আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” পৃথিবী “ সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

পৃথিবী নিয়ে সেরা উক্তি, best quotes on earth in Bangla
- সবাই পৃথিবী বদলানোর কথা ভাবে, কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না৷
- এই পৃথিবীতে আমাদের সকলের মধ্যে কোনো না কোনো ভাবে সম্পর্ক জুড়ে আছে, আর কিছু না হলেও আমরা সকলেই বলতে পারি যে আমরা পৃথিবীবাসি।
- আমাদের উপরে আকাশ, তায় উড়ন্ত পাখি, পৃথিবী নীচে, যেখানে চারিদিক ঘেরা সবুজ, নদী প্রবাহিত, যা এনে দেয় অন্তরে এক অদ্ভুত শান্তি।
- সত্যিকারের বন্ধুত্বের চাইতে মূল্যবান হয়তো এই পৃথিবীতে আর কোনো কিছু নেই।
- সমগ্র বিশ্বাসীর জন্য পৃথিবীতে অসংখ্য নিদর্শনাবলি রয়েছে, কিন্তু সকলে তা মেনে চলে না।
- পৃথিবীতে আকাশ বৃষ্টি রূপে নেমে আসে; কারণ বৃষ্টি ছাড়া জীবনই পৃথিবীতে থাকতে পারবে না।
- মানুষের কর্মফলের কারণেই একদিন পৃথিবী ধ্বংস হবে।
- পৃথিবী শুধু তোমার বা আমার নয়, পৃথিবীটা সবার।
- পৃথিবীতে যে সব জীব বসবাস করছে, সকলেরই এর উপর সমান অধিকার আছে।
- পৃথিবী হল মানবতার দোলনা, কিন্তু মানবজাতি চিরকালের জন্য দোলায় থাকতে পারে না।
- সারা পৃথিবী একটি বই এর মত, যারা এই পৃথিবীর ভিন্ন ভিন্ন স্থানে ভ্রমণ করে না তারা শুধুমাত্র এর একটি পৃষ্ঠাই পড়ে।

পৃথিবী নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মহাবিশ্ব নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পৃথিবী নিয়ে ক্যাপশন, Prithibi Nie caption
- পৃথিবী এবং আকাশ, বন ও মাঠ, হ্রদ এবং নদী, পর্বত এবং সমুদ্র, চমৎকার স্কুলমাস্টার আমরা বই থেকে যা শিখতে পারি তার চেয়ে বেশি কিছু শেখায়।
- অতৃপ্ত এই পৃথিবীতে আজ যত আয়োজন অর্ধেক তার মিথ্যে মায়া বাকি অর্ধেক প্রয়োজন।
- তুমি যদি পৃথিবীর যত্ন নাও তবে পৃথিবী সেভাবে তোমার যত্ন নেবে, আর যদি তুমি এর ক্ষতি কোরো তবে এই ক্ষতি তুমি নিজেই ভোগ করবে।
- ভেবে দেখলে বোঝা যায় যে নিজের মধ্যেই পুরো পৃথিবী রয়েছে এবং আপনি যদি দেখতে এবং শিখতে জানেন তবে জ্ঞানের দরজাটি আপনার সামনেই রয়েছে এবং চাবিটি আছে আপনার হাতে। পৃথিবীতে কেউ আপনাকে চাবি বা দরজা খুলতে পারে না, আপনি নিজেই তা করতে পারবেন।
- আপনি যা করতে পারেন তা অনুভব করার জন্য আপনার পৃথিবীতে খুব সীমিত সময় আছে।
- একদিন এই পৃথিবীতেই মানুষ জন্ম নিয়েছিল, আজ নিজের বাসস্থান এই পৃথিবীকেই মানুষ ধ্বংস করতে উদ্যত ।
- পৃথিবী আমাদের সকলকেই জীবন ধারণের উপযুক্ত সবকিছু দিয়েছে, তাই পৃথিবীর কোনও ক্ষতি করতে যেও না, বরং এর যত্ন করো।
- পৃথিবীর জলবায়ু পরিবর্তন হচ্ছে, ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে চলেছে সভ্যতা, আর এসবের জন্য মানুষই দায়ী।
- পৃথিবীতে আমরা যেভাবে জীবন ধারণ করতে পারছি, আর কোনো গ্রহে এমনটা সম্ভব নয়।
- আজ সন্ধ্যার তারাগুলো মেঘের আড়ালে ঢেকে গেছে । চাঁদনি রাতের সেই আলো নেই, যেন অমাবস্যায় রূপ নিয়েছে। স্তব্ধ হয়ে গেছে পৃথিবী, চারিদিকে শুধু বেঁচে থাকার হাহাকার।
- আজ আমার প্রণতি গ্রহন করো পৃথিবী, শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদিতলে।। মহাবীর্যবতী তুমি বীরভোগ্যা, বিপরীত তুমি ললিতে কঠোরে, মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষে নারীতে, মানুষের জীবন দোলায়িত কর তুমি দুঃসহ দ্বন্দ্বে।
- ঘুমের ঘরে পৃথিবী আমার কাছে এসেছিল, অবাক দৃষ্টিতে আমি তাকিয়ে ছিলাম! জিজ্ঞেস করলো, তুমি কি চাও? বলেছিলাম ঝর্ণা, পৃথিবীর অট্ট হাসির ঝর্ণা! সে তো অপেক্ষায় আছে- তোমার বুকের উপর দিয়ে বয়ে যাবে বলে।
- তোমার জন্য এক পৃথিবী কবিতা লিখে, ছুঁড়ে দেবো গ্রহ করে সৌরজগতটাতে, মহাকর্ষের শক্তি বুকে ঘুরবে সে আপন কক্ষপথে।

পৃথিবী নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মাটি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পৃথিবী নিয়ে স্ট্যাটাস, best Bengali status on earth
- মেঘ বালিকা অপসরা এক মেঘের দেশে, শরৎকালে,শীতের শেষে বসন্তে এসে প্রস্ফুটিত রক্তগোলাপ; পরীর মতো নূপুর পায়ে শোলার ফুল খোঁপায় গুজা, ভালোবাসার এক পৃথিবী কবিতা মাখা হোক বিরচন, মায়াবতীর কাজলকালো দু’চোখ দেখে স্বপ্ন এঁকে বাস্তবতায়।
- আমি এই বিষন্ন পৃথিবী নিয়ে, একা একা ফিরে যাব গভীর নেশায়। কোনদিন আসবো না আর, কোনদিন আসবো না আর!
- পৃথিবীতে এই জন্মলাভ তবু ভালো; ভূমিষ্ঠ হবার পরে যদিও ক্রমেই মনে হয়, কোনো এক অন্ধকার স্তব্ধ সৈকতের, বিন্দুর ভেতর থেকে কোনো, অন্য দূর স্থির বলয়ের, চিহ্ন লক্ষ্য ক’রে দুই শব্দহীন শেষ সাগরের, মাঝখানে কয়েক মুহূর্ত এই সূর্যের আলো।
- আমি পৃথিবী বলছি! হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো আমি তোমাদেরই পৃথিবী, যে পৃথিবীতে তোমরা তোমাদের জন্মলগ্ন থেকে আছো। আর শুধু যে আছো তাই নয়!নির্বিকার ভাবে অত্যাচার করেছো আমার উপরে, আমি চুপ করে সবকিছু সহ্য করেছি বলে তোমরা ভেবেছো আমার হয়তো কোনও অনুভূতিই নেই! একবারের জন্যেও কি তোমরা ভেবেছো যে,আমারও প্রাণ আছে,আমিও কষ্ট পাই।
- অপরিচিতের মতো হতে হল পরস্পরকে, উপলব্দ্ধির এক নির্বাক সময়, ঘুমে আচ্ছন্ন পুরো অসুস্হ পৃথিবী, অপ্রাসঙ্গিক হল ধর্ম, বর্ণ ও বংশের সম্পূর্ণ পরিচয়, কেবল একা হয়ে দাঁড়িয়ে রয়েছে মানুষ, মেঝের মাটিকে দু’হাত দিয়ে ধরে।

