চালাকি নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, Best captions on cleverness in Bengali



চালাক বা বুদ্ধিমান মানুষ কখনই নিজেকে বুদ্ধিমান বলে বেড়ায় না, বরং তারা কাজের মাধ্যমে বুঝিয়ে দেয় যে তাদের মধ্যে বুদ্ধি আছে। অন্যদিকে বোকারা মনে করে তারা বুদ্ধিমান, আর সেটা প্রমাণ করার জন্য কত কিছুই বলে, কিন্তু যার যত বেশী বুদ্ধি সে তত বেশী নিরব থাকে। তবে একটা জিনিস বোঝার বিষয় যে চালাকি আর বুদ্ধি এক নয়। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা চালাকি নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, কবিতা ইত্যাদি তুলে ধরব।

চালাকি নিয়ে উক্তি

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

চালাকি নিয়ে সেরা উক্তি, Best sayings on cleverness in Bangla

  •  গতকাল আমি চালাক ছিলাম, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম, আজ আমি বিজ্ঞ হয়ে উঠেছি, তাই নিজেকে বদলাতে চাইছি।
  • আমার সাথে চালাকি করার চেষ্টা করো না, কারণ তোমার প্রতি পদক্ষেপের সাথে আমি পরিচিত। আমি অনুমান করে নিতে পারি যে তুমি কখন কি করবে।
  • চালাক মানুষের সাথে পাল্টা চালাকি করা সহজ কাজ নয়, কিন্তু কেউ যদি তা করতে পারে তবে বুঝতে হবে যে সে সত্যিই খুব বুদ্ধিমান।
  • আমি আসলে খুব বোকা, তাই তো আমি যখনই চালাকি করে কিছু করতে যাই তা সব উল্টো হয়ে যায়।
  • চালাক হলে কেউ সেটা মুখে বলবে না বরং কাজের মাধ্যমে দেখিয়ে দেবে।
  • বর্তমান যুগে সরল সোজা না হয়ে বরং চালাক চতুর হওয়াই ভালো, নয়তো কখন কে তোমার সরলতার সুযোগ নিয়ে তোমার ক্ষতি করে চলে যাবে বুঝতেও পারবে না, অথবা বুঝলেও কিছু করতে পারবে না।
  • চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি ভালো দিকে করাই ভালো, কারও ক্ষতি করার জন্য চালাকি করা উচিত নয়।
  • চালাক হওয়া ভালো, কিন্তু বেশি চালাক হওয়া ভালো নয়। বেশি চালাক মানুষ অহংকারের বশে মাঝে মধ্যে নিজেরই ক্ষতি করে বসে।
  • চালাক মানুষেরা বড় বড় কথা বলে না, বরং কম কথা বলে, আর অন্যদের চাল চলন বা কথাবার্তা পর্যবেক্ষণ বেশি করে।
  • প্রয়োজনে চালাকি করা উচিত, কিন্তু কাউকে ঠকানো উচিত না।
  • চালাক মানুষদের চালাকির প্রশংসা করা ঠিক না, কারণ প্রশংসা তাদের মাথায় উঠে গেলে নিজের চালাকি নিয়ে তারা অহংকার করতে শুরু করবে।
চালাকি নিয়ে সেরা উক্তি

চালাকি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি বোকা বা নির্বোধ নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

চালাকি নিয়ে ক্যাপশন, Chalaki niye caption

  • জন্ম থেকে হয়তো সকলে চালাকি নিজের মধ্যে নিয়ে জন্মায় না, বরং সময়ের সাথে সাথে পরিস্থিতি অনুযায়ী তা নিজের মধ্যে উপলব্ধি করে নেয়।
  • পৃথিবীর সকল মানুষ চালাক হয় না, কিছু মানুষ সরল থেকে যায়, তাই বলে চালাক মানুষদের কখনোই সেই সরল সোজা মানুষদের সাথে খারাপ কিছু করা উচিত নয়।
  • বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা সে বুঝতে পারে না৷
  • চালাকির দ্বারা কোন মহৎ কাজ হয় না। প্রেম, সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পন্ন হয়।
  • কিছু মানুষ আছে যারা নিজেকে খুব বুদ্ধিমান আর চালাক ভাবে, নিজের জীবন এর সাথে চালাকি করতে গিয়ে পরে নিজ বুঝতে পারে আমি নিজেই ঠকে গিয়েছি।
  • ভাবছি সরল সোজা বন্ধুদের সাথে চলাফেরা বন্ধ করে বরং চালাক চতুর মানুষের সাথে বন্ধুত্ব করবো, তাহলে সমাজে চলতে সুবিধা হবে, কারণ আজকাল ঠক-জোচ্চুরি বেড়ে উঠেছে।
  • চালাক ব্যক্তি অন্যের যুক্তি বোঝে। তাই কখনো কারও সাথে কোনো বিষয়ে কথোপকথন করতে গেলে অন্যের কথা আগে বোঝার চেষ্টা করুন, তারপরে তার কথার প্রত্যুত্তর দিন। এর অর্থ এই নয় যে আপনি শুধু শুনেছেন, আপনি বুঝতেও পেরেছেন। 
  • চালাক মানুষেরা ১০ জনের মধ্যে থাকে নিজে কম কথা বলে আর অন্যদের কথা বেশি শোনে।
  • এক,একজন মানুষ নিজেকে খুব চালাক মনে করে, নিজে সকলের কাছে ভালো থাকার জন্য নিজের কাজ অন্য কে দিয়ে করিয়ে নেয়,যাকে সে অপছন্দ করে,তার অজ্ঞাতে অন্যের কাছে অপছন্দের মানুষ টির নামে নিন্দা করে, অথচ তার সাথেই গলায়, গলায় ভাব করে।
  • যদি করেন চালাকি, পরে বুঝবেন জ্বালা কি!!

চালাকি নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি স্বার্থ  নিয়ে উক্তি ও স্বার্থপরতা নিয়ে কিছু কথা সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

চালাকি নিয়ে ক্যাপশন

চালাকি নিয়ে সেরা স্টেটাস, Best bangla status on Cleverness

  • চালাকি করে চলতে শিখুন, নয়তো কে কখন ঠকিয়ে চলে যাবে ধরতে পারবেন না।
  • চালাকি করে কাউকে বোকা বানাতে পারি না ঠিকই, কিন্তু অন্যের চালাকি গুলো ঠিক ধরতে পারি।
  • জিলিপির প্যাঁচ তো গোনা যায়, কিন্তু চালাক মানুষের মনের প্যাঁচ গোনা কঠিন কাজ।
  • বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে, যারা চালাক তারা এই বোকাগুলোর উপরই নির্ভরশীল। বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, আর চালাকেরা সেই কৃতিত্ব নিজের নাম করে চালিয়ে দেয়! এটাই হচ্ছে সত্যতা!
  • তোমরা চালাকি বিক্রি করে মুগ্ধতা কিনে এনো, তাহলে লাভবান হবে।
  • চালাকিটা কোনো অপরাধ নয়।
    চালাকিটা এক কৌশল।
    না জানি আপাত বোকা বনে থাকা কতজন
    এই কৌশলের সৌজন্যে
    কুশলতায় অতিক্রান্ত করছে
    বোকা বানানোর আঁটোসাটো বুননকে।
    আমি বারবার ফাঁদে জড়িয়ে হাঁসফাঁস করেছি
    চালাকের ভোজ্য আর ভোগ্য হওয়ার জন্য।
  • চালাক  চতুর  বিপরীতে  সর্বস্বান্ত  ফতুর ,
    যুগের  হাওয়া  বেশিরভাগ  এমনি  পাওয়া ,
    বোকা  বানানোর  খেলা  চলছে  খোলামেলা।
    মিথ্যার  আশ্রয়  সত্য  ধামাচাপা  বিস্ময় ,
    আপ্রাণ  চেষ্টা  ভুরিভুরি  নির্লজ্জ  প্রচেষ্টা।
    চতুর্দিকে  সর্বক্ষেত্রে  বিরাজমান  ছলনা  দৃশ্যমান ,
    শিকারী  ধড়িবাজ  শিকার  হতভম্ব  বিরাজ।
    আত্মকেন্দ্রিক  ভাবনা  কৃত্রিম  আচরণ  যাতনা ,
    স্বার্থের  আকণ্ঠ  পিপাসা  মনজুড়ে  লিপ্সা।
    চালাকির  রাজত্ব  ঠকানোর  কার্যকলাপে  বীরত্ব,
    বোকার  তকমা  নিজেকে  বুদ্ধিমান  উপমা ,
    আসল  পরিচয়  গোপন  সাদামাটা  বিবরণ।
  • খরগোশ-তোতাপাখি রাগ করে বসে আছে
    শেয়ালটা জামরুল বসে -বসে চাঁকছে যে
    কথা ছিল একসাথে যাবে তারা ফুল বনে
    কি এমন হল শেষে ! অভিমান মনে-মনে !
    খোঁজ করে কাঠপোকা -হিমসিম দেহজুড়ে
    বুলবুলি কেঁদে ফেলে-গান করে ভবঘুরে
    এসোফিরে-এসোফিরে ! বন্ধুরা ডাকছে যে
    ভালোবাসা মাখামাখি- আঁধারেতে ঢাকছে যে !
    অবশেষে ধরা পরে শেয়ালের চালাকিটা
    সেজেগুজে ঝকঝকে-সুগন্ধে ভড়ে ভিটা !
    আর সবে ভুল করে-চলে আসে ছেঁড়া ড্রেসে !
    শেয়ালটা পেয়ারাটা খেয়ে ফেলে একগ্রাসে !
    আর নয় ! ফিরে এসো,আমি-তুমি-একই তো
    কান মলে বলছি যে-আর কভু হবে নাতো !
    যাই পাবো খাবো মোরা-ভাগকরে একসাথে
    যাই কিছু মাখি আমি ! দেব ওরে সব খাতে।।
  • বোকামি আসলে এক মস্ত বড় চালাকি।
    বোকা হতে কেউ রাজী নয়।
    অথচ বোকা সাজতে কারো আপত্তি নেই।
    বোকা সেজে  থাকাই ভাল
    যাতে চালাকিটা চোখে না পড়ে।বোকা সেজে বোকা বানানোর খেলায়
    সকলেই প্রায় পারদর্শী।
    অতি চালাকের সর্বদা গলায় দড়ি প্রাপ্তি না হলেও
    আদতে সে বোকা বনে গেছে বোকার চালাকিতে।
    আমি বোকা আর চালাকের স্পর্শ রেখায় দাঁড়িয়ে
    ভুলের মাশুল গুনছি শুধু।
    চিরকাল বোকা হয়ে রয়ে যাব
    তবু চালাকির শঠতায় কাউকে বোকা বানাব না–
    স্ব-ধার্য এই নীতি মানতে গিয়ে
    বারবার আমি বোকা হিসেবেই প্রতিপন্ন হয়েছি।
  • তোমার প্রতিজ্ঞা ভেঙে ফেলে তুমি চ’লে গেলে কবে।/
    সেই থেকে অন্য প্রকৃতির অনুভবে/
    মাঝে-মাঝে উৎকন্ঠিত হ’য়ে জেগে উঠেছে হৃদয়।/
    না-হ’লে নিরুৎসাহিত হ’তে হয়।/
    জীবনের, মরণের, হেমন্তের এ-রকম আশ্চর্য নিয়ম;/
    ছায়া হ’য়ে গেছো ব’লে তোমাকে এমন অসম্ভ্রম।/
    শত্রুর অভাব নেই, বন্ধুও বিরল নয়- যদি কেঊ চায়;/
    সেই নারী ঢের দিন আগে এই জীবনের থেকে চ’লে গেছে।/
    ঢের দিন প্রকৃতি ও বইয়ের নিকট থেকে সদুত্তর চেয়ে,/
    হৃদয় ছায়ার সাথে চালাকি করছে।
চালাকি নিয়ে সেরা স্টেটাস

শেষ কথা, Conclusion

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা চালাকি নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ, কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts