আশীর্বাদ হল আমাদের বড় কেউ বা গুরুজন কর্তৃক শুভকামনা বা মঙ্গলকামনা। কাউকে প্রণাম জানানো এবং তার পরিবর্তে আশীর্বাদ লাভ করা বহু যুগ ধরে ভারতীয় সংস্কৃতির এক অঙ্গ এবং এই পরম্পরাটি হাজার হাজার বছর ধরে চলে আসছে।
আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “আশীর্বাদ” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

আশীর্বাদ নিয়ে বাণী, Wonderful sayings on Blessings in Bangla
- কোনো শুভ কাজে যাওয়ার আগে বড়দের আশীর্বাদ নেওয়ার পরম্পরার মাধ্যমে নিজেদের মধ্যে এক আন্তরিকতা বজায় থাকে, যদিও আজকালের যুগে এই পরম্পরা সবখানে দেখা যায় না।
- নিজের জীবনকে কখনও অভিশাপ বলে মনে করা উচিত নয়, বরং জীবন অবশ্যই একটা আশীর্বাদ, কারণ জন্ম নাহলে পৃথিবীটা যে কেমন তা আমরা দেখতেই পারতাম না।
- আমি কখনো কারোর আশীর্বাদ প্রার্থনা করিনা কারণ, আমার সব শুভ কাজ অভিশাপ দিয়ে শুরু হয়।
- তোমার কাছে দেওবার যদি কিছু-ই না থাকে, তবে আঁচল খুলে শুধু একটু আশীৰ্বাদ দিয়ে যা, এতেই ধন্য হবে জীবন আমার।
- বিজ্ঞানকে অনেকে আশীর্বাদ মনে করেন, আবার অনেকের মতে এটি মানব জীবনে অভিশাপের মত, তবে বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ সবটা নির্ভর করে মানুষ বিজ্ঞানকে কিভাবে প্রয়োগ করছে তার উপর।
- যদি কখনো আশীর্বাদ করতে চাও তাহলে বোলোনা আমায়-‘ভালো থেকো’, তোমায় ছাড়া যে আমি ভালো থাকতে পারবোনা- তা বুঝতে কুড়ি বছর নেহায়েত কম সময় নয়, তার চেয়ে বরং বলো-‘ভুলে থেকো’।
- গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রমাণ করলে কোনো সম্মান নষ্ট হয় না বরং মূল্য দিয়ে বিচার করা যায় না এমন আশীর্বাদ পাওয়া যায়।

আশীর্বাদ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অভিশাপ নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
আশীর্বাদ নিয়ে ক্যাপশন, Ashirbaad niye caption
- মানবজীবনে যেকোনো ধরনের সাফল্যের অগ্রগতিকে সকলেই আশীর্বাদ বলে গণ্য করে।
- জীবনের জন্য যা কিছু শুভ তাকে আমরা ‘আশীর্বাদ বলে অভিহিত করি। খুব ব্যস্ত থাকলে জীবনের মধ্যেই কত আশীর্বাদ আছে তা আমরা খুঁজে পাইনা। জীবনের এইরূপ এক আশীর্বাদ হল রাত্রির নিদ্রা। ভালো থাকার জন্য শান্তিপূর্ণ নিদ্রার কতটা প্রয়োজন সেটা আশীর্বাদধন্য মানুষই বুঝতে পারে।
- সকলের আশীর্বাদ থাকলেই যে তুমি সফল হবে সেটা ভেবো না, সফল হওয়ার জন্য দক্ষতার প্রয়োজন রয়েছে।
- বড়দের প্রণাম করা এবং তাদের থেকে আশীর্বাদ নেওয়ার ঐতিহ্য যুগ যুগ ধরে চলে আসছে, এই পরম্পরা নিয়ে আমাদের সকলেরই গর্ব বোধ করা উচিত।
- আজ পর্যন্ত জীবনে, যে কাজই করতে গেছি – ঐকান্তিক চেষ্টার দ্বারা তাতে সফল হয়ে ফিরিনি । কিন্তু কখনো আশাভঙ্গ হয়ে লক্ষ্য থেকে বেড়িয়ে আসিনি । তাই যতই ব্যর্থতা আসুক-না-কেন আমার এই জীবনে, শ্রী কৃষ্ণর আশীর্বাদে আমি ঠিক আমার লক্ষ্যে পৌঁছাবই, যখন আমার মধুসূদন চাইবে ।
- পৃথিবীর যে কোনও সম্পর্ক আশীর্বাদের মতো, তার কদর করতে জানতে হয়, নইলে আশীর্বাদটাই অভিশাপ হয়ে ওঠে।
- আমার জীবনে পাওয়া এত এত কষ্ট সব সৃষ্টিকর্তার আশীর্বাদ হিসেবে মেনে নিয়েছি।
- মা বাবার আদর ভালোবাসায় জীবনের সবথেকে বড় আশীর্বাদ।

