আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” দেয়াল ” সম্পর্কে কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

দেয়াল নিয়ে সেরা লাইন, Best ever sayings on wall
- আমার বড় সখ একদিন পৃথিবীর সর্বোচ্চ দেয়াল টপকে অন্য পাশে যাবো, আমি নিজের মনের শান্তির জন্য এটা করতে চাই, কোনো বিশ্ব রেকর্ড গড়ার জন্য নয়।
- তোমার আমার ভালোবাসার মাঝে থাকা প্রতিটি দেওয়াল টপকে আসতে আমি সর্বদাই প্রস্তুত, তুমি শুধু আমার উপর একটু বিশ্বাস রেখো, আমি কখনোই তোমার হাত ছাড়বো না।
- আমার ঘরের সারাটা দেয়াল ঘিরে শুধু তোমারই ছবি আটকে রাখা আছে, আমি হয়তো এই ছবিগুলো কখনোই দেয়াল থেকে নামিয়ে রাখবো না, কারণ তুমি কালও ছিলে, আজও আছো, আর পরবর্তীতেও আমার মনে সেই একই রকম ভাবে বিরাজ করবে।
- বহু পুরোনো কোনো বাড়ির দেয়ালগুলোও যেন ভয় দেখায় আমাকে, আমি এমনিতেই খুব ভীতু, তার মাঝে এমন কোনো দেয়াল দেখলে মনে হয় যেন এক্ষুনি কেউ বেরিয়ে আসবে তার মধ্যে থেকে।
- শুনেছি দেয়ালেরও নাকি কান থাকে, তাই চার দেয়ালের মধ্যে থেকেও যা বলবে তা খুব আস্তে করে বলো।
- কোনো এক দেওয়াল জুড়ে স্বপ্নেরা সব আঁকি-বুকি করে, আবার কখনো টাঙানো স্মৃতি বৃষ্টি হয়ে ঝরে যায়; অলস বেলার গল্পেরা কোনো এক দেওয়ালে পোস্টার হয়ে ঝুলে থাকে, আবার কোনো কোনো পুরোনো দেওয়াল ফিকে হয়ে যাওয়া বিজ্ঞাপনে ঢেকে থাকে।
- বাড়ির দেয়াল যত ভালো করেই সাজাও না কেনো, বাড়িতে যদি একটা শিশু থাকে তবে দেয়ালগুলো তে কখন যে আঁকিয়ে বসে দেয়ালের সৌন্দর্য্য নষ্ট করে দিয়েছে ধরতেও পারবেন না।
- দুই প্রেমিকের মাঝে যত বড় দেয়ালের সৃষ্টি করাই হোক না কেনো, প্রেম যদি সত্য হয় তবে তারা সব বাধা পেরিয়ে এক হবেই।
পরিবর্তন নিয়ে উক্তি, বাণী, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on Change in Bengali

