আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “ভারতবর্ষ” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
ভারতবর্ষ নিয়ে ক্যাপশন, Mind blowing sayings about India in Bangla
- আমি ভারতীয়, এই ভারতবর্ষে আমার জন্ম, তাই বিদেশে গিয়েও জন্মভূমির প্রতি টান আমার থেকে গেছে।
- ভারতবর্ষে যত ভিন্ন জাতি ও ধর্মের মানুষ বাস করে, তা হয়তো পৃথিবীর আর কোথাও নেই।
- আমি আমার জন্মভূমি ভারতবর্ষকে ভালোবাসি, তাই আমি বিদেশে যেখানেই যাই ভারতের সুনাম গাই।
- হে ভারতবর্ষ, তুমি নবরূপে এসো প্রাণে; এসো হে,তিরঙ্গা আর মানচিত্রের সন্ধিক্ষণে ৷ তোমাকে খুঁজতে পথে নেমেছি, তুমি যে রয়েছো নাগরিকদের মনে!!
- আমি গর্বিত যে আমি ভারতীয়, কারণ ভারতবর্ষের মত সংস্কৃতি বিশ্বের আর কোনো দেশে নেই।
- কাঁটাতারের রক্তাক্ত দাগ নিয়ে পিঠে আজো বেঁচে আছি, সীমান্তে দাঁড়িয়ে তবে গর্বের সাথে বলি আমি ভারতবর্ষকে ভালোবাসি।
- শূন্য থেকে শুরু হোক “ভারতবর্ষ” কে আগামী প্রজন্মের কাছে দূষণ হীন কুসংস্কার মুক্ত দেশ বানাবার !
- শত বীর, কত নীর, সর্বোচ্চ ভারত শির, কত দান, শত বান, সর্বশ্রেষ্ঠ ভারত! পৃথিবীর বৈচিত্রময় দেশ, বহু বেশে! ভারত সবার সাথে, অনেক যুদ্ধ-জয়, মৃত্যু হেসে, মহৎ নেতার নেতৃত্বে যুক্ত ভারত, মুক্ত ভারত, মোদের ভারত মহান, রইবে দেশের জয়গান, পবিত্র মোদের হিন্দুস্থান।
ভারতবর্ষ নিয়ে স্ট্যাটাস, Bharatborsho niye status
- যদি মনে করো রয়ে গেছে জন্মান্তরের ঋণ ,আতিশয্য ভরে পাঠাবো মুক্তিপণ। ধুনো হাতে আঁতুড়ঘরে দাঁড়িয়ে থাকবে দাই। আমি আবার জন্মাবো। হয়তো আরো একবারহে পিতা, শেষমেষ তুমি আসবে ।চারহাত কাপড়; উস্কো চুল। অতি সাধারণ সেই বার্তালাপে এক ভিখারীণী রাজার মতো গর্জে উঠে বলবে আমার এই ভারতবর্ষ ফিরিয়ে নাও। আমার সেই ভারতবর্ষ ফেরত চাই।।
- চোখভরা জল আর বুকভরা অভিমান নিয়ে, কোলের ছেলের মতো তোমার কোলেই ঘুরে ফিরে আসি বারবার, হে ভারত, জননী আমার।
- স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপরে ফুটে উঠেছে যে মানচিত্র—তার নাম ভারতবর্ষ।আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়েচা-বাগিচায় কফি খেতে,কয়লা-খাদানে, পাহাড়ে-অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা—তার নাম ভারতবর্ষ।আমার অশ্রুর জলসেচে আর হাড়ের ফসফেট-এ খুনীর চেয়েও রুক্ষ কঠোর মাটিতেবোনা হয়েছে যে-অন্তহীন ধান ও গানের স্বপ্ন—তার নাম ভারতবর্ষ।
- ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তবুও …আমরা উচ্চশিক্ষার জন্য বিদেশ যাওয়ার স্বপ্ন দেখি কেন?
- আমার দেশ ভালো থাক হৃদয় অলিন্দে …সোনার বাংলা হয়ে…তোমার দেশ বারুদের গন্ধ পোড়া খুনীর গন্ধে যাক না বয়ে।ক্ষতি কি ভারত যদি ভরে মৃতের স্তূপে রাজনীতির কারবার …আমার দেশ ভালোই আছে কল্পলোকে ইতিহাসের দরবারে ৷৷
- হে সুভাষ কোথায় তুমি? তোমাকে ফিরে আসতেই হবে সুভাষ, আবার তোমার কণ্ঠে প্রতিধ্বনিত হবে জয়হিন্দ! তোমার ধর্ষিতা বোনের জন্য, তোমার ক্রন্দনরতা মায়ের জন্য, তোমার ছিন্ন ভিন্ন ভাইয়ের জন্য, তোমার অসহায় বাবার জন্য তোমাকে আবার ফিরে আসতেই হবে হ্যাঁ, সুভাষ! আসতে তোমাকে হবেই এই ভারতে…..
- আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে পাহাড় অরণ্য নদী সমুদ্রে , চা বাগিচার কফি খেতে ভালোবাসাই লেখা হয়েছে, আমার ভারতবর্ষের নাম।এখানে সবাই সবার পাশে থাকে। পৃথিবীর যাবতীয় বিবাদ দুঃখ ভুলে সকলে এক হয়ে থাকার প্রতিজ্ঞা করে যে দেশ সেটাই আমাদের ভারতবর্ষ ।।
- স্বাধীন ভারতের জন্ম, তোমার অহিংসতায় ঋণীসকল ভারতবাসী, তোমার ধৈর্য্যশীলতায় ।চিরস্থায়ী তোমার অহিংসা নীতি, প্রচলিত সর্বস্থানে তোমার স্মৃতি রইবে চিরকাল, হৃদয়ের অবগুণ্ঠনে ।গান্ধীজি তুমি মহাত্মা, তুমি আমাদের মোহনদাস, তোমার অবদান বিশ্ব জুড়ে, সোনায় লেখা ইতিহাস ।
- প্রেমদিবসে ভারত মায়ের প্রেমস্পর্শ থেকে তারা বিদায় নিল হঠাৎই,শহীদ হলো ৪০ জন বীর।বোন হারালো রাখির সেই হাত, কোল খালি হলো মায়ের ৷ আজ সেই ৪০টি পরিবারের জন্যে সত্যিই প্রেমদিবস ৷ প্রেমের রঙ লাল। সেদিনও আমাদের পতাকা ভিজেছিল উষ্ণ লালে ৷ ভুলে যেওনা তাদের, যাঁরা শহীদ হয়েছিল মায়ের সেবায়।তাঁদের কে বাঁচিয়ে রেখো প্রতি নিঃশ্বাসে ।তাঁরা আমাদের গর্ব,ভারত মায়ের অহংকার, মনুষ্যত্বের অভিমান!
ভারতবর্ষ নিয়ে কবিতা, Beautiful poems about India
- এদেশ আমার এদেশ তোমার এদেশ জন্মভূমি, ভারত মায়ের স্নেহে গড়া আমার পুণ্যভূমি ,বীর নেতাজী বীর ক্ষুদিরাম ধন্য ভূমি তুমি, বীর শহীদের রক্তে মাখা আমার পুণ্যভূমি ,উজ্জ্বল হয়ে আছো আজও উজ্জ্বল গগনে, তোমরা থাকো প্রতি জনের প্রতি স্পন্দনে ।এদেশ আমার এদেশ তোমার সবাই পাশাপাশি, হিংসা বিভেদ ভুলে গিয়ে আমরা ভারতবাসী । ভারত মায়ের লালন করা আমার জন্মভূমি, স্বাধীনতার স্বাধটা তাই পাচ্ছি আমি তুমি । স্বাধীনতার স্বাদ এসেছে শহীদ বীরদের জন্য, ভারত মায়ের লালন করা বীর তুমি সব ধন্য। জন্মভূমিতে বীরেরা আজও অমর হয়ে আছো, ভারত মায়ের কোলে তোমরা সবাই ভালো থেকো । বীর শহীদদের চরণে আমার নতমস্তকে প্রণাম, ভারত ইতিহাসে উজ্জ্বল থাকবে তোমাদের নাম।
- জন্মেছিলেন তিনি পরাধীন ভারতবর্ষে, ১৮৯৭ সালে দেবী প্রভাবতী বসুর গর্ভে। আজাদ হিন্দ ফৌজের দেন নেতৃত্ব তিনি, তাইতো ব্রিটিশ সরকার তাকে কারাগারে করেন বন্দি। তবুও তিনি যাইনি দমিয়ে, দেশের জন্য লড়াই করতে দেননি থামিয়ে। দেশের মানুষ ভোলেনি তোমার লড়াইের দিনগুলো, তোমাকে আটকানোর চেষ্টা করতো,দেশের পা-চাটা কুত্তাগুলো। দেশের অধিকাংশ মানুষ তোমারই অনুগামী, গর্ব করে বলতে পারি , তোমার জন্যই দেশ আজ স্বাধীন। ভারতবর্ষ সদাই তোমায় মনে রাখবে, আমাদের কাছে তুমি অমর হয়েই থাকবে।
- এ দেশ আমাদের, আমাদের প্রাণের ভারতবর্ষ ।এখানে মন্দির-মসজিদ-গীর্জায় ভিন্ন সুরে একই প্রার্থনা। এখানে চাঁদ ঈদেও জাগে, পূর্নিমাতেও হাসে এখানে রথযাত্রা, দোলযাত্রা, মহরম, দুর্গাপূজা, ঈদ, চড়কের অপূর্ব সমন্বয়। এ দেশ আমাদের, আমাদের গর্বের ভারতবর্ষ।
- হিমালয় তার মাথার মুকুট, চরণে নদী সাগর । ফুল দিয়ে তার সাজানো তনু,লাগে বড় মনোহর। পাখির কলতানে ভরা তার গৃহ,আঙিনাতে সোনা ধান। আমের মুকুলে সাজানো তোরণ, পিক দেয় কুহূতান ৷ সেরার সেরা দেশটি আমার,ভারতবর্ষ নাম । সূর্য সেথা ছড়ায় আলো,করে আশিষ দান , সোনার দেশে সোনার খনি, সোনায় মোড়া তাজ। তাইতো বারে বারে আসে, লুটতে লুটতরাজ। বীর সেনানী জাগ্রত সদা, রাখতে দেশের মান। হানাদারদের রুখতে তারা, প্রান দেয় বলিদান। সবার উপরে উড্ডিয়মান,ভারত মাতার কেতন। হরষিত মোরা, পুলকিত মোরা, ভারতের জনগণ।
- পরাধীনতায় এক ছিল সব ভারতের সন্তান, স্বাধীনতা পেয়ে হয়েছে এখন হিন্দু মুসলমান। ধর্ম নিয়ে রাজনীতি আর ধর্মীয় আবদারে, দেশমাতৃকার বক্ষে আঘাত হানে বারেবারে । তেরঙ্গাও বন্দি ঐ নীল লাল সাদা গেরুয়ায় ,স্বাধীন দেশে জন্মে ওরা দেশটাই ভাঙতে চায়! ধর্ম ভুলে কর্মে মাতো, দেশ যে প্রাণপ্রিয় গর্বিত আমি – আমরা সবাই যে ভারতীয় ।
- ভারতবর্ষ মানে কোন আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয়, ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয়বার্তা নয়….ভারতবর্ষ মানে, বিজয়সিংহের সিংহল জয়ের ফ্যাসিষ্ট গৌরবগাথা নয়…ভারতবর্ষ মানে শুধু, মীনাক্ষীপুরম কিংবা জামা মসজিদ নয়….ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি, কিংবা জিন্নাসাহেবের অলিখিত শ্বেতপত্র নয়…..ভারতবর্ষ মানে এক ভালবাসা।
- ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো …তোমাতে আমরা লভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো।
- ভারতবর্ষ তোমাকে প্রণাম করি, সর্বপ্রথম তোমার সূর্য আমার, চোখের মুছে দিলো সর্পরী ,তোমার মাটিতে আমার এ দেহ গড়া।
- দেশ দেশ নন্দিত করি মন্দ্রিত তব ভেরী, আসিল যত বীরবৃন্দ আসন তব ঘেরি।দিন আগত ওই, ভারত তবু কই?
- ভারতবর্ষ সূর্যের এক নাম, আমরা রয়েছি সেই সূর্যের দেশে..লীলা চঞ্চল সমুদ্রে অবিরাম…গঙ্গা যমুনা ভাগিরথী যেথা মেশে ||
- ভারতবর্ষ মানবতার এক নাম, মানুষের লাগি মানুষের ভালবাসা, প্রেমের জোয়ারে এ-ভারত ভাসমান…যুগে যুগে তাই বিশ্বের যাওয়া-আসা…সব তীর্থের আঁকা-বাঁকা পথ ঘুরে…প্রেমের তীর্থ ভারততীর্থে মেশে ||
- ভারতবর্ষ সাম্যের এক নাম, অস্পৃশ্যতা হিংসা ও দ্বেষ ভুলে…কন্ঠে সবার একতার জয়গান, ভেদাভেদ ভুলে বক্ষে নিয়েছে তুলে….দেবতা এ-দেশে মানুষ হয়েছি জানি, মানুষকে দেখি গণ দেবতার বেশে ||
- হে মোর চিত্ত, পূণ্য তীর্থে জাগো রে ধীরে–এই ভারতের মহামানবের সাগরতীরে।হেথায় দাঁড়ায়ে দু-বাহু বাড়ায়ে নমি নর-দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তাঁরে।ধ্যান-গম্ভীর এই যে ভূধর,নদীজপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে , এই ভারতের মহামানবের সাগরতীরে।
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “ভারতবর্ষ” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।