আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “সুখ” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব, আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
সুখ নিয়ে ক্যাপশন, Sukh nie caption
- স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ এবং অল্পেতেই তুষ্টি পাওয়ার চাইতে বড় সুখ আর কিছু নেই ।
- জ্ঞানী লোকেরা কখনই সুখের সন্ধান করে না।
- সুখ কখনই ভবিষ্যতের জন্য জমিয়ে রেখে দেওয়ার মত বিষয় নয়, বরং এটি হল বর্তমানে অনুভব করার সুযোগ।
- আপনি যদি অন্যের সুখের কারণ হতে পারেন, তবে আপনি নিজেও সুখী হবে । অন্যের দুঃখের কারণ হলে দুঃখও দল বেঁধে আপনার জীবনে আসবে।
- মানুষ যতটুকু সুখী হতে চায়, সে ততটুকুই সুখী হতে পারে। সুখের কোনোও পরিসীমা হয় না, আমরা ইচ্ছে করলেই সুখকে আকাশ অভিসারী করে তুলতে পারি ।
- জীবনে সুখের তীব্র আকাঙ্ক্ষাই হল তারুণ্য ধরে রাখার মূল রহস্য।
- একটি সুখের সংসারকে ধ্বংস করার উদ্দেশ্যে শয়তান যতগুলো অস্ত্র আবিস্কার করেছে তাদের মধ্যে মারাত্নক একটি অস্ত্র হল প্রতি কথায় স্ত্রীর ঘ্যানর ঘ্যানর।
- বিয়ের পূর্ব অবধি পুরুষরা বুঝতে পারে না যে সুখ আসলে কি, কিন্তু যখন বুঝতে পারে তখন বড় বেশি দেরি হয়ে যায়।
- কোনো মানুষের জীবনে সুখের সবচেয়ে বড় শত্রু হল তার সরলতা।
সুখ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি আনন্দ নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
সুখ নিয়ে স্টেটাস, Thoughtful status about happiness in Bangla
- আমি হয়তো জ্ঞানী নই, কিন্তু ভাগ্যবান আছি, কাজেই আমি নিজেকে সর্বতোভাবে সুখী মনে করি।
- আমি সর্বদাই নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনও কারো কাছে কোনো প্রত্যাশা রাখি না, কারো কাছে কিছু প্রত্যাশা করাটাই বেশির ভাগ সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়।
- এই পৃথিবীতে একজন সুখী মানুষ সাদা কাকের মতই দুর্লভ ।
- দুনিয়াতে তারাই সুখী হয় যারা কোনো প্রতিবাদ ছাড়া নিন্দা শোনে এবং সেই অনুসারে নিজেদের সংশোধন করতে পারে।
- পৃথিবীতে সুখ এবং দুঃখ সব সময় সমান সমান থাকবে। কেউ একসময় চরম আনন্দ পেলে, তাকে চরম দুঃখও পেতেই হবে।
- গল্প উপন্যাসে থাকা নায়ক-নায়িকাদের সুখ-দুঃখ নিয়ে যারা কাতর হয়ে পরে, তারা সাধারণত নিজেদের সুখ দুঃখের ব্যাপারে অনেকটাই উদাসীন হয়।
- সবাইকে কখনো একসাথে সুখী করা হয়তো সম্ভব না। আপনি কখনই তা করতে পারবেন না, কাউকে না কাউকে না চাইতেও অসন্তুষ্ট রাখতেই হবে, আর তাতেই অনেক সময় মনে হয় যেন নিজের গোটা পৃথিবীর এক একটা প্রান্ত অসম্পূর্ণ থেকে যায়।
- সুখ কখনও কিনতে পাওয়া যায় না বা কারো থেকে তা ধার নেয়া যায় না। সুখ হল মানুষের ভিতরের একটি ব্যাপার, সুখী হতে গেলে বেশী কিছু না, শুধু একটা সুখী মন হলেই চলে ।
সুখ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি তৃপ্তি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
সুখ নিয়ে বাণী, Best sayings about happiness
- সুখ সুখ করে কেঁদোনা আর, যতই কাঁদিবে ততোই বাড়িবে হৃদয় ভার।
- এই দুনিয়াতো সুখেরই দুনিয়া, কিন্তু সেই সুখ কে সবাই খুঁজে নিতে জানেনা।
- সুখের জন্যই বাঁচে কেউ, আবার কেউ কেউ সুখের লোভেই মরে যায়।
- সুখ? সে তো এক অলীক বস্তু।তার দেখা কি-এতো সহজে আর মেলে? সবাই তো আছে সুখের খোঁজে, নিজের সকল কাজ ফেলে।
- সুখ, নিতান্তই আপেক্ষিক একটি ব্যাপার। কারো কাছে যে ব্যাপারটা সুখের, অন্য কারো কাছে সেটাই আবার দুঃখের হতে পারে।
- একই সুখ সকলের কাছে সমান মাপের হয় না।
- তারাই এই দুনিয়ার সবচেয়ে বেশি সুখী মানুষ হয়, যারা অল্পতেই নিজের সুখ খুঁজে নেয়।
- আমরা সকলেই সুখের পূজারী, এমন হয়তো কেউ এই পৃথিবীতে নেই, যে সুখে বাঁচতে চায়না।
- আমি এমন এক দুনিয়ায় বাস করতে চাই; রোজ যেখানে সুখের বন্যা বয়।
- তুমি যদি দুঃখের আগুনে না পোড়ো; তবে সুখও খুঁজে পাবে না।
- প্রকৃত সুখের সংজ্ঞা, তুমি কি জানো? যেখান থেকেই পারো- তা দ্রুত খুঁজে আনো।
- সুখ মানে মানুষের ঠোঁটের কোণে সারা জীবন ধরে লেগে থাকা এক চিলতে হাসির রেখা? নাকি সারা জীবনের জন্য চোখে মুখে আনন্দের ঝিলিক বওয়া?
