ধর্ম হল মানব সমাজের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। ধর্মীয় বিধি-বিধান আমাদেরকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। বর্তমান সমাজে সামাজিক মাধ্যমে বা বিভিন্ন জায়গায় নানা ধরনের ধর্মীয় বাণী শুনতে পাওয়া যায়। কিন্তু বক্তা হিসেবে এত মানুষের ভীড় যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক তা বোঝা কঠিন হয়ে পড়েছে।

আমাদের আজকের এই পোস্টটিতে আমরা ” ধর্মীয় ” সম্পর্কিত কিছু লেখা তুলে ধরব। বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সামাজিক মাধ্যমেই বিভিন্ন বিষয় নিয়ে নিজের মনোভাব তুলে ধরার চেষ্টা করে, তাই আপনাদের মধ্যে যারা এই বিষয় নিয়ে স্ট্যাটাস, ক্যাপশন, উক্তি, ছন্দ ইত্যাদি খোঁজ করে থাকেন তারা এই পোস্টে থাকা লেখাগুলো খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। আশা করছি এই লেখাগুলো পাঠকদের পছন্দ মতন হবে এবং বিভিন্ন সময়ে ব্যবহার করার যোগ্য হবে।
ধর্ম নিয়ে স্টেটাস, Dhormo nie status
- নিজের সকল কর্তব্য সম্পাদন করা হল ধর্ম।
- ধর্মের মূল কথা হল ভালো মানুষ হয়ে উঠতে হলে যতটুকু সম্ভব মানুষের সেবা করো।
- এই জগতে থাকাকালীন সময়ে তুমি যেকোনো মানুষকে যা কিছুই দাও না কেনো, জ্ঞান দান থেকে শ্রেষ্ঠ দান আর কিছু হয় না। কোনো পথিককে পথ দেখানো এবং জ্ঞানান্ধকে জ্ঞান দান করাই হল মানুষের শ্রেষ্ঠ ধর্ম।
- “পুন্য পথের এ যে যাত্রিরা নিস্পাপ, ধর্মের বর্মে সুরক্ষিত দিল সাফ। নহে শঙ্কিত বজ্ৰ নিপাতেও, কাণ্ডারী আহমদ, তরী ভরা পাথেয়। ”
- জগতে যত ধর্ম আছে সব ধর্মই ভালো, কারণ সকল ধর্মই জনগণের কল্যাণের পক্ষে কথা বলে।
- ধর্ম নিয়ে যারা অন্ধ হয়, তারা কখনই স্বাধীনভাবে কিছু চিন্তা করতে পারে না।
- ধর্ম নিয়ে সমাজে যারা কোন্দল করে বেড়ায়, সত্যি কথা বলতে তারা ধর্মের মর্ম জানে না।
- মানুষের একমাত্র ধর্ম হওয়া উচিত মানবতা।
- ধার্মিকতা এবং ধর্মান্ধতা এক বিষয় না। মানুষকে আলোর পথে নিয়ে যায় ধার্মিকতা আর অন্যদিকে ধর্মান্ধতা যেকোনো মানুষকেই ধ্বংসের পথে ঠেলে দেয়।

আশীর্বাদ নিয়ে উক্তি, বাণী, ক্যাপশন, Best quotes, captions on Blessings in Bengali
ধর্ম নিয়ে বাণী, Best religious sayings in Bangla
- “যে ধর্মের নামে বিদ্বেষ সঞ্চিত করে, ঈশ্বরের অর্ঘ্য হতে সে হয় বঞ্চিত।”
- ধর্ম বলতে ঈশ্বর এবং মানুষের প্রতি ভালোবাসা ব্যতীত আর কোনো কিছুকেই বোঝায় না।
- ভয়ের তাড়া খাওয়ার পরই মানুষ ধর্মের মূঢ়তার পিছে লুকানোর চেষ্টা করে।
- ধর্ম মূলত মানুষের প্রয়োজন অনুসারেই সৃষ্ট, সেজন্য ধর্ম মানুষের মঙ্গলার্থে কথা বলে।
- “নামাজ পড়, রোজা রাখ, কলমা পড় ভাই, তোর আখেরের কাজ করে নে সময় যে আর নাই।”
- মানুষের অন্তরে যে দেবত্ব রয়েছে, তারই প্রকাশ ঘটানোর নাম ধর্ম।
- “অনেকে চারটি বেদ এবং ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেও আত্মাকে জানে না, হাতা যেমন রন্ধন-রস জানে না।”
- “মন হল ধর্মের পূর্বগামী, মনই হয় শ্রেষ্ঠ, সকলই মনোময়।”

প্রতারণা নিয়ে উক্তি, বাণী, ক্যপশন, কবিতা, Best Quotes, Captions on Cheating in Bengali
ধর্ম নিয়ে ক্যাপশন , Meaningful captions about religion
- যারা ধর্মকে সম্পূর্ণভাবে উপলব্ধি না করেই তার প্রচার করতে শুরু করে দেয় তারা ধর্মকে ক্রমশই নিজের জীবন থেকে দূরে ঠেলে দিয়ে থাকে।
- ধর্মীয় সমাবেশে থাকা মানুষজন এত দুষ্ট হয়ে উঠছে যেন মনে হয় যদি তাদেরকে ধর্মের আবরণে না থাকতে হতো তাহলে তারা কত না দুষ্ট বা বদমাইশ হতো।
- ” হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোন জন হে, কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা’র।”
- যেসব স্থানে ধর্ম রাজনীতির হাতিয়ার হয়ে ওঠে, সেখান থেকে শান্তি দৌড়ে পালায়।
- আমাদের চিত্তকে মিথ্যা কিছুর বিরুদ্ধে স্বাধীন ভাবে রাখাই হল ধর্ম।
- সন্ত্রাসবাদ সৃষ্টি করা কখনই কোনোও ধর্মের অধিকারে নেই। ইসলাম ধর্ম সর্বদা সাধারণ মানুষকে হত্যা করার বিষয়কে ঘৃণা করে। কিন্তু সমাজের কিছু ধর্মান্ধ ব্যক্তিগণ ধর্মের নামে গণহত্যা করে বেড়ায়।
- সেই ধর্মটিই যথাৰ্থ হয় যেখানে জাতি নির্বিশেষে সকল মানুষের কল্যাণ নিহিত রয়েছে।
- সৎ লোক বহুবার বিপদে পড়লেও আবার উঠে দাঁড়ায়, কিন্তু কোনো অসৎ লোক যদি বিপদে পড়ে তবে একবারেই পতন ঘটে।
- আমি এই ভুবনে আল্লাহকেই সবচেয়ে বেশি ভয় করি, তারপর ভয় পাই সেই মানুষকেও যে আল্লাহকে ভয় করে না।
- ” যিনি অস্থিরচিত্ত, যিনি সত্যধর্ম অবগত নন, যার মানসিক প্রসন্নতা নেই, তিনি কখনো প্রাজ্ঞ হতে পারেন না। “
- ধর্মানুভূতির মধ্য দিয়েই মানুষ সহজাত প্রবৃত্তিগুলোকে লাভ করে, যেমন কোমলতা, গভীরতা, মধুরতা, ব্যাপকতা ও অন্তদৃষ্টি।
- মনুষ্যত্ব কোনো ধর্মহীন মানুষের জীবনে আসে না। সেজন্যই পৃথিবীতে সুখ এবং শান্তি লাভের উদ্দেশ্য সফল করতে প্রত্যেক মানুষকেই ধর্ম জ্ঞান লাভ করতে হবে।
- সাংসারিক কর্তব্যগুলো পালন করাই হল প্রকৃতপক্ষে ধর্মীয় কার্য।
- মসজিদ ভাঙচুর করে ধার্মিকেরা, মন্দিরগুলোও ভেঙে দেয় ধার্মিকেরাই, কিন্তু তারপরও তারা দাবী করে বেড়ায় যে তারা ধার্মিক, আর যারা এই গণ্ডগুলে নেই তাদেকে অধার্মিক বা নাস্তিক বলে অভিহিত করা হয়।
- ধর্ম মূলত একটাই, কিন্তু এর বহু রূপ রয়েছে, সেই রূপ অনুযায়ী মানুষও নিজেদেরকে ভিন্ন ধর্মে বিভক্ত করে দিয়েছে।
- মসজিদে আঘাত করলে বা ভেঙে দিলে আল্লার হয়তো কিছু আসে যায় না, অন্যদিকে মন্দির ভাঙলে ভগবানেরও কিছুই হয়তো যায় আসে না; কিন্তু এসব নিয়ে যায় আসে শুধু ধর্মান্ধদের। ওরাই গিয়ে মন্দির-মসজিদে ভাঙচুর করে।

