রমজান নিয়ে উক্তি, কিছু কথা, বার্তা, ক্যাপশন, Best quotes, messages, captions about the month of Ramadan in Bengali


পবিত্র রমজান মাস ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস। রমজান হল ইসলামের পঞ্চম স্তম্ভ, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস এটি। এই মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা রাখে। রোজা রাখার সাথে মুসলমানরা এই মাসে নামাজ, দান-খয়রাত, তাওবা এবং অন্যান্য ইবাদত অধিকতর করে থাকে।

রমজান মাস নিয়ে উক্তি

মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি প্রাপ্তির জন্য প্রত্যেক ধর্ম প্রাণ মুসলমানগণ পবিত্র রমজান মাসে রোজা পালন করে।এটাই সর্বজন স্বীকৃত যে সারা বছর এবং ১২ মাসের ইবাদত অপেক্ষা রমজান মাসের ইবাদত অধিকতর উত্তম ও শ্রেষ্ঠ। এ বছরের( 2024) ১২ই মার্চ বাংলাদেশ সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে পবিত্র মাহে রমজান পালিত হতে যাচ্ছে। আগামী বছর অর্থাৎ 2025 সালে ২৮ শে ফেব্রুয়ারি পবিত্র রমজানের দিন ধার্য করা হয়েছে। আরবি শাবান মাসের পরেই রমজান মাস এসে থাকে।

পুরো রমজান মাসের প্রতিটা দিন সূর্যদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে প্রত্যেক ধর্মপরায়ণ মুসলমান বিরত থাকেন। এটাই মনে হয় যে রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস, রোজা রাখার মাধ্যমে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় ও নফসের তালিম দেওয়া হয়। রমজান মাস সামাজিক সম্প্রীতি ও ঐক্যের মাস।

 আজকের এই পোষ্ট এর মাধ্যমে পবিত্র রমজান মাস উপলক্ষে নির্বাচিত কিছু শুভেচ্ছা বার্তা, ক্যাপশন, স্ট্যাটাস এবং উক্তির ডালি নিয়ে হাজির হয়েছে আপনাদের সুবিধার্থে। বর্তমান সময়ে প্রতিটা মুসলমানদের কাছে রমজান যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাবার জন্য আমাদের এই উদ্যোগ।

