মাইকেল মধুসূদন দত্তের উক্তি, বাণী, পংক্তি, কবিতা, Best quotes of Michael Madhusudan Dutt in Bengali


মাইকেল মদুসূধন দত্ত বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি । অন্যদিকে তিনি বাংলা কাব্য সাহিত্যে আধুনিকতার জনক হিসেবে পরিচিত। তিনি ছিলেন প্রথম সার্থক নাট্যকার ও প্রথম পত্রকাব্যকার। বাংলার প্রথম প্রহসন তিনিই লিখেছিলেন। তিনি ছিলেন বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।

তাছাড়া তিনি মহাকাব্য রচনায় বিশেষ অবদান রেখেছিলেন। তিনি ছিলেন বাংলা সাহিত্যে সনেটের প্রবর্তক ও বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচয়িতা । আমাদের আজকের এই পোস্টটিতে আমরা মাইকেল মধুসূদন দত্তের উক্তি, বাণী, পংক্তি, কবিতা ও ছন্দ  ইত্যাদি  তুলে ধরব।

মাইকেল মধুসূদন দত্তের উক্তি, বাণী, পংক্তি, কবিতা

বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।

মাইকেল মধুসূদন দত্তের সেরা উক্তি, Michael Madhusudan Dutt best sayings

  • “জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে? চিরস্থির কবে নীর হায়রে জীবন নদে? ” 
  • “পালিলাম আজ্ঞা সুখে; পাইলাম কালেমাতৃ-ভাষা-রূপে খনি, পূর্ণ মণিজালে।” 
  • “নিশার স্বপন-সুখে সুখী যে কী সুখ তার, জাগে সে কাঁদিতে।”
  • “হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন।” 
  • “বহু দেশে দেখিয়াছি বহু নদ – দলে,কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে?” 
  • “দিন দিন আয়ুহীন, হীনবল দিন দিন।” 
  • “পতঙ্গ যে রঙ্গে ধায়,ধাইলি,অবোধ,হায়
    না দেখলি না শুনিলি,এবে রে পরাণ কাঁদে
    বাকি কি রাখিলি তুই বৃথা অর্থ-অন্বেষণে,
    সে সাধ সাধিতে?”
  • “গতি যার নীচ সহ নীচ সে দুর্মতি।”
  • “ওরে বাছা, মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারী-দশা তবে কেন তোর আজি? যা ফিরি, অজ্ঞান তুই, যা রে ফিরি ঘরে!”
  • যথা ধীরে স্বপ্ন-দেবী রঙ্গে সঙ্গে করি
    মায়া-নারী—রত্নোত্তমা রূপের সাগরে,
    পশিলা নিশায় হাসি মন্দিরে সুন্দরী
    সত্যভামা, সাথে ভদ্রা, ফুল-মালা করে।
  • উদয়-অচলে, দিবা-মুখে এক-চক্রে দিলা দরশন, অংশু-মালা গলে, বিতরি সুবর্ণ-রশ্মি চৌদিকে তপন। ফুটিল কমল-জলে সূর্য্যমুখী সুখে স্থলে, কোকিল গাইল কলে, আমোদি কানন।
  • কি সুরাজ্যে, প্রাণ, তব রাজ-সিংহাসন !
    বাহু-রূপে দুই রথী, দুর্জয় সমরে,
    বিধির বিধানে পুরী তব রক্ষা করে ;—
    পঞ্চ অনুচর তোমা সেবে অনুক্ষণ ।
    সুহাসে ঘ্ৰাণেরে গন্ধ দেয় ফুলবন ;
    যতনে শ্রবণ আনে সুমধুর স্বরে ;
    সুন্দর যা কিছু আছে, দেখায় দর্শন
    ভূতলে, সুনীল নভে, সৰ্ব্ব চরাচরে !

বিশ্ব পরিবেশ দিবস নিয়ে উক্তি, স্লোগান, World Environment Day quotes in Bengali

মাইকেল মধুসূদন দত্তের সেরা উক্তি

মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত লাইন, Famous lines of  Michael Madhusudan Dutt

  • হেরি দূরে উর্দ্ধশিরঃ তোমার গগনে,
    অচল, চিত্রিত পটে জীমূত যেমতি।
    ব্যোমকেশ তুমি কি হে, (এই ভাবি মনে)
    মজি তপে, ধরেছ ও পাষাণ-মূরতি?
  • মেনকা অপ্সরারূপী, ব্যাসের ভারতী
    প্রসবি, ত্যজিলা ব্যস্তে, ভারত-কাননে,
    শকুন্তলা সুন্দরীরে, তুমি, মহামতি,
    কণ্বরূপে পেয়ে তারে পালিলা যতনে,
    কালিদাস ! ধন্য কবি, কবি-কুল-পতি !
    তব কাব্যাশ্রমে হেরি এ নারী-রতনে
    কে না ভাল বাসে তারে, দুষ্মন্ত যেমতি
    প্রেমে অন্ধ?কে না পড়ে মদন-বন্ধনে?
  • কনক উদয়াচলে তুমি দেখা দিলে, হে সুর-সুন্দরি!
    কুমুদ-মুদয়ে আঁখি,কিন্তু সুখে গায় পাখী,
    গুঞ্জরি নিকুঞ্জে ভ্ৰমে ভ্রমর ভ্রমরী;
    রসরোজিনী ধনী,তুমি হে তার স্বজনী,
    নিত্য তার প্রাণনাথে আন সাথে করি!
  • তোমার হরণ-গীত গাব বঙ্গাসরে
    নব তানে, ভেবেছিনু সুভদ্রা সুন্দরি;
    কিন্তু ভাগ্যদোষে, শুভে, আশার লহরী
    শুখাইল, যথা গ্ৰীষ্মে জলরাশি সরে!
  • হে ধৰ্ম্ম, কি লোভে তবে তোমারে বিস্মরি,
    চলে পাপ-পথে নর, ভুলি পাপ-ছলে ?
    সংসার-সাগর-মাঝে তব স্বর্ণতরি
    তেয়াগি, কি লোভে ডুবে বাতময় জলে ?
    দু দিন বাঁচিতে চাহে, চির দিন মরি ?
  • এখনও আছে লোক দেশ দেশান্তরে
    দেব ভাবি পূজে তোমা, রবি দিনমণি,
    দেখি তোমা দিবামুখে উদয়-শিখরে,
    লুটায়ে ধরণীতলে, করে স্তুতি-ধ্বনি ;
    আশ্চর্যের কথা, সূৰ্য্য, এ না মনে গণি।
  • হিমন্তের আগমনে সকলে কম্পিত,
    রামাগণ ভাবে মনে হইয়া দুঃখিত।
    মনাগুনে ভাবে মনে হইয়া বিকার,
    নিবিল প্রেমের অগ্নি নাহি জ্বলে আর।
    ফুরায়েছে সব আশা মদন রাজার
    আসিবে বসন্ত আশা—এই আশা সার।
  • কমলে কামিনী আমি হেরিনু স্বপনে কালিদহে। বসি বামা শতদল-দলে (নিশীথে চন্দ্রিমা যথা সরসীর জলে মনোহরা।) বাম করে সাপটি হেলনে গজেশে, গ্রাসিছে তারে উগরি সঘনে গুঞ্জরিছে অলিপুঞ্জ অন্ধ পরিমলে, বহিছে দহের বারি মৃদু কলকলে!- কার না ভোলে রে মনঃ, এহেন ছলনে! কবিতা-পঙ্কজ-রবি, শ্রীকবিকঙ্কণ, ধন্য তুমি বঙ্গভূমে! যশঃ-সুধাদানে অমর করিলা তোমা অমরকারিণী বাগ্‌ দেবী! ভোগিলা দুখ জীবনে, ব্রাহ্মণ, এবে কে না পূজে তোমা, মজি তব গানে?— বঙ্গ-হৃদ-হ্রদে চণ্ডী কমলে কামিনী॥

ঝরা পাতা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on Fallen leaves in Bengali

মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত লাইন

মাইকেল মধুসূদন দত্তের সেরা কবিতা, Best poems of Michael Madhusudan Dutt 

  • এ হৃদয়, দেখ, এবে ওই সরোবরে,—
    চন্দ্রিমার রূপে এতে তোমার মূরতি !
    কাল বলি অবহেলা, প্রেয়সি, যে করে
    নিশায়, আমার মতে সে বড় দুৰ্ম্মতি।
    হেন সুবাসিত শ্বাস, হাস স্নিগ্ধ করে
    যার, সে কি কভু মন্দ, ওলো রসবতি?
  • কার সাথে তুলনিবে,লো সুর-সুন্দরি,
    ও রূপের ছটা কবি এ ভব-মণ্ডলে?
    আছে কি লো হেন খনি,যার গর্ভে ফলে
    রতন তোমার মত,কহ,সহচরি
    গোধূলির?কি ফণিনী,যার সু-কবরী
    সাজায় সে তোমা সম মণির উজ্জ্বলে?—
    ক্ষণমাত্র দেখি তোমা নক্ষত্র-মণ্ডলে
    কি হেতু?ভাল কি তোমা বাসে না শর্ব্বরী?
    হেরি অপরূপ রূপ বুঝি ক্ষুণ্ণ মনে
    মানিনী রজনী রাণী,তেঁই অনাদরে
    না দেয় শোভিতে তোমা সখীদল-সনে,
    যবে কেলি করে তারা সুহাস-অম্বরে?
    কিন্তু কি অভাব তব,ওলো বরাঙ্গনে,—
    ক্ষণমাত্র দেখী মুখ,চির আঁখি স্মরে!
  • বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, দীন যে, দীনের বন্ধু !- উজ্জল জগতে হেমাদ্রির হেম-কান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য-বলে পেয়ে সে মহা পর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে গিরীশ। কি সেবা তার সে সুখ সদনে ! দানে বারি নদীরূপ বিমলা কিঙ্করী। যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ-শিরঃ তরু-দল, দাসরূপ ধরি। পরিমলে ফুল-কুল দশ দিশ ভরে, দিবসে শীতল শ্বাসী ছায়া, বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা, ক্লান্তি দূর করে।
  • আশায় আশ্রিত জনে নিরাশ করিলে,
    আশাতে আশার বশ আশায় মারিলে।
    সৃজিয়াছি আশাতরু আশিত হইয়া,
    নষ্ট কর হেন তরু নিরাশ করিয়া।
    যে জন করয়ে আশা, আশার আশ্বাসে,
    নিরাশ করয়ে তারে কেমন মানসে॥
  • ফিরাইলা বনপথে অতি ক্ষুণ্ণ মনে
    সুরথী লক্ষ্মণ রথ, তিতি চক্ষুঃ-জলে ;—-
    উজলিল বন-রাজী কনক কিরণে
    স্যন্দন, দিনেন্দ্র যেন অস্তের অচলে।
    নদী-পারে একাকিনী সে বিজন বনে
    দাঁড়ায়ে, কহিলা সতী শোকের বিহ্বলে ;—
    “ত্যজিলা কি, রঘু-রাজ, আজি এই ছলে
    চির জন্যে জানকীরে?হে নাথ!কেমনে—
    কেমনে বাঁচিবে দাসী ও পদ-বিরহে?
    কে, কহ, বারিদ-রূপে, স্নেহ-বারি দানে,
    ( দাবানল-রূপে যবে দুখানল দহে )
    জুড়াবে,হে রঘুচূড়া,এ পোড়া পরাণে?
    নীরবিলা ধীর সাধ্বী;ধীরে যথা রহে
    বাহ্য-জ্ঞান-শূন্য মূর্ত্তি,নির্ম্মিত পাষাণে!
মাইকেল মধুসূদন দত্তের সেরা কবিতা

শেষ কথা, Conclusion 

বাংলা সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তর অনবদ্য অবদানে বাংলা ভাষা ব্যবহারে অনেক রূপ এবং সমৃদ্ধি লাভ করে। মাইকেল মধুসূদন দত্তের বাণীতে আমরা সেই ছোঁয়া পাই। তাঁর লিখিত ভাষা বর্তমানে দূর্বোধ্য হলেও তাঁর অন্তর্নিহিত ভাব সমৃদ্ধ।

আজকের এই পোস্ট দ্বারা মাইকেল মধুসূদন দত্তের উক্তি, বাণী, পংক্তি, কবিতা ও ছন্দ  ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।

Recent Posts