পৃথিবী হল মানবজাতির আবাসস্থল। এই পৃথিবীর চারদিক ঘিরে আছে অসীম মহাকাশ। সৌরজগতের কেন্দ্রে থাকা সূর্য সহ মহাকাশে এরূপ বহু নক্ষত্র রয়েছে। পাশাপাশি আছে চন্দ্রের মত বিভিন্ন উপগ্রহ, ধূমকেতু, উল্কা, নীহারিকা প্রভৃতি।
তাছাড়াও ক্ষুদ্র পোকামাকড় ও ধূলিকণা থেকে শুরু করে আমাদের পৃথিবী এবং দূর দূরান্তের সকল জ্যোতিষ্ক এবং দেখা না দেখা সকল কিছু নিয়েই হল এই মহাবিশ্ব। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা “মহাবিশ্ব” নিয়ে উক্তি তুলে ধরব।
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
মহাবিশ্ব নিয়ে ক্যাপশন, Mohabiswa niye caption
- মহাবিশ্বে পৃথিবীর অবস্থান কেমন তা পৃথিবীর বুকে বসে থেকে কখনোই বুঝতে পারা যায় না।
- মহাবিশ্বে শুধু তারার বাস নয়, আরো অনেক অজানা বস্তু হয়তো বিভিন্ন অংশে ছড়িয়ে আছে যাদের ব্যাপারে আমরা অজ্ঞাত।
- আমি রোজ রাতে আকাশের দিকে তাকাই আর ভাবি একদিন যদি মহাবিশ্বের সম্পূর্ণটা ঘুরে আসতে পারতাম, তাহলে আরো কাছ থেকে দেখতাম যে তারাগুলোর উজ্জ্বলতা কতটুকু।
- রহস্যময় মহাবিশ্বে বহু অজানা গ্রহ নক্ষত্র রয়েছে, আমরা কখনোই হয়তো এর সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে পারবো না।
- মহাবিশ্বের রহস্যের কি তল মেলে কখনও? সেই প্রাচীন কালের মুনি-ঋষিদের খালি চোখে আকাশ পর্যবেক্ষণ থেকে শুরু করে আজকের মহাকাশ গবেষণা সংস্থাগুলির অত্যাধুনিক টেলিস্কোপ বা অতি ক্ষুদ্র কণাদের কর্মকাণ্ড দেখবার মতো প্রকাণ্ড সব যন্ত্রাদি; মহাবিশ্বের অসংখ্য অজানা রহস্যের সন্ধান জারি রয়েছে আবহমান কাল ধরেই। ক্ষুদ্র কণার জগত থেকে অতি দূর নক্ষত্রমণ্ডলী, মহাবিশ্বের হরেক বিষয় নিয়ে মাথা ঘামিয়েই চলেছেন বিজ্ঞানীরা। তাদের এই সন্ধান যে কবে শেষ হবে তার কোনো ঠিকানা নেই।
- দুটি জিনিস অসীম: মহাবিশ্ব এবং মানুষের অজ্ঞতা; এবং আমি মহাবিশ্ব সম্পর্কে নিশ্চিত নই।
- মহাবিশ্ব অসীম, আর এ নিয়ে আশা করি কারও মনে কোনো সন্দেহ নেই।
- রহস্যময় মহাবিশ্বে বহু জানা অজানা বিষয় রয়েছে যা নিয়ে এখনো গবেষণা চলছে।
- মহাবিশ্ব আমায় ক্রমশ আকর্ষণ করে, তাই আমার মনও চায় বিশ্ব ছেড়ে মহাবিশ্বে পাড়ি দিতে।
মহাবিশ্ব নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মাটি নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
মহাবিশ্ব নিয়ে স্টেটাস, Best Universe sayings in Bangla
- ভাবতেও কেমন জানি বিস্ময় লাগে যে আমাদের গ্রহ পৃথিবী মহাবিশ্বের একটি অংশ, যদি এমনটা না হতো তবে তো তারা রূপী এতগুলো গ্রহ দেখতে পেতাম না।
- মাঝে মাঝে মনে হয় মহাবিশ্বের অন্য কোনো গ্রহে থাকা প্রাণীরাও হয়তো আমাদের পৃথিবীকে দেখে ভাবে যে, ওই গ্রহে কে জানে কেমন প্রাণী আছে !
- মহাবিশ্ব সৃষ্টির পেছনে কোন ইতিহাস আছে, তা হয়তো কখনো কেউ জানতে পারবে না।
- মহাবিশ্বে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া কলিশনগুলোই হয় এত সব গ্রহ সৃষ্টির কারণ।
- আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠ জিনিসটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব৷
- আপনি সমগ্র মহাবিশ্ব জুড়ে খুঁজলেও হয়তো এমন কাউকে পাবেন যে সবদিক থেকে নিখুঁত, সবার মধ্যেই কিছু না কিছু খুঁত থাকে, মানুষের ভালো ব্যাপারগুলোর সাথে খারাপ ব্যাপারও মেনে নিতে হয়, আর না মানতে পারলে শুধরে নেওয়ার চেষ্টা করুন।
- সৃষ্টিকর্তা ঈশ্বরের বাস হয়তো মহাবিশ্বে, তাই তিনি সাধারণ মানুষের কাছে ধরা দেন না। এজন্যই হয়তো আমরা ভগবানকে কখনো দেখতে পাইনি, আর দেখতে চাইলেও আমাদের সাধ্য নেই মহাবিশ্বে পাড়ি দিয়ে তাদের কাছে পৌঁছে যাওয়ার।
- কত শত রহস্য লুকিয়ে আছে এই মহাবিশ্বের প্রতিটি কোনায় কোনায়, তার হদিস আমরা কোনদিনই হয়তো পাবো না।
- মাঝে মধ্যে মনে হয় যেন মহাবিশ্ব একটি ধোঁকা, কিন্তু সব যদি মিথ্যেই হতো তাহলে রাতের আকাশে তারাগুলো কোথা থেকে আসে! ধমকেতু কিভাবে দেখা দেয়!
মহাবিশ্ব নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি পৃথিবী নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
মহাবিশ্ব নিয়ে সেরা লাইন, Best lines on Universe
- মহাবিশ্বের সকল স্থূল বিশালতা, এবং সুক্ষ্মাতিসুক্ষ্ম বিচিত্রতা, সবই ধারণ করি, প্রতিবিম্বিত করি বিশ্ব-পরিচয়; আমারই কোষে কোষে, মস্তিষ্কের কোনায় কোনায়, আমারই মাঝে, ক্ষুদ্রতিক্ষুদ্র বিশ্বধারী বিশ্বকণায়। মানুষ আমি, মহাবিশ্বের চেতনা, আমিই মহাবিশ্ব।
- আমরা জন্মান্তরে শুধু মাত্র বাঁচার তাগিদ নিয়ে আসি, একপাশের পুরুষ ,অন্য পাশে বাগদত্তা নারী মাঝখানে তফাৎ অন্য গ্রহে, যেকানে নক্ষত্রদ্বয় দ্বন্দ করে , চুমু খায় আবৃত্ত হয় জন্ম দেয়, তারপর মহাবিশ্বে হারিয়ে যাওয়ার বৃত্তান্ত। এই বিশাল পরিসরে মানুষ চিৎকার করে আত্মা আত্মা কিংবা মন মন করে গলা ফাটায় মানুষ ভুলে যায় মানুষের বাঁচাগুলো পাজেলের মতো হাজারো টুকরোতে নির্ভরশীল।
- কখনও কি ভেবে দেখেছো মহাবিশ্ব সৃষ্টি কিভাবে হল?
ছন্দে ছন্দে বলবো আজ ভেঙে ফেলব কল্পনার বাঁধ।।
শূন্য থেকে সৃস্টি হলো আজকের এই মহাকাশ,
বিস্ফোরণ দিয়েই হলো মহাবিশ্বের সূত্রপাত।
সিঙ্গুলারিটি থেকেই বিস্ফোরণ হল বিস্ফোরণের ফলে সময় সৃষ্ট হল, চারিদিকে ধূলিকণা ছড়িয়ে-ছিটিয়ে গেলো ধূলিকণা নিয়েই সূর্য সৃষ্টি হল। বছর পেরিয়ে সময় গেল সূর্যের জ্বালানি ফুরিয়ে এলো, সেখানে আবার বিস্ফোরণ হলো নতুন মৌলের সৃষ্টি হল।। ধ্বংস সৃষ্টি খেলায় তৈরি হলো নতুন দানব, তৈরি হলো গ্যালাক্সি, তৈরি হলো নিউট্রন স্টার। এভাবেই সৃস্টি হলো সব কিছু। - আমরা নক্ষত্রের মতো মহাবিশ্বে ভেসে, সময়ের বিচ্ছিন্নপর্ব বুকে করে নিয়ে আমরা নিরলস নিজেদের বলয়ে। নক্ষত্রের মৃত্যুর মতো আমাদের মৃত্যু স্থির সময়ের কালবেলায়, শুধু স্টেশনে দাঁড়ানো ট্রেন স্টেশন বদলায়। মানুষ নিজেদের মুখোমুখি হওয়ার সুখে হাজারো দুঃখে কথায় কথায় দিন কেটে যায়।
- এই মহাবিশ্বের বিশাল বিস্তারের মাঝে,
দেশ-মহাদেশ-গ্রহ-তারা গ্যালাক্সির ছায়াপথে,
আরও বিশাল, মহাবিশাল মহাশূন্যমায়, আমি কোথায়?