পৃথিবী নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সূর্যাস্ত নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
পৃথিবী নিয়ে কবিতা, Wonderful Bengali poems on earth
- এক ভয়াবহ অসুখে ভুগছে পৃথিবী আজ বহুদিন! কুৎসিত কদাচার অসুখে, পৃথিবী হাড়িয়েছে তার সরল কোমল অবয়ব সৌন্দর্য্য. পৃথিবীর বাতাসে আজ লাশের গন্ধ, রুঢ় ক্ষরতাপে মসৃণ ত্বকে দগদগে ঘা, সবুজ শ্যামল গায়ের মেঠো পথে অনন্ত সূর্যাস্ত; কুয়াশার চাদরে ঢেকে দিয়ে যায় সরল মুখ।
- বহু পথ হেঁটেছি, এখনো বহু পথ হাঁটার বাকি, মাঝে মাঝে মনে হয় পৃথিবীটা আমার না। না কি পৃথিবীতে থাকার যোগ্য আমি নই?ভোরে রবি আলোকিত করে ভুবণ, সময় তার চলমান পথকে থমকে দেয়। বন্ধ হয়ে যায় নিশ্বাস, ফুঁসফুসটা আর কাজ করতে চায় না জং পড়েছে, সার্থপর এই পৃথিবীর মানুষগুলো। যান্ত্রিক কাঠামোটা জীবনে বেঁচে থাকার মানে, এ জীবন শূন্যতায় পরিপূর্ণ, সম্পর্ক, ভালবাসা সবই ঠুনকো আমার জন্য,যুদ্ধ যুদ্ধ খেলা চাইনা আর, লোভ, ভয় কিছুই আর চাওয়া পাওয়া নেই পৃথিবী তোমার কাছে। বন্ধ জানালায় মুক্ত পাখি হয়ে উড়তে চাই ধরনীর বুকে, ঘুমাবো মৃত্তিকার শীতল পাটিতে।
- পৃথিবী বদলে গেছে, বদলে গিয়েছো তুমি, বদলাইনি শুধু আমি।
- পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে।তুমি আমি একই আছি দুজনে যা ছিলাম আগে।।
- দুই পৃথিবী, কিসের চাহিদায় ঘরছাড়া, দুই পৃথিবী, কোন চাওয়া পাওয়ায় দিশেহারা।
- সুখেরই পৃথিবী, সুখেরই অভিনয়, যত আড়াল রাখো, আসলে কেউ সুখী নয়, নিজ ভুবনে চির দুখী, আসলে কেউ সুখী নয়।
- পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়।
- পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুডোর। পৃথিবী হারিয়ে গেলো মরু সাহারায়, মিশরের নীল নদ আকাশে মিলায়, খুশির প্রাসাদ গড়ি মাঝ দরিয়ায়, আকাশ রাঙাতে চাই প্রদীপ শিখায়।
- পৃথিবীর গান আকাশ কি মনে রাখে? নীরব সুরে রামধনু শুধু, দিগন্তে ছবি আঁকে
- আমার জানলা দিয়ে একটুখানি, একটু বর্ষা একটু গ্রীষ্ম, আকাশ দেখা যায় একটুখানি শীত, সেই একটুখানি চৌকো ছবি আমার জানলা দিয়ে আমার পৃথিবী | আঁকড়ে ধরে রাখা, সেই পৃথিবীতে বিকেলের রং হেমন্তে হলুদ, সেই পৃথিবীতে পাশের বাড়ির কান্না শোনা যায়, পৃথিবীটা বড়ই ছোট আমার জানালায়, আমার জানলা দিয়ে আমার পৃথিবী |
- বিশ্ব তামাকমুক্ত দিবসের গুরুত্ব, ক্যাপশন, স্লোগান, World No Tobacco Day Caption and slogan in Bengali
- ধরিত্রী দিবস/ বসুন্ধরা দিবস ২০২৫ অনুপ্রেরণামূলক উক্তি, ক্যাপশন, স্লোগান, কবিতা, Earth day 2025 in Bengali
- বি আর আম্বেদকর জয়ন্তী ২০২৫- বি আর আম্বেদকরের জীবনী, অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, B.R Ambedkar’s life and inspirational quotes
- জীবন নিয়ে আল্লাহর বাণী, Best sayings of Allah about life in Bangla
- কুরান-এর বিশেষ কিছু উক্তি, বাণী, Best sayings of Quran in Bangla

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “পৃথিবী” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।