গণতন্ত্র নিয়ে উক্তি, স্টেটাস, ক্যাপশন, Best quotes, captions on Democracy in Bengali



 আমাদের আজকের এই পোস্টটিতে আমরা গণতন্ত্র নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি  তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

গণতন্ত্র নিয়ে উক্তি, স্টেটাস, ক্যাপশন

গণতন্ত্র নিয়ে সেরা উক্তি, Best sayings on Democracy in Bangla

গণতন্ত্র নিয়ে সেরা উক্তি 1
  • গণতন্ত্র হচ্ছে এমন এক ধরনের সরকার যা জনগণের, জনগণের দ্বারা এবং জনগণের জন্যই তৈরি। 
  • প্রকৃতিগত দিক থেকে গণতন্ত্র একটি আত্মবিনাশক পদ্ধতি, পরিণামে যার ফলাফল শূন্য ছাড়া আর কিছুই পাওয়া যায় না। 
  • আমি এই ভবিষ্যৎ বাণী করছি : গণতন্ত্রকে যদি পরাভূত করা না যায়, তাহলে মানব সভ্যতার প্রসারতা ঘটবেই না বরং তা বিলুপ্ত হবে।
  • গণতন্ত্রের বিরুদ্ধে একমাত্র সৈনিকই জয়ী হতে পারে।
  • একটি সুস্থ গণতন্ত্রের জন্য প্রয়োজন একটি শালীন সমাজ; এর জন্য আমাদের সম্মানিত, উদার, সহনশীল এবং শ্রদ্ধাশীল হওয়া আবশ্যক।
  • একটি সুপরিকল্পিত অর্থনীতিতে কমিউনিজম বা মার্কসবাদ নেই, কিন্তু প্রতিনিধিত্বশীল গণতন্ত্র এবং সামাজিক ন্যায়বিচার আছে।
  • গণতন্ত্র হল সেই তত্ত্ব যেক্ষেত্রে সাধারণ মানুষ জানে তারা কি চায়, এবং এটি ভাল এবং অবশ্যই সহজলভ্য নয়৷
  • সহজ কথায় গণতন্ত্র হচ্ছে, জনগণের দ্বারা জনগণের জন্য ঠোকাঠুকি হানাহানি। 
  • গণতন্ত্রের অর্থ, সর্বোৎকৃষ্ট ও বিচক্ষণ নেতৃত্বের অধীনে সর্বব্যাপারে সকলের উন্নতি। 
  • গণতন্ত্রের প্রতিষেধক অধিকার গণতন্ত্র নয় বরং উৎকৃষ্টতর গণতন্ত্র।
  •  গণতন্ত্রকে উন্মুক্ত সমাজের মাধ্যমে গড়ে তুলতে হবে যা তথ্য আদান -প্রদান করে। যখন তথ্য থাকে, তখন জ্ঞান থাকে। যখন বিতর্ক হয়, সমাধান আছে। যখন ক্ষমতার ভাগ নেই, আইনের শাসন নেই, জবাবদিহিতা নেই, তখন অপব্যবহার, দুর্নীতি, পরাধীনতা এবং ক্ষোভ রয়েছে।
  •  গণতন্ত্রের সমস্ত খারাপ দিক বা অসুস্থতা দূর করার একমাত্র উপায় হলো গণতন্ত্রের চর্চা আরো জোরদার করা।
  • চিন্তার স্বাধীনতা থাকৰে, কথা বলার স্বাধীনতা থাকবে, কাজের স্বাধীনতা থাকবে এবং উপাসনার স্বাধীনতা থাকৰে এই হল গণতান্ত্রিক মতাদর্শ।
  • একমাত্র গণতন্ত্রই পৃথিবীকে নিরাপদ করে তুলতে পারে।

গণতন্ত্র নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি আব্রাহাম লিংকনের উক্তি ও বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

গণতন্ত্র নিয়ে সেরা উক্তি 2

গণতন্ত্র নিয়ে ক্যাপশন, Gonotontro niye caption

গণতন্ত্র নিয়ে ক্যাপশন 1
  • গণতন্ত্রকে বজায় রাখে সাংবাদিকতা। এটি প্রগতিশীল সামাজিক পরিবর্তনের শক্তি।
  • একটি মহান গণতন্ত্র অবশ্যই প্রগতিশীল হতে হবে অথবা শীঘ্রই এটি একটি মহান গণতন্ত্র হতে বন্ধ হয়ে যাবে।
  • সাধারণ মানুষের ন্যায় অন্যায় বোধের দ্বারা রাজনৈতিক ক্ষমতার ক্রিয়া কর্ম ও কার্যকারিতা পরিমাপের প্রচেষ্টাই হচ্ছে গণতন্ত্র। 
  •  ইতিহাসের পাঠ স্পষ্ট: গণতন্ত্র সবসময়ই শেষ পর্যন্ত জয়ী হয়।
  •  আমি গণতন্ত্রকে এমন কিছু হিসাবে বুঝি যা দুর্বলকেও শক্তিশালী হিসাবে একই সুযোগ দেয়।
  • গণতন্ত্রের প্রাথমিক নীতি হল ব্যক্তির মূল্য এবং মর্যাদা।
  • গণতন্ত্রে ধনীদের তুলনায় দরিদ্রদের ক্ষমতা বেশি থাকা উচিত নয়।
  • স্বল্প সংখ্যক দুর্নীতিপরায়ণ নিয়োগ ব্যবস্থা বিকল্প হিসেবে গণতন্ত্র দান করেছে; অসংখ্য অযোগ্য ব্যক্তির নির্বাচন ব্যবস্থা।
  •   গণতন্ত্রের প্রকৃত সুরক্ষা হল শিক্ষা।
  •  স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করার বা গণতন্ত্র গঠনের কোনো সূত্র আমার কাছে নেই। 
  •  আমাদের গণতন্ত্রের চূড়ান্ত শাসকরা রাষ্ট্রপতি এবং সিনেটর এবং কংগ্রেসম্যান এবং সরকারী কর্মকর্তা নন, কিন্তু এদেশের ভোটার।
  •  গণতন্ত্রই একমাত্র ব্যবস্থা যা ভারসাম্য বা ভারসাম্যের মানবতাবাদী ভিত্তিকে প্রতিফলিত করতে সক্ষম। এর রহস্যের চাবিকাঠি হল নাগরিকের সম্পৃক্ততা।
  • আমি যেমন দাস হব না, তেমনি আমি কর্তাও হব না। এটিই আমার গণতন্ত্রের ধারণা প্রকাশ করে।
  •  সবাই এখন গণতন্ত্রের কথা বলছে বলে মনে হচ্ছে। আমি এটা মনে করি, গণতন্ত্র একটি রবিবারের পোশাকের মত নয় যা শুধুমাত্র প্যারেডের জন্য বের করে আনা হয়। এটি এমন একটি জীবন যা একজন শালীন মানুষ পরিচালনা করে।
  •  যদি আমরা সাধারণ মানুষের সাধারণ জ্ঞানের উপর আস্থা রাখি এবং কারও প্রতি বিদ্বেষ এবং সকলের জন্য দাতব্যতা নিয়ে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক গণতন্ত্রকে একটি বাস্তব বাস্তবতায় পরিণত করার মহান অভিযানে এগিয়ে যাই, তাহলে আমরা ব্যর্থ হব না।
  • এ বিষয়ে আমি নিশ্চিত যে গণতান্ত্রিক ব্যবস্থা নাগরিকদের সংখ্যাগুরু সম্প্রদায়, সংখ্যালঘুদের উপর চরমভাবে নিষ্ঠুর উৎপীড়ন চালাতে সক্ষম। 
  • গণতন্ত্র হল পারস্পরিক মর্যাদার এক তীর্থ ভূমি। 
  • গণতন্ত্র যেখানে নেই, স্বস্তি সেখানে থাকার কথা নয়। 
  • গণতন্ত্রের উৎসবের প্রধান আকর্ষণ হচ্ছে এর নির্বাচন। 

