সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাসীদের বলা হয় নাস্তিক। আমাদের আজকের এই পোস্টটিতে আমরা নাস্তিক বা নাস্তিকতা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি তুলে ধরব।
বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই উক্তিগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
নাস্তিক বা নাস্তিকতা নিয়ে সেরা লাইন, Best lines on atheist in Bangla
- নাস্তিকতা মানুষের মাঝে যুক্তি, দর্শন, মানবতা, আইন এবং উন্নয়নের ক্ষেত্রে অনিবার্য সকল গুণের সন্নিবেশ ঘটায়, যেক্ষেত্রে ধর্ম নামক কুসংস্কারের প্রায় সবটাই হরণ করে নেয় এবং মানুষের চিন্তাশীল মনটির উপর একনায়কতন্ত্রের মত বিরাজ করতে চায়, এ কারণে দেখা যায়, নাস্তিকতা বা নাস্তিকেরা দেশ ও সমাজের হিতের প্রতি আনুগত্য প্রকাশ করে আর ধর্ম বা ধার্মিকেরা স্বস্বার্থে ঘটায় বিদ্রোহ।
- নাস্তিক এবং আস্তিকেরা একই ধরনের মানুষ, আলাদা হওয়ার ভান করেন মাত্র । তারা উভয়েই এমন কিছুতে বিশ্বাস করেন যা তারা জানেন না।
- “ নাস্তিক হওয়া সহজ নয়। এ এক অনন্য শক্তিধর অভিব্যক্তি। কেননা বিশেষ জ্ঞান, বুদ্ধি, প্রজ্ঞা ও মনোবল না থাকলে নাস্তিক হওয়া যায় না। আশৈশব লালিত বিশ্বাস, সংস্কার, আচার-আচরণ, রীতিণীতি পরিহার করা সাধারনের পক্ষে সম্ভব নয়, কেবল আসামান্য নৈতিক শত্তিধর যুক্তিবাদী মানুষের পক্ষেই তা সহজ। ”
- “ যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে ”
- নাস্তিকরা নিজেদের পণ্ডিত ও জ্ঞানী ভেবে থাকেন। বস্তুত তাদের জ্ঞান অশিক্ষিতদের জানার চেয়েও সীমিত।
- “অঙ্গীকার, চুক্তিপত্র আর শপথ, যেগুলো মানব সমাজের বন্ধনী স্বরূপ, সেগুলো একজন নাস্তিকের উপর কোন নিয়ন্ত্রণ বিস্তার করতে পারে না।“
- নাস্তিকদেরকে প্রায়সই অসহিষ্ণু, নীতিবিবর্জিত, বিষাদ্গ্রস্ত, প্রকৃতির সৌন্দর্য্য সম্পর্কে অন্ধ আর অতিপ্রাকৃতের ব্যাপারে গোঁড়াভাবে প্রমাণ নিয়ে আবদ্ধ বলে কল্পনা করা হয় ।
- যেকোন সমাজে নাস্তিকরা প্রায়শই সবচেয়ে মেধাবী আর বিজ্ঞান শিক্ষায় শিক্ষিত মানুষদের মধ্যেই বিরাজমান
- ধার্মিক মানুষেরা প্রায়ই উদ্বিগ্ন বোধ করেন যে জীবন অর্থহীন আর কল্পনা করেন যে সেটা থেকে উদ্ধার পাবার একমাত্র উপায় হলো মৃত্যু পরবর্তি চিরকালীন সুখ। জীবন যে দামী সে ব্যাপারে অনেকটাই নিশ্চিত নাস্তিকরা। সত্যিকারভাবে এবং পরিপূর্ণভাবে বেঁচে থাকার মধ্যেই জীবনের অর্থ পরিপূর্ণতা পায়।
- একজন স্বাভাবিক জ্ঞানসম্পন্ন ব্যক্তির নাস্তিক হওয়ার কোনো সুযোগ নেই। স্বাভাবিক জ্ঞানসম্পন্ন ব্যক্তি জ্ঞানের সীমাবদ্ধতা সত্ত্বেও উপলব্ধি করতে সক্ষম যে, এ পৃথিবীতে তার আগমন নিছক উদ্দেশ্যবিহীন নয়।
- নাস্তিকেরা মনে করে এই মহাবিশ্বের সবকিছু বোধগম্য কোন কারণ ছাড়া উৎপন্ন হয়েছে।
- মানব ইতিহাসের সবচেয়ে বড় বড় অপরাধের জন্য নাস্তিকরাই দায়ী।
- নাস্তিকতার সাথে বিজ্ঞানের কোন সম্পর্ক নেই।
- অল্প দর্শন আপনাকে নাস্তিক করে আর গভীর দর্শন আপনাকে আস্তিক করে।
নাস্তিক বা নাস্তিকতা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি মহাদেব সম্পর্কিত উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
নাস্তিক বা নাস্তিকতা নিয়ে ক্যাপশন, Nastik niye caption
- মহাবিশ্বের প্রকৃতি এবং তা-তে আমাদের অবস্থান সম্পর্কে প্রশ্ন বিবেচনা করার সময়, নাস্তিকেরা তাদের মতামত বিজ্ঞানের কাছ থেকে নেন। এটা ঔদ্ধত্য নয়; এটা বুদ্ধিবৃত্তিক সততা।
- নাস্তিকেরা আধ্যাত্মিক অভিজ্ঞতা লাভে অক্ষম।
- এমন কোন কিছু নেই যা একজন নাস্তিককে ভালোবাসা, পরমানন্দ, মগ্নতা, আর সম্ভ্রমের অভিজ্ঞতা লাভ করা থেকে বঞ্চিত করে। নাস্তিকেরা এইসব অভিজ্ঞতাকে মূল্য দিতে পারে এবং নিয়মিতভাবে সেগুলো খুঁজতে পারে। নাস্তিকেরা যা করে না তা হলো এসব অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাস্তবতার প্রকৃতি সম্পর্কে অসত্য এবং অসমর্থনীয় কোনকিছু দাবী করা।
- নাস্তিকরা বিশ্বাস করে যে মানব জীবন এবং মানব উপলব্ধির বাইরে আর কিছুই নেই।
- নাস্তিকরা মানব উপলব্ধির সীমাবদ্ধতা বিনা বাধায় স্বীকার করে নিতে পারেন যেভাবে ধার্মিক ব্যক্তিরা পারেন না।
- যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে।
- নাস্তিকের দৃষ্টিভঙ্গি থেকে দেখলে বলতে হয়, পৃথিবীর ধর্মগুলো মহাবিশ্বের আসল সৌন্দর্য্য আর বিশালতাকে পুরোপুরিভাবে গুরুত্বহীন করে দেয়। এরকম পর্যবেক্ষণ করার জন্য কাউকে অপ্রতুল প্রমাণের উপর ভিত্তি করে কোন কিছুকে স্বীকার করতে হবে না।
- ধর্ম যে সমাজের জন্য অত্যন্ত উপকারী সে বাস্তবতা, নাস্তিকরা উপেক্ষা করে।
- নাস্তিকতা নৈতিকতার কোন ভিত্তি প্রদান করেনা।
- “মানুষ কি ঈশ্বরের ভুলে সৃষ্ট, নাকি ঈশ্বর মানুষের ভুলে সৃষ্ট?”
- “তোমাদের কাছে আমি নাস্তিক, কিন্তু ঈশ্বরের কাছে আমি শুধু একজন অন্ধ বিশ্বাসের বিরুদ্ধতাকারী।”
- “আমি নাস্তিক নই। নাস্তিক তারাই যাদের কাছে সৃষ্টিকর্তা নেই এমন দৃঢ় প্ৰমাণ আছে। আমি অতোটা জ্ঞানী নই। কেন আমরা কিছুদিন অপেক্ষা করবো না দৃঢ় প্রমাণের জন্য?”
- “পরকালে বিশ্বাস থাকলে ইহকালে কখনই তুমি মানবিক হতে পারবে না।”
- “যারা তোমাকে দিয়ে অযৌক্তিক কিছু বিশ্বাস করায়, তারা তোমাকে দিয়ে একইসাথে মন্দ কিছুও করায়।”
- “আমি তোমাকে নাস্তিক হতে বলি না, বাইবেলটা ভাল করে পড়ো, ওটিই তোমাকে নাস্তিক বানায়।”
নাস্তিক বা নাস্তিকতা নিয়ে উক্তি সংক্রান্ত আমাদের আজকের এই পোস্টটি ভালো লেগে থাকলে আশা করি ধর্মীয় বাণী বা ধর্ম নিয়ে উক্তি সম্পর্কিত আমাদের পোস্টটি ও আপনাদের মনের মতন হবে।
নাস্তিক বা নাস্তিকতা নিয়ে স্টেটাস, Best status about atheist in Bangla
- “আমি ঈশ্বর বিশ্বাস করি না, তাই বলে আমি নাস্তিকও নই।”
- অন্ধভাবে নাস্তিকতায় বিশ্বাসীরা আমার নিকট চরম অস্বস্তিকর, কারণ, এরা বলে বিশ্বজগতের কোনো স্রষ্টা থাকতেই পারে না। কিন্তু আমার জ্ঞান বলে, এই অবস্থানের পক্ষে কোনো জোরালো প্রমাণ নেই।
- আমি নাস্তিক কারণ আমি পারিনা ভাইকে কাটতে ।। আমি নাস্তিক কারণ… আমি পারিনা ধর্মীয় কাদা ঘাঁটতে।
- ‘নাস্তিক্যবাদ একটা নির্বোধ ও বিদ্বেষপূর্ণ মতবাদ, যার কোন আগা মাথা নেই। একটা পাখি হুট করে দুই চোখ,কান, এক নাক,দুই পা,পাখা লেজ পরিকল্পনা ছাড়াই তৈরি হয়ে গেছে?’