রমজান মাস নিয়ে শুভেচ্ছা বার্তা, Greetings on Ramadan in Bangla

  • রমজান মাসে আল্লাহর রহমত বর্ষিত হয় আর কামনা করি সেই রহমত আপনার উপর বর্ষিত হোক। রমজান মাসের শুভেচ্ছা ও অভিনন্দন।
  • পবিত্র রমজান মাসে পাপের মাগফিরাত লাভের সুযোগ থাকে। সেই সুযোগ থেকে আপনিও বঞ্চিত হবেন না আল্লাহ তাআলার মেহেরবানে। রমজান মাস মুবারক।
  • দীর্ঘ এক বছর পর আবারও এসেছে পবিত্র মাহে রমজান।  এই রমজানে সকল পাপ কাজ থেকে দূরে থাকুন ও কাছের মানুষদের সাথে ইবাদতে মশগুল থাকুন। রমজান মাসের শুভেচ্ছা।
  • রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। আসুন আমরা সকলে মিলে এই মাসকে পবিত্রভাবে কাটাই এবং আল্লাহর রহমতের ভাগীদার হই।
  • রোজা রাখা, দান করা, নামাজ পড়া এবং তাওবা করা রমজান মাসের প্রধান আমল। আসুন আমরা সকলে মিলে এই মাসের আমলগুলি যথাযথভাবে পালন করে আল্লাহর নৈকট্য লাভ করি। রমজান মাসের শুভেচ্ছা বার্তা জানাই আমার সকল মুসলিম বন্ধুদের।
  • পবিত্র রমজান মাসে আসুন আমরা, সিয়াম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধি করি। পবিত্র রমজান মুবারক!
  • দানশীলতা ও সহায়তা প্রদানের মাধ্যমে মানবতার সেবা করাই প্রকৃত ধর্ম। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা!
  •  আসুন পবিত্র এই রমজান মাসে কোরআন তেলাওয়াত ও দোয়া-দরুদ পড়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। পবিত্র রমজান মুবারক!
  • রমজানের এই পবিত্র মাসে আসুন আমরা সকলে মিলে ভালো কাজের মাধ্যমে পরকালের জন্য প্রস্তুতি নিই। পবিত্র রমজান মুবারক!
  • আল্লাহ আমাদের সকলকে এই পবিত্র মাসের পূর্ণ ফায়েজ ও বরকত লাভ করার তৌফিক দান করুন। পবিত্র রমজান মুবারক!
  • রমজান শুধু রোজা রাখার জন্য ই নয়, এটি মন, বাক্য ও কর্মের পবিত্রতা লাভের মাস। পবিত্র রমজান মুবারক!
  •  রমজানের পবিত্র মাসে আসুন আমরা সকলে মিলে ভালোবাসা ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হই। পবিত্র রমজান মুবারক!
  • রমজান হলো আত্নসংযম, ঈশ্বরভক্তি ও মানবপ্রেমের মাস। আসুন আমরা সকলে মিলে এই পবিত্র মাসে এই গুণ গুলির পূর্ণ মর্যাদা দিই। পবিত্র রমজান মুবারক!
  • রামজনের এই বিশেষ  মাসে আসুন আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হই এবং তাদের সাহায্যে এগিয়ে আসি। পবিত্র রমজান মুবারক!
  • রমজান হলো পরিবর্তনের মাস। আসুন আমরা এই মাসে ভালো মানুষ হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করি। শুভ রমজান!
  • রমজান এসেছে, রহমতের বার্তা নিয়ে। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা!!
  • রোজা রাখি, নেকি কামাই, জান্নাতের পথ বানাই। পবিত্র রমজান মুবারক!
  • “রমজান” মাস, ক্ষমার মাস, নেকি অর্জনের মাস। রমজানের এই পবিত্র মাসে সকলকে জানাই মোবারক বাত।
  • “ইফতার”-এর আয়োজনে, ভালোবাসা ছড়িয়ে পড়ে। তাই সবার মাঝে ইফতার বিতরণ করুন। পবিত্র রমজান মুবারক!
  • “তারাবিহ”-এর সালাতে, মন পূর্ণ হয় শান্তিতে। মাহে রমজানের শুভেচ্ছা।
  • রমজান মানে ঐক্য, ভালোবাসা, সহমর্মিতা, দানশীলতা, সহায়তা এবং সকলের প্রতি সহানুভূতি। আসুন আমরা পবিত্র এ রমজান মাসে এই গুণগুলি অর্জন করে আরো সমৃদ্ধ হই। রমজানের শুভেচ্ছা।
  • রোজার ত্যাগে, মন ঝকঝকে, নতুন করে জীবন শুরু করি সকলকে জানাই রমজানের শুভেচ্ছা।
  • রমজানের আধ্যাত্মিকতা, জীবনে নিয়ে আসে নতুন আলো। এই পবিত্র আলো প্রজ্জ্বলিত হোক সকলের মনের মাঝে।
রমজান মাস নিয়ে শুভেচ্ছা বার্তা

পবিত্র রমজান মাস নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ৩০০+ ঈদ মোবারক শুভেচ্ছাবাণী সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

রমজান মাস নিয়ে কিছু কথা, Good words and wishes on Ramadan

  • “রমজান”-এর শিক্ষা, আমাদের করে সৎ ও ন্যায়পরায়ণ। আসুন সকলে মিলে আমরা পবিত্র এই মাসে নিজেদের আত্মশুদ্ধি করি।
  • রমজানের চাঁদ উঠেছে, আকাশে ঝলমল করে। রোজার সাধনায়, মন পূর্ণ হয় পবিত্রতায়। পবিত্র রমজানের শুভেচ্ছা রইল।
  •  রমজানের আশীর্বাদে, জীবন হোক সুখে-শান্তিতে পরিপূর্ণ। পবিত্র রমজানের শুভেচ্ছা রইল।
  • রমজান – শুধু রোজা রাখা নয়, বরং মনকে পবিত্র করা। পবিত্র রমজানের শুভেচ্ছা জানাই।
  • “রমজান”-এর সুযোগে, পাপ থেকে তওবা করা।নেকি কাজের মাধ্যমে, জান্নাতের পথ লাভ করা।
  • রমজান – সকলের জন্য আশীর্বাদের মাস। “রমজান”-এর শিক্ষা ধারণ করে, সুন্দর জীবন গড়ে তোলা।
  • রমজান মাস  এটি ধৈর্য, সংযম এবং আত্মসংশোধনের মাস। আসুন আমরা এই মাসকে কাজে লাগিয়ে আমাদের নফসকে পরিশোধিত করি এবং নিজেদের একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলি।
  • রমজান মাস সকলের জন্য শুভ হোক। রমজানের শুভেচ্ছা।
  • রহমত ও মাগফিরাতের পবিত্র মাস হল রমজান। আল্লাহ আমাদের সকলকে এই মাসের ফজিলত লাভ করার তৌফিক দান করুন।
  • আসুন আমরা সকলে মিলে এই পবিত্র মাসকে পবিত্রভাবে কাটাই এবং আল্লাহর রহমতের ভাগীদার হই। রমজান মাস সকলের জন্য শুভ হোক।
  • রমজান মাস হলো আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার সব চেয়ে উপযুক্ত সময়। রমজান মাস সকলের জন্য শুভ হোক।
  • “রমজান হল ধৈর্যের মাস, আর ধৈর্যের বিনিময় হলো জান্নাত”
  • রমজান এলো, বরকত ঝরে, মন ভরে, আলোর সাথে সাথে। রমজান মাস সকলের জন্য শুভ হোক।
  • পবিত্র রমজান মাস হল রোজার মাস, ত্যাগের মাস, নিয়ন্ত্রণের মাস, আত্মার মুক্তির মাস। রমজান মাস সকলের জন্য শুভ হোক।
  • তারাবিতে দাঁড়ানো, আল্লাহর কাছে প্রার্থনা, ক্ষমার আশায়, মনের প্রশান্তি। রমজান মাস মোবারক হো।
  • রমজান মাস আল্লাহর একান্তই নিজের দয়া এবং রমজান মাসের উপহার আল্লাহ নিজ হাতে দেবেন।রমজান মাস সকলের জন্য শুভ হোক।
  • কিছু অধার্মিক মানুষ আছেন যারা রমজান মাসেও নিজেকে শুধরে নিতে পারে না। তারা সত্যিই দুর্ভাগ্যবান, আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই।
  • পবিত্র রমজান মাস  মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছিল যা মানবজাতির জন্য  হেদায়েতের সুস্পষ্ট প্রমাণ এবং মানদণ্ড হিসেবে নাযিল হয়েছিল। এই রমজানের চাঁদ দেখার উপর ভিত্তি করে ২৯ অথবা ৩০ টি রোজা নির্ধারিত হয়। তাই এই রমজান ম্যাসের গুরুত্ব অপরিসীম।
রমজান মাস নিয়ে কিছু কথা

পবিত্র রমজান মাস নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি সেরা ইসলামিক উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

