবুক!
  • *দিনগুলি আর সোনার
    খাঁচায় রইল না–
    আমার স্কুল জীবনের নানা রঙের
    দিনগুলি।
  • *ছোট্ট সে ছেলেবেলা
    হাসিখুশি আর খেলা
    স্কুলজীবনের দিনগুলি আজ
    মনে পড়ে সারা বেলা ।
  • *বাড়ছে বয়স দেহের,তবে হৃদয় আজ ও শিশু তাই এখনও স্কুলের দিনগুলির মধ্যে, পুরানো স্মৃতিগুলির পাতায় মন নিজেকে আবিষ্কার করতে চায়।
  • *স্কুলের পরীক্ষাই অনেক ভালো ছিল ; জীবনের পরীক্ষায় তো পেন ছোঁয়ানো ই যায় না ।
  • *জীবনে হাজার হাজার বন্ধু এল আর গেল
    কিন্তু স্কুল লাইফের বন্ধুরা সেই একই রয়ে গেল!
ছাত্রজীবন বা স্কুল লাইফের কিছু মনকাড়া উক্তি

স্কুল লাইফের স্বর্ণালী দিন নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শিশু দিবস -সেরা রচনা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

স্কুল বা বিদ্যালয় নিয়ে বাণী – Bangla Lines on Student Life in Schools

  • *খেলতে খেলতে লড়াই
    আবার খেলতে খেলতেই বন্ধুত্ব
    স্কুল লাইফের এ এক
    অনন্য বিশেষত্ব !
  • *কত শত বন্ধু আর কতরকম দুষ্টমি ,
    কত আড্ডা,কত গল্প ,
    টেবিল বাজিয়ে গেয়েছি কত গান
    লাস্ট বেঞ্চে বই খুলে মেরেছি কত আড্ডা
    ফাঁকিবাজীর মাঝে ও ছিল নিরব অভিমান ।।
  • *স্কুল লাইফ মানে
    পরিবারের বাইরে আরেকটি পরিবার,
    কিছু মনের মতন বন্ধুর সমাহার
    ঝগড়া ও মন খারাপের শেষে
    গলা জড়িয়ে ধরে কাঁদা বারংবার!
  • স্কুল লাইফ মানে অসংখ্য স্মৃতির একটি গল্প
    স্কুল লাইফ মানে – একঘেয়ে স্কুল ইউনিফর্ম; সকালের কড়া রোদে এসেম্বলি তে দাঁড়িয়ে করা প্রেয়ার ,
    আর দেরি করে স্কুলে গেলে
    টিচারের হাতে বেধড়ক মার!
    vidyalay nie bani
  • *স্কুল লাইফ মানে প্রিয় সেই ব্যাক বেঞ্চে বসে, টিচারের চোখ বাঁচিয়ে চুপিচুপি আড্ডা ।
    স্কুল লাইফ মানে টিফিন টাইমের অপেক্ষা।
    সবাই মিলে টিফিন ভাগাভাগি করে খাওয়া
    স্কুল লাইফ মানে বন্ধুরা মিলে একসাথে স্কুল পালিয়ে খেলতে যাওয়া।
  • *একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক; বিশ্বকে পরিবর্তন করতে পারে।
  • *বন্ধুদের সাথে গড়ে ওঠা এক একটি স্মৃতি
    স্কুল জীবনকে বার বার আমার কাছে ফিরিয়ে নিয়ে আসে।
  • *স্কুলের সে দিনগুলি আমায় যে পিছু ডাকে
    স্মৃতিগুলি আমার এ হৃদয়ে
    রঙে রঙে ছবি আঁকে ।।
  • *কম বয়সে যতটা সম্ভব শিখুন, কারণ জীবন পরবর্তীকালে ব্যস্ত হয়ে পড়ে।
  • *স্কুল মানেই বই পড়ার ফাঁকে প্রথম প্রেমে পড়া॥
  • *স্কুল পালিয়ে সিনেমা দেখা,
    স্কুলের গেটে দাঁড়িয়ে ফুচকা খাওয়া,
    স্যার কে দেখে সিগারেট পিছনে করে ফেলা,
    প্রথম প্রেম পত্র পাওয়া,
    স্কুল মানেই ,’ নস্ট্যালজিয়া’ ॥
  • *স্কুল মানেই , ‘চল আজ থেকে আমরা বন্ধু ‘
    স্কুল মানে মন দিয়ে পড়াশোনা
    টিচারের বকুনি ,আদর আর ভালোবাসা,
    স্কুল মানে বিনা কারণেই খিলখিলিয়ে হাসা।
  • *স্কুল মানেই ক্লাসভর্তি একরাশ স্মৃতি
    প্রথম ভালোবাসা আর প্রথম চিঠি
    আজও রেখে দিয়েছি সবই যত্ন করে
    স্কুল জীবনের প্রথম প্রেম ; ভুলি কেমন করে ?
  • *স্কুল মানেই ছুটির আনন্দে মাতোয়ারা মন
    স্কুলের ঘন্টায় আছে যেনএক বিশেষ সম্মোহন
    দল বেঁধে ছুটে যাই দিকশূন্যপুরে ,
    স্কুলজীবন কে তাই আজ ভীষণ মনে পড়ে।
  • *ক্লাস রুমের জানলা,
    ব্ল্যাকবোর্ড,চক,ডাস্টার অার বেঞ্চ,
    স্মৃতির পাতায় এখনো উজ্জ্বল
    সবটাই একই আছে হয়নি কোনো চেঞ্জ।
স্কুল বা বিদ্যালয় নিয়ে বাণী

স্কুল লাইফের স্বর্ণালী দিন নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