দেয়াল নিয়ে ক্যাপশন, Dewal niye caption
- দেওয়ালের সৌন্দর্য্য ফুটে ওঠে তার উপর রং লাগানোর পর, বিশেষ করে মানানসই দুটো রং একই দেওয়ালে লাগিয়ে ভালো একটি ডিজাইন করা হলে খুবই দারুন হয়।
- কেনো জানি আমাদের অভিমানের দেয়ালগুলো এত দৃঢ় হয় ! সহজে একে ভাঙতে পারা যায় না।
- আমার হৃদয়ের দেয়ালে শুধুই তোমার নাম লেখা, যা কখনো কেউ মুছতে পারবে না, থেকে যাবে সেটা আজীবন।
- ছোটবেলায় স্কুল ফাঁকি দেওয়ার দিনগুলো আজও খুব মনে পড়ে, স্কুল ফাঁকি দিতে কিভাবে যে দেয়াল টপকে পালিয়ে যেতাম আমরা, যদিও ওইসব করা ঠিক হয় নি তাই মনে হয় যেন ওইদিন এইসব করেছিলাম বলেই আজ এত স্মৃতিচারণ করা যাচ্ছে।
- আমার বসার ঘরের দেয়ালে আর কারো ছবি নেই, শুধু আমার মায়ের ছবি টাঙানো আছে, কারণ তিনিই আমার সবচেয়ে কাছের মানুষ।
- আমার একদম অপছন্দ বিষয় হলো দেয়ালে বিজ্ঞাপন লাগানো, ভালো একটা দেয়ালকে এইভাবে নষ্ট করে তোলে মানুষগুলো, দেয়ালটা খালি অবস্থায় যতটা সুন্দর ছিল, তাতে বিজ্ঞাপন লাগিয়ে একেবারে বিশ্রী বানিয়ে দেওয়া হয়।
- মন আমার পাথরের দেয়াল হয়ে গেছে, তুমি যতই ব্যথা দাও না কেনো, সবকিছু সহ্য করে যাবে আমার এ মন, উফ্ টুকুও করবে না।
- আমাদের প্রায় সকলের মাঝে কতই না কান্না লুকিয়ে আছে। আমরা নীরবে নিভৃতে কাঁদি। আমাদের এমন একটা কান্নার দেয়াল দরকার বৈকি, যেখানে মাথা লাগিয়ে আমরা নিজের সকল দুঃখ প্রকাশ করে মন হালকা করে নিতে পারি।
- দেয়ালে জমা পড়ে থাকে কত স্মৃতি আর কত কথা, মানুষগুলো হারিয়ে যায় কিন্তু সেই কথাগুলো সত্য হয়ে ধরা দেয় অন্য কারো কাছে।
- সংশয়ের দেয়ালটা আজ হঠাৎ ভেঙে গেছে, জোনাকির আলো নিভিয়ে গহীন আঁধারের কাছে।স্বপ্নগুলো যা ছিল অপেক্ষার চোখে, নিয়ত ক্ষয়ের দিকে যাচ্ছে একবুক কষ্ট নিয়ে। ধুলো পড়ে গেছে আজ মনের কল্পনায়, চোখের জল আর আসেনাতো অভিমানে নিয়েছে বিদায়।
কুকুর নিয়ে উক্তি, ক্যাপশন, কবিতা, Best quotes, captions on Dogs in Bengali

দেয়াল নিয়ে স্টেটাস, Best Bengali status on Wall in Bangla
- চল ভেঙে দেই সে দেয়াল, সমাজের ঠুনকো খেয়াল, বাঁচি দুজনায় মায়াতে।এ শহরের দেয়াল,গায়ে ইতিহাস পুষেঅনির্বান সত্য যা নিশ্চুপ নেয় শুষে, যুগ,কাল, মহাকাল ধরে অন্তর্ভেদী আঘাতের আর্তনাদে, সহস্র বছর ধরে এ শহরের দেয়াল কাঁদে । এ দেয়ালে কত প্রাচীন কবির নিহত কাব্য গাঁথা, এখানে সমাধীত জহির রায়হানের গোপন না বলা কথা।
- তোমার না থাকা অস্তিত্ব রয়ে গেছে আমার নিঃশ্বাসে, ফেলে আসা এই পথে দুজনেই একসাথে, আমার অবশ অনুভূতির দেয়াল জুড়ে কত সময়, হেঁটে এসে আমরা দু’জন, হারিয়েছে পথ কোথায় কখন।
- পুরনো দেয়াল, ধূলো পড়া ফ্যাকাশে রং, বট গাছের শিকড় ছবি এঁকেছে। ভাঙা রেলিংয়ের সিড়ি, কাঁচ ভাঙা জানলা সেই বাড়ির।আমার অবস্থাটা সেই বাড়ির মতো, আমার স্মৃতির দেয়ালে ফ্যাকাশে অনুভূতি প্রেম চিত্র এঁকেছে। ভেঙেছে আমায় বড্ড অগোছালো মন। তবে স্মৃতিরা পুরনো, যাকে নিয়ে স্মৃতি, সে তো প্রাক্তন।
- অবেলায় দেয়াল ঘেরা হৃদয়ে, তোমার অকৃত্রিম স্পর্শে শিহরিত হতে চায়, মেঘলা আকাশে শুভ্রনীলের বিরহ, অপ্রকাশিত সহস্রকাল৷ হেলে যায় বিকেল দিনের গ্লানি বুকে ধরে, জীবনের অন্তিম প্রহরে গুনে৷
স্বপ্ন নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes, captions on dreams in Bengali

দেয়াল নিয়ে কবিতা, Best Wall poems
- দেয়ালের আড়ালে ঢেকে আছে কবিতা, দেখো, ইটের ভাঁজে লুকিয়েছে শব্দের গাঁথুনি, হাজার-অজুত ছন্দের ভিড়ে, ভুলে যাবে না-বলা অজুহাতের পঙক্তি।
- মুহূর্তে মুহূর্তে ভীতি, বদ্ধ কালা চার দেয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়ে মগজের কোষে। এমন কি মস্তিষ্কে দেয়াল গেঁথে হো-হো হেসে ওঠে বহু লোক, কোপন স্বভাবী লোক। “কী দরকার দেয়াল-পেরুনো দৃষ্টির দিব্যতা দিয়ে” বলে তারা অভ্যাসের বশে সত্তার চৌদিকে তোলে পাথুরে দেয়াল ঝোড়ো হাতে।
- কত নিয়ম বদলায়, সভ্যতা বদলায়, বদলায় কাল, ঋতু, মানবিক বিকাশ! সেই পুরোনো দেয়ালটা জানালার বাইরে, শুধু দাঁড়িয়ে থেকে যায় মাঝখানে, ওপারের জীবনের বাধা হয়ে!
- দেয়ালের বুকে কান পাতো, নীরবতার মাঝে বেজে উঠবে প্রাচীন-চিৎকার, দেয়ালের ক্ষত জানে কী করে আগলে রেখেছে , আছড়ে পড়া বিক্ষুব্ধ ঝড়-ধুলি।
- অদৃশ্য দেয়ালের বিপরীতে নাট্যশালা, রঙ্গমঞ্চ, তুমিও অভিনেত্রী যেমন, আমিও অভিনেতা বরং। তুমি ভালো আছি বলে হাসিমুখ, আমি বাদ যাই কিভাবে তোমারই মতো কান্না বিমুখ। তবুও বিভেদ, দেয়ালের এপাশে বাস্তবতারা কড়া নাড়ে, তো তোমার ওপাশে পদ্য, যখন কিছু সংগ্রামী চেতনা নবচেতনায় ব্যস্ত, তোমার ওখানে ছন্দবদ্ধতা অনবদ্য। তুমি নিত্যতা ছেড়োনা, জানোই তো প্রিয়কন্ঠী, দেয়ালের ওপাশের উজ্বলতা, এপাশের অন্ধকারের অনুপ্রেরণা।
- বলনা, কেন তুমি বহুদূর, কেন আমি একা, হৃদয়ে ভাঙচুর। জানো না! তুমিহীনা এ আমার, স্বপ্ন মেঘে ঢাকা, নামে না রোদ্দুর, দেয়ালে দেয়ালে, খেয়ালে খেয়ালে, হিসেবে বেহিসেবে তোমাকেই খুঁজি।আড়ালে আড়ালে, কোথায় হারালে, ফিরে তুমি আর আসবেনা বুঝি!
- কাঁচের দেয়াল উঠে গেছে তোমার আমার মাঝে, কপালে লেখা, হলো দেখা, হলো না আসা কাছে, দুটি পাশে আছে বসে আহত দুটি মন, ছুঁতে গিয়ে যায় না ছোঁয়া দূরত্ব ভীষণ।
- জাতীয় পাখি দিবস এর তাৎপর্য, ইতিহাস ও উক্তি National Bird Day History and Quotes
- জাতীয় যুব দিবসের তাৎপর্য ও শুভেচ্ছা, National Youth Day Significance and Greetings in Bengali
- বিশ্ব এতিম দিবসের সম্পর্কিত তথ্য ও উক্তি, World Day Of War Orphans Quotes in Bengali
- বিশ্ব তামাকমুক্ত দিবসের গুরুত্ব, ক্যাপশন, স্লোগান, World No Tobacco Day Caption and slogan in Bengali
- ধরিত্রী দিবস/ বসুন্ধরা দিবস ২০২৫ অনুপ্রেরণামূলক উক্তি, ক্যাপশন, স্লোগান, কবিতা, Earth day 2025 in Bengali

শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “দেয়াল” নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।