আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “তোমাকে” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

‘তোমাকে’ নিয়ে লেখা সুন্দর লাইন, Beautiful lines on You
- আমি তোমাকে প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি পলকে চোখে হারাই। তোমাকে না দেখাটা যেন এক দুঃস্বপ্নের মত।
- যতবার ভেবেছি আরো একবার ফিরে দেখি তোমাকে ততবারই তোমার দেওয়া অবহেলা ঘিরে ফেলেছে আমাকে ৷
- তোমার আমার সমান্তরাল রেখায় সৃষ্টিছাড়া ভালোবাসার মেঘ জমেছে নিতান্তই অকারণে, প্রাক্তনের শহরে তো বসন্ত প্রতিবারই নামে, তোমাকে নিয়ে না হয় ভিজে যাব শেষ শ্রাবণে।
- ঘুড়ি থেকে ফানুস, দানব থেকে মানুষতবু ভালোবাসছি—আরও কাছে আসছি- স্কন্ধ থেকে কুরুশ পাথর থেকে পুরুষ, তবু ভালোবাসছি— তোমাকে।
- তোমাকে নিয়ে আমার অনুভূতি তোমার কাছে হয়তো আদিখ্যেতা বলে মনে হতে পারে, কিন্তু আমার কাছে তা অমূল্য সম্পদ।
- তোমাকে নিয়ে আমার সমস্ত অনুভূতিগুলো যদি প্রকাশ্যে আনতে পারতাম, তবে হয়তো ভালোবাসার এক অভিনব জগৎ তৈরি করতে পারতাম।
- প্রতি রাতে তোমাকে নিয়ে আমার দু চোখে সহস্র কাব্য রচিত হয়। যেন এক পলকে এক একটি ইতিহাস গড়ে ওঠে তোমাকে নিয়ে।
- তোমাকে দিয়ে আমার গল্পের শুরু? আমার গল্পের শুরুতে তুমি গোধূলির লগন, নীরবতার শেষে রয়েছো তুমি ভালবাসার আসক্ত চিঠিতে!

অভিশাপ নিয়ে উক্তি, ক্যাপশন, কবিতা, Best and fine sayings and quotes on curse in Bengali
‘তোমাকে’ নিয়ে লেখা সেরা ক্যাপশন, Lovely captions on You in Bangla
- একদিন তোমাকে তোমার কাছ থেকেই চুপিসারে নিয়ে চলে যাব। তখন হঠাৎ করে তুমি খেয়াল করবে যে তোমার হৃদয়ের সব রঙ এলোমেলো হয়ে গেছে।
- নিশির বিষন্ন মন বোঝেনি তো প্রিয়জন, ঘুমহীন কল্পনার বাঁকে নীরব আঁখি আঁকে “তোমাকে”।
- প্রাণ দিতে চাই, মন দিতে চাই সবটুকু ধ্যান, সারাক্ষণ দিনে চাই “তোমাকে”।
- অনুভবে পাই ভালোবেসে যায় সব সোহাগ উজাড় করে দিতে চাই তোমাকে।
- পরিচিত সুর বাজে না আর কানে, কেউ তো আর বলে না ভালোবাসি তোমাকে!
- চেনা ডাকনাম ধরে ডাকো যাকে তুমি জানোনা, সে হারিয়েছে ফেলে আসা বাঁকে, পুরোনো গিটারটাও miss করছে তোমাকে; আর আমি miss করছি তোমার পাশের সেই আমাকে ।
- আমার সাথে চলতে পারো, আমায় সব বলতে পারো, আমার সাথে হাঁটবে কী রাতে,জ্যোৎস্না ভেজা সবুজ ঘাসে? আমার সাথে কবিতা লেখা তোমায় সেদিন প্রথম দেখা, আমার আজ অবাক মন, তোমার সাথে অকারণ৷ হাতটি নিতে পারো ধরে তোমার হাতে আলতো করে, এই জীবন তোমাকে দিলাম, জেনো,শুধু তোমারই ছিলাম।

মেঘ নিয়ে সেরা উক্তি, বানী, ক্যাপশন, Best quotes and captions about cloud in Bengali
‘তোমাকে’ নিয়ে লেখা স্টেটাস, Wonderful status about You
- কুয়াশা ঘন পথে কেমনে পাবো তোমাকে খোঁজার রাস্তা, কুয়াশা তবে কি সুন্দর সম্পর্ক ভেঙ্গে দেবে সেই আস্থা ?
- যতবার ভেবেছি আমার আমিটা আবার স্বেচ্ছায় হেরে গিয়ে চাইবে তোমাকে ততবারই তোমার অহং তুমিটা মিথ্যের মোড়কে হারিয়ে ফেলেছে আমাকে ।।
- তোমাকে ভালোবাসার অজুহাতে – একটু বাঁচি আমি জীবনকে,তোমার সাথে হাসার অজুহাতে, নিজের মনকে খুঁজে পাই তোমাতে, তোমার অভিমানের নিঃশ্বাসে – কখনো ঝরে যাই চুপিসারে তোমার সরলতার আবেশে – ভালো লাগা বাড়ে বারবারে তোমার না বলা প্রেমের মাঝেও – তোমাকেই আপন করে পাই প্রতি বারে।
- যদিও তুমি আমার স্বপ্নের ‘শ্রী’,যতবার দেখি তোমায় ফিরে পাই অন্য এক অনুভূতি । চোখ তো শুধু তোমায় চায়, ঘুরে ফিরে সেই তোমাকেই পায়, চেনা মানুষ যেমন অচেনা কে খুঁজে পায়।
- তোমাকে দিলাম ভোরের পাখি, রাত জাগাটা আমার হোক, তোমাকে দিলাম চাঁদের হাসি, অমাবস্যার তারারা আমার হোক।
- তোমাকে নিয়ে ভাবাটা আমার কাছে কল্পনার মতোন, তোমার সাথে স্বপ্নে দেখাটা আমার কাছে বাস্তবের মতোন, তোমার সাথে বাস্তবে দেখা হওয়াটা আমার কাছে স্বপ্নের মতোন ৷
- আজ তোমাকে কবিতায় ডাকছি আবার যতক্ষণ না সাড়া দাও ততবার। তুমি শুনতে পাবে কি ?
- যতই তুমি যাও সরে, আমি তোমাকেই ভালবাসব, যতই পাঠাও দূরে আমায়, তোমারই কাছে আসব।
সন্দেহ নিয়ে উক্তি, বানী, ক্যাপশন, স্ট্যাটাস, Best quotes on suspicion in Bengali

