রেল লাইন নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best captions on railway track in Bengali



আমাদের আজকের এই পোস্টটিতে আমরা রেল লাইন নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি  তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

রেল লাইন নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা

রেল লাইন নিয়ে সেরা লাইন, Best sayings on rail line 

  • বহুদূর যেতে চাই তোমার হাত ধরে ঠিক যেমনটা রেল লাইন এর উপর দিয়ে ট্রেনটা চলে যেতে থাকে বহুদূর।
  •  রেললাইনের উপর প্রিয়জনের হাত ধরে হাঁটার সৌভাগ্য আমি কখনো পাই নি, তবে সকলেরই উচিত একবার সেটি করা, শুনেছি এর অনুভূতিটাই নাকি আলাদা রকম।
  •  রেলগাড়ি লাইনের উপর দিয়ে চলে আর সেই লাইন সোজা বলেই ট্রেনও সোজা পথে চলে, তেমনি তোমার লক্ষ্য স্থির থাকলে এবং তোমার দৃষ্টি সেই লক্ষ্যের দিকে সোজা থাকলে তুমিও জীবনে অবশ্যই সফল হবে।
  • আমি রোজ রেল লাইনের পাশের রাস্তায় হাঁটতে যাই, কেন জানি ওই রেল লাইন আমায় খুব টানে, মনে হয় যেন ট্রেনের মত আমিও সেই লাইন দিয়ে হেঁটে অনেক দূরে চলে যাই।
  •  অনেকের জন্য রেললাইনে চলাচল করা সেই ট্রেনটার উপরে ওঠা যেন এক বিশাল স্বপ্ন, আবার অনেকের জন্যই তা এক বিশাল ভোগান্তির নাম।
  • রেলস্টেশন আমার প্রিয় একটি জায়গা, সেখানে বসে থেকে লাইনের উপর দিয়ে ট্রেনের আসা যাওয়া দেখার মজায় আলাদা, যাত্রীদের ওঠা নামা দেখেই আমার সময় দিব্যি কেটে যায়।
  •  রেললাইনের উপর দিয়ে হেঁটে যাওয়ার অভিজ্ঞতাগুলো সবসময়ই সুন্দর হয়, সেটা বন্ধুদের সাথে হোক কিংবা প্রিয় মানুষের সাথে, এই অনুভূতি এক কথায় অসাধারণ হয়।
  • আমাদের জীবনের উদ্দেশ্য এবং কর্মগুলো হওয়া উচিত ঠিক রেললাইনের মত, দুই পাশের লাইন যেমন সমান্তরাল থাকে, ঠিক সেইভাবেই উদ্দেশ্য ও কর্মগুলোও সমান্তরাল রাখা উচিত, এই ২টি বিষয় সমান ধাঁচে চললেই সফলতা আসবে।
  •  আমিও তোমার সাথে ঠিক সেভাবেই থাকতে চাই যেভাবে রেললাইনের দুই পাত সর্বদা একসাথে থাকে, এইভাবেই যেন পাশাপাশি থেকে আমাদের জীবন কেটে যায়।
  • রেল লাইনে কান পেতে ট্রেন আসার ব্যাপারটা অনুভব করতে অনেক মজা লাগে।

https://bongquotes.com/best-selected-quotes-of-plato-in-bengali/

রেল লাইন নিয়ে ক্যাপশন

রেল লাইন নিয়ে ক্যাপশন, Rail line niye caption

  • তোমার আমার সম্পর্কটা ঠিক যেন রেললাইনের মতো, লাইনগুলো কখনো মিলিত না হলেও চিরদিন পাশাপাশি থেকে যায়, আমিও ঠিক এভাবেই তোমার পাশাপাশি থাকবো।
  • রেললাইনগুলোতে যেভাবে ট্রেন ছুটে যায় আপনার মনও যদি সেভাবেই ছুটে যায় তাহলে বুঝে নেবেন যে আপনি প্রেমে পড়েছেন।
  • তোমার আমার সম্পর্ক যেন রেললাইন হয়েই থাকে, অন্তত সর্বদা পাশে তো থাকবে, এই লাইন একে ওপরের ঘাড়ে চাপলেই দুর্ঘটনা ঘটে, তেমনই আমাদের সম্পর্কও, তাই পাশে থাকাই নিরাপদ, ঠিক রেল লাইনের মতো।
  • রেললাইনের সাথে ঘিরে থাকা সেই স্মৃতিগুলো, সেগুলো আজও আমার কাছে ভোলার নয়, সেগুলো অপূর্ব, সেগুলো অবিস্মরণীয়।
  • রেললাইন দেখলে যেমন অন্তহীন বলে মনে হয়, ঠিক তেমনি আমাদের গন্তব্যকেও অন্তহীন করা উচিত, এতে করে আমরা সোজা এগিয়ে হয়তো গন্তব্যে পৌছাতে পারবোনা, তবে নতুন নতুন অভিজ্ঞতা লাভ করতে থাকবো, যা আমাদের স্মৃতির পাতা সাজিয়ে তুলবে।
  • রেললাইনে ট্রেন যেভাবে ছুটে চলে সব বাধা বিপত্তি এড়িয়ে, আমিও ঠিক সেভাবেই আমাদের গন্তব্যের দিকে এগিইয়ে চলছি সব বাধা পেরিয়ে।
  •  মাঝে মাঝে রেললাইন থেকেই শুরু হয় ভালোবাসার গল্প, আবার থেমেও যায় সেখানে, অনেক কিছুই রয়েছে যা আমাদের জীবনে ঘটেছে।
  • রেললাইনের ঠিক মাঝখানে দাঁড়ালে এক অপূর্ব দৃশ্য দেখতে পাওয়া যায়, ইচ্ছে করে যেন সেখানেই বসে থাকি আর কিছু সুন্দর ছবি তুলে নিই, তবে সাহসে কুলায় না, হঠাৎ যদি ট্রেন এসে পড়ে !
  • রেললাইনগুলো যেন সবসময় পাশে থাকার এক প্রতীক, অনেকেই এই লাইনকে মাথায় রেখে একে ওপরের পাশে থাকার কথা বলে চলে যায়, কিন্তু বাস্তবতা আসলেই যে খুব কঠিন, মাঝে মাঝে বাস্তবতা এই লাইনটির মত সমান্তরাল হয়ে পাশে থাকার কথাও ভুলিয়ে দেয়।