গণতন্ত্র নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি অনুপ্রেরণামূলক উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

গণতন্ত্র নিয়ে ক্যাপশন 2

গণতন্ত্র নিয়ে স্টেটাস, Best bengali status on Democracy 

গণতন্ত্র নিয়ে স্টেটাস 1
  • গণতন্ত্র হল স্বাধীনতা এবং সাম্যের এবং ব্যক্তি মূল্য ও সমাজেরও চাহিদার সমন্বয়।
  • আলোচনা এবং বিতর্কের মাধ্যমে আপনি আমাদের গণতন্ত্রের আত্মাকে আলোড়িত করেন।
  • আমাদের গণতন্ত্রে সবচেয়ে শক্তিশালী শব্দ হল ‘আমরা’ শব্দটি। আমরা জনগণ। আমরা উত্তীর্ণ হবই. হ্যাঁ আমরা পারি।
  • ডিমোক্রেসি বড় ঠুনকো জিনিস; কখন যে কার অভিসম্পাতে ফেটে চৌচির হয়ে যায়, কেউ বলতে পারে না। তারপর আর কিছুতেই জোড়া লাগে না।
  • স্বাধীন গণমাধ্যম এবং গণতান্ত্রিক দেশে কখনো দুর্ভিক্ষ হয়নি।
  • ভেজাল গণতন্ত্র হচ্ছে পৃথিবীর সবচেয়ে লজ্জাহীন জিনিস।
  • মানুষ কথা বলতে ভয় পেলে বুঝতে হবে গণতন্ত্র নেই।
  • আমাদের নাগরিকবৃন্দ মলমূত্র ছাড়া আর কোন ত্যাগেই উৎসাহী নন।
  • গণতন্ত্রের জন্য নির্বাচন জরুরি। কিন্তু নির্বাচন গণতন্ত্রের নিশ্চয়তা দেয় না। আমাদের সংস্কৃতিতে গণতন্ত্র না আনলে রাজনৈতিক ক্ষেত্রেও গণতন্ত্র আসবে না।
  • সংস্কৃতির বহুমুখী ধারার মতো গণতন্ত্রের সংগ্রামও বিভিন্ন খাতে প্রবাহিত করতে হবে যেমন রাজনৈতিক, অর্থনৈতিক, আন্তর্জাতিক শিক্ষাসংক্রান্ত, বৈজ্ঞানিক কলা বিষয়ক ও ধর্মীয়।
  • নাগরিকদের কল্যাণে ব্যয় না করলে কর আদায়কে চুরি বলা যায়।
  • গণতান্ত্রিক পরিবেশে পুলিশের সামরিক নয় বেসামরিক রূপ প্রত্যাশিত। আঞ্চলিক পরিস্থিতি অনুযায়ী কাজ করতে আরও বিকেন্দ্রীকরণ এবং স্বচ্ছতাও প্রয়োজন। ঘটনা ঘটার পরে নয় বরং আগে থেকে ব্যবস্থা নিতে হবে।
  • গণতন্ত্রের খেয়াল থেকে একটা জাতিকে মুক্ত করা অনেকটা নরক থেকে একজন মাতালকে মুক্ত করার মতো।
  • দেশের প্রতি সব সময় অনুগত থাকো। কিন্তু সরকারের প্রতি তখনই অনুগত থাকবে, যখন তা সেটার যোগ্য হবে।
  • গণতন্ত্র মানে কিছু লোককে ক্ষমতায়িত করা নয়, বরং সকল জনগণকে ক্ষমতায়িত করা।
  • দেশে সর্বজনীন শিক্ষার প্রয়োজন, শিক্ষা ছাড়া গণতন্ত্র অচল।
  • আমি গণতন্ত্র, আমাকে করোনা তোমরা তোমাদের নিজস্ব মনতন্ত্র । আমি স্বাধীন, নই বদ্ধশিকল পরাধীন মুক্ত বিহঙ্গে উর্ধ্বে চলি, তব আমি জনতন্ত্র । আমি নই শৈরাচার সেচ্ছাচার বাকশাল, নাস্তিক আস্তিক ধর্ম-বিধর্ম কলঙ্কিত কুলষিত কুণ্ঠিত লঙ্গিত লুণ্ঠিত মানব মনোযন্ত্র নই কারো মনগড়া মতবাদ সমাজতন্ত্র । আমি জনগন ! জনতার কথা বলি, ! স্বাধীনতার পবিত্র চেতনা বক্ষে ধরে সবকিছুর উর্ধ্বে চলি এবং জন দূর্ভোগ লাঘব করি তাই আমি গণতন্ত্র, জনগণ জন-কাণ্ডারী!
  • এই রাখবেন নাকি গণতন্ত্র, লাগবে নাকি গণতন্ত্র;
    আছে নানান প্রকার পুষ্ট-অপুষ্ট গণতন্ত্র,
    গণতন্ত্র নিবেন গণতন্ত্র,
    পাড়া মহল্লার সবজি মাছের ফেরি নয় জনাব,
    জীবন ঘষে ঘষে নেয়া সুস্থ অসুস্থ গণতন্ত্র।
    জগদীশ্বর আমি, গণতন্ত্রের ফেরিওয়ালা;
    ফেরি করি দ্বারে দ্বারে পথে পথে,
    লঞ্চ ঘাটে বাজার হাটে,
    অফিস পাড়া আদালতে, সংসদের চত্বরে;
    ঝুড়ি নিয়ে বসে পড়ি ব্যস্ত কোন ফুটপাতে,
    কখনো বা বাস রেল বন্দরের টার্মিনালে,
    যখন খুশি অনায়াসে ফেরি করি সবখানে।
  • গণতন্ত্র স্থানকালে বদলায়-
    ইউরোপের গণতন্ত্র আমাদের না, আমাদেরটা আমাদের তাদেরটা তাদের-
    আমাদের গণতন্ত্রে যত্রতত্র থুথু ফেলার স্বাধীনতা, মূত্রত্যাগে স্বাধীনতা – ওদের নেই!
    ওদের আছে ভোটাধিকার, আমাদের গণতন্ত্রে নেই- গণতন্ত্র আসলে প্রেমিক ও গণিকা, যেখানে যেমন।
  • পতাকা উড়ছে মাথার উপর, স্বাধীন আমার দেশ। গণতন্ত্রের বুলি আওড়ে এই তো চলছে বেশ। ভাত জোটেনি বলে ঐযে আওয়াজ তুলছে কারা। জোটেনি ভাত তাই বলে কি ধর্ম হবে হারা? পেট ভরে না ধর্ম নিয়ে এসব যারা বলে, গণতন্ত্রে ঠিকানা তাদের ঐ গরাদের তলে। পায়নি আলো, ঘরে আঁধার, বস্তি আমার বাস। শোন হতভাগা ভোট আসছে আর তো কটা মাস। বছরের পর বছর গিয়েছে চাকরি পায়নি ছেলে। গণতন্ত্রে চাকরি মেলেনা নোটটুকু না দিলে। শিক্ষা মেলেনি,স্বাস্থ্য মেলেনি, এবার ইস্যু ভোটে। গণতন্ত্রে এসব ইস্যু ফিকে হয়ে যায় নোটে। শাসক চেনায় রাজপ্রহরী, বিরোধী চেনায় ইস্যু। গনতন্ত্রের ভোট বাক্সে জনগণ নেহাতই শিশু।
গণতন্ত্র নিয়ে স্টেটাস 2

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা গণতন্ত্র নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts