ভালো লাগা শুধু যে কোনো বস্তুর ক্ষেত্রে হয় এমন না, কোনো মুহূর্ত, কোনো মানুষ কিংবা কোনো কাজ করার ক্ষেত্রেও আমাদের ভালো লাগার বিষয় থাকে। অনেকের যেমন গান করতে ভালো লাগে, আবার অনেকের ঘুরতে যেতে ভালো লাগে, অনেক কিছুর সাথেই আমাদের ভালো লাগা জড়িত।
আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” ভালো লাগা “ সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

ভালো লাগা নিয়ে সেরা লাইন, Best sayings about Liking in Bangla
- আমার খুব ভালো লাগে তোমায়, তবে এই কথা তোমাকে কখনো মুখ ফুটে বলতে পারি নি।
- তোমার প্রতি আমার ভালো লাগা কখন যে ভালোবাসায় পরিবর্তিত হয়ে গেছে তা আমি বুঝতেই পারি নি।
- তোমাকে ভালোবাসি, তাই তোমার সবকিছুই আমার ভালো লাগে।
- সকলে অসাধারণ জিনিসের প্রতি আকর্ষণ বোধ করে, কিন্তু আমার সাধারণ জিনিসই ভালো লাগে, এত আড়ম্বর আমি পছন্দ করি না।
- নিজেকে নিয়ে ভালো লাগা মোটেও ভালো কিছু করার সাথে সামঞ্জস্য নয়। তবে কিছু ভালো লাগার ক্ষেত্রে জীবনে ভালো নীতি অনুসরণ করা অত্যন্ত জরুরি।
- তোমার যা কিছু করতে ভালো লাগে তাই করো, শুধু সেই কাজের ভালো খারাপটা একটু যাচাই করে নেওয়া ভালো।
- জীবনের প্রাথমিক উদ্দেশ্য হলো ভালো লাগা, তবেই সবকিছু ভালোভাবে উপভোগ করা যায়।
- তুমি জীবনে কখনোই উন্নতি করতে পারবে না, যদি তুমি শুধু সেই দিনগুলোতেই কাজ করো যখন তোমার ভালো লাগে।
- তোমার ভিতর তোমার নিজেকে নিয়ে ভালো লাগা থাকতে হবে,আর একটা কথা নিজেকে বোঝাতে হবে যে নির্ভর করার জন্য তুমি নিজে ছাড়া আর কেউ নেই তোমার কাছে। তবেই তুমি জীবনের যেকোনো পরিস্থিতিতে এগিয়ে যেতে পারবে।
- আমি কিছু সময় পর পর আয়নাতে নিজেকে দেখতে ভালোবাসি এবং আমি যখন নিজেকে দেখি তখন আমার মধ্যে ভালো লাগা কাজ করে, আমি অনেক উৎসাহ অনুভব করি।
- নিজের সবকিছু ভালো লাগা অনুভূত হওয়ার একটি উত্তম উপায় হলো নিজেকে ভালোবাসা, আর নিজেকে ভালোবাসলে অবশ্যই নিজের খেয়াল রাখতে হয় ও নিজের যত্ন নিতে হয়।

আঘাত নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes, captions on Injury in Bengali
ভালো লাগা নিয়ে ক্যাপশন, Bhalolaga nie caption
- যদি তোমার অভ্যন্তরে নিজেকে নিয়ে ভালো লাগা থাকে তবে তা তোমার আশেপাশেও বিকিরিত হবে এবং তুমি সকলের মধ্যে একটা ইতিবাচক অনুভূতির সৃষ্টি করতে সক্ষম হবে।
- রোজ সকালে উঠে তুমি যদি ভালোভাবে ব্যায়াম করতে পারো, তবে পরবর্তী সারাটা দিন ধরে তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এবং তোমার মস্তিষ্ককে সতেজ রাখবে, এভাবেই তোমার পুরো দিন সঠিকভাবে পরিচালিত হবে।
- আমার খুব ভালো লাগে পশ্চিমে ঢলে পড়া সূর্যকে দেখতে, মনে তখন একটাই কথা আসে, শুরু হবে এবার তারার মেলা, ফিরবে এবার সবাই নিজের ঘরে, বসবে কত আড্ডা আর আনন্দের আসর, শুরু হবে আনন্দ মুখরিত এক সন্ধ্যা।
- যদি তোমাকে ভালো দেখায় তবে তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস ও ভালো লাগা কাজ করবে এবং তোমার এই ভালো লাগা তখন ভালো কিছু করার প্রতি তোমায় উৎসাহিত করবে।
- আমার তীব্র ভালো লাগা হয়তো তোমাকে বোঝাতে পারিনি, কিন্তু আমি বুঝেছিলাম এই ভালো লাগা যে ক্রমে ভালোবাসায় পরিণত হয়ে পড়ছে।
- কোনো কিছু করতে গিয়ে সেই কাজটা সঠিক ভাবে হওয়ার মাঝে একটা আলাদা রকম ভালো লাগা ও তৃপ্তি কাজ করে, যা আমাদের আরো আগ্রহী ও উৎসাহিত করে তুলে।
- কোনো বিষয়ে ভয় পাওয়া বা খারাপ লাগা খুব জরুরী, কারণ এই দুটো অনুভূতিই একজনকে ভালো লাগা অনুভব করাতে পারে।

স্বপ্ন নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes, captions on dreams in Bengali
ভালো লাগা নিয়ে স্টেটাস, Best Bengali status on liking
- মনে সুখ তো তখনই আসে যখন আপনার নিজেকে নিয়েই এক ধরনের ভালো লাগা থাকে, কারোর অনুমোদন ছাড়াই নিজের প্রতি ভালো লাগা থাকা জরুরী।
- জয় হোক কিংবা পরাজয়, সর্বদাই আমার নিজের সম্পর্কে একটা ভালো লাগা কাজ করে, কেননা সেটাই গুরুত্বপূর্ণ, নিজেকে না ভালোবাসলে জয়কেও পরাজয় বলে মনে হয়।
- তোমার প্রতি আমার ভালো লাগার বিষয়গুলো আমি লুকিয়ে রাখতে পারিনা, শুধু একটাই অনুরোধ তুমি আমার উপর বিরক্ত হয়ো না।
- কালও তুমি আমার অচেনা ছিলে, কিন্তু আজ আমার সকল ভালো লাগা যেন তোমায় ঘিরে, তোমায় থেকে যেতে বললে তুমি কি থেকে যাবে আমার ভালোবাসায় ঘিরে!
- ভালো লাগে তোমার ঝিলিক দেয়া হাসি, ভালো লাগে আমার যখন দেখি তোমার খুশি।
- ভালোলাগা মানেই কি ভালোবাসা ! ভালোলাগলেই কি ভালোবাসতে হয়, নাকি ভালোবাসা যায়।
- এ ভালোলাগা কাছে আসা, এরই নাম ভালোবাসা। তাই এ প্রেম তাই অনুরাগ, দুজনার স্বপ্ন আশা।

আদর্শ নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on Ideal in Bengali
ভালো লাগা নিয়ে কবিতা, Wonderful poems on Liking
- ভালোলাগা হল মুক্ত আকাশে ডানা মেলা, নাটাই ছেঁড়া ঘুড়ির অমিত অভিসার। বন্ধনহীন, স্বাধীন, ইচ্ছেমতো আপন আলয়ের নিপুণ রূপকার ।
- কথা নেই, তবু আসবি তুই বোধ হয়, বিমূর্ত যত ভালো লাগা সাজাই তারায় তারায়, চরাচর জুড়ে ছড়ায় কি আবেশ, প্রতিবারে হৃদস্পন্দনে আমি হচ্ছি নিরুদ্দেশ।
- ভালোবাসা সমুদ্র, ভালোলাগা সৈকতে আছড়ে পড়া উর্মীদল, ভালো লাগা, একে একে, অজস্র, অবিরত। ভীষণ নীল আকাশ ছড়িয়ে ছিটিয়ে থাকা, এলোমেলো তারার মেলা, অজস্র, অগণিত।
- ভাল লাগার সংজ্ঞা কি গো ক্ষণে ক্ষণে বদলায় – নিজেকে কখনো ভাবি সার্থক প্রবর; সফল পুরুষ কখনো দেখি; ঢাল-তলোয়ার-হীন নিষ্ফলা ফানুস আসলে, মন তো বোঝে না; কী সে পেতে চায়!
- ভালোবাসা বন্ধ, ভালোলাগা উন্মুক্ত, ভালোবাসা আপন, ভালোলাগা উড়ন্ত।
- টুকরো টুকরো ভালোলাগার স্পর্শেই, জন্ম নেয় ভালোবাসা। ভালোলাগার অবিরাম এই স্পন্দনেই বেঁচে থাকে, সংশপ্তক ভালোবাসা।
- তোমার ইচ্ছে গুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো, আমার ভালো লাগা, ভালোবাসা তোমায় দেবো আরো।
- ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন, অন্য রকম পায়ের চলন, তুমি আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুমি এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে।
- চোখেতে অনেক ছবি ভালো লাগে, আপন করে পেতে সাধ যে জাগে। তবু ভালবাসা ভালো লাগা এক নয়। ভালবাসা ভালো লাগা এক নয়।
- প্রথম দেখে ভালোলাগা এলোমেলো মন, সময় যেন যাচ্ছে থেমে ভেবে সারাক্ষণ। রোদের রঙে যাক মিশে ভালোলাগা সব, তোমায় পেলে আর কিছু চায় না অনুভব, তুমি এলে যেন অবাক শ্রাবণেরই সুখ, পলক চোখের যাক থেমে, দেখে ওই মুখ ভাসলো মেঘে পরাণ আমার, উদাসী মন কান পেতে শুনতে পাবে বুকের কাঁপন।
- ভালো লাগে ডিঙ্গি নৌকায় চড়ে ভাসতে, প্রজাপতি বুনো হাঁস ভালো লাগে দেখতে। জানলার কোণে বসে উদাসী বিকেল দেখে, ভালোবাসি এক মনে কবিতা পড়তে।তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন, উদাসী পথের মাঝে মন পড়ে থাকে যেন, কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও।
- তোমায় ভালো লাগা গল্পটা এমনি, এ ভালো-লাগার পরিণতি বলে দেয়, তোমার হঠাৎ এসে দখল নেয়া মনে, আজ সবকিছু ভুলে চাইছি তোমাকে।
- স্বাধীনতা নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes, captions on Independence in Bengali
- জ্ঞান নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes, captions on Knowledge in Bengali
- মাটি নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on earth in Bengali
- কাজী নজরুল ইসলামের বিখ্যাত বাণী ও উক্তিসমূহ, Kaji Nazrul Islam sayings and quotes in Bengali
- রাজনীতিবিদদের বিখ্যাত উক্তি ও বাণী, Best quotation and sayings of Politicians in Bengali

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “ভালো লাগা” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।