স্কুল নিয়ে বাংলা স্টেটাস | স্কুলের শেষ দিনের বিদায় লেখা, School Life Whatsapp Status in Bengali

  • *১০ টা থেকে ৪ টে গম গম করা ক্লাস রুম।
    কোনো ক্লাসে বাংলা , কোনো ক্লাসে ইংরাজি আবার কখন ও পাটিগণিত, বীজগণিতের চাপ
    আর ইতিহাস ক্লাসে শুধুই ঘুম ॥
  • *স্কুল শব্দ টা শুনলেই মনের ভেতরে জমে ওঠে স্মৃতির পাহাড়;
    কখনো বুকের মধ্যে দলা পাকিয়ে ওঠে একরাশ কান্না
    আবার পরক্ষনেই ঘুরপাক খায় আনন্দঘন মুহুর্তরা।
    স্কুলজীবনে স্মৃতিগুলো সত্যি ই লাগামছাড়া ।
  • *স্কুলের স্মৃতি আজও অমলিন ,
    সবার সাথে ভাগ করে খাওয়া টিফিন
    মায়ের চুল বেঁধে দেওয়া, ক্লাস নাইন এ প্রথম পরিপাটি করে শাড়ি পরা,
    প্রথম প্রেমে আঘাত পেয়ে প্রথম মা কে জড়িয়ে কাঁদা,
    এভাবেই ধীরে ধীরে বড় হয়ে ওঠা
    স্কুল লাইফের মোহে আজো পড়ে আছে আমি বাঁধা॥
  • *স্কুল লাইফ আমাদের জীবনের একটি বড় অধ্যায় ।
    শিক্ষার হাতেখড়ি এই স্কুল ই যে দেয়।
    শুধু ডিগ্রি নয় সুশিক্ষা প্রদান করে বিদ্যালয় ।
    মানুষকে একটি কুঁড়ি থেকে ফুলে প্রস্ফুটিত করায় ,
    স্কুলের মাহাত্ম্য কী কারো সাথে তুলনা করা যায়?
  • *স্কুলের ঘরগুলো আজও আমায় টানে
    আজ বুঝেছি স্কুল লাইফের মানে ।
    ছাত্রজীবন নিয়ে উক্তি
  • *ক্লাসটিচার এর রাগী চোখ
    খেতাম মার বাড়লে নখ
    মনে পড়ে সেই টিফিন টাইম
    সরস্বতী পুজোর ধুম
    একলা দুপুরে মন ভার করে
    কাঁদে আজো ক্লাস রুম ।
  • *স্কুল থেকে যখন ফিরতাম একসাথে
    শেষ হয়ে যেত রাস্তা
    কিন্তু ফুরতো না আমাদের কথা
    সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ ; সাক্ষী ছিল রাস্তা
    আমাদের ফেলে আসা হাজারো রূপকথা।
  • *স্কুল লাইফের শেষদিন ;মৃত্যুহীন,
    অশ্র সিক্ত নয়নে জানিয়েছি, ‘বিদায়’
    বুকে পাথর চেপে মুখে হাসি রেখে
    বলেছি মনে মনে ,
    এ দেখাই শেষ দেখা নয়!
  • *জীবনের বোঝা বইতে গিয়ে
    আজ বুঝতে পারি
    ছোটবেলার সেই স্কুলব্যাগটা
    মোটেই ছিল না ভারী!
  • *মনে পড়ে সেই পুরনো দিনের কথা
    স্কুলে ফেলে আসা অবুঝ কিছু ব্যথা
    মনে পড়ে সেই প্রিয় ক্লাসরুমগুলো
    লেখা আছে যেথা অতীতের স্মৃতিগুলো ।
    school-er-sriti-nie-sundor-bangla-line
  • *স্কুল লাইফ ছিল সোনায় মোড়া
    অমূল্য এক ধন
    সেদিন বুঝিনি এর মাহাত্ম্য
    আজ বুঝি সারাক্ষণ
    আজ যেতে চাই ফিরে আবার
    ছোটবেলার স্কুল লাইফে
    জানি আসবে না ফিরে
    দিনগুলি আর ,
    যেগুলি গেছে জীবন থেকে হারিয়ে।
  • *বেঁচে থাক স্কুল লাইফ সবার মননে
    বেঁচে থাক বন্ধুত্ব মনের গভীর গহনে
    সকলের হৃদয়ে ভালোবাসা থাক অক্ষয়!
    স্কুলজীবনের মিষ্টিমধুর স্মৃতিগুলোই
    যে বেঁচে থাকার একমাত্র উপায়।

স্কুল লাইফ প্রত্যেকটি মানুষের জীবনে প্রকৃত মানুষ হওয়ার ভিত্তি স্থাপন করে । শিক্ষার সাথে সাথে একটি শিশুর অধ্যবসায় ,নিয়মানুবর্তিতা আবেগ, অনুভূতি সবকিছুই পূর্ণতা পায় স্কুল লাইফ অতিক্রম করে। তাঁই মানুষ জীবনে যতই উন্নতি করুক না , যতই উচ্চপদে আসীন হোক না কেন তাঁর জীবনে স্কুল লাইফের অবদান সর্বদাই সর্বপ্রথম হয়েই থাকবে ।

স্কুল লাইফের স্বর্ণালী দিন নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ছাত্র রাজনীতি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

স্কুল নিয়ে বাংলা স্টেটাস

পরিশেষে, Conclusion

স্কুল লাইফের স্বর্ণালী দিন নিয়ে উক্তি সংক্রান্ত  আজকের এই পোষ্টটি আপনাদের পছন্দ হলে আশা করব আপনারা আপনাদের বন্ধু মহলে, পরিজনকেও সোশ্যাল মিডিয়াতে পোস্টটি শেয়ার করে নেবেন।

Recent Posts