ভ্যালেন্টাইন সপ্তাহে গোলাপ ডে পেরিয়ে এসে হাজির হয় প্রপোজ ডে বা মনের কথা প্রকাশের দিবস। মনের মানুষকে নিজের মনের ভাব প্রকাশ করার পালা প্রত্যেক বছর ৮ ফেব্রুয়ারি পালন করা হয়। কারও প্রতি মনে ভালোবাসা থাকলে, তা ব্যক্ত করার শ্রেষ্ঠ দিন হল প্রপোজ ডে। কিন্তু বেশিরভাগ মানুষই কিভাবে নিজের মনের কথা প্রকাশ করবে তা নিয়ে চিন্তায় পড়ে যায়, আপনাদের সেই সমস্যার সমাধান করতে নিজের ভালোবাসার মানুষকে প্রেরণ করার উপযুক্ত কিছু বার্তা নিয়ে আমরা হাজির হয়েছি। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা

” প্রপোজ ডে বা মনের কথা প্রকাশের দিবস ” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
প্রপোজ ডে ক্যাপশন, Propose Day caption
- মনের কথা বলতে সাহস পাই না, সাহস হয় না তোমায় বলার যে কতটা ভালোবাসি, তুমি যদি এই ভালোবাসা স্বীকার না কোরো, তখন আমি হয়তো আমার প্রিয় বন্ধুটাকেও হারিয়ে ফেলবো !
- অনেকদিন ধরে ভাবছি বলবো তোমায়, মনের গোপনে লুকিয়ে রেখে দিয়েছি তোমার জন্য অনেকটা ভালোবাসা, ইচ্ছে হলে আমার কাছে এসে নিয়ে যেও তোমার পাওনা সকল আদর।
- তোমায় নিয়ে মনের গোপনে গড়েছি প্রেমের দুনিয়া, চলো আজ তোমায় নিয়ে সেথায় ঘুরতে যাই।
- ভালোবাসি তোমায়, কথাটা বলা এতও কঠিন নয়, কিন্তু কথার মান রাখা টা হয়তো অনেক কঠিন।
- তোমার চোখে আমি নিজের মরণ দেখি, তাই তোমায় নিয়ে সকাল সন্ধ্যে কবিতা লিখি।
- মনের কথা কি আর বলবো তোমায়, তুমি তো আমার না বলা কথাগুলোও আপোষে বুঝে নিতে পারো। তাও বলি, খুব ভালোবাসি তোমায়।
- তোমার ভালোবাসায় লিখছি বসে কবিতা, এই কবিতার মাধ্যমেই জানাবো তোমায় মনের কথা, সামনে দাঁড়িয়ে বলার সাহস নেই আমার।
- আমার সারাটা দিন যতটাই খারাপ কাটুক না কেন, তোমার ঐ মিষ্টি হাসির ছটা দিনের শেষে আমায় আনন্দে ভরিয়ে দেয়। অনেক ভালোবাসি তোমায়।
- তোমার হাতে হাত রেখে জীবনের পথে এগিয়ে যেতে চাই, বলো না, দেবে কি আমায় সেই অধিকার?
- মনের কথা বলে দেওয়া সহজ নয়, তোমায় হারানোর ভয় যে সবসময় লেগে থাকে।
- আমি তোমার চোখে শুধু নিজেকে না, বরং দেখতে পাই আমার আজ, আগামীকাল ও আমার আগামী সময়কেও। আমি তোমায় ভালোবাসি, তুমি কি চিরকালের জন্য আমার হয়ে থাকবে?

