আমাদের আজকের এই পোস্টটিতে আমরা একলা চলা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

একলা চলা নিয়ে সেরা উক্তি, Best sayings on Walking Alone In Bangla
- এই দুনিয়ায় বাঁচতে হলে স্বপ্নের ঘোর থেকে বেরিয়ে বাস্তবভিত্তিক চিন্তা করতে হবে, কারও উপর নির্ভর না করে নিজেই নিজের সম্বল হতে হবে, কারণ বাস্তবতার এই দুনিয়ায় কেউ কারোর জন্য নয়, অন্যের ভরসা না করে একাই এগিয়ে চলতে হয় ৷
- মাথা উঁচু করে একলা চলায় সুখের চেয়ে স্বস্তি বেশী৷৷
- চলার পথে পিছু তাকিও না, চলতে গিয়ে যদি সব সাথী হারিয়েও যায় তবুও একলা এগিয়ে যাও, থেকে যেও না।
- আমি একাই চলেছিলাম জীবনের পথে, হঠাৎ তোমার দেখা পেয়ে আমার বাকি পথের সঙ্গী করে নিলাম।
- একলা চলতে গিয়ে আর কত পথ যাওয়া যায়, কোনো সঙ্গী পাশে থাকলে তো সুদূর পথও আপোষে অতিক্রম হয়ে যায়।
- আমি কখনো কারও জন্য থেকে থাকবো না, জীবনে চলার পথে কোনো সঙ্গী না পেলেও আমি একলাই চলতে থাকবো।
- একলা চলেছি জীবনের পথে, পাই নি কখনো কোনো সঙ্গী, আজ আর কোনো সঙ্গী চাই না আমি, একাকিত্বকে ভালোবেসে ফেলেছি।
- একলা চলতে শুরু করো, পথে হয়তো সঠিক সঙ্গী পেয়ে যেতে পারো।
- একলা চলতে গিয়ে ভয় কোরো না, নিজের উপর ভরসা রাখো, মানুষ চাইলেই সব বাধা পেরিয়ে এগিয়ে যেতে পারে, তুমিও পারবে।
- তোমার খোঁজে একাই চলেছি জীবনের পথে, জানিনা কোথায় পাবো তোমায়, কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে তোমায় না পাওয়া অবধি থেমে যাবো না।
- আজ আমি পাশে আছি বলে আমার কদর নেই, যেদিন তোমায় একা চলতে হবে সেদিন আমায় মনে পড়বে।
https://bongquotes.com/fidel-castro-best-quotes-and-sayings-in-bengali/

একলা চলা নিয়ে ক্যাপশন, Ekla chola niye caption
- একা চলতে ভালোবাসে এমন মানুষ কমই আছে, সবাই একজন সঙ্গী চায় তাদের পাশে চলার মত।
- আমি কারও আশায় বসে থাকবো না, কোনো সঙ্গী না পেলেও আমি একাই চলতে থাকবো সামনের দিকে।
- সমাজকে পরিবর্তন করতে হবে সবাইকেই এগিয়ে আসতে হবে, কিন্তু এগিয়ে আসার সাহস সবার থাকে না, তাই আমি একাই এগিয়ে যাবো, হয়তো আমায় দেখে অন্যেরা এগিয়ে আসবে।
- আমার একলা চলতে ভয় করে না, তাই আমি কাউকে সঙ্গী করে চলার আশায় বসে থাকি না, একাই এগিয়ে চলে যাই।
- নিজের লক্ষ্যে তোমায় হয়তো একাই চলতে হবে, কিন্তু এ নিয়ে কখনো ভয় করো না, নিজের উপর ভরসা রেখে সামনের দিকে এগিয়ে যাও।
- একলা চলতে গিয়ে সাহস রেখো, কারণ মনে ভয় থাকলে আর এগোতে পারবে না।
- আমি চিন্তা করে দেখেছি একা থাকা কোন খারাপ কিছু নয়, বরং খারাপ হলো এমন কোন মানুষের সাথে থাকা যার জন্য পরে একাকী জীবন চলতে হয়।
- মাঝেমধ্যে একা চলাটাও জরুরী, নয়তো নিজের ক্ষমতা সম্পর্কে বুঝতে পারবেনা, সঙ্গী নিয়ে চলতে গিয়ে আমরা কিছুটা হলেও তাদের উপর নির্ভর করি, কিন্তু একা চলতে গিয়েই আমরা নিজের কতটুক ক্ষমতা আছে তা বুঝতে পারি, এইভাবেই নিজের উপর বিশ্বাস বেড়ে ওঠে।
https://bongquotes.com/best-guru-purnima-wishes-quotes-captions-in-bengali/

একলা চলা নিয়ে স্টেটাস, Best Bangla status on Walking Alone
- আমরা যতই বড় হতে থাকি, ততই আমাদের মধ্যে একা চলার মানসিকতার বিকাশ হতে থাকে। সময়ের সাথে আমরা বুঝে নিতে পারি একা থাকার মাহাত্ম্য।
- একা চলার ক্ষেত্রে একটা সুবিধা হল তোমার শুধু নিজেকে নিয়ে এবং যে উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছ তা নিয়েই শুধু ভাবতে হয়, কিন্তু সঙ্গী থাকলে তোমার সবকিছুর সাথে তাকে নিয়েই চিন্তা করতে হয়।
- মাঝে মাঝে আপনার সবার কাছ থেকে বিরতি নেওয়া দরকার এবং নিজের অভিজ্ঞতা, প্রশংসা এবং ভালবাসার জন্য একা সময় ব্যয় করা প্রয়োজন ।
- একা চলতে গিয়েই নিজেকে সঠিকভাবে উন্মোচন করা যায়, সকল ভয় কাটিয়ে ওঠা যায়, আত্মবিশ্বাস বৃদ্ধি করা যায়, নিজের ক্ষমতা বাড়িয়ে তোলা যায়।
- সঙ্গী পাওনি বলে থেমে যেও না, বরং একা চলতে শুরু করো, নয়তো সময় এগিয়ে যাবে, কিন্তু তুমি সময়ের সাথে এগিয়ে যেতে পারবে না।
- একলা তো নই!
চলছি যে এ পথ তোমারই সাথে!
এই যে তোমার হলুদিয়া শাড়ি,
সবুজ আঁচলে পাতার ছড়াছড়ি –
ঠিক ওই ফুলে ভরা সরষে ক্ষেতের মত।
সাথেই তো আছো, চলছো পথ এক সাথে,
দেখছো আমায় আড়চোখে?
গভীর চোখে তোমার টলমলে দৃষ্টি,
ওখানে প্রতিবিম্ব নীলিমার, অসীম আকাশের –
ঠিক ওই দীঘির মত, মায়াময়, স্থির। - সাজ দুপুরের রোদের বেলা একলা চলে পথে, কুড়োই পথে নুরি কাকর আগলে আঁচলটাকে। নেই পথে কেউ নিস্তব্ধ চারিদিক বালি ধু ধু পথের মাঝে পড়ে থাকা ঝামাপাথর শুধু। পথে ঘুরে ঘুরে পেয়েছি শুধু নুড়ি আর অনেক কাকড়, বেঁধেছি আঁচলে সঙ্গে নিয়ে যাব বলে তাদের। সকাল থেকে শুরু পথ চলা পৌঁছে গেছি দুপুরে তবুও কেউ সাথে আসেনি একলাই চলি এই পথেতে। পথে পথে বাঁক টান মোড় পথ চলতে থাকা, নেই কোনো মোর থামা।
https://bongquotes.com/best-quotes-of-martin-luther-king-in-bengali/