- প্রকৃত সুখের সংজ্ঞা এখন অব্দি কেউই দিতে পারেননি, এমনকি বিখ্যাত মনীষীরাও না।
- এক টুকরো সুখ খুঁজে পেতে গিয়ে মানুষ কত কি না করে! সুখের জন্য একজন ব্যক্তি অন্য কাউকে মেরে ফেলতে গেলেও হয়তো হাত কাঁপে না।!
- আমরা সকলেই মূলত সুখের পৃথিবীতে বাস করি। কিন্তু, সেই সুখ যেন কোনো এক গোলক ধাঁধার চক্রে জড়িয়ে পড়েছে; তাই তো তাকে সহজে কেউ খুঁজে পায় না।
সুখ নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি শান্তির বাণী, শান্তি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
সুখ নিয়ে কবিতা, Wonderful poems on happiness
- সুখের জন্যই মরে কেউ, কেউ বা সুখের জন্যই বাঁচে। ওরে ভাই! শোনো তবে, সুখ এই দুনিয়াতেই আছে।
- অত্যধিক সুখ আশা করা, সুখ প্রাপ্তির পথে একটি বড় বাধা।
- প্রচুর ধন সম্পত্তির থাকা মধ্যে সুখ নাই, মানসিক শান্তির মধ্যেই থাকে প্রকৃত সুখ ৷
- সুখ কখনোই ধন সম্পদে থাকে না , বরং সুখের অনুভূতি আমাদের আত্মায় বাস করে।
- ভোগে প্রকৃত সুখ নাই, কর্মসম্পাদন করাতেই আসল সুখ থাকে৷
- আমাদের জীবনে আসা সুখ হচ্ছে বেলাভূমিতে গড়া বালুর ঘরের মতাে, যে কোনাে মুহূর্তে তা জোয়ারের জলে ভেসে যেতে পারে।
- সুখের সবচেয়ে গোপন গূঢ় মন্ত্রই হল ত্যাগ৷
- সুখ কারে কয়? কোথায় সুখের বাস? জনমভর খুঁজিলে সুখ পাবে নাকো আভাস! কুড়িয়ে পাওয়া দু’টো টাকা, এতেই অনেক স্বপ্ন আঁকা, যদি পায় কেনো পথশিশু, থাকবে না সুখের সীমারেখা।
- গোটা দেশটা ঘুরছ কেন সুখের সন্ধানে, সুখ মিলবে আপন ঘরে ভাব যদি মনে। পান্তা ভাতের সাথে যদি লঙ্কা থাকে ঘরে, সুখী থাকতে দ্বিধা কেন সময় সীমা ধরে? দেখছ যারে সুখী ভাব সেতো সুখী নয়, অচৈতন্যে রয়ে যেজন সেইতো সুখী হয়। যুগে যুগে মহামানব এসেছিলেন যারা, বিশ্বটারে সুখী করতে হেরে গেছেন তারা। ঢের সুখে আছ তবু কিসের এত আশ? বন্ধ ঘর পড়ে রবে আঙিনায় হবে বাস।
- একলা আছি, একলা বাঁচি, তবু আমি ভালোই আছি, ঠোঁটের কোনে একটু হাসি, সুখ আমার রাশি রাশি। সবার যত দুঃখ আছে, দাও আমার ঝোলায় গুঁজে, সুখ নাও যত লাগে, দুঃখ আমায় দাও আগে। সুখের এখন আকাল চলে, সুখ কি গাছে ফলে ! তাইতো আমি দুঃখ কিনি, দুঃখের মাঝেই সুখকে চিনি।
- অর্থ বিত্ত কোটি টাকায়, সুখ থাকে না অট্টালিকায়, দুঃখের মাঝে পরম সুখ, খুঁজলে পরে পাওয়া যায়।অপূর্ণতা কিংবা না পাওয়ার বিরহী বীণায়ও সুখসুর বাজে, যদি পারো নিতে খুঁজে, সুখতো স্বপ্ন আশার মাঝে। সুখ জলেরই মতো, পাত্র ভিন্নে রং বদলায়, সুখের নীল প্রজাপতি, সাধন করলে ধরা যায়।
- পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলি দাও; তার মতো সুখ কোথাও কি আছে? আপনার কথা ভুলিয়া যাও। পরের কারণে মরণেও সুখ, সুখ, সুখ করি কেঁদো না আর; যতই কাঁদিবে, যতই ভাবিবে, ততই বাড়িবে হৃদয়-ভার!
- বল মন সুখ বল বলে চল অবিরল,তোর সুখ নামে যদি সুখ আসে জীবনে, বল মন বলে চল না ভেবেই ফলাফল, যদি তোর ডাকে বসন্ত আসে শ্রাবনে।
- সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। যাক-না গো সুখ জ্বলে ॥ যাক-না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আঁটি–তুলে নিয়ে দুলাবে ওই বাহুদোলার দোলে ॥
- সবাই তো সুখী হতে চাই , তবু কেউ সুখী হয়, কেউ হয়না। জানিনা বলে যা লোকে সত্যি কিনা? কপালে সবার নাকি সুখ সয় না।
- সখী, ভালোবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়। সে কি কেবলই চোখের জল? সে কি কেবলই দুখের শ্বাস ? লোকে তবে করে কী সুখেরই তরে এমন দুখের আশ ।
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
পরিশেষে, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “সুখ” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।