https://bongquotes.com/fidel-castro-best-quotes-and-sayings-in-bengali/

রেল লাইন নিয়ে সেরা লাইন

রেল লাইন নিয়ে স্টেটাস, Best Bangla status about rail line 

  • রেল লাইনের উপর দাঁড়িয়ে সামনের দিকে তাকালে মনে হয় যেন সেই লাইনগুলোর কোনো শেষ নেই, কিন্তু ট্রেন যাত্রীরা ততটুকুই যায় যতটুক তাদের গন্তব্য হিসাবে নির্ধারিত করা আছে।
  • রেললাইনের সেই রেল আসার শব্দ, এর আশেপাশের প্রকৃতি, তার সমস্থ বৈশিষ্ট্যই মনোমুগ্ধকর, তবে একে উপভোগ করতে হলে এক সুন্দর কবি মন থাকা প্রয়োজন, যা হয়তো আমার আছে, তাই তো রোজ ছুটে যাই ওই লাইনের পাশে।
  • তুমি আর আমি হলাম সেই সমান্তরালে চলা ট্রেনের লাইনের মতো। এক না হয়ে দূর থেকে পাশে থাকার জন্য আমাদের সম্পর্কে সৃষ্ট, একে অপরকে ছুঁতে গেলেই ঘটে যাবে দুর্ঘটনা।
  • কখনো কারো সঙ্গী হতে হলে ট্রেনের লাইনের মতো হতে শিখুন। লাইনের মাঝে দূরত্ব থাকলেও সেগুলো সর্বদা একে অপরের পাশে থেকে যায়, তাই তো ট্রেন সোজা পথে চলে, আমরাও যদি নিজের সঙ্গীর পাশে এইভাবে চলতে পারি তবে জীবনও সোজা পথে চলবে।
  • ট্রেনে যদি কখনো না উঠতাম তাহলে হয়তো তোমার সাথে আমার ভালোবাসাটাই হত না, এখন আমি শুধু এটাই চাই যেন আমাদের ভালোবাসার এই ট্রেন রেল লাইনের উপর দিয়ে ক্রমে এগিয়ে যেতে থাকে।
  • তুমি আসবে বলে ট্রেন স্টেশনে বসে থাকি সকাল-বিকাল, ট্রেন আসে, আবার চলেও যায়, রেল লাইনগুলো খালি পড়ে থাকে আমার মনের মত, কিন্তু তোমার দেখা পাই না। 
  • ট্রেন ততটুকুই যাবে যতটুকু রেল লাইন তৈরি করা আছে, এর বেশি গেলেই দুর্ঘটনা ঘটে, তেমনই আমাদের জীবনের সবকিছুতেই একটা সীমানা নির্ধারণ করা থাকে, যা পেরিয়ে গেলেই সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে।
  • জীবন নামের রেল লাইনে ট্রেন চলছে যাত্রী নিয়ে, কেউ উঠছে কেউ নামছে অচেনা সব প্লাটফ্রমে ! লক্ষ ছাড়া গন্তব্যে ছুটছে সবাই উল্কাবেগে।
  • সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে দাঁড়িয়ে
    এক মধ্যবয়সী নারী এখনো রয়েছে হাত বাড়িয়ে
    খোকা ফিরবে,ঘরে ফিরবে, কবে ফিরবে,নাকি ফিরবে না ।
  • জীবনের ব্যস্ততায়, জীবনের কুশলতার হৃদয়ে গ্লানি ভরে থাকে, হৃদয়ে মেঘ জমে থাকে, ক্লান্ত বিকেলে তাই
    হাল্কা চাদর জড়িয়ে হেঁটে যাই রেল লাইনের কাছে, ছুটে আসা ট্রেনের জন্য অপেক্ষা করি, রেল লাইনের উপরে হাঁটা বারণ, ট্রেন না থাকলেও বারণ, তবুও আমি দেখি আমি রেল লাইনে হাঁটছি কান পেতে শুনছি কত দূরে ট্রেন, কত সময় তার আসার বাকি!
  • আকাশে কালো মেঘ, প্রচুর বৃষ্টির আভাস, ট্রেনে বসে তোমার কথা খুব মনে পড়ছে, যে তুমি যদি পাশে থাকতে তাহলে কি সুন্দর রোমান্টিকতার একটি সময় পেতাম।  রেল লাইনের সেই ঝকঝক শব্দে যেন তোমার সেই কার চেঁচামেচির শব্দ খুঁজে পায়। হয়তো তুমি এই সময়টুকু আমার সাথে কাটাতে পারবে, কিন্তু যখন ট্রেনটা ছেড়ে দিবে তখন তোমার সেই কাটানো মুহূর্তগুলো আমার মনে স্মৃতি হয়ে যাবে।
  • আমার বউ বলেছে মরতে আমায়, জীবন আর রাখতে পারবো না। বউ আমার নয়নমনি ফেলতে কথা পারবোনা। জিততে যদি না পারি তবুও আমি হা রবোনা। কিন্তু বউয়ের কথায়, কিন্তু মোর গুমর ভারী বেচতে মাথা পারবোনা। বাঁদর হয়ে উঠতে বসতে পারবোনা, রেল লাইনে বড়ি দেবো মাথা দেবো না।
রেল লাইন নিয়ে স্টেটাস

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা রেল লাইন নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts