অতীত নিয়ে উক্তি, বানী, কবিতা,ক্যাপশন, স্ট্যাটাস, Best ever quotes and captions about past in Bengali


কথায় আছে অতীতের নাকি অমরত্ব আছে, কারণ আমরা কখনোই নিজের অতীতকে ভুলে যেতে পারিনা, কোনো না কোনো ভাবে এর প্রভাব আমাদের জীবনে থেকেই যায়। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “অতীত” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

অতীত নিয়ে উক্তি, বানী, কবিতা,ক্যাপশন, স্ট্যাটাস
Pin it

অতীত নিয়ে ক্যাপশন, Best ever captions about past in Bengali

  • অতীত ভুলে বর্তমানে গা ভাসিয়ে দাও,ভালো থাকবে।
  • অতীত খুঁজে পাওয়া চিঠি, দেখি জীর্নতার ধূলো মেখে, পড়ে রয়েছে মনিকোঠার এক কোনে। ভারাক্রান্ত হৃদদরিয়ার চাপা যাতনায়, চিন চিনে ব্যথায় বুক ফাটে।
  • তোর কন্ঠস্বর আজও মনের দেওয়ালে তীব্র আঁচড় মারে, সম্পর্ক অতীত জেনেও মন শুধু তোকেই খোঁজে বারেবারে ৷ ৷
  • আধো আধো কিছু স্মৃতির পেয়ালা, অবসাদের গরলে ডুব তারিখ ঘেঁটে, নিঃস্ব রাতে, অতীতের জয় হোক।
  • পুরোনো কাগজে রুই ধরে গেছে,জ্বলেছে সাঁঝের বাতি বোবা পাখিটাও উড়ে চলে গেছে,খুঁজতে নিজের সাথী।
  • এখনো তুমি সেই তিমিরে? তবে কি খেই হারিয়েছো? অতীতের কথা মনে রেখে আজও সেখানেই দাঁড়িয়ে আছো!
  • অতীত ভেবে চেনা পথে দূরত্ব বাড়ে, ছেঁড়া পাতায় রাতের কিনারে গল্প জমে। অবশেষে মনগড়া কথার পাহাড়, আস্তানা গড়ে অপ্রেমিকের নামে।
  • অপরিণত কবিতার লাইন, বোবা টেলিফোনে ছিন্ন যোগাযোগ। পড়ন্ত স্মৃতির গল্পকথায়, অজ্ঞাতনামা অতীতের বেহিসেবী অভিযোগ।
  • স্মৃতি গুলোকে মুক্ত করো বর্তমান থেকে, তাকে তোমার অতীত হতে দাও ৷
অতীত নিয়ে ক্যাপশন
Pin it

ব্যর্থ প্রেম নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Quotes on Sad love in Bengali  

অতীত সম্পর্কিত স্ট্যাটাস, Oteet niye status

  • “স্মৃতি মুছে যায়” সম্পর্কের নাম বদলে যায় । যার নাম বিচ্ছেদে রূপান্তরিত হয়, সে একসময়ে অতীত বলে আখ্যা পায় ।
  • রংমলাটের হারানো ভাঁজে, থাকল গোপন কল্পনা।এসব অতীত তুলবে উজান, যখন আমি ফিরব না।
  • ফেলে আসা অতীত জানে, কতোটা শীতলতায় জল জমে বরফ হয়ে যায়, কতোটা যন্ত্রণায় পুড়লে হাফ টন লোহাও নিমেষে আগুনে গলে যায়।
  • হাজারো মহাসিন্ধু ঘুরে যেখানে এলাম আমি, সেটা সেই পরিচিত অতীতের চেনা মৃত্যু বিন্দু।
  • অন্ধকারের আকাশ বুনে সন্ধ্যে হোক নীল খামে, যারা হারায় রূপকথায় ফেরেনা কি তারা অতীত নিলামে?
  • ঝিমিয়ে পড়েছে সবাই, সাড়া-হীন অ্যান্ড্রয়েড, উপেক্ষার সিনড্রোমটা কি লাইফটাইম-পেইড? ব্যর্থতার ট্যাগ লাগানো অব্যক্ত বাইশের গায়ে, বিলাসী অতীত সুখে থাক গ্যালারি-বন্দি হয়ে!
  • হাজার সুখের স্মৃতি -উজাড় করে দিলাম, তোমায় ছোট্ট মনের জেলখানাতে – বন্দী কতো রামধনু রঙ, চোখের কাজল আজও কতো রাত জাগে – এই দুটি চোখেই আজও যে ‘অতীত’ বেঁচে থাকে।
  • বর্তমানের চেয়েও আমার হারানো অতীত অনেক ভালো ৷ 
  • দুর্বল যখন মনের ঘর, কষ্ট তখন অতীত জুড়ে । সাদা-কালো ঘরের দেওয়াল, নোনা জলে চোখের বাওয়াল ৷
অতীত সম্পর্কিত স্ট্যাটাস
Pin it

ঈমান নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা, Faith Quotes, Status, Captions in Bengali

অতীত নিয়ে উক্তি এবং সুন্দর কিছু লাইন, Meaningful and catchy lines about past  

  • অতীত গায়ে শুধুই ছেড়ে যাওয়ার ক্ষত, হয়তো হারিয়ে ফেলাও খানিক ‘অভ্যাস’, সন্ধ্যাপথ আলোর কণায় ভরা, আবছায়া রঙ ঘিরেছে অবকাশ ।।
  • সকালের প্রথম চায়ের কাপে বিস্কুট নয়, সিগারেটের ধোঁয়ায় ওড়ে মৃত অতীত!
  • একলা ঘরে সময় থামে, অনুসরণে অতীত স্মৃতির বুকে নৌকাডুবি, দাঁড়িয়ে নীরব পথিক ।।
  • অশ্রুমতি নীরব পথিক, হিসাব কষে ক্ষতির, একলা বুকে যজ্ঞ জ্বলে অতীত আর স্মৃতির ৷ ৷
  • অতীতের গহ্বরে নিমজ্জিত ফেলে আসা রাত, সময়ে অসময়ে মনের কিনারে বর্ষণ করে অভিসম্পাত।
  • ফেলে আসা অতীত- ব্রেন ও শরীর সহিত.. মেলে দেওয়া কষ্ট, সুখগুলো খুব স্পষ্ট…. নাম টা গেলো রয়ে, সময় টাও যাচ্ছে বয়ে…
  • প্রাইমারিতে ম্যাম কে, প্রথম ভালোবাসা, এখন শুধুই প্রেমের নামে হাসা, নতুন মুহূর্তের চিন্তা থাকে বেশি অতীতে!! তবু নতুনে এসে অতীতের চিন্তায় মন বেশ কিছু মুহূর্ত কাটায় ছুটিতে।
  • বিলাসিতা করে বলে থাকি ভালো আছি, আদপে ভালো থাকা আর উপভোগ করা যায় না, আজকে যদি দিনের শেষে সামলে নিতে পারি, কাল বলবো অতীতের চেয়ে সুখের কিছু হয় না ৷
  • আজ বহুদিন পরে মনে পড়লো তোমায়, কেউ এসে মনে করিয়ে দিল, আমিতো ভুলেই গিয়েছিলাম তোমাকে, হয়তো ভুলে যেতেই চেয়েছিলাম, কিন্তু কেউ এসে কানেকানে বলে গেল আজ – “আমার মতো তোমারো একটা অতীত আছে, কখনো ভুলে যেও না তাকে।
অতীত নিয়ে উক্তি এবং সুন্দর কিছু লাইন
Pin it

ভ্রমণ নিয়ে উক্তি, বানী, স্ট্যাটাস, ক্যাপশন, Best quotes on travelling in Bengali

অতীত নিয়ে কবিতা ও শায়েরী, Wonderful poems and shayaris about past explained in Bangla 

  • অতীতটা যদি বর্তমানে ফিরে আসে? যদি একটা ঝাপটেই সবকিছু ভেঙে চুরমার করে দেয়? যদি তহনছিয়ে দেয় সাজানো গোছানো বর্তমানটা ! যদি বিশ্বাসের প্রতিটি সুতোর গিটে গিটে মিশিয়ে দেয় বিষাক্ত হেমলক ! কি করবে তখন ?
  • ফেলে আসা অতীতের দিন গুলো হাত বাড়িয়ে ডাকছে, ফেলা আসা ক্লাস রুম, ব্ল্যাকবোর্ড, লাইব্রেরী, ঘন্টা, টিফিন টাইম ! সবকিছুই আজ শুধু স্মৃতি হয়ে বন্দি আছে মনের ডায়েরীতে। ফিরে চেয়ে দেখি, কোথায় যেন হারিয়ে গেছে বন্ধুত্বের দৃঢ় বন্ধন।
  • হ্যাঁ, আমি করি চেষ্টা। অতীত ভোলার চেষ্টা, ভবিষ্যত না গড়ার চেষ্টা, এমনকি বর্তমানে পালানোর চেষ্টা; হ্যাঁ,আমি করি চেষ্টা ৷
  • অতীতের কাটানো মুহূর্তগুলো মাঝে মাঝেই হয়, আমার রাতের অন্ধকারে বালিশ ভেজার কারণ! একটা জমানো কষ্টে বুকটা চিনচিন করে ওঠে।
  • কাঁদছে আমার শহর কাঁদছে, আমার ফেলে আসা অতীত প্রেক্ষাপট… স্মৃতির হাত ধরে চলে এসেছি অনেকটা পথ, এখন পাতা হাতড়ালে শুধু পাবো তিক্ত কিছু গল্প।
  • অতীতটার ক্ষমতা বড়বর্তমানকেও নাড়ায়… ভুলগুলো সব ফিরে এসে ঠিকের মাঝে দাঁড়ায়,অতীত ভুলে আবারও যদি একই ভুল হয়ে যায় অভ্যাসে, আয়না জুড়ে অতীত তখন বর্তমানকে দেখে হাসে।
  • বর্তমানের আধুনিকতায় বড্ড বেশী ব্যস্ততা, অতীত ভুলে সুখেই আছে তোমার আমার সখ্যতা ৷৷
  • আগন্তুকের মনের আশা প্রতিবন্ধক হয় অতীত নেশা ভ্রম জীবনের উষ্ণ সঞ্চালন বাস্তবতার করছে দহন।
  • হাতছানি দিয়ে ডাকে অতীত! সুযোগ সন্ধানী বর্তমান ঘাপটি মেরে থাকে ! ভবিষ্যতের বুক চিরে দীর্ঘশ্বাস নামে ! দিনশেষে মৃত্যুই কেবল অপেক্ষায় থাকে !
  • পুরোনো ফটোফ্রেমে, আমি বন্দী তোমার অতীতে, অবেলার জ্বরে মুহূর্তদের সেকি হাড়কাঁপানো শীতে!
  • ভুলে যেতে চাই হারিয়ে যাওয়া ভালোবাসাকে, ভুলে যেতে চাই আমার যন্ত্রণা ভরা অতীতকে ।
  • মনে পড়ে সেই পুরনো দিনের কথা, স্কুলের সেই অতীত ভোলানো ব্যাথা। মনে পড়ে সেই স্কুলের ঘর গুলো, যেখানে ছিলো অতীতের বেশিরভাগ স্মৃতি গুলো।
  • অতীতের অধ্যায়গুলো পেন্সিলে লেখা হলে ভুলে যাওয়া সহজ হতো।
  • চল আবার ভিজি তোর হাতে হাত রেখে, সেই রাস্তায় কল্পনায় ছবি একে, নিদারুণ সেই মুহূর্তগুলো হয়েছে আজ অতীত হৃদস্পন্দনে বইছে তড়িৎ ।
  • প্রতিটা মুহুর্ত, যাকে আমরা বর্তমান বলি তার সবটাই আসলে পলক ফেলার আগেই ‘অতীত হয়ে যায় ৷
  • অসমাপ্ত উপন্যাসে তুমি তো বরাবরের সংক্ষিপ্ত বিরহ, নিয়ম মাড়িয়ে শুরুর আগেই অজান্তে শেষ হয়ে যাও; তবে কেন অভিমানী অপেক্ষাদের চক্রব্যূহে প্রবেশ করে, বিস্মৃতপ্রায় নগ্ন অতীতের আবরণ ছিঁড়ে অনুতাপের আগুন জ্বালাও?
  • বিবর্ণ হাজারো স্মৃতির ভীড়ে, আমাকে ভুলে থেকে দিনের শেষে অতীত মুছে, বর্তমানকে বড্ড ভালো রেখো।
  • মনপিঞ্জিরার আগল খুলে আজ,  উড়িয়ে দিলাম তোকে অনেক দূরে…”প্রেম-পাখি ” আর ধরে রাখবো না তোকে,তোকে বেঁধে রাখার ইচ্ছেগুলোও – আজ খুব ক্লান্ত মুক্তি দিলাম সেই ইচ্ছেদের আজ, তোর মতো আজ আমিও নতুন ইচ্ছেডানা মেলে – পাড়ি দেব অতীতের আকাশে, পেছনে ফেলে আসা ঐ বিশাল মেঘটা – আজ আমায় আবার আগলাতে পারে কিনা!নিজের আদরের সিক্ততা দিয়ে আমার মনকে …ভালোবাসার বারিতে -ভেজাতে পারে কিনা, প্রেমের এই বর্ষণে, দেখি, আবার অতীত আমায় আজ বুকে টেনে নিতে পারে কিনা!
অতীত নিয়ে কবিতা ও শায়েরী
Pin it

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “অতীত” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।


Recent Posts