কিস ডে বা চুম্বন দিবস হল প্রেমের সপ্তাহের একটি বিশেষ দিন। এই দিনটি ভ্যালেন্টাইন সপ্তাহের সপ্তম দিন। ফেব্রুয়ারি মাসের ১৩ তারিখে দিনটি পালন করা হয়। এই দিনটিকে নিজের ভালোবাসার মানুষকে চুম্বনের উষ্ণ ছোঁয়া দেওয়ার দিন হিসেবে চিহ্নিত করা হয়। এই দিনে সকলে নিজের প্রিয়জনদের ভালোবাসা ভরা চুম্বন উপহার দিয়ে প্রেম নিবেদন করেন।
আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “কিস ডে বা চুম্বন দিবস” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

সেরা কিস ডে মেসেজ, Best Kiss Day messages in Bangla
- যে মুহূর্ত তোমার ঠোঁট আমার ঠোঁটকে স্পর্শ করবে, আমি তখন ঠিক যেন স্বর্গকে অনুভব করবো, এবং আমি আমার জীবনের প্রতিটি দিন এই অনুভূতিটি অনুভব করতে চাইবো। শুভ চুম্বন দিবস!
- প্রথম চুম্বনের অনুভূতি কেমন আজ আমি বুঝতে চাই, তুমি কি সুযোগ দেবে আমায়? শুভ চুম্বন দিবস প্রিয়।
- আজকের এই চুম্বন দিবসে প্রেমিকের থেকে এক উষ্ণু চুমু তো সকলেরই প্রাপ্য। তাহলে তুমি কেনো পিছিয়ে, এসো কাছে আমার, আমি যে তোমায় উপহার দিতে ব্যাকুল হয়ে আছি !
- যতটা কাছে গেলে তোর নিঃশ্বাস আমার শরীরকে উত্তপ্ত করতে পারে, আজ ততটা কাছে যেতে দে আমায়।
- শুভ চুম্বন দিবস।
- হোক আজ ঠোঁটের কোলাজ, ছিঁড়ুক আজ জামার সকল বোতাম, খুলে দিয়ে আজ মনের সব দ্বার, ঠোঁটে ঠোঁট লাগিয়ে চলো হয়ে যাই একাকার। শুভ চুম্বন দিবস।

কিস ডে ফেসবুক স্টেটাস, Facebook status on Kiss Day
- বেনামী হিসেব, নীল আকাশে, তৃষ্ণার জল, উষ্ণ আবেশে । নিঃশ্বাসের তালে, শান্ত ঢেউ, স্নিগ্ধ স্পর্শে, আবেগী কেউ। গোধুলী এলে, হৃদয়ের সুবাসে ,মুহূর্ত কাটে, তাকে ভালোবেসে।পাহাড়ী প্রেম, আর্দ্র বিকেলে, স্নেহের চুম্বন মাখে চোখের কাজলে ৷
- সিক্ত ঠোঁট দুটি আজ লিপ্ত হবে চুম্বনে, মুক্ত হবে ভালোবাসা ক্ষণিকের মিলনে ৷ শুভ চুম্বন দিবস।
- সেই প্রথম চুম্বন থেকে এখন অবধি ঠিক একই অনুভূতি পাই তোমার চুম্বন থেকে। আজ কি তবে দেবে না সেই অনুভূতি !! শুভ চুম্বন দিবস।
- জড়িয়ে ধরে আজ বলতে চাই, একটা কথা স্পষ্ট, যৌনতা নয়, বরং কপালে চুমু খাওয়াই আমার জন্য যথেষ্ট ।
- আমার কপালে এঁকে দেওয়া তোমার উষ্ণ চুম্বন যেন আমার মন খারাপের অনুভূতিগুলোকে দূর করে, আর মনে এনে দেয় এক অসীম আনন্দের ধরা। শুভ চুম্বন দিবস।
- অস্ত্র হোক চুম্বন, বিদ্রোহ হোক ফুলের তোড়া, তোমার সুবাসে, হয়ে যাই আমি কেমন যেন দিশেহারা?