রমজান মাস নিয়ে স্ট্যাটাস, Ramjan mash nie status

  • রমজানের রাত, জ্যোৎস্নায় ভরা,
    দোয়া-কান্নায়, আলোকিত মন।
    সকলের শুভ কামনা করে রমজান মাসের মোবারক বাত জানাই।
  • রমজানের শেষ, ঈদের আনন্দ, নতুন পোশাক,
    আলিঙ্গন, আত্মিক বন্ধন।  সকলের রমজান মাস শুভ হোক।
  • শপথ নিলাম আজকে সবাই,
    রাখবো সকল রোজা।
    মিথ্যে কথা বলবো না আর,
    কমবে পাপের বোঝা।
  • আল্লাহর আদেশে রোজাদার ব্যাক্তিদের জন্য, প্রতিদিন জান্নাতকে সজ্জিত করা হয়। রমজান মাসের শুভেচ্ছা বার্তা জানাই সকল ধর্মপ্রাণ মুসলিম ভাইদের।
  • পবিত্র রমজান মাসে প্রতিটি ধর্ম পরায়ণ রোজাদার বান্দাকে,
    আল্লাহ তায়ালা নিজ হাতে তাদের পুরস্কার তুলে দিবেন। আমিন।
  • রমজানের রোজা রাখা, ত্যাগের শিক্ষা,
    নিয়ন্ত্রণের জ্ঞান, আত্মার উন্নয়ন। রমজান মাসের শুভেচ্ছা বার্তা জানালাম।
  • রমজানের ইফতারের পূর্ণতা, সবার মিলন,
    ভালোবাসার বন্ধন, আত্মিক আনন্দে। শুভ হোক রমজান মাস।
  • রোজার মাধ্যমে, ইচ্ছাশক্তির বিকাশ,
    নিয়ন্ত্রণের জ্ঞান, আত্মার শক্তি। Happy Ramadan to everyone
  • রমজান এসেছে, বরকত বয়ে,
    মন ভরেছে আলোয়, ঈমানের স্পর্শে। পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা।
  • সেহরির আহ্বান, ভোরের আলোয়,
    ঈমানের টান, মনের গভীরে।
    ইফতারের আনন্দ, রুপি, খেজুর,
    সবার মিলন, আত্মিক আনন্দে।
    রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা জানাই সকলকে।
  • নামাজ পড়ো, রোজা রাখ, কলমা পড় ভাই,
    তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই। রমজান মোবারক!!
  • রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহ তায়ালা এবং তার বান্দাদের মধ্যকার সম্পর্ক সবচেয়ে দৃঢ় হয়। আসুন আমরা সত্যনিষ্ঠ  থেকে এবং একাগ্রতার সাথে আল্লাহ তায়ালাকে স্মরণ করি এবং সেই সম্পর্ক সুদৃঢ় করি।
  • রোজার মাসকে কাজে লাগিয়ে আমরা যেন নিজেদের আত্মশুদ্ধি করতে পারি, এ বিষয়ে আমাদের খেয়াল রাখা উচিৎ। রমজান মাসের আন্তরিক শুভেচ্ছা।
  • রমজানের বিধান মেনে চলুন এবং গুনাহ থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজুন।
  • সবার সাথে সদ্ব্যবহার করুন তাহলেই নাজাতের পথ খুঁজে পেতে পারেন। রমজান মাসের হার্দিক শুভকামনা।
  • আসুন আমরা সকলে মিলে এই রমজান মাসকে সর্বোচ্চভাবে কাজে লাগাই। রোজা রাখার মাধ্যমে আত্মার মুক্তি লাভ করি, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং সামাজিক বন্ধন দৃঢ় করি।
  • হে আল্লাহ,,,! রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। সবাইকে রমজানের শুভেচ্ছা।
  • সামনে আসছে রোজা, হালকা কর গোনাহের বোঝা, যদি কর পাপ চেয়ে নাও মাফ। এসো নিয়ত করি, আজ থেকে সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ি। রমজান মাস শুভ হোক।
  • বছর ঘুরে পুনরায় এলো পবিত্র সেই রোজা, পাপ পূণ্যের হিসেব করে, চলবো সঠিক সোজা। সবাইকে জানাই পবিত্র মাহে রমজানের অভিনন্দন।
  • সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন। হে,,, রাব্বুল আলামিন আমাদের সকলকে ৩০ টা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমিন।
  • আসলো আবার রোজা,, তাইতো আমার নতুন করে সোজা পথটি খোঁজা। সবাইকে প্রবিত্র রমজানের শুভেচ্ছা।
রমজান মাস নিয়ে স্ট্যাটাস

পবিত্র রমজান মাস নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি 2024 সালে রমজান মাস কবে থেকে সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।

পবিত্র রমজান মাস সম্পর্কিত সেরা ক্যাপশন, Best caption about Ramadan in Bengali

  • হাজার মাসের সেরা মাহে রমজান, এ মাসে আল্লাহর দয়া অফুরান। **রমজানুল মোবারক**
  • বিধান মেনে পালন করুন,, পবিত্র মাহে রমজান! গুনাহ থেকে মুক্তি পাবেন, আখিরাতে সম্মান।  রমজান মাসের শুভেচ্ছা।
  • সাওম বান্দা ও আল্লাহর মাঝে নিতান্ত গোপন ইবাদত, তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক দৃঢ়তর হয়।। প্রবিত্র রমজানের শুভেচ্ছা 
  • আসুন আমরা সকলে মিলে মহান আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি এবং রমজানের পবিত্রতা রক্ষা করি। রমজান মাসের শুভেচ্ছা বার্তা পাঠালাম।
  • রমজান মাস এলে বেহেস্তের দরজা খুলে দেওয়া হয়; দোযখের দরজা বন্ধ হয়ে যায় এবং শয়তানদের বেঁধে ফেলা হয়। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা
  • এলো রে এলো– মাহে রমজান, মুসলিমদের তরে আল্লহ তায়ালার শ্রেষ্ঠ দান, সওয়াবের সূর্য উদয় হয়ে, পাপের হবে অবসান, জং গুলো সব ঝরে গিয়ে, ঈমান করবে শাণ, রহমতেরই ডালি নিয়ে আসছে পবিত্র মাহে রমজান।
  • সামনে আসছে রোজার দিন, খারাপ কাজ ছেড়ে দিন , ভালো কাজে যোগ দিন, রোজা রাখবো ২৯/৩০ দিন , ইবাদত করব প্রতিটি দিন **মাহে রমজানের শুভেচ্ছা**
  • অঙ্গিকার করলাম আজকে সবাই,  রাখবো সকল রোজা, মিথ্যে কথা বলবো না আর, কমবে পাপের বোঝা।
  • সাওম বান্দা ও আল্লাহর মাঝে নিতান্ত গোপন একটি ইবাদত। তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক খুবই দৃঢ় হয় **আল হাদিস।
  • বছর ঘুরে চলে এলো মুক্তির মাস, নাজতের মাস, কোনআন শরীফ নাজিলের মাস, পবিত্র মাহে রমজানের মাস যে মাসে মহান আল্লাহ তা’য়ালা বান্ধার গোনাহ মাফ করে থাকেন।
  • রমজান জান্নাতে যাওয়ার উৎকৃষ্টতম উপায় এবং রাইয়ান নামক বিশেষ দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুযোগ। রমজান মাস মোবারক হো।
  • রোজার পুরষ্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন । রমজান মাসে সকল মুসলিম ভাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা।
  • মুসলিমদের জন্য রমজান মাস আল্লাহ পাকের এক অশেষ নিয়ামত। আল্লাহতালা সকলের মঙ্গল করুন।
পবিত্র রমজান মাস সম্পর্কিত সেরা ক্যাপশন

পরিশেষে, Conclusion

আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা পবিত্র  রমজান  সম্পর্কিত সেরা  উক্তি, বার্তা ক্যাপশন, কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts