প্রত্যেক মানুষের জীবনেই কোন একজন বা একাধিক প্রিয় মানুষ থাকে। একাধিক বলার কারণ এই যে, প্রিয় মানুষের আওতায় মা, বাবা, ভাই, বোন, বন্ধু প্রমুখ আসতে পারে, আর আমরা সেই প্রিয় মানুষকে অত্যন্ত বিশ্বাস ও শ্রদ্ধা করে থাকি। প্রিয় মানুষের প্রতি মানুষের আলাদা এক অনুভূতি থাকে। প্রিয় মানুষের প্রতি ভালবাসা প্রকাশ করে বোঝানো যায়না , যদি সে নিজে থেকে বুঝতে না পারে।

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা প্রিয় মানুষকে নিয়ে লেখা কিছু উক্তি, স্ট্যাটাস, ছন্দ ইত্যাদি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
প্ৰিয় মানুষ কে নিয়ে সেরা উক্তি সমূহ, Best Bengali sayings about dear ones

- মনের মধ্যে খুশি বয়ে আনতে প্রিয় মানুষের নামটাই যথেষ্ট । ঠিক তেমনি সারাদিনের ক্লান্তি দূর করতে প্রিয় মানুষের মুখের হাসি যথেষ্ট ।
- প্রিয় মানুষকে দূরে ঠেলে দিতে পারেন না, কারণ সে আপনার মনের প্রতি কোণায় ছড়িয়ে আছে।
- রাগ অভিমান সব কিছু নিয়েই তো আপনার প্রিয় মানুষের প্রতি ভালোবাসা থাকে। আজ রাগ হবে কাল ভালবাসায় তা পরিপূর্ণ হয়ে যাবে।
- সৃষ্টিকর্তা যখন তোমাকে সৃষ্টি করলো, তখন হয়তো তিনি ভাবছিলেন উপহার হিসেবে কি দেবেন তোমাকে! এই ভাবনার সিদ্ধান্ত হিসেবেই হয়তো তিনি আমাকে সৃষ্টি করেছিলেন। তাই তো আজ আমি তোমার প্রিয় মানুষ, আর তুমি আমার।
- একটা কথা মনে রাখবেন জীবনযুদ্ধে আপনি শুধু আপনার প্রিয় মানুষকে কাছে পাবেন। আর কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না, কারণ প্রিয় মানুষের আপনার সাথে কোনও রকম স্বার্থের সম্পর্ক থাকেনা।
- পৃথিবীতে মা আমার সবচেয়ে প্রিয় মানুষ, তাই বলে এই না যে আমি বাবাকে বা আমার ভাই বোনকে প্রিয় মানুষের তালিকায় রাখিনা, তফাৎ এতটুকুই যে মায়ের নাম সবার উর্ধ্বে।
- মা হলো আমাদের প্রথম স্পর্শ, প্রথম শব্দ, প্রথম ভালোবাসা এবং এমন একটি বন্ধু যে আমাদের সকল বাধা বিপত্তি ও সমস্যায় আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রাণিত করে। তাইতো সকলের কাছে তাদের মা খুব প্রিয় একটা মানুষ।
- বাবার ঋণ কখনও শোধ করতে যেও না, কারণ সাগরের জল সেচে কখনও শেষ করা যায় না। তাই সব সময় একটা কাজ করে যেও; সেই ছোট্ট বেলা থেকে বাবা তোমাকে যেভাবে আগলে রেখেছে তুমিও বড় হলে তাঁকে সেভাবেই আগলে রেখো।
- বোনেরা হাসি ভাগ করে নেওয়ার এবং চোখের জল মুছে দেওয়ার জন্য সবার চেয়ে সেরা।
- সে আমার বোন, আমার সেরা বন্ধু, আমার আত্মার সঙ্গী এবং আমার জীবনের সেরা অংশ ।
- মেয়েদের কাছে বাবার মানেই ভালোবাসার আরেক নাম।
- পৃথিবীতে মিষ্টি সম্পর্ক হল ভাই বোনের সম্পর্ক, যে সম্পর্ক কখনো বিচ্ছেদ হয় না ।
- আমি এটাই বিশ্বাস করি যে মনুষ্যত্ব যেখানে শূণ্য মাতৃত্ব সেখানে অনন্য!!
- মায়ের তুলনা মা নিজেই। মায়ের মতো এমন মধুর শব্দ অভিধানে দ্বিতীয়টি আর নেই। নদীর তলদেশে তো যাওয়া যায় কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপ করা যায় না। ‘মা’ যেন সীমার মাঝে অসীম। তাইতো মা আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ।
- ভাই-বোনের সম্পর্ক হাজার ভালোবাসার সম্পর্কের উর্দ্ধে, তারা একে অপরের প্রিয় মানুষ হয়েও সাধারণত নিজের অনুভূতিগুলো প্রকাশ করে না।
প্ৰিয় মানুষ কে নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি প্রিয় মানুষকে নিয়ে বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