একলা চলা নিয়ে কবিতা, Bengali poems on Walking Alone
- না, না, একলা তো আমি নই –
আছো তো তুমি আজো আমার এ’ পথ চলায়!
এই যে, তোমার গন্ধ পাচ্ছি –
কদমে কদমে ভরে আছে পাশের এই বন।
এই তো তুমি, তোমার স্পর্শ সর্বাঙ্গে –
ছুঁয়ে যাচ্ছে আমাকে, ঠিক এই দমকা হাওয়ার মত,
চলছি আমি তাই আপন মনে অচেনা এই গাঁয়ের পথ ধরে!!! - কাউকে এতটা ভালোবাসতে নেই,
সে যদি ভালো না বাসে কিংবা মিথ্যে ভালোবাসি বলে তবে ভালোবাসি কথাটা মিথ্যে লাগে,
নিজের জন্য বাঁচতে কষ্ট হয়!
কারো জন্য নিজেকে এমন ভাবে বিলিয়ে দিতে নেই,
সে যদি মূল্য না বুঝে ভুল বুঝে
নিজের অস্তিত্ব টাই টিকিয়ে রাখতে কষ্ট হয়ে যায়।
কখনো এতটাও স্বার্থপর হতে নেই,
যতটায় অন্যের দু:খের কারণ হতে হয়।
নিজেকে এমন ভাবে ভালো রাখা উচিৎ অন্য কারো অবহেলায় কিংবা ঈর্ষায় ভালো থাকা থমকে না যায়।
জীবন তার গতি না পাল্টায়, প্রয়োজনে একলা চল রে। - একা চলার পথে, সঙ্গী হয়েছে বহু সাথী। মানুষ নাইতো পাশে তাতে ক্ষতি কি? কেউ যদি মনে হয় একা, জেনে নিও তুমি নাকো একা, এই প্রকৃতিকে সাথে নিয়ে হয়ে যাও তাদের সখা।
- আমি একলা কাঁদি একলা হাসি আমার একলা চলার ঢং, কয়লাখনি হৃদয়ে আমার রংধনুর রঙ।
- একলা একা পথ চলতেই হবে,তাই কি ভয় পেতে হবে?জীবন যুদ্ধে নেমেছি কবে, হারিনি কেউ জিতেছি সবে।চলতি পথে আধার নেমেছে, আর নেমেছে বৃষ্টি।ভোরের আলোতে সূর্য নেমেছে,থমকে যায়নি দৃষ্টি। আজো একলা চলা সেই রাজপথে,বেঁচে থাকাতে জাগায় প্রত্যয়। এক বিন্দু ঘামের মূল কখনো হবে না অপচয়। বীরের গল্প বহু শুনেছি, আমি তাদের আদর্শে গড়ি আমার চলার পথ।কোনো বাঁধা বিপত্তির তোয়াক্কা করি না এই আমার শপথ।
- যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে।
- একা একা পথও চলা একা একা কথা বলা হাজার মানুষের ভীড়ে মিশে ভোরের কোলাহল ঘুমের শেষে দু’চোখ আজো খুঁজে ফেরে ফেলে আসা ছেলেবেলা একা একা পথও চলা একা একা কথা বলা।
- যদি তোর ডাক শুনে কেউ না আসে তবেই নাকি একলা চলতে হয়! একলা মানুষ মাতৃগর্ভে একলা মানুষ চিতায় একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায় আর মধ্যিখানের বাকিটা সময় একলা না থাকার অভিনয়
- আন্তরিকতা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on sincerity in Bengali
- আত্মনির্ভরশীলতা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Quotes on self- dependency in Bengali
- রাবণের উপদেশ/রাবণকে নিয়ে উক্তি, Ravana advice and best quotes on Ravana in Bengali
- হ্যাপি চিলড্রেনস ডে/শিশু দিবসের শুভেচ্ছা, Happy Children’s Day wishes in Bengali
- বৈশাখ মাস নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best captions on Baisakh in Bengali

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা একলা চলা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।