- নাস্তিক অর্থ – অবিশ্বাসী। সেই অর্থে পৃথিবীতে সবাই নাস্তিক, কারণ প্রত্যেকেই একে অন্যের ধর্ম ও ইশ্বরকে অবিশ্বাস করে।
- “নাস্তিক্যবাদ পুরোই নির্বুদ্ধিতার শামিল। সৌরজগতের দিকে তাকিয়ে আমি দেখতে পাই-আমাদের পৃথিবীটা সূর্য থেকে একদম যথার্থ দূরত্বে অবস্থিত। ফলে সঠিক পরিমাণে আলো ও তাপ আসে এই ধরায়। এমন সজ্জা হঠাৎ করে হয়ে যেতে পারে না।”
- আমি ধ্বংস ডেকে আনবো তাদের- যারা ধর্মের ভাঁজে ভাঁজে লুকিয়ে রাখে ভন্ডামি, লোভ, লালসা; দেদারছে হত্যা করে এক ভাই আরেক ভাইকে খুঁচিয়ে খুঁচিয়ে। মসজিদ নিয়ে কমিটির রাজনীতি,ধর্মকে পুঁজি করে রাজনীতি, আমি কোনকালে প্রশ্রয় দেইনি আর মানবোও না, ভেঙে ফেল তোমাদের অমসজিদের কলুষিত দেয়ালের রাজনীতিতে গাঁথা প্রতিটি ইট, যেখানে সিজদারত থাকে কংকালসারী কিছু অপদার্থ আর কু-চক্রি ঘূণিত মানুষ, মানুষ বললে; আসল মানুষগুলো অপমান করা হয় ওরা অমানুষ,নাস্তিক।
- নেই স্বর্গলোভ কিংবা কল্প-নরকের ভয়,
অলীক সাফল্যমুক্ত কর্মময় পৃথিবী আমার৷
চর্মচোখে যা যা দেখি, শারীরিক ইন্দ্রিয় যা ধরে,
তাকেই গ্রহণ করি৷ জানি, নিরাকার অপ্রত্যক্ষ
শুধুই ছলনা, বিশ্বাস করি না ভাগ্যে, দেবতার বরে৷
আমার জগত্ মুগ্ধ বাস্তবের বস্তুপুঞ্জে ঠাসা,
তাই সে ইন্দ্রিয়গ্রাহ্য, অতীন্দ্রিয় নয়৷
অন্ধতার বধ্যভূমি আমার হৃদয়।
সেই শ্রেষ্ঠ মানব-সন্তান, যার মন মুক্ত ভগবান৷
আমার মস্তক নিত্য নত সেই নাস্তিকের তরে৷ - যদি তোমাদের প্রভূ সব পারেন, তবে মানুষকে অভুক্তও রাখেন স্বেচ্ছায়! ইচ্ছে করে তোমাদের মাবুদ আমাকে অভুক্ত রাখে? তবু তার পূজা আমাকেই করতে হবে! পৃথিবীর সব প্রভূ, প্রভাতে যে শিশুটিকে অভুক্ত রাখে, যে শিশুটির পিতা-মাতা সিডরের গ্রাসে প্রাতঃরাশ হয়, সে প্রভূ নয়। তার খুনে স্নাত হয়ে আমি বলে যেতে চাই; ঈশ্বর নাই। পান বরজের গীতের মত, যার অস্তিত্ব নাই; শুধু অতন্দ্র প্রহড়া আছে তোমাদের মতে। সে প্রভূর প্রতারণা রুখতে হয়তো পারবনা, মনে রেখ; আমি প্রতারক নই, কারণ; আমি ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসী নই, আমি নাস্তিক।
- ফেসবুক ক্যাপশন বাংলা, ফেসবুক ক্যাপশন স্টাইলিশ, Best Facebook caption in Bangla
- স্বামীকে নিয়ে লেখা উক্তি, ক্যাপশন ও সেরা লাইন, Best quotes, captions on husband in Bengali
- শ্রী সত্য সাই বাবার অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Bhagavan Sri Sathya Sai Baba’s inspirational quotes and sayings in Bengali
- গৌর গোপাল দাসের অনুপ্রেরণামূলক উক্তি ও বাণী, Best inspirational quotes and sayings of Gour Gopal Das in Bengali
- দয়ানন্দ সরস্বতীর অনুপ্রেরণামূলক বাণী ও উক্তি, Dayanand Saraswati’s inspirational sayings in Bengali
শেষ কথা, Conclusion
আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা নাস্তিক বা নাস্তিকতা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, বাণী, কবিতা ও ছন্দ ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয়পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।