বার্ধক্য নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes, captions on Old age in Bengali


আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “বার্ধক্য” নিয়ে উক্তি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

বার্ধক্য নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন
Pin it

বার্ধক্য নিয়ে ক্যাপশন, Bardhokyo nie caption

বার্ধক্য নিয়ে ক্যাপশন
Pin it
  • তরুণদের রাজনীতির মূলমন্ত্র হলো আদর্শ আর বার্ধক্যের মূলমন্ত্র হলো মন্ত্রীত্ব৷
  • সবসময় বয়স্করাই যুদ্ধের আহ্বান জানায়। কিন্তু তরুণদেরকেই সেই যুদ্ধ করতে হয় এবং মরতে হয় তাদেরকেই।
  •  যখন বার্ধক্য আসে, তখন মানুষ মনের দিক থেকে আবার বালক হয়ে যায়৷
  • সবার থেকে বেশি জীবনকে উপভোগ করতে চায় বয়স্করা।
  • যুবককালে যা আছে সব উপভোগ করো আর বার্ধক্য এলে সেই দিনগুলোকে স্মরণ করো।
  •  যৌবন তো আমাদের জন্য ভ্রম, এই জীবনটা যে একটা যুদ্ধ, আর বার্ধক্য হল একরাশ আক্ষেপের যোগফল।
  • পলায়ন করার মতো কোনো জায়গা নেই। বার্ধক্য তোমার কাছে আসবেই৷
  • একজন মানুষের জীবনে যা কিছু ঘটতে পারে তার মধ্যে বার্ধক্য আসা সবচেয়ে অপ্রত্যাশিত।
  •  আমার বিশ্বাস যে আপনার শরীরে যদি সুস্থতা থাকে, তাহলে আপনার মনে হবে বয়স আসলে একটা সংখ্যা মাত্র, ক্রমে বয়স বেড়ে গেলেও আপনার বিশেষ কিছু সমস্যা হবে না, শারীরিক সুস্থতা নিয়ে আপনি বার্ধক্যকেও আপনি উপভোগ করতে পারবেন।
  • যৌবনের দুঃখ আর বার্ধক্যের দুঃখ এক হয় না৷
  • শিক্ষাই আমাদের তারুণ্য এবং বার্ধক্যের মধ্যে প্রভেদ সৃষ্টি করে। আপনি যতক্ষণ শিখছেন ততক্ষণ আপনি বৃদ্ধ হবেন না৷
  • চল্লিশ বছর বয়স পর্যন্ত হল আমাদের তারুণ্য আর পঞ্চাশ বছর হলো বার্ধক্যের তরুণকাল।
বার্ধক্য ক্যাপশন
Pin it

বার্ধক্য নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সময় নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বার্ধক্য নিয়ে স্টেটাস, Best Bengali status on old age

বার্ধক্য নিয়ে স্টেটাস
Pin it
  • যদি আমি জানতাম যে আমি কতদিন বেঁচে থাকব, তাহলে আমি নিজের ভালো যত্ন নিতে পারতাম, কারণ বার্ধক্য হয়তো রোধ করা যায় না, কিন্তু নিজের যত্ন নিয়ে সুস্থ থাকলে বার্ধক্য হয়তো উপভোগ করা যায়।
  • জীবন মূল্যবান, বৃদ্ধদের জন্যও। 
  • বৃদ্ধদের সম্মান করো এবং পারলে তাদের সময় দাও, কারণ তোমার বয়সও বেড়ে চলেছে, একদিন তোমার মনে হবে যে কথা বলার মত একজন সঙ্গীর প্রয়োজন, আজ তুমি যদি তাদের সময় দাও তবে তোমায় দেখে পরবর্তী প্রজন্ম শিখে নেবে তোমার বার্ধক্যে তোমার সময় দেওয়ার শিক্ষা৷
  • বার্ধক্যের সময়কালে আসল দুঃখ হল অনুশোচনা।
  • যখন আপনার বয়স চল্লিশ, তখন আপনি অর্ধেক অতীতের অন্তর্গত এবং যখন আপনার বয়স সত্তর, আপনার প্রায় সবই অতীত, অর্থাৎ বার্ধক্যের সময়ে আপনার কাটিয়ে আসা পুরো জীবনই অতীত।
  • আমি এখন বার্ধক্যের কোঠায় নেমে এসেছি, তাই আমার ঠিকানা এখন বৃদ্ধাশ্রম ।
  • আপনার জীবনে যা কিছু করার ইচ্ছে রয়েছে তা বৃদ্ধ হওয়ার আগেই করতে হবে।
  • তারুণ্যে সৎ এবং কর্মময় হয়ে থাকলে, বার্ধক্যের সময়কাল স্বর্ণযুগের মত কাটিয়ে দেওয়া যায়। 
  • বৃদ্ধরা সব কিছুই বিশ্বাস করে নেয়, মধ্যবয়স্করা সবকিছুই সন্দেহ করে আর যুবক যারা তারা সবকিছুই জানে৷
  • আমাদের জীবনকে আমাদের বর্ধ্যকের শেষ কয়েকটি বছর দ্বারা মাপা যাবে না।
  • কেউ কখনো আমাকে শেখায়নি কিভাবে বৃদ্ধ হতে হয়, কিভাবে বার্ধক্য উপভোগ করতে হয়!
  • আমার বুড়ো হতে মন চায় না, কারণ সময়টা আমার জীবন উপভোগ করার জন্য সুবিধাজনক না৷
  •  যার মনে সর্বদা তারুণ্য বিরাজ করে তার জীবনে কখনো বার্ধক্যে আসে না৷
  • যুবক কালে অর্ধেক খরচ করো আর বাকি অর্ধেক জমিয়ে রাখো৷ যৌবনের জমানো সম্পদই যে বার্ধক্যের অবলম্বন হয়।

বার্ধক্য নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি দুঃসময় নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বার্ধক্য স্টেটাস
Pin it

বার্ধক্য নিয়ে সেরা উক্তি, Best sayings about old age 

বার্ধক্য নিয়ে উক্তি
Pin it
  • আজকাল তরুণদের থেকে বুড়োদের রোগ তুলনামূলক কম। কিন্তু যার দেহে যেটুকু রোগই থাকে সেটুকুই আমৃত্যু সঙ্গী হিসাবে থেকে যায়৷
  • জীবনে সেরা অভিজ্ঞতা হওয়া এখনও বাকি, কারণ তারুণ্য কিন্তু অর্ধেক দেখায়; ঈশ্বরে বিশ্বাস করুন, বার্ধক্যে প্রবেশ করুন, জীবনের সবকিছু দেখুন, কখনো ভয় পাবেন না!
  • বার্ধক্য আর ভালোবাসার মধ্যে একটা বিশেষ মিল আছে। দুটোই লুকিয়ে রাখা যায় না।
  • জীবন যেন এক চক্রে বাধা।  শৈশব থেকে যৌবন, আবার সেখান থেকে বার্ধক্য।  তারপর সবকিছু নিঃশেষ। অনেকের বিশ্বাস যে, এই নিঃশেষ থেকেই শুরু অনন্ত জীবন, পরকাল। 
  • “বার্ধক্য কোনো উপভোগের বিষয় নয়।  তবে অনেক দুঃখ, বিপদ, ঝড়ঝঞ্ঝা পেরুনোর অভিজ্ঞতার নামই বার্ধক্য।  এ অবস্থাটি পেরিয়ে যাচ্ছি।  আমিতো বলতে চাই।  কিন্তু আমার ঠোঁট কাঁপতে থাকে।  যে কথাটা বলব, সেটা বদলে গিয়ে অন্য কথা প্রকাশ হয়ে পড়ে।”
  • “বার্ধক্যের অসুখে তুমুলভাবে বেঁচে থাকার জন্য একমাত্র শক্তিশালী ওষুধ লেখালেখি”
  • যখন যৌবন ছিল সহর্ষে জাগতুম ভোরবেলা।
    আবার দিনের শেষে শিশিরের দুঃখভাগ নিতুম সহজে ;
  • বার্ধক্য জীবনের বড় অদ্ভূত এক অধ্যায়!
    শৈশব, কৌশোর, যৌবন পেরিয়ে এ সময়টা যখন উপস্থিত হয়, তখন মানুষ কেমন যেনো অন্য রকম স্বত্তায় পরিণত হয়! অনেকটা দুর্বোধ্য, হতাশ আর অসহায় আকৃতি লাভ করে মানুষ! দুর্বোধ্য হয়ে ওঠার প্রধান কারণ নিজেকে গুটিয়ে নেয়া! সারাজীবনের লালিত ধ্যন- ধারণা ক্রমেই মিথ্যে মনে হতে থাকে! একসময়কার তুখোর আড্ডাবাজ, সদা বিচরণশীল প্রাণচঞ্চল মানুষটি আর আড্ডার আসরে ভিড় জমায় না! কেনো যেনো তার অনিহা জন্মে যায় বহুদিনের পুরানো সঙ্গীদের প্রতি! হতাশার গাঙে নিমজ্জিত হয়ে একাকীত্বে ভোগার সময়টাই যেনো বার্ধক্য! আজন্ম লালিত বিশ্বাসে যৌবনের বার্ধ্যক্যে যে চিড় ধরে
    সে চিড় ফাটলে রূপ নেয় বার্ধক্যে এসে।
  • যে ডাল তুমি কেটেছিলে যৌবনে তাতেই ভর দিয়ে আছে তোমার বার্ধক্য, যেইসব রাস্তায় তুমি হেঁটেছো তার প্রতিটা কোঁয়া হয়ে গ্যাছে একে একে দ্বৈতবাদী হুইসেল, তোমার জল দেয়া বনসাঁই দ্যাখো হয়ে গ্যাছে দীর্ঘ বাউবাব- তুমি ধ্বংসস্তূপে এলুমিনিয়াম ফয়েলের মতো পড়ে আছো- মরূদ্যানে ক্যাকটাস হয়ে চেয়ে আছো বৃষ্টির সম্মুখে।

বার্ধক্য নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি স্মৃতি নিয়ে স্টেটাস ও বাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

বার্ধক্য নিয়ে সেরা উক্তি
Pin it

বার্ধক্য নিয়ে কবিতা, Old age poems in Bangla

বার্ধক্য নিয়ে কবিতা
Pin it
  • বার্ধক্য জীবন, বড় কঠিন জীবন
    ভগ্ন শরীরে মন্থর গতিতে পথ চলা
    নিকষ কালো অন্ধরাতে
    অতীত জীবনের কথা বলা।
  • আজ কেবল আফসোস!
    মনচায় সব আসুক সব যাক
    তুই বার্ধক্য ছাড়া।
    একটা সুযোগের দরখাস্ত ছিলো,
    কিন্তু লিখতে হাত কাঁপে,
    কলমটাও ভীষণ ভারি।
    কারো সাহায্যার্থে গেলে তামাশা করে
    অথচ তারা যদি জানতো
    আমি কে কি ছিলাম?
    আমি কি চাই?
    অবশ্য আমার ও আগে জানা উচিত ছিলো।।
  • আয়নার বুকে আজ গজিয়েছে অনায়াসে শিরা উপশিরার জঙ্গল। শিথিল চামড়ার নিচে শ্বাস রুদ্ধ হয়।  একদা উচ্ছল এক দুরন্ত প্রাণ। অপার বিস্ময় জাগে, একি সমৰ্পণ রোগ জ্বালা ব্যাধির প্রকোপ! এমন ছিল না আগে। টগবগে বেঁচে থাকা, দু-হাতে লাগাম ধরে ছুটে চলা কবিতার মত জীবনের পথে। বিদ্রূপ, উপহাস, তাচ্ছিল্য ভরে হেসেছিলে দুর্বলতা দেখে। সেই হাসি, পিছু করে করে শেষ হাসি হাসে আজ, সময়ই তো শেষ কথা বলে। আপন নিজস্ব সব, ফেলে যায় পিছে
  • জীর্ণ বসন যেন, ফুরিয়েছে কাজ বড় বেশী অপাংক্তেয় আজ। অমোঘ সন্ধ্যাকাল থমকে দাঁড়ায় গোধূলির শেষ আলো দেখে, ঐ বুঝি রাত আসে নেমে। এসেছে বার্ধক্য কাল।।
  • আরো অনেকটা সময় পেরিয়ে যায়
    খেয়ালে,বেখেয়ালে কিংবা অবহেলায়,
    শৈশব-কৈশোর-যৌবন সবই ফুড়িয়ে যায়
    বার্ধক্য জমতে থাকে যেন বড় অবেলায়!
    যত সাধ-আহ্লাদ মনের কোনে ছিল
    ক্রমেই অস্পষ্ট হতে হতে অদৃশ্য হয়ে যায়
    রঙিন দুনিয়ার যত রঙ সবই ফুঁড়িয়ে যায়
    বেঁচে থাকার আশাটুকুও দপ করে নিভে যায়!
  • ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে, দাওয়ায় বসে বসে ঝিমুচ্ছে কষ্ট ; শরীরের ভাঁজে তার কখন যে বাসা বেঁধেছে ছত্রাক ছাতায়, সোনালী অতীতে বুঝতে দেয়নি বেহায়া সময়। আজ তাই দাওয়ায় বসে বসে ভাবছে, পোড় খাওয়া বার্ধক্যের বয়স; অতীত পেড়িয়ে আসা ৮০টা বছর তার অনিবার্য উলঙ্গ যন্ত্রনা,
    তবু নিদারুন শীত কষ্টের কাছে সে হার মানতে চায় না।
    এদিকে শীতে কাঁপছে পৃথিবীর বার্ধক্য, সেই সাথে কাঁপছে বুড়িটাও; অথচ হাড্ডি সার চামড়ার ভাঁজে অনিবার্য দুর্দশার স্বীকার আজ সে, তবু নিখাঁদ বাঁচতে চাওয়া যেন একখন্ড হৃদপিন্ডের বিশ্বাসে।
বার্ধক্য নিয়ে কবিতা 2
Pin it

শেষ কথা, Conclusion 

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “বার্ধক্য” নিয়ে কিছু উক্তি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।


Recent Posts

link to আন্তর্জাতিক মৃগীরোগ দিবসের বার্তা, International Epilepsy Day Quotes in Bengali

আন্তর্জাতিক মৃগীরোগ দিবসের বার্তা, International Epilepsy Day Quotes in Bengali

আন্তর্জাতিক মৃগীরোগ দিবস (International Epilepsy Day) প্রতি বছর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়...