রামধনু নিয়ে উক্তি, ক্যাপশন, কবিতা, Best quotes on Rainbow in Bengali
ধর্ম নিয়ে সুন্দর কিছু লাইন, Best ever written lines about religion expressed in Bangla
- ধর্ম জয়ের কাপড় খুলে উড়াই কেতুন মানবতা, ভিন্নভিন্ন ধর্মকথা হারাক প্রথা মিছে জড়তা।পথে ঘাটে চারিমাঝে বইবে বাতাস সাম্যবতা, মানুষ আমি মানুষ হবো মানুষ হয়েই বাঁচামরা।ধর্ম তবু শিকড় গাড়ে সহাস্যে বলে কথা, তুমি বড্ডো বোকা বেহায়া মানুষ বাছা।।
- শুধু গুণ্ডামি, ভণ্ডামি আর গোঁড়ামি ধর্ম নয়, এই গোঁড়াদের সর্বশাস্ত্রে শয়তানি চেলা কয়।এক সে স্রষ্টা সব সৃষ্টির এক সে পরম প্রভু,একের অধিক স্রষ্টা কোনো সে ধর্ম কহে না কভু। তবু অজ্ঞানে যদি শয়তানে শরিকি স্বত্ব আনে, তার বিচারক এক সে আল্লা –লিখিত আল-কোরানে।
- তোমার ধর্ম তোমার উৎসব, আমি দেব না বাধা,- সীতা মেরী সরস্বতী, আছে তোমার রাধা।
- সাঁওতাল বাড়িতে বাঁশের আগায় থাকে ঝাড়ু, মুসলমান বাড়িতে চাঁদ-তারা, হিন্দু বাড়িতে তুলসীগাছ, খৃষ্টান বাড়িতে যিশুর ক্রুশ, বৌদ্ধদের আছে ধর্মের চাকা!প্রকৃত মানুষের কোনো বাড়ি নেই; মানুষ এখনো সর্বহারা!
- মানুষ হয়েও দাস কেন ধর্ম নামক কুহেলিকা, সৃষ্টি তোমার রীতিনীতি হত্যা করে মানবতা। সময় সদা রয় না থেমে সমাজ বদলে সমাজ গড়া, ধর্ম সেথা ভোল পালটে চলছে ভেদ বৈরিতা।
- আমি হিন্দু, আমি মুসলিম বলছি যে গলা তুলে | সবার আগে মানুষ আমরা সে কথা যে গেছি ভুলে | ঈদ্ মুবারক, জয় শ্রীরাম বলেনি যে হাসি মুখে, ব্যাটা নাস্তিক বলে সবাই মিলে লাথি মারো তার বুকে |
- আমি নিশ্চিত করে বলতে পারি মানুষের ধর্ম মনুষ্যত্ব আর ধর্মের নামে যা চলছে তা কেবলই সংস্কার, মৌলবাদের চাপে মনুষ্যত্ব আজ বড় ক্লান্ত; জেগে উঠেছে সংস্কার। মসজিদ-মন্দির ভেঙে যে যার ধর্মকে বড় করতে তাই বুঝি মানুষ তুলেছে হাতিয়ার!
- যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল মর্মে শান্ত তোমার ছন্দ।চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে।
- আন্তরিকতা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best quotes on sincerity in Bengali
- আত্মনির্ভরশীলতা নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Quotes on self- dependency in Bengali
- রাবণের উপদেশ/রাবণকে নিয়ে উক্তি, Ravana advice and best quotes on Ravana in Bengali
- হ্যাপি চিলড্রেনস ডে/শিশু দিবসের শুভেচ্ছা, Happy Children’s Day wishes in Bengali
- বৈশাখ মাস নিয়ে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা, Best captions on Baisakh in Bengali

শেষ কথা :
আজকের প্রতিবেদনের মধ্য দিয়ে আমরা চেষ্টা করেছি আজকের এই পোস্ট দ্বারা “ধর্মীয়” সম্পর্কিত উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, ছন্দ ও কবিতা ইত্যাদি আপনাদের কাছে তুলে ধরার। আশা করি আজকের এই পোস্ট ভালো লেগেছে। এই পোস্টটি যদি আপনাদের মনোগ্রাহী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার আত্মীয় পরিজন ও বন্ধুদের সাথে শেয়ার করে নিতে পারেন। এরূপ আরো পোস্ট পাওয়ার জন্য নজর রাখুন আমাদের এই ওয়েবসাইটে।