আশীর্বাদ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সমাজ নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
আশীর্বাদ নিয়ে স্টেটাস, Best status on Blessings in Bangla font
- আশীর্বাদের মাধ্যমে আমাদের বড়রা বা গুরুজনেরা আমাদের জন্য শুভকামনা জ্ঞাপন করেন, যাতে আমাদের মন থেকে নেতিবাচক চিন্তা বের হয়ে যায় এবং নিজের প্রতি আত্মবিশ্বাসের বিস্তার হয়।
- আমাদের মা বাবার মন থেকে করা আশীৰ্বাদ জন্মের পর জন্ম পর্যন্ত আমাদের রক্ষা করে।
- মা বাবা কে মোবাইল শেখাতে আমরা গিয়ে যতোটা বিরক্ত হই, ছোটবেলায় যদি বর্ণমালা শেখাতে গিয়ে মা বাবা আমাদের উপর এতোটা বিরক্ত হতো তবে তো আমাদের বোধয় আর শিক্ষিত হওয়াই হতোনা, এটাই তাদের পরম আশীর্বাদ যা আজও আমাদের কাজে লাগছে।
- মা বাবার আশীর্বাদ সর্বদাই তাদের সন্তানের সাথে থাকে, তাই জীবনের কঠিন সময়ে সর্বদা নিজের মা বাবার কথা স্মরণ করো।
- গুরুজনের আশীর্বাদে তোমার দক্ষতা হয়তো বেড়ে যায় না, কিন্তু মনে এক বিশ্বাসের জন্ম হয় নিজের লক্ষ্যে পৌঁছে যাওয়ার।
- ছোটোবেলায় আমরা অনেকেরই সরস্বতী পূজার ফুল বেলপাতা নিয়ে বইয়ে গুঁজে রাখতাম, বিশেষত যে বিষয়ে আমরা কাঁচা ছিলাম সেই বইয়েই মায়ের আশীর্বাদ পাওয়ার উদ্দেশ্যে এমনটা করার প্রবণতা থাকতো। এটা মূলত আমাদের বিশ্বাস ছিল যে এভাবে করে ওই বিষয়ে ভালো ফল পাওয়া যাবে।
- তোমার জীবনে কিছু মানুষ আসে তোমার ভালো করার জন্যে, যাদের সান্নিধ্যে থেকে তোমার সার্বিক বিকাশ ঘটবে; এরা তোমার জীবনে আশীর্বাদ সম।

আশীর্বাদ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শখ বা শৌখিনতা নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
আশীর্বাদ নিয়ে কবিতা, Beautiful poems and shayeris on Blessings
- তোমাকে আশীর্বাদ করছি, তুমি আমার বিকল্প খুঁজে পাবেনা কখনও। -তোমাকে এরপর যে যত ভালইবাসুক,আমাকে ভেবে তোমার মনে হবে, “ওর মত অত ভাল তো বাসেনা।”সে যত ভালই হোক, তোমার মনে হবে,”সেই ওর মত তো নয়’, ‘কি যেন একটা নেই, কোথায় যেন মস্ত ফাঁকি। ” যত ভালবাসাই পাও, তুমি তাতে তৃপ্তি পাবেনা কোনদিন।যত পাবে, তত মনে হবে তোমার যা পাওয়ার তা তুমি পাওনি।যা পেয়েছো সব মিথ্যে, ভুল। আমার জন্য তোমার বুক ভরে হাহাকার লাগবে, চেতনে-অবচেতনে। তুমি জানবে, আমি নেই।তবু তুমি আমাকে চাইতেও পারবেনা।তোমাকে আশীর্বাদ করছি, আমৃত্যু কখনো যেন তুমি আমার বিকল্প খুঁজে না পাও, অতৃপ্তি যেন থাকে।
- তুমি ছিলে তাই, জীবনের অনেক কঠিন পথ-ই চলতে হলো না । তুমি আছো তাই, অনেক দুঃখ-ই আজও ছুঁতে পারে না৷ তুমি থাকবে তাই, জীবনে আশীর্বাদের কোনদিন অভাব হবে না ৷
- ইহাদের করো আশীর্বাদ।ধরায় উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি,নন্দনের এনেছে সম্বাদ,ইহাদের করো আশীর্বাদ।ছোটো ছোটো হাসিমুখজানে না ধরার দুখ,হেসে আসে তোমাদের দ্বারে।নবীন নয়ন তুলি কৌতুকেতে দুলি দুলি, চেয়ে চেয়ে দেখে চারি ধারে।
- রবির সম্পদ হত নিরর্থক, তুমি যদি তারে, না লইতে আপনার করি, যদি না দিতে সবারে।সুরে সুরে রূপ নিল তোমা-‘পরে স্নেহ সুগভীর, রবির সংগীতগুলি আশী’র্বাদ রহিল রবির।
- যতই থাকুক দুঃখ জরা ভার, মায়ের মত কেউ নাই আপনার। আমার, দেখলে মায়ের মুখ, প্রাণে জাগে ভুবন ভরা সুখ । সামনে যতই থাকুক দুঃখ ভয়, বাবা আছেন বটের ছায়াময়, দেখলে আমার বাবার মুখ, দূরে যায় সকল দুঃখ শোক, মা বাবাকে ঘিরে সারা বেলা, তাদের নিয়ে আমার সুখের খেলা, আমার, দুঃখ কোন নাই, মা বাবার আশির্বাদ যদি পাই ।
- মা বাবা আশীর্বাদ করলেন – “বেঁচে থাক অনেক বছর…কিন্তু তাঁদের ছেলে Drugs Addicted, মা বাবা আশীর্বাদ করলেন – “সুখে শান্তিতে থাকবি সারাজীবন কিন্তু তাঁদের মেয়ে জানে যে… আমি তো খারাপ মেয়ে, বিয়ে তো হবে না তাই, কি ভাবে সুখে শান্তিতে থাকব? আমি তো খারাপ কোনো একজন মানুষের জন্য!
- সারা জীবন দিল আলো সূর্য গ্রহ চাঁদ , তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥ মেঘের কলস ভ’রে ভ’রে প্রসাদবারি পড়ে ঝ’রে, সকল দেহে প্রভাতবায়ু ঘুচায় অবসাদ–তোমার আশীর্বাদ, হে প্রভু, তোমার আশীর্বাদ ॥
- ফুলতো হাজার ফোটে শাখায় শাখায় সবাইতো দেবতার পরশ না পায়, তোমার আশিষে ধন্য হলাম, তোমার আশিষে আমি ধন্য হলাম।এ আমার গুরুদক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি, এ সুর পেলাম
- বিশ্ব তামাকমুক্ত দিবসের গুরুত্ব, ক্যাপশন, স্লোগান, World No Tobacco Day Caption and slogan in Bengali
- ধরিত্রী দিবস/ বসুন্ধরা দিবস ২০২৫ অনুপ্রেরণামূলক উক্তি, ক্যাপশন, স্লোগান, কবিতা, Earth day 2025 in Bengali
- বি আর আম্বেদকর জয়ন্তী ২০২৫- বি আর আম্বেদকরের জীবনী, অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, B.R Ambedkar’s life and inspirational quotes
- জীবন নিয়ে আল্লাহর বাণী, Best sayings of Allah about life in Bangla
- কুরান-এর বিশেষ কিছু উক্তি, বাণী, Best sayings of Quran in Bangla

পরিশেষে, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “আশীর্বাদ” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার।
আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।