শখ বা শৌখিনতা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Quotes and Captions on Hobby in Bengali
হ্যাপি কিস ডে শুভেচ্ছাবার্তা, Happy Kiss Day best wishes to your love
- যে চুমুতে মনে ভালবাসা জন্মে মনের কালিমা লোপ পায়, মনের সরোবরে প্রেম পদ্ম ফুল ফুটে, সেই রকম একটি চুমু আজ পেতে চাই চুম্বন দিবসের এই দিনে আমার ইচ্ছে টা দেবে তো পূরণ করে? ফিরিয়ে দেবে না তো আমায়!
- শ্রেষ্ঠ চুম্বন তো সেটা, যেটা ঠোঁটে নেমে আসার আগে অনেকবার চোখে চোখে হয়ে যায়,
- তাতে থাকে অগাধ ভরসা আর ভালবাসার পবিত্রতা!
- ভালবাসা বিভিন্নভাবে প্রকাশ করা যায়। আমি তোমার কপালে চুম্বন করে আমার ভালবাসা প্রকাশ করতে চাই। ভালোবাসার মানুষটিকে জানাই শুভ চুম্বন দিবস।
- তোমার ঐ মিষ্টি ঠোঁট আজ আমায় ছুঁতে দাও, সেগুলোকে একটু রঙ্গীন করে দেই, চুম্বনে চুম্বনে তোমার ঠোঁট কে রোমাঞ্চিত করে তুলি, তোমার ঠোঁটের সেই রঙ্গীন আভাটিকে তোমার কাছে ফিরিয়ে দেই!
- ঠোঁটের গোড়ায় প্রতিবাদ আর গরম চায়ে চুমুক। বিপ্লবী রং রাঙিয়ে ঠোঁটে, চুমু দিবস জমুক। চলতে গেলে হোঁচট খাবে, বলতে গেলে বাধা। মুমূর্ষুদের কপাল ছুঁয়ে ভালো রাখার ওয়াদা।ঠোঁটের ভাষা থমকে গেলে চোখের ভাষায় বলো, নতুন দিনের স্বপ্ন চোখে, হাতটা বাড়াই চলো।।
- হে প্ৰিয়তমা কাছে আসো একটা মৃদু চুম্বন করি ঠিক যেভাবে ফুলের উপর প্রজাপতি বসে ৷ শুভ চুম্বন দিবস।
- ভুলিয়ে দিয়ে সকল ব্যথা, তোর হাসি দেখেই হাসবো প্রিয়। মনখারাপের একলা রাতে তোর থেকে পাওয়া চুমুটিই শ্রেয়। শুভ চুম্বন দিবস প্রিয়তমা।

