তাজমহল নিয়ে  উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best captions on Taj Mahal in Bengali


পৃথিবীর সাতটি বিস্ময়ের একটি তাজমহল। পৃথিবীর সবচেয়ে বড় ভালোবাসার এ নিদর্শন নির্মাণ করতে হাজার হাজার সুদক্ষ শ্রমিক সময় লাগিয়েছিলেন ২২ বছর। কথিত আছে, তাজমহল নির্মাণ শেষে কারিগরদের হাতের আঙ্গুল কেটে দেয়া হয়েছিলো যাতে তারা অন্য কোথাও আবার এ কাজ করতে না পারে।

তাজমহল নিয়ে  উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” তাজমহল “ সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

তাজমহল নিয়ে ক্যাপশন, Taj Mahal niye caption

  • তাজমহল হয়তো প্রেমের নিদর্শন হিসেবে চিহ্নিত, কিন্তু যার জন্য এত প্রেম সেই বেঁচে থাকতে এই নিদর্শনের সৃষ্টি হলে হয়তো বেশি আনন্দিত হতাম। 
  • অনেকেই প্রেমিকার কাছে তাজমহল তৈরির প্রতিশ্রুতি দেয়, কিন্তু আমি তা করবো না, কারণ শেষ অবধি এরূপ নিদর্শন অন্যদের দেখার জন্যই থেকে যায়, এতে নিজেদের আনন্দের কোনো নিমিত্ত থাকে না।
  • আমি হয়তো তোমার জন্য তাজমহল তৈরি করতে পারবো না, কিন্তু আমার সাধ্য অনুযায়ী যাই তৈরি করি না কেনো তুমি নিজের হাতে তোমার পছন্দ অনুযায়ী তা সাজিয়ে নিও।
  • তুমি আমার প্রেমে তাজমহল বানানোর স্বপ্ন দেখো না, বরং আমার নিয়ে ছোট্ট কুঁড়ে ঘরেই থেকে যেও, আমি তাতেই সন্তুষ্ট।
  • যিনি প্রেমিক তিনি পাথরেই ফুল ফোটাতে পারেন। শাহজাহান পেরেছেন, তাজের সৃষ্টি করতে, যা অনন্তকাল ধরে প্রেমের জ্যোতি জ্বালিয়ে রেখেছে।
  • তাজমহল দেখলে অনেকেরই মন জুড়িয়ে যায়, কিন্তু আমি একটা কথাই ভাবি, কি মানে থাকে এমন নিদর্শনের যার জন্য তৈরি সেই যদি দেখতে না পেল !
  • সার্বিক সৌন্দর্য বিচার করতে গেলে তাজমহল অনন্য। এর সার্বিক সৌন্দর্যে সমন্বয় ঘটেছে পারস্য, তুর্কি, ভারতীয় ও ইসলামী স্থাপত্যশিল্পের যা দিয়েছে আর এক অপূর্ব রূপ, অন্য কোনো স্থাপত্যে হয়তো এমনটা দেখা যায়না।  
  • চলো না তোমায় নিয়ে তাজমহল যাই! প্রেমের অপূর্ব নিদর্শনের সন্মুখে দাঁড়িয়ে তোমায় আমার মনের কথা বোঝাই!
  • মৃত্যুর পরও মানুষ বেঁচে থাকতে চায়, আরে প্রেমিকেরা  প্রিয় মানুষকে হারিয়েও বাঁচিয়ে রাখতে চায় সেই স্মৃতিভরা প্রেমকে। তাই শাহজাহানও মমতাজের স্মৃতিতে সৃষ্টি করেছিলেন অপূর্ব সুন্দর তাজমহল।
তাজমহল নিয়ে ক্যাপশন

অনুভূতি নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on Feelings in Bengali

তাজমহল নিয়ে স্টেটাস, Best Taj Mahal status on Bangla

  • শাহজাহান জীবদ্দশায় কখনো তাজমহলে যেতে পারেননি। এই আশ্চর্য সৃষ্টির কাজ শেষ হওয়ার আগেই বিদ্রোহী পুত্রের হাতে বন্দি হয়ে যান তিনি কিন্তু তবুও জীবনের গোধুলি বেলায় আগ্রা দূর্গ থেকেই প্রিয়তমা স্ত্রীর সৌধ পানে অপলক দৃষ্টিতে চেয়ে থেকেছেন।
  • তাজমহল যে কেবল শ্বেত মর্মর পাথরের স্মৃতিসৌধ তা নয়, বরং এই সৌধের সব কিছুই যে অনন্য-অসাধারণ।
  • তাজমহলের সবচেয়ে আশ্চর্য ব্যাপার হল, ঋতু ও সময়ভেদে ক্ষণে ক্ষণে রঙ বদলায় তাজ। সকালের প্রথম সূর্যদয়ে এক রঙ ধারণ করে তাজ, এরপর দুপুর, বিকাল, গোধুলি ও রাতে বদলাতে থাকে ভিন্ন রঙে –এক কথায় ক্ষণে ক্ষণে রং বদলায় তাজমহল।
  • এতো শত বছর পার হয়ে গেলেও তাজমহল আজও প্রেমের মিনার হিসেবেই চিহ্নিত। এখন তো এই মিনার শাহজাহান-মমতাজের ভালোবাসার আকাশ ছাড়িয়ে তা এখন বিশ্বমানবের ভালোবাসার আকাশে এক উজ্জ্বল নক্ষত্র।
  • মমতাজের প্রতি অগাধ ভালোবাসা সম্রাট শাহজাহানের হৃদয়ে বেঁচে ছিল অতৃপ্ত প্রেমের প্রতিভূ হয়ে। সেই ভালোবাসা অমর করে রাখতেই হয়েছিল তাজের সৃষ্টি। প্রেম তো অস্তিত্বহীন কোনও অলীক কল্পনা নয়, তার প্রকাশ চির জাগ্রত এক সত্ত্বা-তাজমহলেই।
তাজমহল নিয়ে স্টেটাস

গন্তব্য নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, Best quotes, captions on Destination in Bengali

তাজমহল নিয়ে বাণী, Wonderful Bengali sayings on Taj Mahal

  • “যেটা অবর্ণনীয় সেটা আমি বর্ণনা করতে যাব না | কোন শব্দ, কোন লেখনীই কোনওমতেই পাঠকের কল্পনাপ্রবণ মনকে তাজমহলের নয়নাভিরাম সৌন্দর্য এবং তার স্রষ্টার পবিত্র কল্পনার সম্বন্ধে সঠিক রূপ দিতে পারবে না | “
  • “তাজমহল ভারত তথা বিশ্বের এক অতুলনীয় সৌধ।  এটি যেকোনো ব্যক্তিকে এত মোহিত করে তোলে যে মানুষ নিজের অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পায় না এবং এই অপ্রকাশিত অনুভূতি মৃত্যুর দিন পর্যন্ত সজীব থাকে আমাদের অন্তরে। “
  • “তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ? অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শা-জাহান।”
  • পাথর না। তিলোত্তমা তাজ বেগমের আশ্চর্য সুন্দর দুটি চোখের ঘুমন্ত পাতার পাড়ে যুঁই পাঁপড়ির দুধ-সাধা ওড়নায় মায়া-মলমল; নরম, নির্মল মিহি, মসৃণ, কোমল। 
  • শাজাহান আঁখি-ছোঁয়া এক বিন্দু জল অনন্ত বিরহ পথে ঝরি মৃত্তিকায়। রচিল যে মৌন বাণী এ তাজমহল বিস্ময় মানিল ধরা তারি মহিমায়। 
  • তাজমহলের দিকে একবার অর্থনীতিকারের চক্ষু লইয়া দর্শন কর, দেখিবে উহা অপব্যয়িতা ও নির্বুদ্ধিতার একটি জীবন্ত নিদর্শন ভিন্ন অন্য কিছুই নহে।”
তাজমহল নিয়ে বাণী

দুমুখো মানুষ নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best Quotes, Status, Captions on two-faced people in Bengali

তাজমহল নিয়ে কবিতা, Best Bengali poems on Taj Mahal

  • এই তব মনে ছিল আশা, হীরা মুক্ত মাণিক্যের ঘটা, যেন শূণ্যদিগন্তের ইন্দ্রজাল ইন্দ্ৰধনুচ্ছটা, যায় যদি লুপ্ত হয়ে যাক, শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল।
  • যমুনার তীরে তাজ মর্মর স্বপন বিরহ’র ব্যথা নিয়ে আছ দাঁড়াইয়া চলে গেছে মোগলের রত্ন সিংহাসন কবর জাগিয়া আছে প্রেম বুকে নিয়া। 
  • এই যে তাজমহল– এমন তাজমহল, তার কারণ শাহজানের হৃদয় তার প্রেম, তাঁর বিরহ বেদনার আনন্দ অনন্তকে স্পর্শ করেছিল; তাঁর সিংহাসনকে তিনি যে কোঠাতেই রাখুন, তিনি তাঁর তাজমহলকে তাঁর আপন থেকে মুক্ত করে দিয়ে গেছেন। 
  • প্রেমের আদর্শ তুমি এ ধরণীতলে । তবে সে স্বর্গীয় শোভা, মুনিজন মনোলোভা আছে কি ধরাধামে আকাশের তলে ? 
  • সময় নাও পেতে পারো পরে, ভালোবাসলে, ‘ভালোবাসি’ বলেই দাও আজ। তাজমহলকে দেখেছে পৃথিবী চোখ ভরে, দেখেনি শুধু মুমতাজ।
  • তুচ্ছ করি রাজ্য ভাঙ্গা-গড়া, তুচ্ছ করি জীবন মৃত্যুর ওঠা পড়া, যুগ যুগান্তরে কহিতেছে এক স্বরে, চির বিরহীর বাণী নিয়া ভুলি নাই, ভুলি নাই, ভুলি নাই প্রিয়া।
  • তোমার রূপের মাঝে ঘুমায় কী পূর্ণিমার চাঁদ ? নিষ্প্রাণ পাথরে কেন চুপ করে আছ মমতাজ ? তাজমহল কত সুন্দর তুমি পৃথিবীর মানুষ তা জানে ! কবিগুরুসহ কত কবি বিহ্বল হয়েছে তব প্রেমে আর গানে ।
  • মোমতাজ! মোমতাজ! তোমার তাজমহল যেন বৃন্দাবনের একমুঠো প্রেম, আজও করে ঝলমল॥ কত সম্রাট হল ধূলি স্মৃতির গোরস্থানে, পৃথিবী ভুলিতে নারে প্রেমিক শাহজাহানে, শ্বেত মর্মরে সেই বিরহীর ক্রন্দন-মর্মর, গুঞ্জরে অবিরল॥
  • বহুদিন একভাবে শুয়ে আছো, ভারতসম্রাট।আওরঙ্গজেবের ঘোড়া মারা গেছে, মারা যেতে হয়। এখন নিশ্বাস নিতে পারো তুমি, নির্বিঘ্ন প্রহর, পরষ্পর কথা বলো, স্পর্শ করো, ডাকো প্রিয়তমা! সর্বান্তঃকরণ প্রেম সমস্ত ধ্বংসের পরও পৃথিবীতে ঠিক রয়ে যায়। ঠিকমতো গাঁথা হলে ভালোবাসা স্থির শিল্পকলা।
  • আকাশের সব নিল এনেছি আমি, তোমার চোখে রাখবো বলে, বাতাসে সুর সেধেছি আমি, তোমার গীতিকার লিখব বলে, তুমি মিথ্যে হয়ে আমার আশায় ধুলো দিও না। গড়েছি আমি ভালবাসার তাজমহল, ভুল করে ভেঙে দিও না।
  • তুমি তাজমহল গড়ো হৃদয়ে তোমার কখনও হারালে, চোখেরই জল মুছে ফেলো কোলাহল থেকে একটু আড়ালে, তোমার সে তাজমহলে স্মৃতি করে রেখো আমায় কাছাকাছি, হয়তো এ দেহ থাকবে না ভেবো তোমার নিশ্বাসে বেঁচে আছি, আমার স্পর্শ কি তুমি অনুভব করবেনা।
তাজমহল নিয়ে কবিতা

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “তাজমহল” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts