ফেব্রুয়ারি মাস প্রেমিক-প্রেমিকাদের জন্য খুব স্পেশাল, কারণ এই মাসেই থাকে ভ্যালেন্টাইন উইক অর্থাৎ প্রেমের সপ্তাহ। তাই ফেব্রুয়ারি মানেই প্রেমের আমেজ। এজন্যই ফেব্রুয়ারি মাসকে প্রেমের মাসও বলা হয়। মাসের ৭ থেকে ১৪ তারিখ অবধি ভ্যালেন্টাইন সপ্তাহ পালিত হয়। ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে পালন করা হয়।
তবে শুধু উপহার হিসেবেই নয়, বরং চকোলেটের গুণে সম্পর্কও মধুর হয়ে ওঠে। তবে চকলেটের সাথে যদি প্রিয়জনকে বিশেষ শুভেচ্ছাবার্তা দেওয়া হয় তবে দিনটির মাধুর্য আরো বেড়ে উঠবে। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “চকোলেট ডে বা চকলেট দিবস” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা
এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
চকলেট ডে স্টেটাস, Chocolate Day status
- তোমায় জানাই চকোলেট ডে-র মিষ্টি শুভেচ্ছা ও ভালবাসা। আমাদের সম্পর্ক এই চকলেটের মত দিন দিন আরও মধুর হয়ে উঠুক।
- তোমার সাথে ভাগ করে খেলে যেকোনো চকোলেটই আরও বেশি মিষ্টি বলে মনে হয়। হ্যাপি চকোলেট ডে প্রিয়।
- এই চকোলেট ডে উপলক্ষে বিশেষ একটি চকলেটের মাধ্যমে তোমায় জানাতে চাই যে আমার মনে তোমার জন্য কতটা ভালাবাসা। চকোলেট ডে এর শুভেচ্ছা। তোমার এই জীবনের প্রত্যেকটা দিন যেন হয়ে উঠুক আরও মধুময়।
- তোমার প্রিয় চকলেট টা ডাক পথে পাঠিয়ে দিয়েছি তোমার জন্যে, কাছে থাকলে নিজেই এসে দিয়ে যেতাম। কিন্তু তোমার আমার শহরের দূরত্বে যেন ভালোবাসায় কিছু কমতি না হয়। হ্যাপী চকলেট ডে।
- তুমি আমার জীবনে কতটা স্পেশাল তা বলে বোঝাতে পারব না। শুধু বলতে চাই, আমি তোমায় খুব ভালবাসি। চকলেট যেমন খেলে মিষ্টি লাগে, তুমিও আমার জীবনে মিষ্টি মধুর একটি অনুভূতি। হ্যাপি চকোলেট ডে।
- কেবলমাত্র একটি চকোলেটই তোমার মুখে হাসি আনতে পারে এবং রাগ করলে, সেই রাগ গলিয়ে দিতে পারে, তাই আমি প্রেমাক্ত চকোলেটের একটি বাক্স পাঠাচ্ছি। শুভ চকোলেট ডে। আমি তোমায় অনেক ভালোবাসি!
চকলেট ডে সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি Rose Day নিয়ে ক্যাপশন সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
চকলেট ডে শুভেচ্ছা, Best ever Chocolate Day wishes in Bangla
- চকোলেট ছাড়া যেমন চকোলেট দিবস উদযাপন অসম্পূর্ণ, ঠিক তেমনই তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। হ্যাপি চকোলেট ডে।
- একমুঠো চকলেট দিলাম খোসা নিও ছাড়িয়ে, চকলেট ভর্তি মিষ্টিমুখে ভেবো শুধু আমাকে!
- কিছু অগোছালো কথা, অন্তরের মিশেল, অল্প নীরবতা। সময়ের শেষে উঠে দাঁড়িয়ে একটা চকলেট দিয়ে তুমি বলেছিলে, ‘কুছ মিঠা হো যায়ে ।’ শুভ চকলেট দিবস।
- মিষ্টিমুখে সকল কাজ শুভ হয়, মিষ্টিমুখে প্রিয়তমার মিষ্টি হাসি দেখা যায়। মিষ্টিমুখে প্রিয়তমার ভালোবাসার স্পর্শ বোঝা যায়, মিষ্টিমুখে প্রিয়তমার আদরের সোহাগ পাওয়া যায়। মিষ্টিমুখে রাগী প্রেমিকার মন ভাঙানো যায়, মিষ্টিমুখে নতুন সম্পর্কের ভিত্তিপ্রস্তর করা হয়। আজ চকলেট ডে, তাই আমার প্রিয়তমাকে তার পছন্দের চকলেট দিয়ে আবারও বলতে চাই যে তোমায় কতটা ভালবাসি। হ্যাপী চকলেট ডে।
- তোর মুখের হাসি টা, ওই Nestle এর মিল্কিবার, ডার্ক চকলেট এর ক্রেইজ টা বলি এবার তুই ছাড়। যখন তোরে দেখি প্রথম, উড়েছিল আমার ফিউস, ফাইভ ষ্টার না ডেয়ারি মিল্ক দেব, ভেবে হয়েছিলাম কনফিউজ |
- মনে আছে প্রপোজ করা, সেই কিটক্যাট দিয়ে, তারপর তো ঝগড়া শুরু, ডার্ক চকলেট নিয়ে | এরপর বছর ঘুরে অনেক স্ট্রাগল, শেষে চাকরি পাল্টে, ফাইনালই এই নে তোর সেই ডার্ক চকলেট; হ্যাপি চকলেট ডে।
চকলেট ডে সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি Kiss Day বা চুম্বন দিবস সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
হ্যাপি চকলেট ডে মেসেজ, Happy Chocolate Day messages for your love
- চকলেট দিবসে চকলেট দিতে মানা নেই, যদি অন্তরের পবিত্রতা থেকে ভালোবাসা থেকে দেওয়া হয়, তবেই চকলেট আরো মিষ্টি হয়ে ওঠে। হ্যাপী চকলেট ডে।
- সেই ছোট থেকে ১০ টা বছর, সময়ের সাথে গাঁটছড়া হয়েছে আরো স্ট্রং। এরপর চকলেট আর তোর আমার ত্রিকোণ প্রেমে, বাজি মারলাম আমি বিয়েটা সেরে, এলাম তোর আর আমার সিঙ্গেল ফ্রেম এ। আজ বিয়ের পরে আমাদের প্রথম চকলেট ডে, তাই তোর জন্য এনেছি তোর প্রিয় ডেয়ারি মিল্ক, হ্যাপী চকলেট ডে।
- সেইদিন গুলো বড্ড মিস করি এক টাকার চার’টা চকলেট নিয়ে যখন খুশি মনে বাড়ি ফিরতাম। হ্যাপী চকলেট ডে।
- চকলেট তখনই মধুর যখন প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখে মিষ্টির ভাগ বুঝে নেবেন, চকোলেট তখনই স্বাদের যখন সমতা একে অপরের প্রাণে ছড়িয়ে যাবে, শুভ চকলেট দিবস।
- ভালবেসে চকোলেট দাও প্রিয়জনে, চকোলেট দিবসের পূণ্য শুভক্ষণে।
- আজ হ্যাপি চকলেট ডে! চকলেট আদান-প্রদানের দিন! দিয়েছেন কজনকে আজ চকলেট- পেলেন বা কজনার থেকে আজ চকলেট!
- বড় হোক বা ছোটো, সকলেরই বড্ড প্রিয় তুমি; কান্না ঝরা মুখে ফুটিয়েছো হাসি, শুধু প্রেমিক-প্রেমিকা নয়, বন্ধু বান্ধব সবাই মিলে খেতে ভালোবাসি। চকলেটকেও জানাই শুভ চকলেট দিবস।
- হাতে থাক চকলেট, হৃদয়ে থাক ভালোবাসা! বেঁচে থাক আনন্দ, নতুন দিনের আশা! শুভ চকলেট দিবস।
চকলেট ডে সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি হাগ ডে বা আলিঙ্গন দিবস সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
চকলেট ডে কবিতা, Wonderful poems and shayeris on Chocolate Day
- আছে ক্যাডবেরী, আছে কিটকাট, আছে স্নিকার্স, আছে লিন্ডেট! আছে হট চকলেট, আছে হোয়াইট চকলেট, আছে ডার্ক চকলেট, আছে হেজেলনাট! আছে টুইজলারস, আছে হার্সেছ, আছে মিল্কা, আছে কিন্ডার, আছে গোডিভা, আছে টবলেরন! এত বাহারী বিদেশী চকলেটের ভিড়, এরা কত দামী! তাও প্রিয়জনকে যে আজকে দিতেই হবে তার প্রিয় চকলেট। হ্যাপী চকলেট ডে।
- যতবার আমি তোমার কাছে আসবো। ততবারই একটি হলেও চকলেট নিয়ে আসতে চাই। যাতে তোমার আমার একান্তে থাকা মুহূর্তগুলো মিষ্টিমুখর হয়ে থাকে। হ্যাপী চকলেট দিবস।
- চকলেট প্রিয় আবেগ স্বরূপ, ভালোবেসে হয় তার ভাগ। ভালোবেসে ভরে দিই প্রেমিকের হাতে, প্রত্যাখ্যানেই হয় আমার রাগ। শুভ চকলেট দিবস।
- মিষ্টি ভাবনা, ভালোবাসার মানুষের সঙ্গে ভাগ করা, নরম স্পর্শ আর বারবার তাকে খেতে চাওয়া ৷ একরাশ পাগলামি যাকে নিয়ে, একরাশ ভালোবাসা এটাই আমি; কারণ আমি চকোলেটকে করি প্রেম, তাকেই ভালোবাসি। শুভ চকলেট দিবস।
- চকোলেট দিবসেতে চকোলেট চাই, চকোলেট দিয়ে আজি শুভেচ্ছা জানাই।জানে ভালো সকলেই আজিকার দিনে, প্রিয়জনে দিতে হয়, চকোলেট কিনে।শুভ চকলেট দিবস।
- তুমি এসে আমার জীবনকে মিষ্টি মধুর করে তুলেছ, তাই আমার মিষ্টি বউয়ের জন্য তার প্রিয় চকলেট। শুভ চকলেট দিবস।
- তোমার প্রতি আমার ভালোবাসাটা চকলেটের মতোই নরম। তুমি ধরলে যে আমি গলে যাই। শুভ চকলেট দিবস প্রিয়।
- চকলেট খেতে যদিও কোনো বিশেষ দিন লাগে না, তাও আজকের এই বিশেষ দিনে তোমার জন্য এই চকলেটের বাক্স উপহার দিলাম। জানি এটা পেয়ে তুমি খুব খুশি। ভালবাসার মানুষটিকে জানাই হ্যাপী চকলেট ডে।
- চকলেটের স্বাদ এবং গন্ধে একপ্রকার মাদকতা আছে। ঠিক তোমার প্রেম আমার মনে প্রাণে মাদকতা ছড়িয়ে দেয়। হ্যাপী চকলেট ডে।
- মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ-ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ ॥ হ্যাপি চকোলেট ডে!!
- প্রিয় বন্ধু/ প্রিয় বান্ধবীর জন্মদিনে শুভেচ্ছা বার্তা, Best happy birthday wishes for your friend/ best friend in Bengali
- বোনের জন্মদিনের সেরা শুভেচ্ছা বার্তা, শুভেচ্ছা ক্যাপশন, স্ট্যাটাস, Best birthday captions, Birthday wishes for your sister in Bengali
- ছেলের জন্মদিনে শুভেচ্ছা বার্তা, Happy birthday wishes for son in Bengali
- বাবার জন্মদিনের শুভেচ্ছা বার্তা, Best happy birthday wishes for father in Bengali
- স্ত্রীর জন্মদিনে সেরা শুভেচ্ছা বার্তা, Happy birthday wishes to beloved wife in Bengali
শেষ কথা : Conclusion
কাছের মানুষের থেকে একটি চকলেট মনে আনন্দের অনুভূতি এনে দেয়। চকোলেট খাওয়ানোর অজুহাতে প্রেমিক প্রেমিকার সম্পর্ক আরো মধুর করে তোলা হল চকলেট দিবসের মূল উদ্দেশ্য।
আজকের প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “চকোলেট ডে বা চকলেট দিবস” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার।
আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।