‘তোমাকে’ নিয়ে লেখা কবিতা, Mind blowing poems about You
- কী আর লিখব তোমাকে! আমার চিঠি ভাসিয়ে দিয়েছি ঐ মেঘেদের ডাকে ৷ঐ যে দূরে নদীর পারে, শালুক ফুলের দলে, সেথায় কত টুকরো স্মৃতি, স্বপ্ন বোনা জালে।
- মেঘ রোদ্দুরে শুভদৃষ্টি, ট্রামলাইনও বাধাঁ সাতপাকে ! সিঁদুরে সেজেছে তিলোত্তমা, ভালবাসি বড় তোমাকে!
- আরো একবার ছুঁয়ে দিয়ে গেলাম তোমাকে….ঠোঁট রাখিনি তবু উষ্ণ ঠোঁটের উপর , শীতলতা শুধু আঁচড় কেটেছে ভিতর বুকে, সব সুখ রেখে তোমার কাছে আমি হয়েছি চির যাযাবর।
- যদি ছেড়ে যেতে হয়, অজস্র আঘাতে মনটা ভেঙে তছনছ করে দেওয়ার মত ক্ষমতা রেখো, যাতে তোমাকে ফিরে পাওয়ার বৃথা আশায় না থাকি।
- তোমাকে ছুঁয়ে থাকতে ভীষণ ইচ্ছে করে – যখন কষ্টগুলো ভেঙেচুরে পড়ে বুকের ভেতরে । তোমাকে ছুঁয়ে থাকতে ভীষণ ইচ্ছে করে – যখন আশা-প্ৰদীপ চোখের সামনে একটু একটু করে মরে । তোমাকে ছুঁয়ে থাকতে ভীষণ ইচ্ছে করে – যখন কান্নাগুলো দলা পাকিয়ে কন্ঠরোধ করে ৷ তোমাকে ছুঁয়ে থাকতে ভীষণ ইচ্ছে করে – যখন চারপাশটা নিকষকালো ঘনায় অন্ধকারে ।এই পোড়ামন শুধু তোমায় ছুঁয়ে শীতল হতে চায় ! তুমি ছাড়া কি আছে তার ? কষ্ট ভুলবে কি উপায় ?
- মাঝে মাঝে তোমাকে তোমার অজান্তেই আমি নিজের মনের মধ্যে সাজিয়ে নিই। তুমি কল্পনাও করতে পারবে না প্রেয়সীর ভূষণে তোমাকে কতটা সুন্দর দেখায়!
- আমার একান্ত অবসর তোমাকে দিলাম ৷গঙ্গার পারে সিক্ত হাওয়ায় শরীর জুড়ানোর মুহূর্তগুলো, অবসন্ন বিকেলের এক চিলতে রোদ্দুর তোমাকে দিলাম৷
- ব্যস্ত শহরে ছুটে চলা প্রাণহীন জীবন গুলোর মাঝে আমার এক টুকরো প্রাণ তোমাকে দিলাম ।।
- তোমাকে আমি দেখি যখন একদৃষ্টে চেয়ে, বিশ্ব যেন থমকে দাঁড়ায় আমার পিছু ধেয়ে সময় যেন সেই সুযোগে দ্রুত বেগে চলে, হৃৎস্পন্দনটাও বেড়ে যায় ভয়ের বরফটাও গলে ৷ এই কী হলো? বুঝি; দুর্ঘটনার প্রাদুর্ভাব, নাম মাত্র হচ্ছি বড় শুধরাই না কিন্তু স্বভাব ৷
- তোমাকে বুঝিনা প্রিয়,বোঝোনা তুমি আমায়, দূরত্ব বাড়ে যোগাযোগ নিভে যায় ৷
- আরো একবার ছুঁয়ে দিয়ে গেলাম তোমাকে, বসন্তের মলয় বাতাসে, তোমার স্নিগ্ধ সুবাস রেখে দিলাম হৃদয়ের আবেশে।
- তোমায় জাপটে এভাবেই থেকে যেতে চাই, জীবনের শেষ ক্ষণে তোমাকেই পাশে চাই ; এই ক্ষণ এই আলিঙ্গন অনুভবে সদা পাই, জন্ম জন্মান্তরেও তোমাকেই ফিরে পেতে চাই ।
- তোমাকে যত দেখি তত নতুন লাগে, হারানো কষ্ট ভুলে আবার নতুন করে বাঁচার ইচ্ছে জাগে।
- আজও আমি তোমাকেই চাই, আমার আঁধার রাতে অলীক সুখের মায়াজালে শুধু তোমাকেই খুঁজে পাই ।
- দিন এমনই কাটবে খেয়ালের ফাঁদে, তোমাকে মনে পড়বে যখনই জোছনা হাসে, তোমাকে মনে পড়বে যখনই আকাশ ভেঙে বর্ষা কাঁদে”।
- আমি কবি নই, তবু লিখব আজ কিছু পংক্তিমালা, বাতায়ন খুলে সাজিয়ে দেব, হাজার তারার মেলা। শব্দের ঝড় উঠবে ফুঁসে, নন্দিত কোনো অরণ্যে, কবিতা তুলবে সুর, তোমাকে স্পন্দিত করার জন্যে।
- ক্যালেন্ডারের প্রতিটি তারিখ, রোজ রোজ এটাই শেখাচ্ছে – তোমাকে ছাড়াও বাঁচা যায়!
- আমানত নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Quotes, Sayings, Status, Captions on Deposit in Bengali
- শখ বা শৌখিনতা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, Best Quotes and Captions on Hobby in Bengali
- পবিত্র কুরআনে বর্ণিত উপদেশ বাণী, Best words of advice mentioned in the Holy Quran in Bengali
- ‘তোমাকে’ নিয়ে লেখা সেরা উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best heartfelt quotes and sayings on You in Bengali
- মিলন নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন, Best quotes and meaningful captions on Union in Bengali

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “তোমাকে” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।