প্রপোজ ডে’র শুভেচ্ছা, Best wishes to your love on Propose Day
- আজ প্রপোজ ডে, মনের কথা প্রিয় মানুষকে বলার দিন, তাই তোমায় বলতে চাই, “না পেয়ে তোমার দেখা, একা একা, দিন যে আমার কাটে না রে ।। “
- তোমায় বলার চেষ্টা বহুদিন ধরেই করছি, কিন্তু বলা হয় নি। কিন্তু আজ প্রপোজ ডে, আজ তোমাকে জানাতেই হবে আমার মনে কতটা ভালোবাসা জমে আছে তোমার জন্য।
- মনের ভাব কি করে যে বলি তোমায়, শব্দ খুঁজে পাই না। তাই গানের কথায় বলে দিলাম,”আমার পরান যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, তোমা ছাড়া আর এ জগতে, মোর কেহ নাই, কিছু নাই গো।”
- কতবার ভেবেছি তোমায় মনের গোপন কথাগুলো বলবো, জানিয়ে দেবো তোমায় যে,”কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশি, গোপনে তোমারে, সখা, কত ভালোবাসি।”
- যখন আমি তোমায় পাবো, হবে কত মজা। তুমি আমার রানী হবে, আমি তোমার রাজা!!
- তুমি আমার বাঁচার কেন্দ্রবিন্দু, আমার ভালো থাকার মানে তুমি, তোমায় কত ভালোবাসি তা তুমিও জানো। হ্যাপী প্রপোজ ডে।
- তোমায় নিয়ে দু’চোখ জুড়ে স্বপ্নের চলাচল, তোমায় পেতে মনের দেশে ইচ্ছের কোলাহল।
- তোমার জন্য মনের কোণে সাজিয়েছি অনেক স্বপ্ন, সময় হলে একদিন এসো আমার কাছে, অনেক ভালোবাসা দেওয়ার আছে তোমায়।
- তুমি আমার রঙিন স্বপ্ন, শিল্পীর রঙে ছবি, তুমি আমার চাঁদের আলো, সকাল বেলার রবি, তুমি আমার নদীর মাঝে একটি মাত্র কুল, তুমি আমার ভালোবাসার সুন্দর গোলাপ ফুল।
- কিভাবে বলবো তোমায় মনের কথা বুঝে পাই না, শুধু এটাই বলবো যে, “তোমায় দেখেছি শারদপ্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদি-মাঝারে।”

প্রপোজ ডে স্টেটাস, Best Propose Day status in Bangla
- খোলাখুলি বলতে গেলে পড়ে গেছি তোর কবলে, তলিয়েছে মন, ভীষণ রকম, অথৈ জলে, সাঁতার কেটেছি, ঘুমিয়ে হেঁটেছি, এতটা ডুবেছি, তোরি তো কারণে, তোকে ভালোবাসতে গিয়ে।
- হিয়া কাঁপিছে সুখে কি দুখে সখী, কেন নয়নে আসে বারি।আজি প্রিয়তম আসিবে মোর ঘরে–বলো কী করিব আমি সখী।দেখা হলে, সখী, সেই প্রাণবঁধুরে কী বলিব নাহি জানি।
- আমি তোর পীরিতের মরা বন্ধু, চাইয়া দেখনা এক নজর বন্ধুরে, অপরাধী হলেও আমি তোর।
- মনটা দিলাম তোমার হাতে যত্ন করে রেখো, হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি আঁকো, স্বপ্নগুলো দিলাম তাতে আর দিলাম আশা, নিজের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা!
- ঝড় এলে তুই, সাথে থাকলে কি ভয়, তোর ঠিকানায়, পাঠালাম এ হৃদয়।
- ভালোবেসে আমি বার বার তোমাতে এ মন হারাবো।এই জীবনে আমি যে তোমার, মরণেও তোমারই হব, তুমি ভুলো না আমারও নাম, এই মন তোমাকে দিলাম।
- আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিলো আড়ালে সব লুকোনো। সেই গল্পেরা সব রঙিন হল পলকে তোমাকে হঠাৎ পেয়ে যেন। হ্যাপী প্রপোজ ডে।
- দুজনে দেখা হল মধুযামিনী রে–কেন কথা কহিল না, চলিয়া গেল ধীরে॥ নিকুঞ্জে দখিনাবায় করিছে হায়-হায়,লতাপাতা দুলে দুলে ডাকিছে ফিরে ফিরে॥ দুজনের আঁখিবারি গোপনে গেল বয়ে, দুজনের প্রাণের কথা প্রাণেতে গেল রয়ে।
- আমার যত প্রেম, নাও দিলাম তোমাকে, তোমার যা আছে, দাও সবই আমাকে ।ভালোবাসি আর তুমি কাউকে বলবে না, আমায় ভুলবেনা, এই কথা ভুলবেনা । হ্যাপী প্রপোজ ডে।
- পাগলিনী, তোর লাগি কী আমি করিব বল্।কোথায় রাখিব তোরে খুঁজে না পাই ভূমণ্ডল, আদরের ধন তুমি, আদরে রাখিব আমি–আদরিণী, তোর লাগি পেতেছি এ বক্ষস্থল।
- জানাতে যতো যাই কথায় হারায় ততোই মানে, ভালোবাসি তোমায় তাই জানাই গানে।

প্রপোজ ডে মেসেজ, Propose Day best love messages
- মনে কী দ্বিধা রেখে গেলে চলে সে দিন ভরা সাঁঝে, যেতে যেতে দুয়ার হতে কী ভেবে ফিরালে মুখখানি–কী কথা ছিল যে মনে॥
- সূর্য হয়ে আলো দেব তোমায়, চন্দ্র হয়ে দিও তোমার পরশ আমায়, তোমার মায়ার বাঁধনে বেঁধেছি মন, ভালোবাসা দিয়ে যাব তোমায় সারাটা জীবন।
- কতো সুন্দর তুমি, প্রেমে পড়েছি আমি, সুন্দর তোমার মন, ভালোবেসে হারাবো দুজন।
- ভালোবাসি তোমায়, অন্তরে অন্তরে সারাটা হৃদয় জুড়ে, বেঁধেছি ঘর হৃদয়ের পর গাঢ় সবুজ ঐ গহীন বনে মোর, শুধু তুমি আর আমি, আমরা দুজন রবো সেথায় কাল কালান্তর।
- কেন আর সরে আছো দূরে, কাছে এসে হাত দুটো ধরো, শপথের মন কাড়া সুরে,আমায় তো মারি তুমি করো। হ্যাপি প্রপোজ ডে!
- যত ভাবনা ছিল, যত স্বপ্ন ছিল সব দিলাম তোমায়, আমি দিলাম তোমায় তুমি নেবে কি আমায়, ডেকে নেবে কি আমায় হ্যাপি প্রপোজ ডে!
- গোপন কথাটি রবে না গোপনে, উঠিল ফুটিয়া নীরব নয়নে। হ্যাপি প্রপোজ ডে!
- কি করে তোকে বলবো, তুই কে আ যার, আয় না সাথে চলবো, সব পারাপার, মনেরই আশকারাতে, তোর কাছে এ লাম, হারিয়ে গেলাম। হ্যাপি প্রপোজ ডে!
- আমি যে কে তোমার তুমি তা বুঝে নাও, আমি চিরদিন তোমারই তো থাকবো তুমি আমার আমি তোমার, এ মনে কি আছে পারো যদি খুজে নাও, আমি তোমাকেই বুকে ধরে রাখবো, তুমি আমার আমি তোমার। হ্যাপি প্রপোজ ডে!
- Best Durga Puja Messages in English | Wishes, Quotes, Images, Photos and Whatsapp Status for Durga Puja
- Happy Durga Puja Messages in Bengali | শুভ শারদীয়া Photos, SMS, Whatsapp Status, Wishes
- শুভ বিজয়া দশমী এর শুভেচ্ছাবার্তা | Bengali Bijoya Dashami Wishes, Messages, SMS, Photos, Whatsapp status
- শুভ দীপাবলী Wishes, Pictures, Captions | Happy Diwali Messages in Bengali
- শুভ সকাল এর মেসেজ, পিকচার ~ Best Good Morning Wishes in Bengali

শেষ কথা :
আজকের প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি ” প্রপোজ ডে বা মনের কথা প্রকাশের দিবস ” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।