ক্ষুদ্র, অতিক্ষুদ্র নগন্য কণা এক, ক্ষনজীবী মানব। - মহাবিশ্বে মহাকাশে মহাকাল-মাঝে
আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে, ভ্রমি বিস্ময়ে॥
তুমি আছ, বিশ্বনাথ, অসীম রহস্যমাঝে
নীরবে একাকী আপন মহিমানিলয়ে॥
অনন্ত এ দেশকালে, অগণ্য এ দীপ্ত লোকে,
তুমি আছ মোরে চাহি–আমি চাহি তোমা-পানে।
স্তব্ধ সর্ব কোলাহল, শান্তিমগ্ন চরাচর–
এক তুমি, তোমা-মাঝে আমি একা নির্ভয়ে॥ - অন্তরে আমার শুধু ভাঙ্গনের শোরগোল, আমি মৃত্তিকার মত কোমল হতে চাই, আমি মৃত্তিকার মত সহিষ্ণু হতে চাই, আমার নক্ষত্র সব যখন একে একে গ্যালাক্সির পথে চূর্ণ চূর্ণ হয়ে পড়ে মহাকাশ মহাবিশ্ব বিপন্নতায় ডুব দেয়, আমি চাই বসরাই গোলাপের মদির সুগন্ধ শান্তির বাতাবরণ গড়ে তুলুক বিশ্ব চরাচরে।
- তোমার একটি কথায় নড়ে উঠেছে মহাবিশ্ব,
তোমার কথার পূর্বে পৃথিবীতে ছিল মৃত্যু উপত্যকা,
তোমার কথার পরের পৃথিবী অন্য আলোয় ভরা,
তোমার ছোঁয়ায় পাল্টে গেছে আসমুদ্রহিমাচল। - চেনা পৃথিবীর যেন অচেনা এক রূপ জমজমাট এই মহাবিশ্ব এক নিমিষেই চুপ ; যার ভেতরে ছিল প্রতিশোধের নেশা সেও আজ করছে মানুষ বাঁচানোর আশা ।
- মহাবিশ্ব একটি বড়-খোলা জায়গা, এর মধ্যে সবচেয়ে বড় নক্ষত্ররাও যেমন বিদ্যমান তেমন ই পৃথিবীর ক্ষুদ্রতম জিনিসগুলোও মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ
- অনন্ত মহাকাশের পথে
যাত্রা শুরু হয়েছিল একদিন
আবক্ষ কাজল মেঘের অমূল্য অশ্রুপাতে । - পার হয়েছি শত শত ছায়াপথ
সহস্র গ্রহানুপুঞ্জের ধাক্কায় আমি ক্ষত বিক্ষত,
কেবল একটি নক্ষত্রের বহুরূপী উত্তাপে
ঝলসে গেছে দেহ !
তবুও হেঁটে গেছি কামনার গিরিপথে :
অনন্ত মহাকাশে… - বহে নিরন্তর অনন্ত আনন্দধারা ॥
বাজে অসীম নভোমাঝে অনাদি রব,
জাগে অগণ্য রবিচন্দ্রতারা ॥
একক অখণ্ড ব্রহ্মাণ্ডরাজ্যে
পরম-এক সেই রাজরাজেন্দ্র রাজে।
বিস্মিত নিমেষহত বিশ্ব চরণে বিনত,
লক্ষশত ভক্তচিত বাক্যহারা ॥
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
- দুর্গাপূজা নিয়ে ইনস্টাগ্রাম ক্যাপশন, ফেসবুক ক্যাপশন, উক্তি, Instagram captions for Durga Puja, Facebook status in Bengali
- বিসর্জন নিয়ে উক্তি / দূর্গা পূজার বিসর্জন নিয়ে বার্তা, Bisarjan quotes in Bengali
শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “মহাবিশ্ব” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।