কিস ডে সেরা কবিতা, Best ever Kiss Day poems and shayeris
- তুমি যে আমার জীবনের পরী, যাব কি তোমার খুব কাছে ! দেবে কি ঐ লাল ঠোঁটের উষ্ণ চুম! বড্ড কষ্ট পাচ্ছি যে মনের জ্বালায়, তোমার ঐ ঠোঁটের উষ্ণ ছোঁয়ায় ফুটাতে চাইছি এ মনে ভালবাসার গোলাপ।- শুভ চুম্বন দিবস।
- প্রেমের অনুভূতি বুঝে নিতে হয়তো চুম্বনের প্রয়োজন হয়না, তবে মনে থাকা প্রেমের তাপদাহ বাড়িয়ে তোলার জন্য চুম্বন দিবস পালন করা উচিত। শুভ চুম্বন দিবস।
- তোমার লাল ঠোঁটগুলো যে বড়ই ভয়াবহ, আমার শরীরে ক্রমশ সৃষ্টি করেছে তাপদাহ, হে প্রিয় তোমার ওই লাল ঠোঁট যে আমায় দিচ্ছে ভীষণ যাতনা, আজ এই ঠোঁটগুলোকে ছুঁইতে চাইছি প্রাণ ভরে, এইটুকুই মোর বাসনা। শুভ চুম্বন দিবস।
- আজ সকালে, তোর কপালে, স্বপ্নমাখা হাজার স্নেহের চুমু এঁকে দিলাম শক্ত করে, বললি ধরে, সাত জনমই সঙ্গে থাকার প্রতিজ্ঞা আজ নিলাম। শুভ চুম্বন দিবস।
- নিঃশ্বাসের বিসর্গে চুমুর সূচনা হোক, উপসংহারের শেষে দাঁড়ি নয়, অন্তহীন থাক শেষটুকু। শুভ চুম্বন দিবস।
- তোমার চুম্বনের উষ্ণ ছোঁয়া আমার দেহে যেন তড়িৎ প্রবাহের সৃষ্টি করে দেয়। সেই প্রথম দিন থেকে আজ অবধি আমি একইভাবে তা অনুভব করছি। শুভ চুম্বন দিবস প্রিয় মানুষ।
- আজ ইচ্ছে হলে কপালে একটি চুমু এঁকে দিও প্রিয়। আমার প্রেমিক মন যৌনতা নয়, কেবল একটু আদর চায় তোমার থেকে। শুভ চুম্বন দিবস।
- চুম্বন তোমার অমৃতসম, ওষ্ঠ স্বর্গ সুখ, তোমার রসের ধারায় আমার জুড়ায় মলিন বুক। প্রিয় মানুষকে জানাই শুভ চুম্বন দিবস।
- প্রেম লিখিতেছে গান কোমল আখরে অধরেতে থর থরে চুম্বনের লেখা। দুখানি অধর হতে কুসুমচয়ন, মালিকা গাঁথিবে বুঝি ফিরে গিয়ে ঘরে।দুটি অধরের এই মধুর মিলন, দুইটি হাসির রাঙা বাসরশয়ন॥
- শেষ চুমুটার স্মৃতি ভুলে যেতে চাইলে -পৃথিবী জলের দামে বিক্রি করে দিও। আমি কিনে নিব! শুভ চুম্বন দিবস।
- বাতাসে চুম্বন দিলি ধরতে পারি নাই, তোর চুম্বন পরল আকাশের গায়।মেঠো পথ এঁকে বেঁকে হারিয়ে গিয়েছে গাঁয়, তোর চুম্বনেরে সেই গাঁয়েতে কোথায় খুঁজে পাই?- শুভ চুম্বন দিবস
- আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ, মন, তোমাকে ছুঁয়ে দিলাম, নাম, বুকের বোতাম, হারানো খাম আজ কেন যে খুঁজে পেলাম
- মেলেছো চোখ, উড়েছে ধুলো, দূরের পালক, তোমাকে ছুঁলো, জানি দেখা হবে, ঠোঁটের ভেতরে ঘুমের আদরে ।
- হ্যাপি চিলড্রেনস ডে/শিশু দিবসের শুভেচ্ছা, Happy Children’s Day wishes in Bengali
- Happy Teachers Day/শুভ শিক্ষক দিবসের শুভেচ্ছা, Best Teachers Day quotes in Bengali
- গুরু পূর্ণিমার শুভেচ্ছা, উক্তি, ক্যাপশন, Best Guru Purnima wishes, quotes, captions in Bengali
- প্রপোজ ডে উক্তি, ক্যাপশন, বার্তা, বাণী ও স্ট্যাটাস, Best captions and wishes on Propose Day for your love in Bengali
- বন্ধু দিবস নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, ছবি, শুভেচ্ছা, Best captions and messages on Friendship Day in Bengali

শেষ কথা :
কাছের মানুষের থেকে একটি উষ্ণ চুম্বন লাভের অনুভূতিই হল চুম্বন দিবসের মূল উদ্দেশ্য। প্রেমিকের উষ্ণ ছোঁয়ায় প্রেমিকা যেন প্রেমের নিদারুণ গভীরতার সাক্ষী হতে পারে। এক চুম্বন যেন একে অপরকে আরো কাছে নিয়ে আসে।
আজকের প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “কিস ডে বা চুম্বন দিবস” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।