প্ৰিয় মানুষ কে নিয়ে ক্যাপশন, Priyo manushke niye caption

- পৃথিবীতে হাজার মানুষের মাঝে একটা প্রিয় মানুষ তুই। জানিস বন্ধু মনিষীরা বলে গেছেন —’বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।’ আমার আর তোর বন্ধুত্বও থেকে যাবে একত্রে, কেউ আমাদের আলাদা করতে পারবেনা।
- ভালো আছি, ভালো থেকো, অন্য কারো সাথী হয়ে বেঁচে থেকো।
- পাইনি আর দেখা, নেইনি আর খোঁজ, তবু সে ভালো থাকুক এ পৃথিবীতে রোজ।
- আঘাত পেয়েও চুপ থেকেছি, কষ্ট পেয়েও সহ্য করেছি, তবুও আমি তার মুখে হাসি ফুটিয়েছি।
- বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করবো আমি সারারাত ! তুমি যদি কষ্ট পাও আমায় দিও ভাগ, তোমার কষ্ট ভাগ করব, হাতে রেখে হাত !
- ভাঙতে না গড়তে শেখো প্রিয়, সময়টা একদিন তোমারও আসবে।
- তোর ঐ মায়াভরা মিষ্টি একটা মুখে
সকল দুঃখ ভুলে যাই এক পলকের সুখে।
তুই যে আমার আদরের ছোট্ট একটা বোন
সবার চেয়ে ভালবাসি তোকেই আমি শোন। - চোখভর্তি স্বপ্ন আমার, হাতটা আমার খালি, কি করে দেখব প্রিয়, তোমায় নিয়ে স্বপ্ন খানি।
- ভুলে কেন যাও যে তুমি, বোনটি আমি তোমার
তুমি থাকতে এ সংসারে ক্ষতি কি হয় আমার!
চাওয়ার আগেই সব পেয়েছি তুমি আছো তাই
বিপদেতে তোমার কাছেই মেটে আমার ভয়।
আজকে আমি ছন্দ গাঁথি বুঝলে দাদাভাই
ভালোবাসি খুব যে তোমায়, বলা হয় নি তাই। - ও প্রিয়, মনে রেখো আমায় পড়ন্ত বিকেলের ক্ষণে। ভাঙবো আমি মরবো আমি তোমার ওই বাহুতে। কিভাবে বোঝাবো প্রিয় তোমায় কতটা ভালবাসি। ভালোবাসার যেমন সংজ্ঞা হয় না, তেমনি প্রিয় মানুষের প্রতি ভালবাসার কোন বহিঃপ্রকাশ পায় না।
- তুমি আমাকে ভুলে যাও কোন সমস্যা নেই। যেদিন আমি তোমাকে ভুলে যাব ভেবে নিও এই দুনিয়ায় আর আমি সেদিন নেই।
- তোর রঙিন স্বপ্ন সব যদি হারিয়ে ফেলে রং,
গোধূলীর আবীর মেখে তোর রাঙিয়ে দিবো মন।
দুঃখের কালো মেঘ যদি আসে আঁধার করে,
আমি উড়িয়ে দিবো সব, সুখের কালবৈশাখী ঝড়ে।
বন্ধু আমরা দুজন বন্ধু ছিলাম,থাকবো,আছি,
একটাই তো জীবন, আয়,সুখ নিয়ে চল বাঁচি। - আমার বুকে তোমার মাথা রেখে তোমাকে শোনাতে চাই তোমার নাম। জানিনা কেন তোমাকে এত ভালোবাসি। কেন জানিনা তোমার সাথে কথা না বলে এক মুহূর্ত থাকতে পারিনা। সব সময় আমি তোমাকে আমার আশেপাশে অনুভব করি। হয়তো এটাই ভালোবাসা।
- তুমি হয়তো জানো না তোমাকে ছাড়া আমার অস্তিত্ব কল্পনা করতে পারিনা। তুমি ছাড়া কিছু ভালো লাগে না। মনে হয় তোমাকে ছাড়া বেশিক্ষণ থাকলে মরে যাব।
- হে জগত জননী আমার করেছো তুমি মোরে ম্লান,
দশমাস দশদিনে তুমি মোরে দিয়াছ প্রাণ,
কেমনে ভুলি, কেমনে হারায় স্মৃতি,
তুমি আমার জননী, এই আমার গীতি।
প্ৰিয় মানুষ কে নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি প্রেম/প্রীতি/ভালোবাসার উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

প্ৰিয় মানুষ কে নিয়ে কবিতা, Best Bangla poems on dear ones

- আশা ছিল তোমায় নিয়ে বাঁধবো সুখের ঘর,
স্বপ্নটা আজ বিলীন হলো ধুলোময় বালুচর,
কেঁদে আর দিলাম কই, হেসে না হয় এবার বিদায় লই। - মাগো মা তুমি যে আমার জীবনে এক সাধনার ধন,
এ জীবনে মরণে তুমি যে আমার বড়ই আপনজন ।
আমার এ মনটা আমার মাকে কত যে ভালোবাসে,
ঐ ত্রিভূবন ঘুরে ফিরে আমার মায়ের কাছে আসে ।
আমার আমিরে সদা নিবেদন করি মায়ের পদতলে,
মায়ের সুখে হাসি দুখে কাঁদি ভাসে বুক আঁখি জলে ।
মা যে গো আমার অনেক প্রিয় এ প্রাণের চেয়ে দামী,
মা আছেন বলেই আমার আমিতে রয়েছি এ আমি । - প্রিয় বাবা,ঐ অসীম দূরে,ঐ না ফেরার দেশে, একা একা কেমন আছো তুমি! অনেক কথা অস্ফূট রয়ে গেল, তোমাকে আর বলা হলো না, বঞ্চিত করলে সেই সুযোগটুকু থেকে। এভাবে চলে না গেলেই কি হতো না বাবা! প্রতিদিন তো তুমি আমাকে কতোবার ফোন করতে, কখনো দু বার,কখনো তিনবার কখনোবা চারবার, আমি বিরক্তও হতাম মাঝে মাঝে, এখন তুমি কেন আর ফোন ক’রো না বাবা? আর আমি বিরক্ত হবো না! তোমার একটি ফোনের জন্য, তোমার মুখে উৎপল ডাক টি একটি বার শোনার জন্য আমার চোখের জল যে আর বাধা মানছে না।
- আমার বাবা আমার কাছে খুবই প্রিয়জন
হৃদয় মাঝে বাবা হলো বড় আপনজন ।
বাবা মানে মাথার ওপর শীতল কোমল ছায়া,
বুকের মাঝে লুকিয়ে রাখে আদর আর মায়া ।
বাবা আমায় দেখাত যে সত্য পথের আলো
বাবা আমায় বুঝিয়ে দিতো মন্দ আর ভালো ।
দেখলে বিপদ ঝাঁপিয়ে পড়ে আমার প্রিয় বাবা
আসুক যত ঝড় বাদল কিংবা কালো থাবা । - বাবা তুমি আছো বলেই রৌদ্রের তাপ গায়ে লাগে না, বাবা তুমি বটবৃক্ষের ছায়ার মতো আজও দাও শীতলতা। সেই ছোট্ট বেলায় যখন বাবা রাস্তা পারি দিতে পারতামনা, হাতটি ধরে রাস্তা পার করিয়ে দিতে তুমি সাবধানে, তুমি আছো বলেই বাবা আজও রাস্তা পারি দেই তোমার সাথে।
- বাবার আঙ্গুল ছুঁয়ে ছুঁয়ে কেটেছে সোনালী শৈশব
শেষ বয়সটাতেও যেনো বাবার আঙ্গুল ছুঁয়ে কেটে যায় সময় । বাবা তুমি এমনি করে বেঁচে থাকো শত বছর
মাথায় আমাদের হাতটি রেখে করে যেও পরম আদর
শুধু আজকের দিনটি নয় বাবা, প্রিয় বাবা তোমাকে ভালোবাসি প্রতিদিন, প্রতিক্ষণ।
- জাতীয় পাখি দিবস এর তাৎপর্য, ইতিহাস ও উক্তি National Bird Day History and Quotes
- জাতীয় যুব দিবসের তাৎপর্য ও শুভেচ্ছা, National Youth Day Significance and Greetings in Bengali
- বিশ্ব এতিম দিবসের সম্পর্কিত তথ্য ও উক্তি, World Day Of War Orphans Quotes in Bengali
- বিশ্ব তামাকমুক্ত দিবসের গুরুত্ব, ক্যাপশন, স্লোগান, World No Tobacco Day Caption and slogan in Bengali
- ধরিত্রী দিবস/ বসুন্ধরা দিবস ২০২৫ অনুপ্রেরণামূলক উক্তি, ক্যাপশন, স্লোগান, কবিতা, Earth day 2025 in Bengali

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা প্ৰিয় মানুষ কে নিয়ে কিছু উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।